Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

CylinderBlast

Blast: মেটিয়াবুরুজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, জখম ২২! ঘটনাস্থলে মেয়র হাকিম

মেটিয়াবুরুজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে (Cylinder Blast) আহত কমপক্ষে ২২ জন। অত্যাধিক বার্ন ইনজুরি (Burn Injury) নিয়ে ২ জন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে গিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি কথা বলেন প্রত্যক্ষদর্শীদের সঙ্গে। মেয়র জানান, 'পুরসভার ১৩৫ নম্বর ওয়ার্ডে ইলেকট্রিক ওয়্যার থেকে আগুন লাগে। সেখান থেকে তড়িঘড়ি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। যারা আগুন নেভাতে গিয়েছিল তাঁরা অগ্নিদগ্ধ হয়েছে। মোট ২২ জন জখম হয়েছেন, একজনের অবস্থা আশঙ্কাজনক।'

তিনি জানা,  চিকিৎসক জানিয়েছে, অধিকাংশকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হবে। এই দুর্ঘটনায় দু'জন শিশুও গুরুতর আহত। জানা গিয়েছে, এরপর তিনি এসএসকেএম হাসপাতালে যান জখমদের দেখতে।

12 months ago
Fire: ডিমাপুরে সিলিন্ডার ফেটে মৃত এক বৃদ্ধ, আগুনে পুড়ে খাক খড়ের বাড়ি

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়ঙ্কর অগ্নিকান্ড (Fire Incident)। আগুনে পুড়়ে মৃত (Death) সত্তর বছরের এক বৃদ্ধা এবং জখম বহু মানুষ। নাগাল্যান্ডের (Nagaland) ডিমাপুর জেলার বার্মা ক্যাম্পের পূর্ব ব্লকে এই ঘটনাটি ঘটেছে। এলাকার বহু ঘরবাড়ি আগুনে পুড়ে গিয়েছে। আগুন লাগায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

রবিবার দুপুর ১২টা নাগাদ এই আগুন লাগার ঘটনাটি ঘটে। আগুন লাগার ফলে এলাকার বহু মানুষের নানা ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি এলাকার খড়ের তৈরি প্রচুর বাড়ি ছিল, আগুন ছড়িয়ে সেই সমস্ত বাড়িগুলি পুড়ে ছাই হয়ে যায়। যার ফলে প্রচুর মানুষ মাথার উপরে ছাদ হারিয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, অগ্নিকান্ডের ফলে ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়েছেন ৯০০ জন বাসিন্দা। আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল কর্মীরা। তিন ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, অগ্নিকান্ডের জেরে লক্ষ লক্ষ টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি কয়েক জন এখনও পর্যন্ত নিখোঁজ বলে দাবি করেছেন এলাকাবাসীরা। 

 দমকল সূত্রে খবর, গ্যাস সিলিন্ডার ফেটে ওই এলাকায় আগুন লেগেছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গে এলাকার আশপাশে তা ছড়িয়ে পড়ে। 

one year ago
Jaynagar: মেলা চলাকালীন গ্যাস বেলুন সিলিন্ডার ব্লাস্ট, দুই শিশু-সহ মৃত ৪

অনুষ্ঠান উপলক্ষে বসা মেলায় গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে (Cylinder Blast) মৃত ৪। আহত অন্তত ১০ জন। জানা গিয়েছে, জয়নগরের (Jaynagar Incident) রাজাপুর-করাবেগ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাটরা গ্রামে রবিবার রাতে বসেছিল একটি অনুষ্ঠানের আসর। আর সেই অনুষ্ঠান উপলক্ষে রাস্তার ধারে বসেছিল হরেক রকম দোকান। তেমনি গ্যাস বেলুনের (Gas Baloon) সিলিন্ডার নিয়ে বসেন বেলুন বিক্রেতা মুচিরাম হালদার। সাড়ে ন'টা নাগাদ সেই গ্যাস বেলুন সিলিন্ডার বিস্ফোরণে আহত হন অন্তত দশ জন। এই বিস্ফোরণে মুচিরাম-সহ ৪ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতদের মধ্যে দুই শিশু রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা গিয়েছে, যারা মৃত এবং আহত, এঁদের অনেকেই ওই অনুষ্ঠান উপলক্ষে জমায়েত হয়েছিলেন। বিস্ফোরণে গুরুতর আহত চারজন কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন, কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় জয়নগর থানার আইসি রাকেশ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী। ঘটনাস্থলে যায় লাগোয়া বকুলতলা থানার পুলিসও। 

জানা গিয়েছে, যেখানে মেলা বসেছিল, সেই এলাকার কিছুটা বকুলতলা থানার অংশ। স্থানীয়রা জানান, 'জলসার অনুষ্ঠান চলাকালীন গ্যাস বেলুন সিলিন্ডার ফাটে। সিলিন্ডার থেকে ধোঁয়া বেরোতে দেখে অন্যরা বেলুন বিক্রেতাকে সতর্ক করলেও তিনি কর্ণপাত করেননি।' এই বিস্ফোরণ-কাণ্ডে স্থানীয় এক মাদ্রাসা সদস্য বলেন, 'দুর্ঘটনার খবর কানে আসতেই আমরা জখমদের চিকিৎসাধীন করি। স্থানীয় প্রশাসন আমাদের সাহায্য করেছে। তবে এই জলসা চলছিল অনুমতি ছাড়া। মাদ্রাসা কমিটির অনুমতি ছাড়াই জলসা চলছিল।' এদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনায় সোমবার সকালেও এলাকায় শোকের ছায়া।

one year ago