Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

CricketBoard

Cricket: ভারতীয় ক্রিকেট বোর্ডের এই অর্থবর্ষের কামাই কত জানেন! শুনলে চমকে উঠবেন

লাভের অঙ্ক ১২ হাজার ৪০০ কোটি। ভাবছেন এই খতিয়ান কোনও বহুজাতিক সংস্থার ? তাহলে ভুল করবেন। এই লাভের অঙ্ক টাটা বা আম্বানিদেরও নয়। তাহলে এই লাভের অঙ্ক কার ? বাণিজ্যে এই বসত লক্ষ্মী ভারতীয় ক্রিকেট বোর্ডের। গত পাঁচ বছরের এই তথ্য সংসদে সামনে এসেছে। তা পেশ করেছেন সরকারের একমন্ত্রী।

বোর্ডের সংবিধান অনুযায়ী, তার আর্থিক খতিয়ান প্রকাশ করা যায় না। কিন্তু সম্প্রচার স্বত্ত্ব বিক্রি সম্প্রতি বোর্ডের প্রচুর টাকাই ভাঁড়াড়ে এসেছে। সংসদকে জানানো হয়েছে, গত অর্থবর্ষে বোর্ডের আয় হয়েছে ৭ হাজার ৫৯৬ কোটি টাকা। খরচ হয়েছে ৩ হাজার ৫৮ কোটি টাকা। অর্থাৎ লাভের পরিমাণ ৪ হাজার ৫৩৮ কোটি টাকা। গত পাঁচ অর্থবর্ষের হিসাব দেখানো হয়েছে, তার মধ্যে ২০২১-২২ অর্থবর্ষেই বোর্ডের লাভের পরিমাণ সবচেয়ে বেশি।

পাশাপাশি সম্প্রচার স্বত্ব থেকে প্রাপ্ত অর্থও যোগ হবে। এ ছাড়া, দেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ়‌ের সম্প্রচার স্বত্ব রয়েছে। সেখান থেকে মোটা টাকা ঢোকার কথা বোর্ডের কোষাগারে।

9 months ago
World Cup: বিশ্বকাপের আগেই ভারতের প্রধান নির্বাচক কে!

আগেই চারজন জাতীয় নির্বাচন বেছে নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (Cricket Board)। কিন্তু প্রধান নির্বাচকের (Selector) পদ ফাঁকা। ৩০ জুন আবেদনের শেষ তারিখ। ১ জুলাই ইন্টারভিউ। এশিয়া কাপের আগেই প্রধান নির্বাচক বেছে নিতে চাইছে বিসিসিআই (BCCI)।

এবার ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ। এশিয়া কাপ ও বিশ্বকাপের কথা মাথায় রেখেই নির্বাচক বাছতে চাইছে বোর্ড। বোর্ড সূত্রে খবর, দৌড়ে এগিয়ে আছেন অজিত আগরকর। আগরকর ছাড়াও প্রধান নির্বাচক পদের দৌড়ে আছেন দিলীপ বেঙ্গসরকার ও রবি শাস্ত্রী।

প্রধান নির্বাচক ছাড়া বর্তমানে চার নির্বাচক আছেন শিবসুন্দর দাস, সলিল আঙ্কোলা, সুব্রত বন্দ্যোপাধ্যায় ও শ্রীধরন সরথ। প্রধান নির্বাচকের ভূমিকা পালন করছেন শিবসুন্দর দাস।

11 months ago
BCCI: ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের দল ঘোষণা, বাদ শামি ও যাদব

ওয়েস্ট ইন্ডিজ সফরে দল ঘোষণা বিসিসিআইয়ের (BCCI)। ওয়ান ডে  ও টেস্ট সফরের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (Indian Cricket Board) । ওয়েস্ট ইন্ডিজ সফরে রাখা হয়নি চেতেশ্বর পূজারাকে। দলে নেই উমেশ যাদব ও মহম্মদ শামি (Mohammed Shami)। দুই দলেই টিমে সুযোগ পেলেন বাংলার মুকেশ কুমার।

ওয়ানডে টিমে অধিনায়ক রোহিত শর্মা। শুভমান গিল, রুতুরাজ গাইকোয়াড়, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, প্রত্যেকেই জায়গা পেয়েছেন। অলরাউন্ডার হিসেবে থাকবেন হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর ও রবীন্দ্র জাদেজা। বোলিং আক্রমণে থাকছেন যুজভেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দীপ উনাদকড়, মহম্মদ সিরাজ, উমরান মালিক ও মুকেশ কুমার।

টেস্ট টিমেও অধিনায়ক রোহিত শর্মা। সুযোগ পেয়েছেন যশস্বী জয়সওয়াল, অজিঙ্কা রাহানে, শ্রীকর ভারত, রবিচন্দ্রন অশ্বিন, নবদীপ সাহানি, অক্ষর প্যাটেল।

11 months ago