Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Dead

Newtown: নিউটাউনে বহুতলের নিচ থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, তদন্তে পুলিস

পরিত্য়ক্ত বহুতলের নিচ থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন। বুধবার সকালে ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে কলকাতার নিউটাউনে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইকোপার্ক থানা এবং টেকনো সিটি থানার পুলিস। এছাড়াও ঘটনাস্থলে আসে বিধাননগর পুলিসের উচ্চ পদস্থ অফিসাররা। তবে এখনো পর্যন্ত মৃত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে নিউটাউনের যাত্রাগাছি জৈব হাটের উল্টোদিকে একটি বহুতলের নিচে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। এরপর খবর দেওয়া হয় ইকোপার্ক থানার পুলিসকে। তারপর ঘটনাস্থলে ইকোপার্ক থানা এবং টেকনোসিটি থানার পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। 

মৃত যুবকের পরিচয় জানার পাশাপাশি তাঁর মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে ইকো পার্ক থানার পুলিসের পক্ষ থেকে। পরিত্যক্ত ওই বহুতলের চারপাশে কোনও পাঁচিল নেই। যার জন্য যে কেউ ওই বহুতলে ঢুকে পড়তে পারে বলে অভিযোগ। মৃতদেহ উদ্ধার ঘিরে প্রশ্ন উঠছে, বাইরে থেকে ওই যুবককে কেউ মেরে ফেলে দিয়ে গিয়েছে নাকি বহুতল আবাসনের উপর থেকে পড়ে মৃত্যু হয়েছে তা নিয়ে তদন্ত করছে ইকো পার্ক থানার পুলিস।

a week ago
Laketown: পরিত্য়ক্ত বাড়ি থেকে উদ্ধার এক ব্যক্তির কঙ্কাল! রহস্য়মৃত্য়ু্র তদন্তে লেকটাউন থানার পুলিস

লেকটাউনের পরিত্য়ক্ত বাড়ি থেকে উদ্ধার এক ব্যক্তির কঙ্কাল। সোমবার এই ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে লেকটাউন ব্লক এ ৮৪৮ বি/১ এলাকায়। পুলিস সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম প্রশান্ত কুমার বড়াল। খবর পেয়ে ঘটনাস্থলে লেকটাউন থানার পুলিস গিয়ে কঙ্কালটি উদ্ধার করে নিয়ে যায়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে রাস্তায় প্যান্ডেল করার সময় একজন পরিত্য়ক্ত ওই বাড়িটির মেঝেতে একটি কঙ্কাল পড়ে থাকতে দেখেন। এরপর খবর দেওয়া হয় লেকটাউন থানায়। যদিও স্থানীয়রা জানিয়েছে, দীর্ঘদিন ধরে বাড়িতে একাই থাকতেন প্রশান্ত কুমার। প্রায় দুই থেকে তিন মাস তাঁকে দেখতে পাওয়া যায় না। তারপরে বাড়ি থেকে উদ্ধার হল তাঁর মৃতদেহ। 

তবে কীভাবে মৃ্ত্য়ু হল ওই ব্য়ক্তির এবং এই ঘটনার পিছনে কী রহস্য় লুকিয়ে রয়েছে তা নিয়ে দ্বন্ধে রয়েছে পুলিস। ইতিমধ্য়ে কঙ্কাল উদ্ধার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস। 

3 weeks ago
Baranagar: রক্তাক্ত অবস্থায় উদ্ধার বাবা, ছেলে ও নাতির মৃতদেহ, রহস্য়মৃত্য়ু ঘিরে চাঞ্চল্য বরানগরে

