Breaking News
Abhishek: দিল্লির থানা থেকে বেরিয়ে কলকাতায় রাজভবন অভিযানের ডাক অভিষেকের      Dengue: ডেঙ্গির থাবায় মৃত্যু আরও তিন জনের, নয়া পদক্ষেপ নবান্নের      ED: ইডিকে আগেই জানানো উচিত ছিল, অভিষেকের মামলায় মন্তব্য ডিভিশন বেঞ্চের      Abhishek: নিজের কথাই রাখছেন অভিষেক, যাচ্ছেন না ইডির তলবে      Delhi: লাঠি উঁচিয়ে তাড়া করে রাজঘাট থেকে তৃণমূলকে বের করে দিল দিল্লি পুলিস      Meeting: একদিকে ইডি, অন্যদিকে বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ, সোম-মঙ্গলের প্লান কষতে দিল্লিতে বৈঠকে অভিষেক      Abhishek: দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নজরে ৩ অক্টোবর      Accident: দুর্ঘটনার কবলে তৃণমূলের দিল্লিগামী বাস, আশঙ্কাজনক ১১ জন      Justic Sinha: জলে কুমির ডাঙায় বাঘ! রনংদেহী জাস্টিস সিনহার নির্দেশে মহাফাঁপরে ইডি ও অভিষেক      Delhi: তৃণমূলের বিশেষ ট্রেনের আবেদন খারিজ, বাসেই দিল্লি যাওয়ার ঘোষণা অভিষেকের     

DeepikaPadukone

Deepika: আপনার সবচেয়ে প্রিয় বন্ধুকে বিয়ে করুন; দীপিকা পাডুকোন

অভিনেত্রী দীপিকা পাডুকোন (Deepika Padukone) এবং অভিনেতা রণবীর সিং (Ranveer Singh) বলিউডের 'পাওয়ার কাপল'। অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর যখন অবসাদে দীপিকা, এমনই মুহূর্তে সিনেমার সেটে দেখা হয় রণবীর সিংয়ের সঙ্গে। অনেক সাক্ষাৎকারে দীপিকা বলেছেন, রণবীরের সঙ্গে দেখা হয়ে জীবন বদলে গিয়েছিল। ভালো থাকতে শুরু করেছিলেন অভিনেত্রী। বন্ধুত্ব থেকে বিয়ের পিঁড়িতে বসেন তারকারা। দুজনের রসায়ন এখনও মুগ্ধ চোখে দেখেন দর্শকেরা। সম্প্রতি তাঁদের মধ্যে বিচ্ছেদের রটনা শোনা গেলেও। তাঁরা যে সযত্নে নিজেদের সম্পর্ককে আগলে রেখেছেন তাও প্রকাশ্যে এসেছে। এবার দীপিকা শেয়ার করলেন, বিয়ের আসল রহস্য।

অভিনেত্রী বন্ধুত্ব দিবসেই তাঁর বিয়ের আসল রহস্য ফাঁস করেছেন সামাজিক মাধ্যমে। একটি পোস্ট শেয়ার করেছেন দীপিকা। সেই পোস্টে লেখা রয়েছে, 'নিজের সবচেয়ে প্রিয় বন্ধুকে বিয়ে করুন। আমি একেবারেই হালকাভাবে কথাটি বলছি না। যার প্রেমে পড়বে তাঁর মধ্যে শক্তিশালী, সবচেয়ে বেশি বন্ধুত্ব খুঁজে নেবে। এমন একজনকে খুঁজে নেবে, যার সঙ্গে তুমি হাসতে পারো। এত হাসতে পারো, যাতে তোমার পেটে ব্যথা হতে শুরু করবে। সবচেয়ে বেশি আলিঙ্গন করা, আন্তরিক এবং নিরাময়ক হাসি খুঁজে নেবে। বুদ্ধিও জরুরি।'

View this post on Instagram

A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)

দীপিকার জীবনে যে এই হাসির কারণ তাঁকেও ভুলে যাননি অভিনেত্রী। স্বামী রণবীর সিংকে ট্যাগ করেছেন এই পোস্টের নিচে। রণবীরও এই পোস্টের কমেন্টে একটি হৃদয়ের ছবি দিয়েছেন। নেটিজেনরা আবারও এই দম্পতির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

