
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ইতিহাসে গৌরবময় অধ্যায় থাকলেও, কালিমালিপ্ত অধ্যায়ও কম নেই। দিন কয়েক আগেই অভিযোগ উঠেছিল ফ্র্যাঞ্চাইজি পার্টিতে এক মহিলার সঙ্গে অভব্য আচরণ করেছিলেন দিল্লি ক্যাপিটালসের তারকা প্লেয়ার। যদিও কে এই তারকা তা সামনে আসেনি। কিন্তু এই ঘটনার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। নতুন করে কোনও ঘটনা ঘটার আগেই, দিল্লি ক্যাপিটালসের (DC) প্লেয়ারদের বেশ কিছু নিয়মে বাঁধতে চলেছে ফ্র্যাঞ্চাইজি।
কী সেই নিয়মগুলি? রাত ১০টার পরে দিল্লি ক্যাপিটালসের খেলোয়াড়দের সঙ্গে কোনও অতিথি দেখা করতে পারবেন না। প্লেয়ারদের সঙ্গে দেখা করতে হলে, এবার থেকে ফ্র্যাঞ্চাইজির অনুমতি নিতে হবে। এই জন্য সচিত্র আবেদন পত্র জমা দিতে হবে। খেলোয়াড়রা টিম হোটেলের রেস্তোরাঁ বা কফি শপে দ্বিধাহীনভাবে দেখা করতে পারবেন অতিথিদের সঙ্গে। দিল্লি ক্যাপিটালসদের প্লেয়ারদের স্ত্রী বা প্রেমিকা একঘরে থাকতে পারবেন, তবে সেই খরচ দল বহন করবে না।
এখানেই শেষ নয়। প্লেয়ারদের ঘরে আগত অতিথি হোটেল রুম ছাড়ার পরে ফ্র্যাঞ্চাইজিকে জানাতে হবে। দিল্লি ক্যাপিটালসদের তারকারা তাঁদের পরিবারের সঙ্গে দেখা করতে চাইলে, আগে থেকে ফ্র্যাঞ্চাইজির অনুমতি নিতে হবে। ফ্র্যাঞ্চাইজির যেকোনও পার্টিতে প্লেয়ারদের বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে হবে। দলীয় কর্তৃপক্ষের তরফের এই নিয়মগুলি কঠোরভাবে পালন করতে হবে প্লেয়ারদের। এর অন্যথা হলে পদক্ষেপ করবে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি।
সবে শুরু হয়েছে আইপিএল (IPL 2023), প্রতি দল কমবেশি দুটি করে ম্যাচ খেলেছেন। এই পর্বে আইপিএল-র দু’টি ম্যাচ খেলে দেশে ফিরছেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিদেশি অলরাউন্ডার মিচেল মার্শ। কারণ জানলে আপনিও অবাক হবে। চোট বা অসুস্থতা নয়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলের এই বোলার (Mitchel Marsh) দেশে ফিরছেন বিয়ে করতে। ফলে ডিসির হয়ে আইপিএল-র কয়েকটি ম্যাচ খেলবেন না তিনি।
এ প্রসঙ্গে চোট সারিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন মিচেল মার্শ। এবার সাত পাকে বাঁধা পড়তে কয়েক দিনের জন্য ক্রিকেট থেকে বিরতি। যেহেতু আইপিএল-র মাঝেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার। তাই আপাতত তাঁকে পাবেন না ডেভিড ওয়ার্নাররা। দিল্লি ক্যাপিটালস আইপিএল-এ এখনও পর্যন্ত লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলেছে। প্রতি ম্যাচেই প্রথম একাদশে ছিলেন মার্শ। এই প্রসঙ্গে দিল্লির বোলিং কোচ জেমস হোপস বলেন, 'মার্শকে আমরা পরের কয়েকটা ম্যাচে পাব না। ও বিয়ে করতে দেশে ফিরছে।' যেহেতু মার্শ আগে থেকেই ছুটি চেয়ে রেখেছেন, তাই অনুপস্থিতিতে দিল্লি দলের অসুবিধা হলেও বিকল্প ভাবছে এই ফ্র্যাঞ্চাইজি।
চোট সারিয়ে ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে মাঠে ফিরেছেন মার্শ। দিল্লি দলের বোলিং কোচ হোপস বলেন, 'ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ় থেকে বল করছেন মার্শ। আরও আগেই বল করতে পারত। একটু দেরিই করেছে ও। আইপিএলের দুটো ম্যাচেই দারুণ বল করেছে। আশা করছি, আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে মার্শ।'