বাড়ি থেকে উদ্ধার একই পরিবারের তিন প্রজন্মের রক্তাক্ত মৃতদেহ। উদ্ধার হওয়া তিনজন সম্পর্কে হলেন বাবা, ছেলে ও নাতি। রবিবার, নববর্ষের দিন হাড়হিম করা ঘটনাটি ঘটেছে বরানগর নিরঞ্জন সেননগর অঞ্চলে। পুলিস সূত্রে খবর, মৃতদের মধ্য়ে শঙ্কর হালদার (বাবা), অভিজিৎ হালদার (ছেলে), বর্ণ হালদার (নাতি)। পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য় পাঠিয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছিল না ওই পরিবারের তিনজনকে। এরপর এদিন সকালে স্থানীয়রা হঠাৎই দুর্গন্ধ পায়। তারপরেই খবর দেওয়া হয় বরানগর থানায়। খবর পেয়ে তড়িঘড়ি পুলিস ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে রক্তাক্ত অবস্থায় তিনটি মৃতদেহ মেঝেতে পড়ে আছে। মৃত্য়ুর কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এই ঘটনার আসল কারণ জানতে ইতিমধ্য়ে তদন্তে নেমেছে পুলিস। 

3 weeks ago


Body: ইদে উদ্ধার মহিলার পচাগলা মৃতদেহ, পলাতক স্বামী-ছেলে ও পুত্রবধূ, চাঞ্চল্য় নদীয়ায়

আজ পবিত্র ইদ। আর সেই ইদের দিন উদ্ধার এক মহিলার পচাগলা মৃতদেহ। ঘটনার পর থেকে পলাতক ওই স্বামী সহ বড় ছেলে ও ছোটো ছেলের বউ। বৃহস্পতিবার ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে নদীয়ার হরিণঘাটা থানার অন্তর্গত আট বিহারিয়া এলাকায়। জানা গিয়েছে, মৃত মহিলার নাম রানু বিবি মণ্ডল (৪০)। অভিযোগ, পরিবারিক অশান্তির জেরে ঘটেছে এই ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে হরিণঘাটা থানার পুলিস এসে মৃতদেহটি উদ্ধার করে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালের পুলিস মর্গে পাঠানো হয়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত চার দিন যাবৎ নিখোঁজ ছিলেন রানু বিবি। পারিবারিক অশান্তির কারণেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন বলেই অভিযোগ। অনেক খোঁজাখুঁজি করার পর পরিবারের সদস্য়রা হরিণঘাটা থানায় একটি নিখোঁজ ডাইরিও করেছে বলে জানা যায়। এরপর এদিন ইদ উপলক্ষ্য়ে স্থানীয় একটি মাঠে বাচ্চারা খেলা চলাকালীন একটা পচা গন্ধ পায় স্থানীয়রা। আশেপাশে খোঁজাখুঁজি করার পর মাঠের পাশে একটি বাঁশ বাগানে ওই মহিলার পচাগলা মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। 

এরপর খবর দেওয়া হয় হরিণঘাটা থানায়। যদিও ওই মহিলার মৃতদেহের পাশ থেকে একটি ঘাস মারার ঔষুধের বোতল উদ্ধার হয়েছে। পুলিস এবং স্থানীয়দের প্রাথমিক অনুমান, ঘাস মারার ঔষুধ খেয়ে আত্মঘাতী হয়েছেন ওই গৃহবধূ। আত্মহত্যা নাকি খুন? এখান প্রশ্ন উঠেছে তাহলে কি এই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে ? তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। গোটা ঘটনার তদন্তের পাশাপাশি মৃত মহিলার পরিবারের সদস্যদের খোঁজ শুরু করেছে হরিণঘাটা থানার পুলিস। পাশাপাশি মহিলার মৃত্যু কি করে হয়েছে তা নিয়েও চলছে তদন্ত।

3 weeks ago
Jalpaiguri: হাসপাতালের শৌচাগারে উদ্ধার অজ্ঞাত ব্য়ক্তির ঝুলন্ত মৃতদেহ, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার হল এক অজ্ঞাত ব্য়ক্তির ঝুলন্ত মৃতদেহ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সুপার হাসপাতালে। এখনও পর্যন্ত মৃত ওই ব্য়ক্তির কোনও পরিচয় পাওয়া যায়নি। তবে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য় ছড়িয়েছে গোটা হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য় পাঠিয়েছে। 

