
দুশমন মুলক। বিশ্বকাপের আগে ভারতকে এবার এই ভাষাতে সমালোচনা করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান জাকা আফরফ। বৃহস্পতিবারই অনেক টালবাহানার পর বেতন বৃদ্ধি হয়েছে পাক ক্রিকেটারদের।
তা নিয়ে সাংবাদিক বৈঠক করতে গিয়ে ভারতকে দুশমন মুলক বলে উল্লেখ করেন জাকা। সোশাল মিডিয়ার তাঁর এই মন্তব্য এখন ভাইরাল। এদিকে, সাত বছর পর শুক্রবার ভারতের মাটিতে প্রথম ক্রিকেট খেলতে নামল পাকিস্তান। হায়দরাবাদে বিশ্বকাপের ওয়াম-আপ ম্যাচে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করছেন বাবর আজমরা।
তার আগে পিসিবি প্রধানের এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এশিয়া কাপের সময় থেকেই ভারতের সঙ্গে দ্বন্দ্ব পাক ক্রিকেট বোর্ডের। এবার তার বহিঃপ্রকাশ জাকার কণ্ঠে।
সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাইরাল হওয়ার পর ভারত তো বটে এমনকী পাক ক্রিকেট প্রেমীরা পিসিবি প্রধানের কড়া সমালোচনা করেছেন। ভারতকে দুশমন মুলক বলে উল্লেখ করায় সোশ্যাল মিডিয়াতেই জাকাকে ক্ষমা চাওয়ার দাবি তোলা হয়েছে। বোর্ডের এক কর্তার জানিয়েছেন, পিসিবির প্রধানের এই মন্তব্যকে বেশ গুরুত্ব দিয়েই দেখবে বিসিসিআই।
অস্ট্রেলিয়া অতীত। ফোকাসে এখন বিশ্বকাপ। আগামী বৃহস্পতিবার থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। তার আগে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, তাঁর দল তৈরি। তাঁর দলের ১৫ জন ক্রিকেটার কী করবেন, তাও ঠিক হয়ে গিয়েছে। অপেক্ষা এখন মাঠে নামার।
আট তারিখ থেকে বিশ্বকাপে শুরু ভারতের অভিযান। চেন্নাই টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের আগে সিরিজ জিতে রোহিত জানিয়েছেন, যা হয়েছে ভালই হয়েছে। তাদের হাতে প্রস্তুতির সময় আছে।
বিশ্বকাপের আগে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। তার আগে ব্যাটে রান ফিরে পেয়ে খুশি ভারত অধিনায়ক। রোহিতের মতে, তাড়াহুড়ো না করলে রাজকোটে একটা শতরান আসতে পারত।
বিএসএফ এর গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশি পাচারকারীর। বুধবার নদিয়ার ভীমপুর থানার অন্তর্গত রাঙিয়া পোতা ভারত-বাংলাদেশ সীমান্তে ঘটনাটি ঘটেছে। এখনও মৃতের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৪০ বছর। বিএসএফ মৃতদেহটি কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সূত্রের খবর, বুধবার মাঝরাতে একদল বাংলাদেশি ভারতের ভীমপুর থানার রানিয়াপোতা বি ও পি অধীনস্থ এলাকা দিয়ে প্রবেশ করতে যাচ্ছিল। তখন ওই এলাকায় কর্মরত এক বিএসএফ কর্মী বাধা দিতে গেলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালাতে যায়। এরপর ওই বিএসএফ কর্মী গুলি চালাতে শুরু করে। সেই সময় পালাতে গিয়ে বিএসএফের গুলিতে জখম হয় একজন।