2 months ago
Couple: বিচ্ছেদ নিয়ে চর্চাই সার, চুটিয়ে সংসার করছেন দীপিকা-রণবীর

বিদেশে উড়ে গিয়ে ২০১৮ সালে বিয়ে করেছিলেন রণবীর সিং (Ranveer Singh) এবং দীপিকা পাডুকোন (Deepika Padukone)। তারপর থেকে ভক্তদের কাছে প্রিয় জুটি হয়ে গিয়েছেন তাঁরা। সামাজিক অনুষ্ঠানে কিংবা পুরস্কার বিতরণী অনুষ্ঠান, একে ওপরের প্রতি ভালোবাসা ও সম্মান দেখে ভক্তরা কেবল মুগ্ধ হয়েছেন। গত কয়েক মাসে তাঁদের নিয়ে সামাজিক মাধ্যমে ভিন্ন চর্চা শুরু হয়েছে। দম্পতির সম্পর্ক নাকি ভালো যাচ্ছে না, এমন গুঞ্জনেই ছয়লাপ হয়েছিল নেট দুনিয়া।

এই প্রসঙ্গের সূত্রপাত এক অনুষ্ঠান থেকে। সাধারণত জনসমক্ষে একে অপরের হাত ধরে থাকেন তারকারা। তবে সেই অনুষ্ঠানে রণবীর দীপিকার দিকে বেশ কিছুক্ষণ হাত বাড়িয়ে দিলেও অভিনেত্রী হাত ধরেননি। এমনকি একসঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তোলেননি। দম্পতির মাঝে দাঁড়িয়েছিলেন প্রকাশ পাডুকোন, অর্থাৎ দীপিকার বাবা। এইটুকুই দর্শক দেখেছেন। এই অনুষ্ঠানের অন্দরমহলে কী হয়েছে, দর্শক দেখেননি।

রণবীর সেই অনুষ্ঠানে স্টেজে উঠে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দীপিকার প্রশংসা করেন। দীপিকাও হাসিতে লুটিয়ে পড়ার জোগাড়। এই কিছুদিন আগে মার্জার সরণিতে হেঁটেছিলেন রণবীর। দর্শক আসনে দীপিকাকে বসে থাকতে দেখে, এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন। এরপর স্ত্রীয়ের দিকে এগিয়ে গিয়ে তাঁকে চুমু খেয়েছেন। শনিবারে এক ভিডিওতে দেখা গিয়েছে, এক গাড়িতে পাশাপাশি বসে রয়েছেন দম্পতি। দীপিকার মুখে একগাল হাসি নিয়ে কি যেন বলছিলেন রণবীরকে। অন্যদিকে রণবীর অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন দীপিকার দিকে। অর্থাৎ রটছে মানেই যে ঘটছে, সবসময় তা হয় না।

2 months ago
Deepika Padukone: সবচেয়ে বেশি ট্যাক্স দেন দীপিকা, অভিনেত্রীর আয় কত জানেন?

আরও একটি মাইলফলক ছুঁয়ে ফেললেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন (Deepika Padukone)। এমনিতেই অনেক অদৃশ্য পালক রয়েছে তাঁর মাথার মুকুটে। সেই তাজে আরও একটি পালক যুক্ত হল। অভিনেত্রী দীপিকা পাডুকোন এবার বলিউড অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি ট্যাক্স দাতা (Highest tax Payer) হিসেবে নাম লেখালেন। একটি রিপোর্ট অনুযায়ী, ২০১৬-২০১৭ আর্থিক বর্ষে দীপিকার ট্যাক্স দেওয়ার পরিমাণ ১০ কোটি। পরবর্তী বছরগুলোতেও নাকি সেই ট্যাক্সের পরিমাণ মোটামুটি একই রয়েছে। সেখান থেকেই নেটিজেনদের মনে প্রশ্ন, 'এই অর্থ আসছে কীভাবে?'