জানা গিয়েছে, এদিন সকালে হাসপাতালের চারতলার শৌচাগারে এক ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। এরপর খবর দেওয়া হয় পুলিসকে। ঘটনায় পুলিসের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া মৃত দেহটি তিন থেকে চার দিন ওখানেই ছিল। যদিও এখনও মৃত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। মৃত ব্যক্তি রোগী নাকি বহিরাগত তা নিয়ে ধোঁয়াশা তৈরী হয়েছে। হাসপাতালের ভিতরে এত নিরাপত্তারক্ষী, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মীদের চোখ এড়িয়ে এতবড় ঘটনা কীভাবে ঘটল? যা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

3 weeks ago


Body: জঙ্গলে উদ্ধার যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ...

গাছে বাঁধা অবস্থায় জঙ্গল থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় এক যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ। রবিবার সকালে ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে আরামবাগের গোঘাটে। খবর পেয়ে ঘটনাস্থলে গোঘাট থানার পুলিস এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যদিও এখনও পর্যন্ত মৃত যুবতীর কোনও পরিচয় পাওয়া যায়নি। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিনে সকালে গোঘাটের মান্দারণ পঞ্চায়েতের রাঙামাটির জঙ্গলে গাছে ওড়না দিয়ে বাঁধা অবস্থায় ওই যুবতীকে দেখতে পান স্থানীয়রা। এরপর খবর দেওয়া হয় পুলিসকে। স্থানীয়দের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই যুবতীকে। তবে কে বা কারা জঙ্গলে যুবতীকে গাছে বেঁধে গিয়েছে বা তাঁর মৃত্য়ুর পিছনে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিস। ইতিমধ্য়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

4 weeks ago
Tangra: দু'দিন নিখোঁজ থাকার পর স্কুলের পাশ থেকে গৃহশিক্ষকের পচাগলা দেহ উদ্ধার, চাঞ্চল্য ট্যাংরায়

দু'দিন বেপাত্তা। স্কুলের পাশ থেকে থেকে উদ্ধার যুবকের পচাগলা দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ট্যাংরার ক্রিস্টোফার রোড এলাকায়। খুন নাকি ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ তা খতিয়ে দেখছে পুলিস।

জানা গিয়েছে, মৃতের নাম রাজু অধিকারী। বয়স ৪০ ঊর্ধ্ব। পেশায় গৃহশিক্ষক। ক্রিস্টোফার রোডের বাসিন্দা ছিলেন তিনি। স্থানীয় সূত্রে খবর, দুদিন ধরে ওই গৃহশিক্ষকের দেখা পাননি কেউ। পরবর্তীতে দুর্গন্ধ ছড়াতেই সন্দেহ হয় প্রতিবেশীদের। তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়।

পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কমপক্ষে তিনদিন আগে মৃত্যু হয়েছে। কিন্তু কীভাবে মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। খুনের পাশাপাশি আকস্মিক মৃত্যু ও আত্মঘাতী হয়েছেন কিনা, তাও তদন্ত করে দেখছে পুলিস।

4 weeks ago
Body: ভিক্টোরিয়ার পাশে উদ্ধার এক যুবকের ঝুলন্ত দেহ, তদন্তে হেস্টিং থানার পুলিস

