
বলিউডে নতুন প্রেমিক যুগলকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দু অভিনেতা আদিত্য রয় কাপুর (Aditya Roy Kapoor) এবং অভিনেত্রী অনন্যা পাণ্ডে (Ananya Panday)। বলি পাড়ার নানা অনুষ্ঠানে তাঁদের বহুদিন ধরেই দেখা যাচ্ছিল। যদিও তখনও শুধুই গুঞ্জনের পর্যায়ে ছিল পুরোটাই। তাঁরা পর্তুগাল ঘুরতে গেলেই আসল রসায়ণ সামনে আসে। বিদেশ ভ্রমণের বেশ কিছু ছবি ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।
একটি ছবিতে দেখা গিয়েছিল, পর্তুগালের রাস্তায় অনন্যাকে জড়িয়ে ধরেছেন আদিত্য। আরও একটি ছবিতে দেখা গিয়েছিল কোনও এক রেস্তোরাঁয় তারকারা একে অপরের মুখোমুখি বসে রয়েছেন। তাঁদের যে ছবি তোলা হচ্ছে সেই হুঁশ নেই দুজনের, কেবলই একে অন্যতে মগ্ন হয়ে রয়েছেন তাঁরা। তবে সেখান থেকে মুম্বই ফিরেই আবারও একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। একই গাড়িতে করে সিনেমা দেখতে গিয়েছিলেন দুজন।
এবার এই প্রসঙ্গে মন্তব্য করলেন আদিত্য রয় কাপুর। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'ভালো বিষয় হচ্ছে আমি সামাজিক মাধ্যমে নেই। কিন্তু আমি নিশ্চয়ই এই বিষয়ে শুনেছি।' আদিত্য আরও বলেন, 'আমি অবশ্যই ছুটি চেয়েছিলাম। আমার মুম্বইয়ের বর্ষা খুবই ভালো লাগে। কিন্তু ঘুরে আসার পর থেকে দু সপ্তাহ বৃষ্টি হয়নি।'
বলিউড ইন্ডাস্ট্রি বিরাট বড়। তবুও যেন একটি বৃত্ততেই বিস্তৃতি। এই বৃত্তের মধ্যেই প্রেম গড়ে, প্রেম ভাঙে। সম্প্রতি বলি পাড়ায় কানাঘুঁষো সইফ আলি খান- অমৃতা সিংয়ের পুত্র ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan) এবং শ্বেতা তিওয়ারির কন্যা পলক তিওয়ারি (Palak Tiwari) নাকি একে ওপরের সঙ্গে প্রেম করছেন। আজকাল নাকি তাঁদের দু'জনকেই মাঝেমধ্যে একই সময়ে একই জায়গায় দেখা যাচ্ছে। এই যেমন সম্প্রতি তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে সিনেমাহলে।
হলিউডের দুটি জনপ্রিয় সিনেমা মুক্তি পেয়েছে সম্প্রতি। সেই সিনেমা দেখতেই মুম্বইয়ের জনপ্রিয় সিনেমাহলে একসঙ্গে দেখা গিয়েছে পলক এবং ইব্রাহিমকে। যদিও তাঁদের এক গাড়ি থেকে নামতে দেখা যায়নি। তবে জামাকাপড়ে মিল পাওয়া গিয়েছিল। দুজনেই পরেছিলেন কালো রঙের পোশাক। এখন এই মিল কী পরিকল্পিত নয়! নাকি টুইনিং করেছেন দুজন, তা জানা যায়নি এখনও।
পলক সিনেমা জগতে ডেবিউ করে ফেলেছেন। কিছুদিন আগে মুক্তি পেয়েছিল 'কিসি কা ভাই, কিসি কি জান'। সেই সিনেমাতেই বলিউডে আত্মপ্রকাশ পলকের। যদিও এর আগেও মিউজিক ভিডিওতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। অন্যদিকে ইব্রাহিমও বলিউডে ডেবিউ করতে চলেছেন, সেকথা জানিয়েছিলেন সারা।
