Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

CoronaUpdate

Corona: নিম্নমুখী দেশের দৈনিক সংক্রমণ, তবে বাড়ছে অ্যাকটিভ কেসের সংখ্যা

আর কয়েকদিনের অপেক্ষা। এরপরই  দীপাবলির আনন্দে মেতে উঠতে চলেছে চলেছে দেশবাসী। তবে দেশের দৈনিক করোনা (Coronavirus) সংক্রমণ ভয় ধরাচ্ছে। যদিও সংক্রমণ (Covid-19) কিছুটা কমেছে। তবে ঊর্ধ্বমুখী দেশের অ্যাকটিভ কেস (Active Case)। অন্যদিকে, বাংলাতেও গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা সামান্য বেড়েছে।

রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Covid-19) সংক্রমিত হয়েছেন ২ হাজার ৪০১ জন। যা শনিবার ছিল ২ হাজার ৪৩০ জন। সংক্রমণ  কিছুটা নিম্নমুখী হলেও এখনই স্বস্তি নেই। রিপোর্ট অনুযায়ী, দেশের সক্রিয় রোগীর সংখ্যা ২৬ হাজার ৬২৫ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪০ লক্ষ ৭৩ হাজার ৮ জন করোনামুক্ত হয়েছেন।

রিপোর্ট অনুযায়ী, বর্তমানে সুস্থতার হার (Recovery Rate) ৯৮.৭৬ শতাংশ।  ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২১ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ৮৯৫ জন। দেশে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ২১৯ কোটি ৩২ লক্ষের বেশি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৫ লক্ষ টিকাকরণ হয়েছে। করোনা পরীক্ষা হয়েছে ২ লক্ষ ৩১ হাজারের বেশি মানুষের।

2 years ago
Corona: কালীপুজোর সপ্তাহখানেক আগে সামান্য কমেছে করোনার দৈনিক গ্রাফ, চিন্তায় সক্রিয় সংক্রমণ

সামনেই বাঙালির আরেক প্রিয় উৎসব কালীপুজো। গোটা দেশ মেতে উঠতে চলেছে আলোর উৎসবে, দীপাবলির আনন্দে। তার আগে বাধ সাধছে দেশের দৈনিক করোনা (Coronavirus) সংক্রমণ। পরপর তিনদিন দেশে দৈনিক করোনা (Covid-19) সংক্রমণ আড়াই হাজারের বেশি। পাশাপাশি বাড়ছে অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যা।

শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Covid-19) সংক্রমিত হয়েছেন ২ হাজার ৬৭৮ জন। যা বৃহস্পতিবার ছিল ২ হাজার ৭৮৬ জন। সংক্রমণ  কিছুটা নিম্নমুখী হলেও এখনই স্বস্তি নেই। রিপোর্ট অনুযায়ী, দেশের সক্রিয় রোগীর সংখ্যা ২৫ হাজার ৫৮৩ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪০ লক্ষ ৬৮ হাজার ৫৫৭ জন করোনামুক্ত হয়েছেন।

রিপোর্ট অনুযায়ী, বর্তমানে সুস্থতার হার (Recovery Rate) ৯৮.৭৬ শতাংশ।  অ্যাকটিভ কেস (Active cases) ০.০৬ শতাংশ, অর্থাৎ মোট আক্রান্তর মাত্র ০.০৬ শতাংশ সক্রিয় করোনা রোগী। দেশে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ২১৯ কোটি ২১ লক্ষের বেশি। ০৪ লক্ষের বেশি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৫ লক্ষ ৯৪ হাজার ডোজ টিকাকরণ হয়েছে।

2 years ago
Corona India: ঊর্ধ্বমুখী দেশের করোনা সংক্রমণ, বাড়ছে মৃত্যুসংখ্যাও, আতঙ্কিত দেশবাসী

উৎসবের মরশুম এখনও পুরোপুরি শেষ হয়নি। কিছুদিন নিম্নমুখী থাকার পর করোনা (Coronavirus) সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী। আবার ভয় ধরাচ্ছে কোভিড গ্রাফ (Covid Graph)। সংক্রমিতের সংখ্যা ২ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। স্বস্তি কেবল সুস্থতার হারের ক্ষেত্রে।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Covid-19) সংক্রমিত হয়েছেন ২ হাজার ৭৮৬ জন। যা বুধবার ছিল ২ হাজার ১৩৯ জন। সংক্রমণ ঊর্ধ্বমুখী তা স্পষ্ট। রিপোর্ট অনুযায়ী, দেশের সক্রিয় রোগীর সংখ্যা ২৬ হাজার ৫০৯ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪০ লক্ষ ৬৫ হাজার ৯৬৩ জন করোনামুক্ত হয়েছেন।