দোলের সকালে উদ্ধার হয় অজ্ঞাতপরিচয় এক যুবকের ঝুলন্ত দেহ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ভিক্টোরিয়া সংলগ্ন এলাকায়। যদিও এখনও পর্যন্ত ওই যুবকের কোনও পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে হেস্টিং থানার পুলিস গিয়ে ওই যুবকের দেহটি উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ভিক্টোরিয়ার পাশে গাছের মধ্যে এক যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান এক পথচারী। এরপরেই খবর দেওয়া হয় হেস্টিং থানার পুলিসকে। পুলিসের অনুমান, মৃত ওই যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। ইতিমধ্যেই হেস্টিংস থানা পুলিস ভিক্টোরিয়া সংলগ্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ চালানোর পাশাপাশি তদন্ত শুরু করেছে।

a month ago


Newtown: নিউটাউনের বৃদ্ধ খুনের পিছনেও টাকা! জেরায় অকপট অভিযুক্ত

নিউটাউনের কারিগরি ভবনের পিছনের খাল থেকে ট্রলিব্যাগ বন্দী বৃদ্ধ সুবোধ সরকারের দেহ উদ্ধারের ঘটনায় পুলিসের জালে মূল অভিযুক্ত। যার নাম সৌম্য কান্তি জানা। এই ঘটনায় আটক করা হয়েছে অসীম হালদার এবং উত্তম দে নামে আরও দুই ব্যক্তিকে। রবিবার মূল অভিযুক্তকে বারাসত আদালতে তোলা হয়।

পুলিস সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরের পটাশপুরে নাকা চেকিং চলাকালীন একটি অ্যাপ নির্ভর গাড়িতে রক্ত লাগা দেখে সন্দেহ হয় পুলিসের। পুলিসি জেরায় খুনের কথা স্বীকার করে নেয় হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড সৌম্য কান্তি জানা।খবর পেতেই,টেকনোসিটি থানার পুলিস আধিকারিকরা পটাশপুর থেকে মৃতদেহ লোপাটে ব্যবহৃত অ্যাপ নির্ভর গাড়িটি বাজেয়াপ্ত করেন। এছাড়াও অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বাকি দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় টেকনোসিটি থানায়। জেরায় উঠে এসেছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য। 

অভিযুক্তের দাবি, সুবোধ সরকার কামারহাটি পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আগে উড়িষ্যায় থাকতেন তিনি।সুবোধ সরকারের কাছ থেকে নেওয়া ৭লক্ষ টাকা ফেরতের জন্য তাকে বাড়িতে ডাকেন একটি বেসরকারি ব্যাঙ্কের নিমতা শাখার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সৌম্য কান্তি জানা। এরপর দুজনের মধ্যে বচসা শুরু হয়,সৌম্য জানা ধাক্কা মারেন সুবোধ সরকারকে। দেওয়ালে লেগে মাথার পিছনে আঘাত পান বৃদ্ধ।মৃত্যু নিশ্চিত করতে, গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়। এরপর অ্যাপ ক্যাবে করে ট্রলিব্যাগ বন্দী করে বৃদ্ধের দেহ ফেলে আসেন সৌম্য জানা।

a month ago
Newtown: নিউটাউনে ট্রলিব্যাগে উদ্ধার দেহ, তদন্তে টেকনো সিটি পুলিস

সাতসকালে নিউটাউনের পাচুরিয়ায় লাল ট্রলিব্যাগ ঘিরে রহস্য। ট্রলিব্যাগ থেকে রক্ত বেরোতে দেখে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। শনিবার টেকনোসিটি থানার পুলিস ওই ট্রলিব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, অন্য কোথাও খুন করে দেহ ট্রলিব্যাগ বন্দি করে এই এলাকায় ফেলে রেখে গিয়েছে। তবে কে বা কারা এই কাজ করেছে, তা এখনও স্পষ্ট নয়।