এরপর আরও বিএসএফ কর্মীরা ঘটনাস্থলে এসে ওই এলাকার তল্লাশি চালায়। তখন সেই সময় একটি ঝোপের মধ্যে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে তাঁকে উদ্ধার করে বিএসএফ কর্মীরা এবং তল্লাশি চালাতের উদ্ধার হয় এক বস্তা নিষিদ্ধ কাশির সিরাপ। তারপর মৃতদেহ পুলিসমর্গে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। বিএসএফের পক্ষ থেকে ভীমপুর থানায় সীমান্ত দিয়ে নিষিদ্ধ মাদক পাচারকারী হিসেবে একটি মামলা রজু করা হয়। ওই ব্যক্তির পরিচয় কী এবং নিষিদ্ধ সিরাপ পাচারচক্রে আর কারা কারা ছিল সমস্তটা জানার চেষ্টা করছে ভীমপুর থানা পুলিস।
জল্পনার অবসান। সাত বছর পর ভারতের মাটিতে ক্রিকেট খেলতে এল পাকিস্তান। বুধবার দুবাই হয়ে হায়দরাবাদে এসে হাজির হলেন বাবর আজমরা। এই শহরেই তাঁরা প্রস্তুতি ম্যাচ খেলবেন। ২৯ সেপ্টেম্বর নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম প্রস্তুতি ম্যাচ। ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান।
ভারতে আসার আগে পাক অধিনায়ক বাবর আজম জানিয়েছেন, এশিয়া কাপের পারফরম্যান্সের উপর তাঁদের বিচার করলে ভুল করা হবে। তিনি স্বীকার করেছেন, এশিয়া কাপে তাঁদের দলে অনেক ভুলভ্রান্তি হয়েছে। যার খেসারতও দিতে হয়েছে। তবে, বিশ্বকাপে অন্য পাকিস্তানকে পাওয়া যাবে বলে দাবি করেছেন পাক অধিনায়ক।
সাত বছর আগে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে গিয়েছেন মহম্মদ নওয়াজ এবং সলমান আলি। চোটের কারণে সেবার ভারতে আসতে পারেননি বাবর। ফলে এই প্রথম ভারতের ক্রিকেট খেলতে এলেন পাক অধিনায়ক বাবর আজম।
যাবতীয় নাটকের পর অবশেষে বিশ্বকাপ খেলতে ভারতে আসছে পাকিস্তান। মঙ্গলবার বাবরদের ভিসা পাওয়া কথা আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিল পিসিবি। বেশ কিছুদিন ধরেই ভিসা নিয়ে সমস্যায় ভুগছিল পাকিস্তান। ভারতে বিশ্বকাপ খেলতে আসার আগে দুবাইয়ে দুদিনের প্রস্তুতি শিবির করার কথা ছিল পাকিস্তানের।
কিন্তু এই সমস্যা না মেটায় তাঁরা দুবাই যেতে পারেনি। বুধবার লাহোর থেকে দুবাই হয়ে হায়দরাবাদের আসবে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন তাঁরা।
সোমবারই আইসিসি-র কাছে ভিসা নিয়ে অভিযোগ করে পিসিবি। এরপরই ভিসা সমস্যা মেটে বলে খবর। সোমবার শেষ মুহূর্তে ভিসার অনুমতি পান বাবর আজমরা।
বিশ্বকাপের আগে বড় ধাক্কা শ্রীলঙ্কার। বিশ্বকাপের দলথেকে বাদ পড়লেন দলের অলরাউন্ডার ওয়ানিদু হাসারাঙ্গা। উরুতে চোট আছে তাঁর। লঙ্কা প্রিমিয়ার লিগে এই চোট পান হাসারাঙ্গা। এশিয়া কাপেও দলের সঙ্গে খেলেননি তিনি। মনে করা হয়েছিল, বিশ্বকাপের দলে ফিরবেন তিনি।
২৬ বছরের লঙ্কার অলরাউন্ডার এবার টিমে থাকলে, বিশ্বকাপে শক্তিশালী প্রতিপক্ষ হত শ্রীলঙ্কা। ভারতের মাটিতে হাসারাঙ্গার উপর অনেকটাই নির্ভর করে ছিল টিম ম্যানেজমেন্ট। এশিয়া কাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে লজ্জার হারের পর এবার দুঃসংবাদ শ্রীলঙ্কা শিবিরে।
শ্রীলঙ্কার বিশ্বকাপ দল
দাসুন শনাকা (অধিনায়ক), পাথুম নিশাকা, দামুথ করুণারত্নে, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, সাদিরা সামারাউইকিরামা, দুনিথ ওয়েলালাগে, মাথিসা পাথিরানা, কাসুন রাজিথা, প্রমোদ মাদুশান, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা
আগামী বছর অনূর্ধ্ব-১৯ পুরুষ বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে শ্রীলঙ্কার মাটিতে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) আসন্ন এই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি। টুর্নামেন্ট শুরু হবে ১৩ জানুয়ারি ২০২৪ সালে। ভারত প্রথম ম্যাচেই বাংলাদেশের মুখোমুখি হবে।
আসন্ন মরশুমের প্রতিযোগিতায় ১৬টি দল অংশ নিলেও ফরম্যাটে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন করা হয়েছে। এই ফরম্যাট অনুযায়ী, যে ১৬টি দল রয়েছে তাদের মোট চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে চারটি করে দল থাকবে। যে চারটি দলের মধ্যে এক একটি গ্রুপ থেকে সেরা তিনটি দল পৌঁছে যাবে সুপার সিক্স পর্বে। সেরা তিন দল সুপার সিক্সে যাওয়ার পর যে দলটি পড়ে থাকবে তারা অপর টিমের চতুর্থ স্থানাধিকারিদের সঙ্গে লড়াই করবে। এরপর গ্রুপ পর্ব শেষে মোট ১২টি দল সুপার সিক্সে পৌঁছবে।
এরপর ১২টি দলকে ভাগ করে ছয়টি দলের দুটি গ্রুপ তৈরি করা হবে। এই ছয়টি দলের আবার দুটি গ্রুপ হবে। গ্রুপ 'এ' ও 'ডি' থেকে সেরা তিনটি দল একটি গ্রুপ গঠন করবে। গ্রুপ 'বি' ও 'সি' থেকে সেরা তিনটি দল আরেকটি গ্রুপ গঠন করবে। অনূর্ধ্ব-১৯ পুরুষ বিশ্বকাপের গ্রুপ 'এ'-তে রয়েছে ভারত, বাংলাদেশ, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। গ্রুপ 'বি' তে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। 'সি' এবং ' তে রয়েছে অস্ট্রেলিয়া, জিম্বাবোয়ে, নামিবিয়া, আয়োজক শ্রীলঙ্কা রয়েছে এবং পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল।
আশঙ্কাই সত্যি হল। এশিয়া কাপে ডান কাঁধে চোট বিশ্বকাপ থেকে ছিটকে দিল পাক পেসার নাসিম শাহকে। শুক্রবার বিশ্বকাপের জন্য পাকিস্তান দল ঘোষণা করতে বসে নির্বাচক কমিটির প্রধান ইনজামাম উল হক জানিয়েছেন, শাহিনশা আফ্রিদি নন, বিশ্বকাপে বাবরের ডেপুটি শাদাব খান।
ফলে, আপাতত ডামাডোল কাটিয়েই ভারতে বিশ্বকাপ খেলতে আসছে পাকিস্তান। ১৪ অক্টবর আমেদাবাদে তাঁদের প্রতিপক্ষ ভারত। মূলত চার পেসার নিয়ে ভারতে আসছেন বাবর। আহত নাসিম শাহের বদলি হিসেবে পাক দলে ফিরেছেন হাসান আলি।
দলে রইলেন কারা!
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ব্যাটিং বিভাগে ফখর জমন, ইমাম উল হক,আবদুল্লা শফিক, আঘা সলমন, ইফতিখর আহমেদ, উইকেট সামলাবেন মহম্মদ রিজওয়ান।
স্পিন বিভাগ সামলাবেন সাউদ শাকিল, মহম্মদ নওয়াজ, উসামা মির,পেসার রয়েছেন হ্যারিস রউফ, হাসান আলি, শাহিন আফ্রিদি এবং মহম্মদ ওয়াসিম জুনিয়র। রিজার্ভ দলে থাকবেন মহম্মদ হ্যারিস, আবরার আহমেদ এবং জমন খানকে
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ। বিশ্বকাপের আগে কি সত্যিই রবিচন্দ্রণ অশ্বিনের কাছে এটাই শেষ সুযোগ? সমালোচকদের এই প্রশ্ন কিন্তু মানতে ছাইছেন না ভারতের কোচ রাহুল দ্রাবিড়। তাঁর মতে, রবি অশ্বিন সবসময় তাঁর পরিকল্পনার মধ্যেই আছেন। তাই, তাঁকে আলাদা করে দূরে সরিয়ে রাখার কোনও কারণ নেই।
