Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

DeepfakeVideo

Alia: অশ্লীল অঙ্গভঙ্গি আলিয়ার, এবারে 'ডিপফেক'-এর জালে রনবীর পত্নী!

রশ্মিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ, কাজল, সারা তেন্ডুলকরের পর এবারে 'ডিপফেক' ভিডিও-এর শিকার আলিয়া ভাট (Alia Bhatt)। এবারে আলিয়ার এক আপত্তিকর ভিডিও প্রকাশ্যে এল, যেখানে দেখা গিয়েছে, বিছানায় বসে আলিয়া অশ্লীল অঙ্গভঙ্গি করছেন। কিন্তু ইনি যে আলিয়া নন, তা বুঝতে বিলম্ব নেই নেটিদজেনদের।


সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, এক মহিলা ফ্লোরাল ড্রেস পরে বিছানায় বসে ও অশ্লীল অঙ্গভঙ্গি করছেন। আর এতে রয়েছে আলিয়ার মুখ। এআই-এর মাধ্যমে অন্য এক মহিলার ভিডিওতে আলিয়ার মুখ বসিয়ে তৈরি করা হয়েছে এই ফেক ভিডিও। আর এটি ভাইরাল হতেই চারিদিকে হইহই পড়ে গিয়েছে। ফের এক অভিনেত্রীর ডিপফেক ভিডিও ভাইরাল হতেই ক্ষুব্ধ অনুরাগীরা।

একের পর এক অভিনেত্রী ডিপফেকের শিকার হওয়ায় কেন্দ্রের তরফেও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর এই প্রসঙ্গে জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া এবং এর বিষয়বস্তু নিরীক্ষণের জন্য একজন অফিসার নিয়োগ করা হবে। যিনি একটি প্ল্যাটফর্ম তৈরি করবেন, সেখানে সাধারণ নাগরিকেরা সহজেই নিজেদের অভিযোগ দায়ের করতে পারবেন। এর ফলে আইন লঙ্ঘনের অভিযোগগুলি সরকারের নজরে আনা অনেক সহজ হবে। কিন্তু এই ঘোষণার পরও ফের এক ডিপফেক ভিডিও প্রকাশ্যে।

6 months ago
Sara: 'ডিপফেক' ভিডিও নিয়ে এবারে সরব সারা, দ্রুত পদক্ষেপের আবেদন সচিন কন্যার

রশ্মিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ, কাজলের মত ডিপফেক ছবি-এর (Deepfake Pic) শিকার হয়েছেন সচিন কন্যা সারা তেন্ডুলকরও (Sara Tendulkar)। প্রায় কয়েকমাস ধরেই অভিনেত্রীদের বিভিন্ন বিকৃত ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। এবারে এই নিয়েই ক্ষোভ উগরে দিলেন ও তড়িঘড়ি পদক্ষেপের আবেদন করলেন সারা।

কিছুদিন আগেই সারা তেন্ডুলকরের সঙ্গে শুভমান গিলের এক ছবি ভাইরাল হতে দেখা যায়। পরে জানা যায়, সেই ছবি আদতে বিকৃত করা ছবি। শুধু তাই নয়, তাঁর এই ছবি তাঁর ভুয়ো এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়। ফলে এই সমস্ত কিছু নিয়ে ইনস্টাগ্রামে সারা লিখলেন, 'সোশ্যাল মিডিয়া আমাদের সকলের জন্য আমাদের আনন্দ, দুঃখ এবং দৈনন্দিন কাজকর্ম শেয়ার করার জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম। তবে প্রযুক্তির অপব্যবহার দেখে ভয় লাগছে, পরিস্থিতি উদ্বেগজনক। এইসব বিষয় সত্য থেকে দূরে সরিয়ে দেয়।'


সারা আরও বলেন, 'আমার কিছু ডিপফেক ছবি আছে যা রিয়েলিটি থেকে বহু দূরে। তিনি আরও জানান,  সারা তেন্ডুলকর নামে একটি অ্যাকাউন্ট, যেটা আসলে ফেক। তিনি বলেন, 'আমার নামে লোকেদের বিভ্রান্ত করে। আমার এক্স-এ কোনও অ্যাকাউন্ট নেই। আমি আশা করি এক্স এই অ্যাকাউন্টগুলি দেখবে এবং সেগুলি সাসপেন্ড করে দেবে।'

6 months ago
Kajol: ক্যামেরার সামনে পোশাক বদলাচ্ছেন কাজল! ফের ভাইরাল অভিনেত্রীর ডিপফেক ভিডিও

রশ্মিকা মান্দানা, ক্যাটরিনা কাইফের পর এবারে ডিপফেক ভিডিও-র শিকার বলিউড অভিনেত্রী কাজল (Kajol)। রশ্মিকা, ক্যাটরিনার ডিপফেক ভিডিও নিয়ে শোরগোল পড়ে যায় পুরো দেশজুড়ে। কেন্দ্র থেকেও কড়া পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু এই বিতর্কের মাঝেই আরও এক ভাইরাল হল, আর যেখানে মুখ দেখা যাচ্ছে কাজলের। ভিডিও-তে দেখা গিয়েছে, ক্যামেরার সামনেই পোশাক পরিবর্তন করছেন কাজল। আর এই ভিডিও নিয়েই ক্ষোভ উগরে দিয়েছেন কাজল অনুরাগীরা।

সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে, ক্যামেরার সামনে এসে পোশাক পরিবর্তন করছেন কাজল। কিন্তু ভিডিও দেখেই প্রায় প্রত্যেকেই বুঝতে পেরেছেন, এটি ডিপফেক ভিডিও। জানা গিয়েছে, এই ভিডিওটি প্রকৃতপক্ষে রোজি ব্রিন নামের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের। ‘গেট রেডি উইথ মি’ ট্রেন্ডে যোগ দিতে তিনি এই বছরের ৫ জুন টিকটকে তাঁর এই ভিডিও পোস্ট করেছিলেন। তাঁর ভিডিওই এডিট করে ডিপফেকের মাধ্যমে কাজলের মুখ বসানো হয়েছে। আর এই ভিডিওই এখন ভাইরাল। এই ঘটনায় এখনও পর্যন্ত কাজলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

6 months ago


Rashmika: ফের রশ্মিকার 'ডিপফেক' ভিডিও ভাইরাল! এফআইআর দায়ের দিল্লি পুলিসের

অভিনেত্রী রশ্মিকা মান্দানার ডিপফেক ভিডিও নিয়ে যখন সারাদেশে শোরগোল পড়ে গিয়েছে, সেসময়ই আরও এক বিকৃত ভিডিও এল প্রকাশ্যে। সেই ভিডিওতেও দেখা যাচ্ছে, স্বল্প পোশাক পরে নাচছেন রশ্মিকা। মুখে চোখে অদ্ভুত অভিব্যক্তি। তবে উনি যে রশ্মিকা নন, প্রায় সবাই বুঝতে পারছেন এটি ডিপফেকের কারসাজি। ফলে স্বাভাবিকভাবেই এই ঘটনায় ভীষণই রেগে রশ্মিকার ভক্তরা। কেন বারংবার রশ্মিকাকে সাইবার ক্রাইমের শিকার হতে হচ্ছে, তা নিয়েই প্রশ্ন করছে তাঁর অনুরাগীরা। অন্যদিকে আগের ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়ার পর এবারে সরব হয়েছে দিল্লি পুলিসও। এবারে সেই ভিডিও-র নেপথ্যে কে রয়েছে, তাকে ধরতে এফআইআর দায়ের করল দিল্লি পুলিস।

View this post on Instagram

A post shared by SHUBHAM SAINI UPDATES (@bigboss_pa_waar)

দিল্লি পুলিস সূত্রে খবর, যে অ্যাকাউন্ট থেকে রশ্মিকার ডিপফেক ভিডিও শেয়ার করা হয়েছিল, সেই অ্যাকাউন্টের গুরুত্বপূর্ণ নথির জন্য দিল্লি পুলিস এবার মেটাকে চিঠি দিয়েছে। শহরের পুলিস ঘটনার সঙ্গে সম্পর্কিত একটি এফআইআর দায়ের করার একদিন পরে এই পদক্ষেপটি নেওয়া হয়েছিল। ভিডিও নিয়ে দিল্লির মহিলা কমিশন নোটিস পাঠানোর পরই এফআইআর জারি করেছে দিল্লি পুলিস। ভারতীয় দণ্ডবিধির ৪৬৫, ৪৬৯ ধারায় এবং তথ্যপ্রযুক্তি সংক্রান্ত আইনের ৬৬সি ও ৬৬ই ধারায় জারি করা হয়েছে অভিযোগ। কড়া পদক্ষেপ নেওয়াও হয়েছে সরকারের তরফে। কিন্তু এত কিছুই মধ্যেই রশ্মিকার আরও এক ডিপফেক ভিডিও ভাইরাল। ফলে দিল্লি পুলিসের হাতে আসল অপরাধী ধরা পড়বে কিনা সেটাই এখন দেখার।

6 months ago
Deepfake: বিকৃত ভিডিও-ছবি তৈরি ও প্রচারে তিন বছরের জেল! ডিপফেক কাণ্ডে নির্দেশিকা জারি কেন্দ্রের

রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna) 'ডিপফেক' (Deepfake) ভিডিও-র পর অভিনেত্রী ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বিকৃত ছবি নিয়েও শোরগোল পড়ে গিয়েছে সারা দেশজুড়ে। এবারে কেন্দ্রের তরফে সোশ্যাল মিডিয়ার উদ্দেশে নির্দেশিকা জারি করা হল। 'ডিপফেক' ভিডিও-র বাড়বাড়ন্তের মাঝে সমাজমাধ্যমগুলির কাছে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে। তারা ডিপফেক ভিডিও আটকাতে না পারলে তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেবে সরকার, এমনটাই জানানো হয়েছে।

কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিভাগের তরফে সোশ্যাল মিডিয়াকে চিঠি পাঠানো হয়েছে, সেখানে উল্লেখ করা রয়েছে, কোনও ব্যক্তি যদি অন্য কোনও ব্যক্তির ছবি-ভিডিও বিকৃত করেন, তবে তাঁর তিন বছরের জেল বা তাঁকে ১ লক্ষ টাকার জরিমানা হতে পারে। এছাড়াও কোনও বিকৃত ছবি বা ভিডিও শেয়ার হওয়ার পর কোনও রকমের অভিযোগ আসার ২৪ ঘণ্টার মধ্যেই সব রকমের সমাজমাধ্যম থেকে মুছে ফেলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

6 months ago


Katrina: রশ্মিকার পর এবারে সাইবার ক্রাইমের শিকার ক্যাটরিনা, আপত্তিকর ছবি ফাঁস অভিনেত্রীর

অভিনেত্রী রশ্মিকা মান্দানার (Rashmika Mandana) পর এবারে সাইবার ক্রাইমের শিকার বলি অভিনেত্রী ক্য়াটরিনা কাইফ (katrina Kaif)। রশ্মিকার ডিপফেক ভিডিও নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সারা দেশজুড়ে। এই ঘটনার তীব্র প্রতিবাদ করে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন একাধিক তারকা। রশ্মিকার বিকৃত ভিডিও নিয়ে প্রথমে সরব হয়েছিলেন অমিতাভ বচ্চন। কিন্তু ক্যাটরিনারও বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই এই ঘটনার নিন্দা করেছেন নেটিজেনরাও।

সম্প্রতি অভিনেত্রী ক্যাটরিনা কাইফের একটি বিকৃত ছবি ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। দেখা গিয়েছে, 'টাইগার ৩'-এর তোয়ালা পরে অ্যাকশন করার দৃশ্যটিকে বিকৃত করা হয়েছে। টাইগার ৩-এর ট্রেলার বের হওয়ার পর যেখানে দেখা যায় ক্যাটরিনাকে তোয়ালা পরে লড়াই করতে, সেখানে বিকৃত ছবিতে দেখা যাচ্ছে, ক্যাটরিনার পরনে তোয়ালার বদলে রয়েছে সাদা রংয়ের বিকিনি। এছাড়াও তাঁর চেহারাতেও আনা হয়েছে পরিবর্তন। তবে প্রায় সবারই জানা, এই ছবি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই-এর মাধ্য়মে বিকৃত করা হয়েছে।

ফলে একাধিকবার অভিনেত্রীদের ছবি, ভিডিও নিয়ে কারসাজি করায় এবারে ক্ষুব্ধ, সাধারণ মানুষ। বিকৃত ছবি শেয়ার করার জন্য নেটিজেন ও অভিনেত্রীদের অনুরাগীরা দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

6 months ago
Amitabh-Rashmika: ভাইরাল রশ্মিকা মান্দানার বিকৃত ভিডিও! আইনি পদক্ষেপ নেওয়ার দাবি অমিতাভের

বর্তমানে সাইবার ক্রাইম (Cyber Crime) ক্রমশ বেড়েই চলেছে। নিত্যদিনই সাইবার ক্রাইমের শিকার হচ্ছে সাধারণ মানুষ। এবারে সাইবার ক্রাইমের শিকার হলেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna)। আর এই ক্রাইমের বিরুদ্ধে সুর চড়ালেন বলিউডের 'বিগ বি'। সম্প্রতি এক ভিডিওতে দেখা গিয়েছে, এক ডিপনেক ব্ল্যাক ড্রেসে রশ্মিকা মান্দানা। কিন্তু ভিডিওটি দেখে অনেকেই বুঝতে পারবেন, এটি রশ্মিকা নন, অন্য কেউ। এককথায় বিকৃত করা একটি ভিডিও এটি। আর এই ভিডিও ছড়িয়ে পড়তেই আইনি পদক্ষেপ নেওয়ার পক্ষে সওয়াল করলেন অমিতাভ বচ্চন।

পুষ্পা’ ছবির পর থেকেই ভারতীয় বিনোদন দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন রশ্মিকা মান্দানা। এমনকি সেই দক্ষিণী ছবির পর বলিউডের বহু প্রতীক্ষিত ‘অ্যানিম্যাল’ সিনেমার প্রস্তাবও আসে তাঁর কাছে। ছবিতে রণবীর কাপুরের বিপরীতে নায়িকার চরিত্রে রয়েছেন তিনি। আপাতত ‘অ্যানিম্যাল’ মুক্তির অপেক্ষায় থাকলেও তার মাঝেই নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে রশ্মিকা মান্দানার এক বিকৃত ভিডিও। সেই প্রেক্ষিতেই এবার সুর চড়ালেন অমিতাভ বচ্চন। সেই ভিডিওতে একজন মহিলাকে একটি কালো রংয়ের পোশাক পরে লিফটে ঢুকতে দেখা যায়। মহিলার মুখ অবিকল রশ্মিকা মান্দানার মতো। বলা যেতে পারে চেহারাও বিকৃত করা হয়েছে। অমিতাভ বচ্চন সেই নির্মাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সেই ভিডিও শেয়ার করে লিখেছেন, 'হ্যাঁ এটিতে আইনত মামলা করা উচিত।'

6 months ago