অন্যান্য দিনের মতো শনিবার সকালেও কারিগরি ভবনের পিছন দিকে পাচুরিয়ায় কাজ করছিলেন সাফাই কর্মীরা। নালার মধ্যে একটি লাল রংয়ের ট্রলি ব্যাগ দেখতে পান তাঁরা। সেটি তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। সাফাই কর্মীরা ট্রলি ব্যাগটি তুলে রাখতে গিয়ে আঁতকে ওঠেন। তাঁরা দেখেন ট্রলি ব্যাগ থেকে চুঁইয়ে রক্ত পড়ছে। এরপর খবর দেওয়া হয় পুলিসকে। খবর পেয়ে টেকনো সিটি থানার পুলিস তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। ট্রলি ব্যাগের তালা ভেঙে দেখা যায় ভিতরে একটি দেহ রাখা রয়েছে। পুলিসের প্রাথমিক অনুমান, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০-৫১ বছর। তাঁর পরনে টি-শার্ট ও পাজামা। সেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্য়ে মৃত ব্যক্তির নাম পরিচয় জানার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে টেকনো সিটি থানা বিধান নগর কমিশনারেটের ডিসি নিউ টাউন।

a month ago


Mursidabad: ফিডার ক্যানেলে উদ্ধার অপরিচিত ব্য়ক্তির মৃতদেহ, ঘটনায় চঞ্চল্য় বল্লালপুর

ফিডার ক্যানেল থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কার বল্লালপুর সংলগ্ন ফিডার ক্যানেলে। খবর পেয়ে ঘটনাস্থলে ফরাক্কা থানার পুলিস গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠায়। ঘটটনাকে ঘিরে চাঞ্চল্য় ছড়িয়েছে গোটা এলাকায়। এখনও পর্যন্ত মৃত ওই ব্য়ক্তির কোনও পরিচয় পাওয়া যায়নি। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বল্লালপুর সংলগ্ন ফিডার ক্যানেলে স্থানীয়রা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ জলে ভাসতে দেখে। এরপর খবর দেওয়া হয় ফরাক্কা থানার পুলিসকে। যদিও স্থানীয়দের অনুমান, কেউ মেরে ফেলে দিয়ে গিয়েছে ওই ব্য়ক্তিকে। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে তা নিয়ে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্য়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিস।


2 months ago
Death: পুকুর থেকে উদ্ধার গলায় ওড়না জড়ানো মহিলার মৃতদেহ, চাঞ্চল্য় ছড়িয়েছে এলাকায়

সাতসকালে গলায় ওড়না জড়ানো অবস্থায় পুকুর থেকে উদ্ধার এক মহিলার মৃতদেহ। শুক্রবার ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে পর্ণশ্রী থানার অন্তর্গত শ্যামসুন্দর পল্লীতে। খবর পেয়ে ঘটনাস্থলে পর্ণশ্রী থানার পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য় পাঠিয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে শ্যামসুন্দর পল্লীতে রাস্তায় ধারের একটি পুকুরে পাশ দিয়ে যাওয়ার সময় এক মহিলার দেহ ভাসতে দেখা যায়। তারপর খবর দেওয়া হয় পুলিসকে। মৃত ওই মহিলার মুখে জড়ানো ছিল ওড়না, পায়ে চটিও পড়েছিল। যদিও এখনও পর্যন্ত ওই মহিলার কোনও পরিচয় পাওয়া যায়নি। 

স্থানীয়দের অনুমান, অন্য কোনও জায়গায় খুন করে হয়তো এই পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তবে খুন নাকি আত্মহত্যা? তা জানতে পুরো ঘটনাটাই খতিয়ে দেখছে পর্ণশ্রী থানার পুলিস। তবে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে গোটা এলাকায়। 

2 months ago
Dead: হাসপাতালের কোয়ার্টারে উদ্ধার চিকিৎসকের ঝুলন্ত মৃতদেহ, তদন্তে পুলিস

হাসপাতালের কোয়ার্টার থেকে উদ্ধার হল এক চিকিৎসকের ঝুলন্ত মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে ডায়মন্ড হারবার মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে। পুলিস জানিয়েছে, মৃত ব্য়ক্তির নাম কল্যাণাশিস ঘোষ (৪৫)। হুগলির কোন্নগরের বাসিন্দা। 