অভিনেত্রী দীপিকা পাডুকোন এই মূহুর্তে বলিউড অভিনেত্রীদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন। ছবি বক্স অফিসে সফল হোক বা না হোক, অভিনেত্রীকে সিনেমায় কাস্ট করতে তৈরী বহু পরিচালক। তবে দীপিকাকে পেতে হলে মোটা অঙ্কের টাকা খসাতে হয় প্রযোজনা সংস্থাকে। দীপিকা একটি সিনেমা করতে প্রায় ১৫ কোটি টাকা অর্থ পারিশ্রমিক নেন। অন্যদিকে ব্র্যান্ড প্রোমোশনের জন্যও পান আলাদা টাকা।

শ্যাম্পু হোক কিংবা সাবান, দীপিকাকে দিয়ে কোনও প্রোডাক্টের প্রচার করলেই ৮ কোটি টাকা পর্যন্ত দিতে হয়। এছাড়াও সম্প্রতি অভিনেত্রী ব্যবসায়ী হিসেবেও ডেবিউ করেছেন। 'এইট্টিটু ডিগ্রি ইস্ট' নামক একটি স্কিনকেয়ার ব্র্যান্ড রয়েছে তাঁর। সব মিলিয়ে দীপিকার সম্পত্তির পরিমাণ নাকি প্রায় ৫০০ কোটি টাকা। বাৎসরিক যায় ৪০ কোটি কিংবা তারও বেশি। তবে অভিনেত্রী যে অনৈতিক কাজ মোটেই করেন না তা বুঝিয়ে দিয়েছেন স্পষ্ট করে। যা তাঁর আয়, সেই পরিমাণ ট্যাক্সও দিচ্ছেন সরকারকে।

3 months ago


Deepveer: বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই জন্মদিনে দীপিকার সঙ্গে ছবি পোস্ট করলেন রণবীর

বলিউডের জনপ্রিয় জুটি অভিনেত্রী দীপিকা পাডুকোন (Deepika Padukone) এবং অভিনেতা রণবীর সিং (Ranveer Singh)। প্রেম করার পর ২০১৮ সালে একে অপরকে বিয়ে করেছিলেন তাঁরা। তারকাদের ডেস্টিনেশন ম্যারেজের ছবি এক নিমেষে ঝড় তুলেছিল সামাজিক মাধ্যমে। কিন্তু বেশ কয়েকদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে একটু বেশিই কথা হচ্ছে। দুজনের মধ্যে নাকি সম্পর্ক বিশেষ ভালো নেই।

সচরাচর তারকারা সামাজিক মাধ্যমে একে অপরকে নিয়ে পোস্ট করে থাকেন। সেখান থেকেই  দীপিকা বা রণবীর বেশ কিছুদিন ধরেই সামাজিক মাধ্যমে একে অপরকে নিয়ে কোনও পোস্ট করছিলেন না তাঁরা। এমনকি রণবীরের জন্মদিনেও দীপিকা তাঁকে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানাননি। সেই নিয়েও বিচ্ছেদের গুঞ্জনের রব আরও বেড়েছিল। তবে অভিনেতা নিজেই সামাজিক মাধ্যমে সেই জল্পনার অবসান ঘটিয়েছেন।


রণবীর নিজের সামাজিক মাধ্যমের স্টোরিতে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন। একইসঙ্গে দীপিকার সঙ্গে একটি ছবিও আপলোড করেছিলেন তাঁরা। এখনও যে তাঁরা সুখী দম্পতি তা বোঝা গিয়েছে ছবি দেখে। আলিবাগে ছুটি কাটিয়ে ফেরার পথে দুজনকে বিমানবন্দরেও একসঙ্গে ক্যামেরাবন্দী করেছেন পাপারাৎজিরা।

3 months ago
Movie: স্বামীর খোঁজে পুলিসের দ্বারস্থ দীপিকা, অন্যদিকে উত্তেজিত রণবীর

সারারাত বাড়িতে নেই স্বামী। কোনও খোঁজ না পেয়ে অবশেষে থানায় গেলেন দীপিকা। সেখানে গিয়ে অফিসারদের সবিস্তারিত বলে অভিযোগ দায়ের করলেন অভিনেত্রী। তাহলে কী রণবীরের কিছু হল? চিন্তার কোনও কারণ নেই। আসলে বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন দীপিকার (Deepika Padukone) রিল লাইফ স্বামী। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সম্ভবত কোনও সিনেমার প্রথম ঝলক সেটি।