বলি পাড়ায় আবারও প্রেমের চর্চা। শ্বেতা বচ্চনের কন্যা এবং অমিতাভ বচ্চনের নাতনী নব্যা নভেলি নন্দাকে (Navya Naveli Nanda) নিয়ে শুরু হয়েছে চর্চা। দাদু, দিদা মামার মতো অভিনয় জগতে আসতে চাননি নব্যা। বরং নিজে স্বতন্ত্র ব্যবসা করতে চেয়েছিলেন। বর্তমানে মহিলাদের স্বাস্থ্য নিয়ে নানা কাজ করছেন তিনি। তবে প্রেমিকটি বোধহয় পছন্দ করেছেন অভিনয় জগত থেকেই। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদির (Siddhant Chaturvedi) সঙ্গে প্রেম করছেন তিনি।
একেবারে হাওয়ায় যে এই গুঞ্জন শুরু হয়েছে তা কিন্তু নয়। পরিচালক ও প্রযোজক করণ জোহরের ৫০-তম জন্মদিনে একসঙ্গে দেখা গিয়েছিল সিদ্ধান্ত ও নব্যাকে। এত মানুষের মধ্যে দু'জনে নাচ করছিলেন একে ওপরের সঙ্গে। সেই ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ পেতেই তাঁদের প্রেম নিয়ে চর্চা শুরু করেন নেটিজেনরা। সেই সম্পর্কের বহিঃপ্রকাশ পাওয়া গিয়েছিল সামাজিক মাধ্যমে। সিদ্ধান্ত ও নব্যা একে অপরের সঙ্গে সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। খুল্লম খুল্লা একে অপরের পোস্টে হৃদয় দিয়ে থাকেন।
কিছুদিন আগে গোয়া থেকে মুম্বই এসেছিলেন একই প্লেনে। শুধু কী একসঙ্গে এসেছিলেন! নাকি গিয়েছিলেন একসঙ্গে, ছুটিও কাটিয়েছিলেন একসঙ্গেই! এই প্রশ্নে ছয়লাপ হয়েছিল নেট মাধ্যম। সম্প্রতি আবারও একই চর্চায় ভাসছে নেট দুনিয়া। সিদ্ধান্ত এবং নব্যাকে এবার দেখা গেল একসঙ্গে সিনেমাহলে ঢুকতে। তাঁদের ঘিরে নেই নিরাপত্তারক্ষীরা। এইটুকু রাস্তা একে অপরকে সামলে নিয়েছেন তাঁরা। ঘনিষ্ঠ মহলে খবর, চুটিয়ে প্রেম করছেন এই দুই তারকা। কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি।
একদিকে বলিউডের(Bollywood) বাদশা অমিতাভ বচ্চনের নাতনী নব্যা (Navya Naveli Nanda) অন্যদিকে বলিউড অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi)। দু'জনেই বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দু। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন তাঁরা নাকি একে অপরের প্রেমে পড়েছেন। সামাজিক মাধ্যমে একে অপরের সঙ্গে বেশ সক্রিয় তাঁরা। কিন্তু ব্যক্তিগত জীবনেও যে তাঁদের রসায়ন কিছুটা এগিয়েছে, সেই প্রমাণ পাওয়া গেল এবার। যুগলকে একসঙ্গে দেখা গেল বিমানবন্দরে।
রবিবার অভিনেতা সিদ্ধান্ত এবং বিজনেসওমেন নভ্যাকে দেখা গেল একসঙ্গে। সম্ভবত ছুটি কাটিয়ে ফিরছিলেন নিজের শহরে। দু'জনকেই চনমনে মেজাজে দেখা গিয়েছে। সাদা টিশার্টে টুইনিং করেছিলেন দু'জনে। অন্দরের জল্পনা প্রায় এক মাস হল তাঁদের সম্পর্কের। কেবল সামাজিক মাধ্যমে নিজেদের প্রেমের ঘোষণা করেননি। এই প্রথম নয়, এর আগেও একাধিকবার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল।