এশীয় সেরা হওয়ার পর আজ, শুক্রবার মোহালিতে ঘরের মাঠে একদিনের সিরিজ খেলতে নামছে টিম ইন্ডিয়া। তার আগে ভারতের কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন, সব কিছু জেনে বুঝেই এই সিরিজের প্রথম দুটি ম্যাচে অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। বিশ্বকাপের আগে নতুনদের একবার দেখতে চান তিনি।
এদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতলে সেরার সেরা হবে ভারত। একটা জয়, ক্রিকেটের সব ফরম্যাটে নম্বর ওয়ান পজিশনে চলে যাবে ভারত। বর্তমানে এক নম্বরে রয়েছে পাকিস্তান, দ্বিতীয় ভারত ও তৃতীয় অস্ট্রেলিয়া। যদি শুক্রবার রাতে মোহালিতে অজিজের বিরুদ্ধে ভারত হেরে যায়, তাহলে তাঁরা অস্ট্রেলিয়া উঠে আসবে দ্বিতীয় স্থানে আর তৃতীয় পজিশনে চলে যাবে ভারত।
বধূ নির্যাতনের মামলায় মুক্তি পেলেন শামি। মঙ্গলবার আদালতে সশরীরে হাজিরা দিলেন মহম্মদ শামি। ছিলেন শামির দাদা মহম্মদ হাসিমও। দুজনেই জামিনের আবেদন করেন। বিচারক সেই আবেদন মঞ্জুর করে দুজনকেই জামিন দেন।
শামির আইনজীবী সেলিম রহমান জানিয়েছেন, দুজনেই আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। গত ২৩ অগাস্ট আলিপুরের অতিরিক্ত দায়রা বিচারক নির্দেশ দেন, শামির প্রাক্তন স্ত্রী হাসিনের অভিযোগের প্রেক্ষিতে শামিকে তলব করার পিছনে কোনও কারণ খুঁজে পাননি তিনি। তবে পরবর্তী প্রক্রিয়ার জন্য তাঁকে ট্রায়াল কোর্টে আবেদন করতে হবে। জামিনের আবেদন করতে পারবে। সেই নির্দেশ অনুযায়ী হাজিরা দেন শামি।
সলমান খানের ছবি 'ভীর' থেকেই অভিনেত্রী জারিন খান (Zareen Khan)-এর উত্তরণ। নতুন কোনও সিনেমার কারণে না হলেও বর্তমানে অভিনেত্রী বেশ চর্চায়। কারণ, তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। কলকাতায় একটি কালী পুজোর অনুষ্ঠানে উদ্বোধন করতে আসার কথা ছিল অভিনেত্রীর। ১২ লক্ষ টাকা নিয়েও নাকি অভিনেত্রী আসেননি। অনুষ্ঠানের আয়োজকরা ২০১৮ সালে একটি প্রতারণার মামলা দায়ের করেছিলেন জারিনের বিরুদ্ধে। এই মর্মে শিয়ালদহ আদালত জারিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এই অভিযোগের মাঝে অভিনেত্রীর আইনজীবী সামাজিক মাধ্যমে আনুষ্ঠানিক মন্তব্য করলেন।
জারিনের আইনজীবী রিজওয়ান সিদ্দিকী সামাজিক মাধ্যমে লিখেছেন, কলকাতায় একটি কালীপুজো উদ্বোধন করতে আসার কথা ছিল তাঁর মক্কেল জারিন খানের, একথা ঠিক। কিন্তু অনুষ্ঠানের আয়োজকরা তাঁকে ঠকিয়েছেন। আইনজীবীর দাবি, জারিনকে আয়োজকরা বুঝিয়েছিলেন সেই পুজোর অনুষ্ঠান রাজ্যের মুখ্যমন্ত্রী, ক্রীড়া মন্রী এবং প্রাক্তন ক্রীড়া মন্ত্রী আয়োজন করেছিলেন। এমনকি জারিন নাকি, বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন কলকাতা আসার জন্য, তবে শেষ মুহূর্তে তিনি বুঝতে পারেন তাঁকে ঠকানো হচ্ছে। তাই কলকাতার বিমানে ওঠেননি অভিনেত্রী।
All media persons, are required to note that the warrant "inadvertently" issued by the Magistrate against my client @zareen_khan will be dealt with, "on merits" as already detailed in my press note.