ভিডিওটি শুরু হয়েছে দীপিকার উদ্বিগ্ন চেহারা দিয়ে। স্বামীর খোঁজ না পেয়ে যে তিনি চিন্তিত হয়ে পড়েছেন তা বলার অপেক্ষা রাখে না। পরের দৃশ্যেই দেখা যায় রণবীর সিংকে। ক্যাজুয়াল পোশাক পরেছেন অভিনেতা। চোখে রোদ চশমা এবং কানে ইয়ারফোন। সেই ফোনেই তিনি কারও সঙ্গে সংযোগ রেখে চলেছেন। রণবীরকে তাঁকে 'স্যার' বলে সম্বোধন করতে শোনা যায়।

কেবলমাত্র বলিউডের দুই জনপ্রিয় তারকাই নয়, এই ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছেন দক্ষিণী অভিনেতা রামচরণ তেজা। যদিও এর থেকে বেশি আরো কিছু জানানো হয়নি প্রথম ঝলকে। তবে অভিনেতারা সকলেই এই ভিডিও শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। আপাতত গোপনে রেখেছেন নতুন কাজের কথা। সময় হলেই নাকি রহস্য উন্মোচন করবেন। তাই দর্শকদের জন্য তাঁরা কি চমক রেখেছেন, তা জানা যাবে আরও খানিকটা অপেক্ষার পরে।

3 months ago


Deep-veer: মান্নতের পাশেই স্বপ্নের বাড়ি বানাচ্ছেন দীপিকা-রণবীর

২০১৮ সালের ১৪ নভেম্বর, সকলের অলক্ষে বিদেশে উড়ে গিয়ে অভিনেতা রণবীর সিংয়ের (Ranveer Singh) সঙ্গে গাঁটছড়া বাঁধেন দীপিকা পাডুকোন (Deepika Padukone)। বিয়ের বেশ কিছু বছর পেরিয়ে গিয়েছে। মাঝে মধ্যে তাঁদের মধ্যে বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও তাতে বিশেষ তোয়াক্কা করেননি তুই তারকা। বরং তাঁরা যে যৌথ যাপনেই রয়েছেন, সেই প্রমান মিলেছে বহুবার। এবার একসঙ্গে জীবনের আরও একটি পর্ব শুরু করতে চলেছেন দীপ-বীর। তাঁদের স্বপ্নের বাড়ি মাথা তুলে দাঁড়াচ্ছে ধীরে ধীরে।

সম্প্রতি বান্দ্রায় তাঁদের নির্মীয়মান বহুতলের ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। এই বাড়ি বানাতে নাকি আনুমানিক খরচ হয়েছে ১১৯ কোটি টাকা। বিল্ডিংয়ের ১৭,১৮ এবং ১৯ তম ফ্লোরে থাকতে চলেছেন দীপিকা এবং রণবীর। শোনা গিয়েছে তাঁদের প্রতিবেশী হতে চলেছেন শাহরুখ খান। সেই বিল্ডিংয়ে নাকি ১৯টি গাড়ি পার্ক করার জায়গা থাকছে তারকাদের জন্য।

View this post on Instagram

A post shared by Viral Bhayani (@viralbhayani)

বান্দ্রায় আরও দুই তারকা নিজেদের বাড়ি বানিয়েছেন। অভিনেতা রণবীর কাপুর এবং আলিয়া ভাট। তাঁদের বাড়ি নাকি প্রায় তৈরী। খুব তাড়াতাড়ি নাকি নতুন বাড়িতে যেতে চলেছেন তাঁরা। কদিন পরে আসবেন দীপিকা রণবীরও। সব মিলিয়ে যে মাঝেমধ্যেই আড্ডা জমে উঠবে তা আন্দাজ করা যায়।

3 months ago
Actress: দীপিকার ছবিতে আলিয়ার যৌন ইঙ্গিত! নেট দুনিয়ায় সমালোচনা

২১ জুন সারা ভারতে পালিত হয়েছে যোগা দিবস। সামাজিক মাধ্যমে অনেকেই নিজেদের যোগার ছবি আপলোড করেছিলেন। বাদ যাননি অভিনেত্রীরাও। দীপিকা পাডুকোনও (Deepika Padukone) অংশ নিয়েছিলেন এতে। একটি ছবি সামাজিক মাধ্যমে আপলোড করে তিনি লিখেছিলেন, 'আপনাদের মধ্যে কতজন জানেন এই আসনকে কী বলে? অনেকেই এর উত্তর দিয়েছিল সামাজিক মাধ্যমে। আলিয়া ভাটও (Alia Bhatt) ইনস্টাগ্রামে তাঁর ছবির নিচে কমেন্ট করেছেন।


