Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

DAMancha

Dharna: 'ডিএ-র মঞ্চে চোর-ডাকাতরা বসে', সরব মমতা! 'শয়তান' খোঁচা বিকাশের

মনি ভট্টাচার্য: বুধবার দুপুর ১টা থেকে রেড রোডে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ধর্নায় বসেছেন মমতা বন্দোপাধ্যায়। সেখানে বিকেলে ওই ধর্না মঞ্চে যোগ দেন অভিষেক বন্দোপাধ্যায়, তারপর তিনি বক্তব্যও রাখেন। অভিষেকের বক্তব্যের পর কেন্দ্র সরকারকে তির বিঁধতে থাকেন মুখ্যমন্ত্রী। বক্তব্যর মধ্যেই ডিএ আন্দোলনকারীদের উদ্দেশে করে তির্যক ভাষায় কটাক্ষ করেন মমতা বন্দোপাধ্যায়। মমতা বন্দোপাধ্যায়ের ধর্না মঞ্চ থেকে প্রায় ১ কিমি দূরে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন মঞ্চ। বুধবার ডিএ আন্দোলনকারীদের উদ্দেশ্যে মমতা বন্দোপাধ্যায় বলেন, 'ডিএ আন্দোলনের মঞ্চে চোর ডাকাত বসে আছে, চিরকুটে যারা চাকরি পেয়েছিল ওরাই ওখানে বসে আছে।'

বুধবার সিএন ডিজিটালের পক্ষ থেকে, আইনজীবী তথা রাজ্যসভার বাম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, 'উনি একটা পাগল, ওনার কথার উত্তর দেওয়া আমার সাজে না।' সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর করা এমন বক্তব্যে বিকাশবাবু মমতাকে শয়তান বলে কটাক্ষ করেন। তিনি সিএন-ডিজিটালকে জানান, 'এই কথাগুলো যখন বলেন একজন, তখন বুঝতে হবে হয় তাঁর মানসিক ভারসাম্য নেই, অথবা তিনি অত্যন্ত শয়তান এবং শয়তানিসুলভ বক্তৃতা দিচ্ছেন, কর্মচারীদের কলুষিত করার জন্য।' তিনি বুধবার আরও বলেন যে, 'যারা তাঁর ন্যায্য ডিএ-র জন্য আন্দোলন করছে দিনের পর দিন, ধর্মঘটের দিন ৭০ শতাংশ কর্মচারী ধর্মঘট করেছেন, তাদের তিনি চোর-ডাকাত বলছেন! উনি যদি নিজের কর্মচারীদের পাগল বলে সম্বোধন করেন, তবে ওনার তো ক্ষমতায় থাকায় অধিকার নেই।' 

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে কটাক্ষ করে সংগ্রামী যৌথ মঞ্চের এক আন্দোলনকারী কিঙ্কর অধিকারী বলেন, 'মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের উদ্দেশে যে ভাষা প্রয়োগ করেছেন সেটা তিনি করতে পারেন! তবে আমাদের রুচিতে বাঁধছে।' তিনি বুধবার আরও বলেন, 'আমরা যদি চোর-ডাকাত হই, উনি তো প্রশাসনের শীর্ষ জায়গায় আছেন, ওনার অনেক ক্ষমতা, ওনার হাতে পুলিস-প্রশাসন আছে, তবে এই চোর ডাকাতকে তিনি ধরছেন না কেন?' বুধবার কিঙ্করবাবু বলেন, 'চিরকুটে চাকরি পেয়ে থাকলে তদন্ত করুন, তদন্ত করে সবটা বার করুন, সবটাই তো ওনার হাতে।' এছাড়া তিনি মমতাকে পাল্টা কটাক্ষ করে বলেন, 'তার সরকারের দোষ ঢাকতে, একথা বলছেন তিনি, সরকার যে কত হাজার হাজার ভুয়ো নিয়োগ করেছে, কত টাকার দুর্নীতি করেছে, সেটা তো কোর্টে প্রায় প্রমাণ হয়ে গিয়েছে, সব বাংলার মানুষ দেখছে, কে চোর! কে ডাকাত! সেটা বাংলার মানুষ বিচার করবে।'

one year ago