— Advocate Rizwan Siddiquee (@RizwanSiddiquee) September 17, 2023
Please do read "my press note" to understand the correct facts of the matter. pic.twitter.com/yxPjVBbXgS
আইনজীবী আরও জানিয়েছেন, আদালত তাঁর মক্কেল জারিনের বিরুদ্ধে 'অসাবধানতাবশত' এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। তিনি আরও জানিয়েছেন, যোগ্যতার ভিত্তিতে এই মামলার বিচার করে দেখবেন আদালত।
এই দুর্ধর্ষ ফাইনাল মনে থাকবে আজীবন। এশিয়া কাপ জয়ের পর এমনই জানালেন রোহিত শর্মা। রোহিতের নেতৃত্বে আটবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পর দেশের মাটিতে বিশ্বকাপ। রোহিত আশাবাদী, এই জয় বিশ্বকাপে তাঁদের আত্মবিশ্বাস বাড়াবে।
ম্যাচের পর রোহিত মহম্মদ সিরাজের বোলিংয়ের প্রশংসা করে বলেন, 'সিরাজ দুরন্ত। যা বল করল, অনেকদিন মনে থাকবে। এই বোলিং দেখার জন্য ১০০ ওভার ফিল্ডিং করা যায়। বুমরাও ফিট হয়ে গিয়েছে। রাহুল, ইশান, বিরাটের ব্যাটেও রান এসেছে। আশা করি এই পারফরম্যান্স বিশ্বকাপেও থাকবে।'
এদিন এশিয়া কাপ ফাইনালে প্রথম ওভার থেকেই বিধ্বংসী মেজাজে বল করেন মহম্মদ সিরাজ। প্রথম ওভারে আসে ১ উইকেট। দ্বিতীয় ওভারে ৪ উইকেট তুলে নেন। তৃতীয় ওভার পান আরও ১ উইকেট। সব মিলিয়ে ৬ উইকেট তুলে নেন তিনি।
ফের বিপাকে বলিউডের (Bollywood) আরও এক অভিনেত্রী। বলিউড অভিনেত্রী জারিন খানের (Zareen Khan) নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সূত্রের খবর, প্রতারণার অভিযোগে (Fraud Case) অভিযুক্ত বলিউড অভিনেত্রী তথা সলমন খানের নায়িকা জারিন খান। লক্ষ লক্ষ টাকা নিয়েও বাংলার অনুষ্ঠানে আসেননি। সেই অভিযোগের প্রেক্ষিতেই ২০১৮ সালে মামলা দায়ের করেছিল কলকাতার এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ। এবার সেই মামলার ভিত্তিতেই কলকাতায় গ্রেফতারি পরোয়ানা জারি হল জারিন খানের বিরুদ্ধে।
সূত্রের খবর, ২০১৮ সালের কালীপুজোর সময় কলকাতা ও উত্তর ২৪ পরগনার ৬টি অনুষ্ঠানে না থাকার অভিযোগে জারিন খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কর্তার দাবি, তাঁদের থেকে পারিশ্রমিক নিয়েছিলেন ১২ লক্ষ ৫০ হাজার টাকা। কিন্তু অনুষ্ঠানে দেখা মেলেনি নায়িকার। গোটা ঘটনায় নায়িকার বিরুদ্ধে নারকেলডাঙা থানায় দায়ের করা হয় অভিযোগ। এবার সেই অভিযোগের ভিত্তিতে ৭ সেপ্টেম্বর তৈরি চার্জশিট শিয়ালদহ কোর্টে পেশ করল নারকেলডাঙা থানার পুলিস। রবিবার আদালতের তরফে নায়িকার বিরুদ্ধে জারি হল গ্রেফতারির পরোয়ানা। জারিন খানের সঙ্গে সংস্থা যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কোনও রকম প্রতিক্রিয়া দেননি বলে সূত্রের খবর।
কোম্পানির কর্তা বিশাল গুপ্তা জানিয়েছেন, পারিশ্রমিক সহ আরও বেশ কিছু পরিমাণ টাকা জারিন খানের জন্য খরচ হয়েছিল ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার।মোট খরচের পরিমাণ ছিল ৪২ লক্ষ টাকা। সেই টাকা ফেরত দিতে সম্পূর্ণ অস্বীকার করেন নায়িকা। এমনকি পুলিসের দ্বারস্থ হওয়ায় সংস্থার কর্তাকে বার বার দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। ফলে পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়া হবে নারকেলডাঙা পুলিসের তরফে, সেটাই এখন দেখার।