এক পার্টিতে সিদ্ধান্তের অভিভাবকের পাশে বসে থাকতে দেখা গিয়েছিল নভ্যাকে। অন্যদিকে নভ্যার মা শ্বেতা বচ্চনের আয়োজিত পার্টিতে দেখা গিয়েছিল সিদ্ধান্তকে। নেট দুনিয়ায় কৌতূহল, তাহলে কী তাঁদের সম্পর্ক এবার পরিবার পর্যন্ত গিয়েছে! খোদ অমিতাভ বচ্চনের নাতনী হয়েও নভ্যার অভিনয়ে আগ্রহ নেই। বরং তিনি নিজের ব্যবসা প্রতিষ্ঠিত করতে চান। অন্যদিকে সিদ্ধান্ত অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াইতে সামিল হয়েছেন।
বলিউড অভিনেত্রীদের মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করেছেন অভিনেত্রী নুসরাত বারুচা (Nushrraatt Baruccha)। প্যায়ার কে পঞ্চনামা, সোনু কে টিটু কি সুইটি, ড্রিমগার্ল-এর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসা অর্জন করেছেন। বলিউডে এতদিন অভিনেত্রীর প্রেম নিয়ে তেমন জল্পনা হয়নি বললেই চলে। তবে সম্প্রতি নাম জড়িয়েছে বলিউডের বিখ্যাত গায়ক হানি সিংয়ের (Honey Singh) সঙ্গে। বলিউডের এই দুই তারকা 'সইয়া জি' শীর্ষক একটি মিউজিক ভিডিওর জন্য একসঙ্গে জুটি বেঁধেছিলেন। সম্প্রতি এক ইভেন্টে হাতে হাত দিয়ে ঘুরতে দেখা গিয়েছিল তাঁদের। তাহলে কী হানিতেই মন দিলেন নুসরাত? এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন নুসরাত।
নুসরাতকে দেখা যাবে তাঁর পরবর্তী সিনেমা 'ছত্রপতি'-তে। ১২ মে মুক্তি পেতে চলেছে সিনেমাটি। সেই সিনেমার প্রচারে ব্যস্ত নুসরাত। সম্প্রতি সিনেমার প্রচারেই নুসরাতকে প্রশ্ন করা হয়েছিল হানি সিংয়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে। এর উত্তরে অভিনেত্রী বলেন, 'এই প্রথম আমার সম্পর্ক নিয়ে গুজব ছড়িয়েছে। এর আগে কোনওদিন আমাকে নিয়ে কোনও গুজব ছড়ায়নি। হয়তো আমার সঙ্গে কোনওদিন কাউকে দেখা যায়নি বলে। তবে এই প্রথম গুজব নিয়ে আমি বেশ খুশি। অন্তত সকলকে বলতে পারব যে আমাকে নিয়েও গুজব ছড়িয়েছে।'
যদিও ভিডিও দেখে নুসরাতের মন্তব্য মানতে নারাজ নেটিজেনরা। ভিডিওতে দেখা গিয়েছে হাতে হাত দিয়ে ইভেন্ট থেকে বেরিয়ে এসেছেন হানি সিং এবং নুসরাত বারুচা। ক্যামেরা দেখেও হাত থেকে হাত সরাননি দুই তারকা। নেট মাধ্যমে বেশ চর্চা তাঁদের সম্পর্ক নিয়ে।
বলি পাড়ায় নতুন প্রেম নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে সেই কবেই। অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং রাজনীতিক রাঘব চাড্ডার (Raghav Chadda) প্রেম নিয়েই এখন সরগরম নেট মাধ্যম। এবার সেই গুঞ্জনের আগুনেই নতুন করে ঘি দিলেন তাঁরা। একেবারে প্রকাশ্যে মুহূর্ত যাপন করতে দেখা গিয়েছে তাঁদের। বুধবার মোহালি স্টেডিয়ামে পাঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সদের মধ্যে আইপিএলের ম্যাচ ছিল। সেই ম্যাচেই আবারও ক্যামেরাবন্দী হয়েছেন দু'জনে।