আলিয়া উত্তরে লিখেছিলেন, এটি 'পাপ্পি পোজ'। এই কমেন্টেই নেটিজেনরা যৌন ইঙ্গিত পেয়েছেন। আলিয়ার কমেন্টের নিচে নেটিজেনরা অনেক তির্যক মন্তব্য করেছেন। কিন্তু আসলেই এই পোজের নাম পাপ্পি পোজ। তাই সকলে যা ভাবছেন, তা আসলে সত্যি নয়। দুই অভিনেত্রীর মধ্যে একটি মিল রয়েছে। অভিনেত্রী দীপিকা রণবীর কাপুরের প্রাক্তন এবং আলিয়া রণবীরের স্ত্রী। কিন্তু তাতে কী দুই অভিনেত্রীর মধ্যে খুবই ভালো সম্পর্ক।

3 months ago
Deepika: সাক্ষাৎকার চলাকালীন দীপিকার ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন রণবীরের, লজ্জায় লাল বাজিরাওয়ের 'মস্তানি'

বলিউডের অন্যতম চর্চিত দম্পতি দীপিকা পাডুকোন (Deepika Padukone) ও রণবীর সিং (Ranveer Singh)। তাঁদের মতো মিষ্টি কাপল বিটাউনে খুব কমই দেখা যায়। কিন্তু তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়েও শুরু হয়েছিল জল্পনা। কিন্তু এবারে সেই সমস্ত জল্পনায় জল ঢেলে তাঁদের আমার সেই চেনা ছন্দে দেখা গেল। রণবীরকে প্রায় সবসময়ই নিজের স্ত্রীয়ের প্রতি ভালোবাসা উজার করে দিতে দেখা যায়। এবারেও ঠিক তেমনটাই ঘটেছে। কিন্তু এবারে ভালোবাসা দেখাতে গিয়ে এমনই এক অদ্ভূত কাণ্ড করে বসলেন, যার ফলে লজ্জায় রাঙা দীপিকা। তবে নেটিজেনরা এটাকে ভালোভাবেই নিয়েছেন। কী এমন করলেন রণবীর।

সম্প্রতি এক আন্তর্জাতিক ম্যাগাজিন টাইম-এর কভার পেজে দেখা গিয়েছে দীপিকা পাডুকোনকে। সেই ম্যাগাজিনের এক সাক্ষাৎকার দিচ্ছিলেন তিনি। আর তাঁর পাশের ফ্লোরেই শ্যুট ছিল রণবীরের। কিন্তু শ্যুট করতে যাওয়ার আগেই স্ত্রীয়ের সঙ্গে দেখা করতে আসলেন রণবীর। আর এসেই স্ত্রীয়ের ঠোঁটে ঠোঁট রেখে আলতো চুম্বন করলেন বাজিরাও। এদিকে লজ্জায় লাল মস্তানি। রণবীরকে দেখে অবাকই হয়েছিলেন দীপিকা। কারণ তাঁর দেখা করতে আসাটা সত্যিই সারপ্রাইজ ছিল দীপুর জন্য।

View this post on Instagram

A post shared by TIME (@time)

তবে তাঁদের একসঙ্গে পেয়ে তাঁদের বিয়ের সম্পর্ক নিয়ে প্রশ্ন করতে করা হয়। তাঁদের জিজ্ঞাসা করা হয়, কত বছর হলো তাঁদের সম্পর্কের। তখন দীপিকা বলেন  সাড়ে ৪ বছর হতে চলল,এরপর রণবীর বলেন প্রায় ১১ বছর হতে চলল তাঁদের সম্পর্কের। এতে সায়ও দেয় দীপিকা। এরপরই নিজের শ্যুটের জন্য বেরিয়ে যান রণবীর। তবে রণবীরের এই সারপ্রাইজ ভিজিট মুখে হাসি এনেছে দীপিকার।

5 months ago


Pathaan: 'পাঠান' ঝড় অব্যাহত! বাংলাদেশে মুক্তি পাওয়ার আগেই প্রতিটি সিনেমা হল হাউসফুল

