Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

DiseaseX

Disease X: কোভিডের চেয়ে ৭ গুণ বেশি শক্তিশালী 'ডিজিজ এক্স', মৃত্যু হতে পারে ৫ কোটি মানুষের!

করোনা বা কোভিড ১৯-এর (Covid 19) দাপট থেকে সদ্যই রেহাই পেয়েছে বিশ্ববাসী। কিন্তু এখানেই শেষ নয়, পরবর্তীতে আসতে পারে করোনার থেকেও ভয়ঙ্কর ভাইরাস। আর সেই ভাইরাসে মৃত্যুর হার করোনার থেকেও ৭ গুণ বেশি হতে পারে। এমনটাই জানিয়েছে  স্বাস্থ্য দফতর। এই ভাইরাসের নাম হল 'ডিজিজ এক্স' (Disease X)।  উল্লেখ্য, ১৯১৮ থেকে ১৯২০ সালের মধ্যে যে মারণ স্প্যানিস ফ্লু ছড়িয়েছিল, এবার তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভাইরাসকে এক্স বলে সম্মোধন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এই মারণ ভাইরাসকে 'ডিজিজ এক্স' বলে সম্মোধন করা হয়েছে।

ব্রিটেনের ভ্যাকসিন টাস্ক ফোর্সের প্রধান ডেম কেট বিংহাম সম্প্রতি জানিয়েছেন, আরও বড় মহামারী অদূর ভবিষ্যতে দেখতে হতে পারে বিশ্ববাসীকে। আর এর জন্য গোটা বিশ্বের কমপক্ষে পাঁচ কোটি মানুষের প্রাণ যেতে পারে। এই সম্ভাব্য মহামারীর নাম দেওয়া হয়েছে 'ডিজিজ এক্স'। আরও জানানো হয়েছে, এই রোগ কোভিডের থেকেও ৭ গুণ বেশি শক্তিশালী। তিনি জানিয়েছেন, যার ফলে কোভিডে যে পরিমাণ মৃত্যু হয়েছে, তার চেয়েও ৭ গুণ বেশি মানুষের মৃত্যু হতে পারে এই রোগে।

প্রসঙ্গত, হু-এর পরিসংখ্যান বলছে, কোভিডে বিশ্বব্যাপী প্রায় ৭০ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল। কিন্তু ‘ডিজিজ এক্স’ নাকি ছাপিয়ে যেতে চলেছে আগের সব রেকর্ডকেও। এই মারণ ভাইরাসে প্রাণ যেতে পারে প্রা ৫ কোটি মানুষের। এমনটাই দাবি করেছেন ডেম কেট বিংহাম। তিনি জানিয়েছেন, বর্তমানে তাঁরা ২৫টি ভাইরাস পরিবারের গতিবিধি পরীক্ষা করছেন। এদের প্রতিটিতে হাজার হাজার, পৃথক পৃথক ভাইরাস রয়েছে। যে কোনও একটি থেকে পরবর্তী মহামারীর সূচনা হতে পারে।

7 months ago
Disease X: নতুন আতঙ্কের নাম 'ডিজিজ এক্স', আনতে পারে করোনার থেকে ভয়াবহ মহামারী

প্রায় তিনবছর সারা বিশ্বজুড়ে করোনা (Covid 19) দাপট চালানোর পর অবশেষে এক স্বস্তির খবর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation)। চলতি মাসেই জানিয়ে দিয়েছিল যে, কোভিড অতিমারী আর 'আপৎকালীন স্বাস্থ্য বিপর্যয়' বা 'গ্লোবাল হেলথ এমার্জেন্সি' নয়। কিন্তু এই স্বস্তি আর বেশিদিন রইল না। এরপরই হু-এর তরফে আরও এক আতঙ্কের খবর দেওয়া হল। ঘোষণা করা হয়েছে, করোনার থেকে আরও মারাত্মক অতিমারী আসতে চলেছে বিশ্বে। আর সেই রোগের নাম হতে চলেছে 'ডিজিজ এক্স' (Disease X)। ডিজিজ এক্স এমনই এক রোগ যা করোনার থেকে ভয়াবহ হতে পারে। আর যা সারা বিশ্বে ছড়িয়ে যেতে পারে। তবে প্রশ্ন উঠছে, কী এই 'ডিজিজ এক্স'?

হু-এর তরফে ঘোষণা করা হয়েছে, ডিজিজ এক্স এমন একটি রোগ যা সারা বিশ্বে খুব দ্রুত ছড়িয়ে পড়বে। আর এই রোগ কোনও এক প্য়াথোজেনের ফলে সৃষ্টি হতে পারে। এমন এক প্যাথোজেন যা এখনও মানুষের কাছে অজানা। ডিজিজ এক্স এই নামটি প্রথম ২০১৮ সালে ব্যবহার করা হয়েছিল।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে একটি তালিকা তৈরি করা হয়েছে, যেখানে বলা হয়েছে, করোনার পর কোন কোন রোগ বিশ্বে অতিমারী আনতে হতে পারে। এই রোগগুলো হল- ইবোলা, মারবার্গ ভাইরাস, লাসা ফিভার, সারস, নিপা, জিকা ভাইরাস ও ডিজিজ এক্স। আর এই ডিজিজ এক্স নিয়েই সম্প্রতি উদ্বিগ্ন হয়ে পড়েছে 'হু'। আর এর ফলেই সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্কের সৃষ্টি হচ্ছে। 

11 months ago