সুন্দরবনের মতো প্রত্যন্ত এলাকায় নারী পাচার (women traffickers), নতুন কিছু নয়। কাজের টোপে অন্ধকার কানাগলিতে মিশে গেছে বহু মেয়ে। কিছু ফিরে আসলেও অধিকাংশরই আলোয় ফেরা আর হয়নি। সহজ সরল মেয়েদের টোপ দিয়ে তুলে নিয়ে যেত এমন অভিযুক্তদের মধ্যে ৩ জনের বৃহস্পতিবার সাজা ঘোষণা করে ডায়মন্ড হারবার ফাস্টট্র্যাক থার্ড কোর্ট (Diamond Harbor Fasttrack Third Court)। ২ জনের ১০ বছর ও ১ জনের ৭ বছরের জেল ঘোষণা করেন বিচারপতি।
জানা গিয়েছে, ২০১৭ সালে মথুরাপুরের এক তরুণীকে চাকরি ও প্রেমের প্রলোভন দিয়ে পাচার করে দেওয়া হয়েছিল দিল্লিতে। তারপর গাজিয়াবাদের এক যৌনপল্লীতে বিক্রি করে দেওয়া হয় তাঁকে। ওই পল্লীতে দিনের পর দিন তাঁকে ধর্ষণ ও ইচ্ছার বিরুদ্ধে দেহ ব্যবসা করানো হত। পরবর্তী সময়ে পুলিস ও স্থানীয় স্বেচ্ছাসেবী বাহিনীর মাধ্যমে ওই নির্যাতিতা তরুণী সহ বাংলার ৫ মহিলাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। এই ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছিল। জেল হেফাজতে রেখেই বিচার প্রক্রিয়া শুরু হয়। ৭ বছর ধরে চলে সেই মামলা।
সূত্রের খবর, অভিযুক্তরা হল মিনা সিং, মুসলিমা বিবি ওরফে পিঙ্কি, ফারুক আলি গায়েন। বিচারক মিনা সিং ও ফারুক আলি গায়েনকে ১০ বছর সশ্রম কারাদন্ডের নির্দেশ দেন। আর পিঙ্কিকে ৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন। ঘটনার পরে তো বটেই, ঘটনার আগেই যদি পুলিসের নজরদারি কড়া হয়, তাহলে হয়ত অন্ধকার থেকে বাঁচতে পারে বহু মেয়ে।
প্রযুক্তির অদ্ভুত অপকর্ম 'পাইরেসি'। ইদানিং যেকোনও নতুন ছবি মুক্তি পেলেই, ২৪ ঘন্টার মধ্যে নানা সামাজিক সাইটে ছড়িয়ে পড়ে পাইরেটেড ভিডিও। হলপ্রিন্ট তো বটেই রীতিমতো ভালো মানের হলপ্রিন্ট ছড়িয়ে পরে এখানে সেখানে। 'জওয়ান'-এর (Jawan) ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। একেবারে সিনেমার এইচডি হলপ্রিন্ট ছড়িয়ে পড়েছে চারদিকে। বিভিন্ন অ্যাপে, সেই ছবির দেদার লেনদেন চলছে। তাই এবার পাইরেসির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল 'রেড চিলিজ' (Red Chillies) প্রযোজক সংস্থা।
সিনেমার পাইরেসি আটকাতে একটি অ্যান্টি পাইরেসি টিম গঠন করা হয়েছে প্রযোজক সংস্থার তরফে। অভিজ্ঞদের নিয়েই তৈরী হয়েছে এই টিম। সামাজিক মাধ্যমে পাইরেসি আটকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই টিম। তাঁদের কাজ হবে, কোন ব্যক্তিরা জওয়ান ছবির লিঙ্ক শেয়ার করছেন তাঁদের খুঁজে বের করা। অভিযুক্তদের চিহ্নিত করতে পারলেই তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
'জওয়ান' ছবি মুক্তির এক সপ্তাহের মাথাতেই দেশে ও বিদেশে আয়ের পরিমাণ হয়েছে ৬০০ কোটি টাকা। শাহরুখে বুঁদ হয়ে রয়েছেন তাঁর ভক্ত ও সমালোচকেরা। এই সিনেমা যে আরও ভালো ফল করবে, তা নিয়ে আশাবাদী প্রযোজক সংস্থা। কিন্তু ব্যবসায় কিছুটা হলেও ব্যাঘাত ঘটাচ্ছে পাইরেসি। তাই এই অসাধু কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাঁদের স্বমূলে ধ্বংস করতে চাইছেন প্রযোজক সংস্থা।