দীর্ঘ প্রতীক্ষার পর এবারে বাংলাদেশেও ঝড় তুলতে চলেছে কিং খানের (Shah Rukh Khan) 'পাঠান' (Pathaan)। দিনটা ছিল ২০২৩ সালের ২৫ জানুয়ারি, দীর্ঘ চার-পাঁচ বছর পর রূপোলি পর্দায় কামব্যাক করেছেন বলিউডের 'বাদশাহ'। স্বাভাবিকভাবেই তাঁর অনুরাগীদের উন্মাদনা ছিল তুঙ্গে। সারা বিশ্বজুড়ে ১০৫০ কোটির ব্যবসা করেছে ছবি। গড়েছে একের পর এক রেকর্ড। এবারে ১২ মে বাংলাদেশেও (Bangladesh) মুক্তি পেল এই ছবি। জানা গিয়েছে, ছবি মুক্তির আগেই আগামী দু'দিনের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ভারতের মতো সেদেশেও যে শাহরুখ ম্যাজিক ফের ছড়িয়ে পড়তে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

পাঠান ছবি বাংলাদেশে মুক্তি পাওয়ায় এক ইতিহাস তৈরি করেছে। কারণ ১৯৭১ সালের পর এই হিন্দি ছবি প্রথম বাংলাদেশে মুক্তি পেল। ফলে এই ছবি যে সেদেশের মানুষদের জন্য বিশেষ, তা বোঝাই যাচ্ছে। অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্টের সংস্থার আধিকারিক অনন্য মামুন জানিয়েছেন, বাংলাদেশ জুড়ে মোট ৪১ টি সিনেমা হলে এই ছবি মুক্তি পেয়েছে। আর প্রতিদিন ১৯৮ টি করে শো পেয়েছে এই ছবি। এমনকি এই ছবি মুক্তি পাওয়ার দু'দিন আগেই সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। অর্থাৎ প্রতিটি সিনেমা হল হাউজ ফুল। ফলে এখন এটাই দেখার যে, বাংলাদেশে কত টাকার ব্যবসা করতে চলেছে শাহরুখ ও দীপিকা অভিনীত ছবি 'পাঠান'।

5 months ago
Deepika: জিয়া খানের শেষযাত্রায় পরেছিলেন, সেই পোশাক বিক্রি করে কটাক্ষের মুখে দীপিকা

সাধারণত তারকাদের তাঁদের জামা-কাপড় বারবার পরতে দেখা যায় না। তবে তাঁদের মধ্যে অনেকেই পোশাক রিপিট করেন। কিন্তু এমন তারকা হাতে গোনা। অনেকে আবার তাঁদের জামা-কাপড় চ্যারিটির জন্য বিক্রি করেন। আর এবারে এই পোশাক বিক্রি নিয়েই কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী দীপিকা পাডুকোন (Deepika Padukone)। দাবি করা হয়েছে, জিয়া খানের শেষযাত্রায় যে পোশাক পরে গিয়েছিলেন দীপিকা, সেটিই নাকি ওয়েবসাইটে বিক্রি করা হয়েছে। আর এই খবর ছড়িয়ে পড়তেই ধেয়ে আসে কটূক্তি।

কিছুদিন আগেই জিয়া খানের আত্মহত্যা মামলায় প্রেমিক সুরজ পাঞ্চোলিকে নির্দোষ বলা হয়েছে। ফলে জিয়া খানের মামলা খবরের শিরোনামে আসতেই দীপিকা পাডুকোনের এই কাণ্ডও ফের খবরে উঠে এসেছে। আসলে ঘটনাটি ২০২১ সালের, যখন দীপিকার সেই জামাটি ওয়েবসাইটে বিক্রি করা হয়েছিল। জানা গিয়েছিল, সেই ওয়েবসাইটে বিক্রি করা পোশাকের টাকা সমাজের ভালোর জন্য কাজে লাগানো হয়। শুধুমাত্র জিয়া খানের শেষযাত্রার ছোট কুর্তি নয়, প্রিয়াঙ্কা চোপড়ার বাবার শেষযাত্রায় যে কুর্তি পরেছিলেন, সেটিও নাকি বিক্রি করা হয়েছে সেই ওয়েবসাইটে। এগুলো ২ হাজার থেকে ৮ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

দীপিকার পোশাকের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ফের শুরু হয়েছে সমালোচনা। ধেয়ে আসে একের পর এক কটূক্তি। তাঁর মানসিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়। নেটিজেনরা কটাক্ষ করে বলেন, 'এগুলো শেষযাত্রায় যাওয়ার কালেকশন।'

5 months ago


Jawan: প্রকাশ্যে শাহরুখ-দীপিকার জওয়ানের প্রথম ঝলক!