জানা গিয়েছে, গতকাল অর্থাৎ রবিবার গভীর রাতে হাসপাতালের কোয়ার্টারের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ওই চিকিৎসকের মৃতদেহ। এরপর মৃতদেহটি উদ্ধার করে মেডিক্য়াল কলেজ ও  হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। সূত্রের খবর, গত ছ'বছর আগে ডায়মন্ড হারবার মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে মেডিসিনের চিকিৎসক হিসেবে যোগ দিয়েছিলেন কল্যাণাশিস নামের ওই ব্য়ক্তি। বর্তমানে তিনি এম আর বাঙুর হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন। করোনার সময়কাল থেকে বিশেষ দায়িত্ব ছিল মেডিসিন বিশেষজ্ঞ ওই চিকিৎসকের। 

পারিবারিক কারণে মানসিক অবসাদের জেরে ওই চিকিৎসক আত্মঘাতী হয়েছেন বলে পুলিসের প্রাথমিক অনুমান। ইতিমধ্য়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিস। খবর দেওয়া হয়েছে মৃত ওই চিকিৎসকের পরিবারের কাছেও। আজ, সোমবার মৃত চিকিৎসকের দেহ ময়নাতদন্ত হবে।

2 months ago


Deadbody: জঙ্গল থেকে উদ্ধার দুই নাবালিকার ঝুলন্ত মৃতদেহ, চাঞ্চল্য় চন্দ্রকোনায়

সাত সকালে জঙ্গল থেকে উদ্ধার হল দুই নাবালিকার ঝুলন্ত মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনার ধামকুড়িয়ায়। জানা গিয়েছে, মৃত দুই নাবালিকার মধ্য়ে একজন স্থানীয় এলাকার বাসিন্দা। যার নাম সুমি মুরমু (১৮)। আর একজনের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার পুলিস এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। 

স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে জঙ্গলের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় নজরে আসে ওই দুই নাবালিকার মৃতদেহ। তারপরেই খবর দেওয়া হয় থানায়। মৃতদেহ দুটির চারপাশে ছড়িয়ে রয়েছে ভাঙ্গা মোবাইলের টুকরো, একটি ছুরি, চুড়িদারের একটি ওড়নার মধ্যে দুইজনে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। 

ওই দুই নাবালিকাকে ঝুলতে দেখে স্থানীয়দের অনুমান তারা আত্মহত্য়া করেনি। তাদেরকে কেউ মেরে এভাবে ঝুলিয়ে দিয়েছে। কিন্তু কে বা কারা... কী কারণে এই ঘটনা ঘটিয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস। 

2 months ago
Asansol: হোটেলের ঘর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, তদন্তে পুলিস

হোটেল থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আসানসোল-এর কুমারপুর এলাকায়। জানা গিয়েছে, মৃত যুবকের নাম রোহন প্রসাদ রাম (২১)। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কিন্তু মৃত যুবকের দাদার অভিযোগ, খুন করা হয়েছে তাঁর ভাইকে। ঘটনার পর হোটেলে অবৈধ কাজের অভিযোগে হোটেল বন্ধের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা। 

মৃতের দাদা জানিয়েছেন, রোহন প্রসাদ রাম কোনও বান্ধবীকে নিয়ে হোটেলে এসেছিলেন। কিন্তু এদিন খবর পেয়ে রোহনের দাদা এসে দেখেন উক্ত হোটেলের ৩০৬ নম্বর ঘরে তাঁর ভাইয়ের মৃতদেহ পরে রয়েছে। আর তার পাশেই পরে রয়েছে একটি বন্দুক। যা দেখে তাঁর দাদার মনে হচ্ছে রোহনকে গুলি করা হয়েছে। 

খবর পেয়ে ঘটনাস্থলে যায় চার ভ্যান পুলিস। এরপর রোহনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। যদিও প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, আত্মহত্য়া করেছে ওই যুবক। তবে আত্মহত্যা নাকি খুন তার তদন্তে নেমেছে আসানসোল দুর্গাপুরের পুলিস।

2 months ago