স্টেডিয়ামে দেখা গিয়েছিল অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডাকে। দু'জনেই পরেছিলেন কালো পোশাক। ইংরেজিতে যাকে বলে টুইনিং। গালভরা হাসিতে ক্যামেরাবন্দি হয়েছেন আমি আদমি দলের পাঞ্জাবের সাংসদ রাঘব। অন্যদিকে পরিণীতি যথারীতি লাজে রাঙা হয়ে ধরা দিয়েছেন ক্যামেরায়। পাশাপাশি দাঁড়িয়ে ম্যাচ দেখেছেন দু'জনে।
ম্যাচ দেখতে আসা দর্শকরা তাঁদের দেখে উল্লাসে ফেটে পড়েছিলেন। স্টেডিয়াম জুড়ে 'ভাবি' অর্থাৎ 'বৌদি বৌদি' চিৎকারে মুখে হাসি ফুটেছিল পরিণীতি রাঘবের চেহারায়। দর্শকদের দিকে তাকিয়ে হাত নেড়েছেন তারকারা। মন ভরে উপভোগ করেছেন ম্যাচ।
প্রসঙ্গত একাধিকবার নানা জায়গায় ক্যামেরাবন্দি হয়েছেন পরিণীতি এবং রাঘব। অভিনেত্রীর অনামিকায় নতুন আংটি নিয়েও কম গুঞ্জন হয়নি। ১৩ মে বাগদান সারতে পারেন দু'জনে, এমনই গুঞ্জন চারিদিকে। চলতি বছরের অক্টোবরেই সাত পাকে বাঁধা পড়তে পারেন তাঁরা। ইদানিং মাঝেমধ্যেই ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার স্টুডিওর বাইরে দেখা গিয়েছে অভিনেত্রীকে। মনে করা হচ্ছে, বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছেন তিনি।
বি-টাউনের একমাত্র সিঙ্গল এবং জনপ্রিয় তারকা সলমান খান (Salman Khan)। গত কয়েক দশক ধরে প্রত্যেকটি সাক্ষাৎকারে সিনেমার প্রচারে তাঁকে একটাই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, 'আপনি কবে বিয়ে করবেন?' সেই উত্তর সল্লুভাই দিতে পারেননি। কখনও ক্যাটরিনা, কখনও সোনাক্ষী, কখনও জ্যাকলিনের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে, কিন্তু কোনওটাই বিয়ের পথে এগোয়নি। বলিউডে আবারও তাঁর সম্পর্কের গুঞ্জন (Rumor)। এবার অভিনেত্রী পূজা হেগড়ের (Puja Hegde) সঙ্গে নাম জড়ালো সলমানের।
২১ এপ্রিল মুক্তি পেতে চলেছে ভাইজানের 'কিসি কা ভাই, কিসি কি জান।' সলমানের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে। পর্দায় একে অপরের সঙ্গে জমিয়ে প্রেম করবেন তাঁরা। রিল লাইফের সমীকরণ পর্দার বাধা পেরিয়ে নাকি রিয়েল লাইফেও পৌঁছেছে। আপাতত বলিপাড়ায় কান পাতলে এমন খবরে ছয়লাপ। ভাইজানের মন গলেছে নাকি পূজাতে। পূজাও নাকি বয়সের বাধা পেরিয়ে সলমানকেই মন দিয়েছেন। সত্যিই কী তাই? জানালেন অভিনেত্রী।
পূজা হেগড়ে এক সাক্ষাৎকারে জানান, 'আমি সিঙ্গেল এবং আমি সিঙ্গেল থাকতে পছন্দ করি। আমি সত্যিই আমার কেরিয়ারে মনোযোগ দিতে চাই। আমি এক শহর থেকে আরেক শহরে ঘুরে বেড়াচ্ছি। বর্তমানে তাই-ই আমার লক্ষ্য। আমাকে নিয়ে ছড়ানো এই গুজবে আমি কান দিতে চাই না। আমার তো কিছুই করার নেই এতে। এই লেখাগুলো আমি দেখি এবং কেবল পড়ি।'