পাঠান সিনেমার কল্পনাতীত সাফল্যের পর এবার নতুন সিনেমাতে শাহরুখ খান ও দীপিকা পাডুকোন। কিং খানের জওয়ান সিনেমার কথা এতদিনে জেনে গিয়েছে অনেকেই। সেই সিনেমার একটি গানের শ্যুটিংয়েই দেখা গেল বাদশা এবং দীপিকাকে। সম্প্রতি অভিনেত্রী নয়নতারার সঙ্গে গানের শ্যুট সেরেছেন মুম্বইতে।  এবার জওয়ান সিনেমার আরও একটি গানের শ্যুটিং সেরে ফেললেন তিনি।

জানা গিয়েছে, গানটির কোরিওগ্রাফি করেছেন ফারাহ খান। নয়নতারার সঙ্গে শ্যুটিং করা গানটির শ্যুটিং দৃশ্যের কোরিওগ্রাফিও করেছেন ফারা। ফিল্ম সিটিতে ওই গানের দৃশ্যের শ্যুট হয়েছে। দীপিকা এবং শাহরুখ দুজনকেই দেখা গিয়েছে সাদা রঙের শার্টে। কালো প্যান্ট এবং কালো রঙের বুট জুতোয়। শাহরুখের দাঁড়ি কামানো, চুল ছোট করা চেহারা। অন্যদিকে দীপিকা পাডুকোনের মাথায় পনিটেল বাধা।


শাহরুখ এবং দীপিকার জুটি দর্শক বেশ পছন্দ করেন। 'চেন্নাই এক্সপ্রেস', 'হ্যাপি নিউ ইয়ার' এবং সম্প্রতি 'পাঠান' সিনেমায় দেখা গিয়েছে। 'জওয়ান' সিনেমায় দুজনকে একসঙ্গে দেখা যাবে, এই খবর পেয়ে রীতিমতো খুশি সকলে। ইতিমধ্যেই শাহরুখ এবং দীপিকার ছবি ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। কবে মুক্তি পাবে 'জওয়ান' তা জানতে অধীর আগ্রহে রয়েছেন দর্শকরা।

6 months ago
Deepika: ভুটান সফরে দীপিকা, সেখানেও ঘিরে ধরলেন ভক্তরা

দীপিকা যেখানেই দাঁড়ান, সেখানেই পার্থিব আলো। ভক্তরা অন্তত এমনটাই বলে থাকেন। 'ওঁম শান্তি ওঁম' সিনেমা দিয়ে অভিনয় জগতে হাতেখড়ি। এরপর একের পর এক সিনেমায় তাঁর ভক্তসংখ্যা কেবল বেড়েছে। দীপিকা (Deepika Padukone) যত পরিণত হচ্ছেন গ্ল্যামারও বাড়ছে তত। সিনেমার পাশাপাশি নিজের ব্যবসা শুরু করেছেন। তৈরি করেছেন নিজের স্কিনকেয়ার ব্র্যান্ড 'এইট্টিটু ডিগ্রি ইস্ট'। সম্প্রতি কাজ সামলে ঘুরতে গিয়েছিলেন ভুটান (Bhutan)। সেখানেও তাঁকে অনুসরণ করলেন ভক্তরা।


সামাজিক মাধ্যমে দীপিকা ভক্তরা বেশ কিছু ছবি আপলোড করেছেন। একেবারেই একান্ত সময় কাটাতে ভুটান গিয়েছেন দীপিকা। তাই অভিনেত্রীসুলভ বিশেষ ভাব নেই। একেবারে ক্যাজুয়াল পোশাক পরেছিলেন দীপিকা। ছিটেফোঁটা মেকআপ নেই চেহারায়। ভক্তদের আবদার মেটাতে সেলফি তুলেছেন তাঁদের সঙ্গে।দীপিকাকে এত কাছ থেকে দেখতে পাবেন, তা বোধহয় কল্পনাও করতে পারেননি দিপু ভক্ত। উপরি পাওয়া কাঁধে পছন্দের তারকার হাত। তাই তাঁর মুখে উঠেছে চওড়া হাসি।