Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

CraneAccident

Crane Accident: এক্সপ্রেসওয়ের কাজ চলাকালীন মাথায় ভেঙে পড়ল ক্রেন, মৃত্যু কমপক্ষে ১৭ জনের

মঙ্গলবার ভোরে মহারাষ্ট্রের (Maharashtra) থানেতে (Thane) ঘটে গেল এই ভয়াবহ দুর্ঘটনা (Crane Accident)। এক্সপ্রেসওয়ের কাজ চলছিল। আর সেই সময়ই নির্মাণকর্মীদের উপর ভেঙে পড়ল ক্রেন। এক্সপ্রেসওয়ে তৈরির জন্য এক বিশেষ ধরনের ক্রেন গার্ডার লঞ্চার মেশিন ব্যবহার করা হচ্ছিল। কিন্তু কাজ চলাকালীন হঠাৎ ১০০ ফুট উপর থেকে পড়ে যায় ক্রেনটি। সূত্রের খবর, এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৭ জনের, গুরুতর আহত হয়েছেন ৩ জন। ক্রেনের ধ্বংসাবশেষের নীচে এখনও কিছুজন আটকে রয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।

পুলিস সূত্রে খবর, মহারাষ্ট্রের থানের সারলাম্বে গ্রামের সাহাপুর এলাকায় সম্রুদ্ধি এক্সপ্রেসওয়ের কাজ চলছিল। সেই সময় সেখানে কাজ করছিলেন একাধিক কর্মী। আর তখনই আচমকা ১০০ ফুট থেকে তাঁদের মাথার উপর ভেঙে পড়ে ক্রেন। ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে সেখানেই মৃত্যু হয় তাঁদের। আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছে যায় পুলিস এবং দমকল বাহিনী। জোরকদমে তারা উদ্ধারকাজ চালাচ্ছে।

উল্লেখ্য, সম্রুদ্ধি এক্সপ্রেসওয়ের আর এক নাম মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়ে। ৭০১ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা মুম্বই এবং নাগপুরকে যুক্ত করে। তাই দুই শহরের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য রাস্তাটি গুরুত্বপূর্ণ।

10 months ago
Tamil Nadu: মেলায় ক্রেন ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত ৪, শিশু-সহ আহত অন্তত ৯

মুহূর্তের মধ্যে আনন্দ পরিণত হল শোকে। মেলায় ক্রেন ভেঙে মৃত্যু (Death) হল চার জনের। গুরুতর আহত এক শিশুকন্যা-সহ প্রায় ৯ জন। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamil Nadu) রানিপেট জেলায়। সেখানে একটি মন্দিরকে কেন্দ্র করে শুরু হয়েছিল মেলা। সেখানেই রবিবার রাতে ক্রেন (Crane) ভেঙে এই দুর্ঘটনা। ইতিমধ্যে পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

জানা গিয়েছে, ক্রেন ভেঙে পড়ার সময় সেখানে প্রায় ১৫০০ দর্শনার্থী ছিলেন। আহতদের উদ্ধার করে পুন্নাই সরকারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, আরাককোনাম সরকারি হাসপাতাল এবং একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্রেন চাপা পড়েই চার জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। পুলিস জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেলেও একজনের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।

ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, ক্রেনের একেবারে মুখে একটি মঞ্চ সাজানো হয়েছে  আলো এবং ফুল দিয়ে। সেখানে রাখা হয়েছে দেবতার মূর্তি। আর মঞ্চের মধ্যে রয়েছেন ৮ জন। নিচ থেকে ভক্তরা মালা ছুড়ে ছুড়ে দিচ্ছেন। আর মঞ্চে থাকা সকলে সেই মালাগুলি দেবতাকে পরিয়ে দিচ্ছেন। হঠাৎ চিত্র বদলে গেল।

হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ক্রেনটি। হইচই পড়ে যায়। সকলে প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটতে শুরু করেন। আর ভেসে আসে কান্নার শব্দ। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন পোর্টাল। উল্লেখ্য, ইতিমধ্যে ক্রেনচালককে গ্রেফতার করেছে পুলিস।

one year ago