রিপোর্ট অনুযায়ী, বর্তমানে সুস্থতার হার (Recovery Rate) ৯৮.৭৬ শতাংশ।  অ্যাকটিভ কেস (Active cases) ০.০৬ শতাংশ, অর্থাৎ মোট আক্রান্তের মাত্র ০.০৬ শতাংশ সক্রিয় করোনা রোগী। দেশে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে প্রায় ২১৯ কোটি। ০৪ লক্ষের বেশি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৫ লক্ষ ৬৯ হাজার ৭০৯ ডোজ টিকাকরণ হয়েছে।

2 years ago


Corona India: ফের ঊর্ধ্বমুখী দেশের কোভিড গ্রাফ, একদিনে সংক্রমিত ২ হাজারের বেশি

উৎসবের মরশুম এখনও পুরোপুরি শেষ হয়নি। কিছুদিন নিম্নমুখী থাকার পর করোনা (Coronavirus) সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী। আবার ভয় ধরাচ্ছে কোভিড গ্রাফ (Covid Graph)। সংক্রমিতের সংখ্যা ২ হাজারের থেকে সামান্য বেশি। স্বস্তি সুস্থতার হারের ক্ষেত্রে।

মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Covid-19) সংক্রমিত হয়েছেন ১ হাজার ৯৫৭ জন। যা সোমবার ছিল ২ হাজার ৪২৪ জন। সংক্রমণ নিম্নমুখী তা স্পষ্ট। রিপোর্ট অনুযায়ী, দেশের সক্রিয় রোগীর সংখ্যা ২৭ হাজার ৩৭৪ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪০ লক্ষ ৬০ হাজার ১৯৮ জন করোনামুক্ত হয়েছেন।

রিপোর্ট অনুযায়ী, বর্তমানে সুস্থতার হার (Recovery Rate) ৯৮.৭৫ শতাংশ। দৈনিক পজিটিভিটি রেট ০.৭১ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট ১.২১ শতাংশ। দেশে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ২১৯ কোটি ০৪ লক্ষের বেশি। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই টিকার ৫,০৩,৫৭৫ ডোজ পেয়েছেন দেশবাসী।

2 years ago
Corona India: কিছুটা স্বস্তি! গত ২৪ ঘণ্টায় দেশের করোনা সংক্রমণ নিম্নমুখী

উৎসবের রেশ কাটতে না কাটতেই ঊর্ধ্বমুখী গ্রাফে ভয় ধরাচ্ছিল দেশের কোভিড গ্রাফ (Covid Graph)। তবে গত দু'দিনের করোনা (Coronavirus) সংক্রমণে কিছুটা স্বস্তি। কোভিড (Covid-19) আক্রান্তের সংখ্যা বাড়ায় স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছিল স্বাস্থ্যমহল। তবে গত ২৪ ঘণ্টায় আরও কিছুটা সংক্রমণ কমায় স্বস্তি পেল দেশবাসী।

সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Coronavirus) সংক্রমিত হয়েছেন ২ হাজার ৪২৪ জন। যা রবিবার ছিল ২ হাজার ৭৫৬ জন। সংক্রমণ নিম্নমুখী তা স্পষ্ট। রিপোর্ট অনুযায়ী, দেশের সক্রিয় রোগীর সংখ্যা ২৮ হাজার ০৭৯ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪০ লক্ষ ৫৪ হাজার ৬২১ জন করোনামুক্ত হয়েছেন।

রিপোর্ট অনুযায়ী, বর্তমানে সুস্থতার হার (Recovery Rate) ৯৮.৭৫ শতাংশ। দৈনিক পজিটিভিটি রেট ২.৬৫ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট ১.২৭ শতাংশ। দেশে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ২১৮ কোটি ৯৯ লক্ষের বেশি।

2 years ago


Corona India: সামান্য নিম্নমুখী হলেও এখনই স্বস্তি নেই দেশের কোভিড গ্রাফে

উৎসবের রেশ কাটতে না কাটতেই ভয় ধরাচ্ছে দেশের কোভিড গ্রাফ (Covid Graph)। ক্রমশ বেড়েই চলেছে করোনা (Corona) আক্রান্তের সংখ্যা। পাশাপাশি বাড়ছে পজিটিভিটি রেট (Positivity Rtae)। যা স্বাভাবিকভাবেই চিন্তায় রাখছে স্বাস্থ্যমহলকে। এখন সকলের মনে প্রশ্ন, তবে কি ফের জারি হতে পারে করোনা বিধিনিষেধ? যদিও এ ব্যাপারে এখনও কিছু জানায়নি স্বাস্থ্যমন্ত্রকের তরফে।  কিন্তু রবিবার সামান্য নিম্নমুখী করোনা সংক্রমণ (Coronavirus)। তবে তেমন কোনও হেরফের নেই শনিবারের থেকে।

রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Coronavirus) সংক্রমিত হয়েছেন ২ হাজার ৭৫৬ জন। যা শনিবার ছিল ২ হাজার ৭৯৭ জন। সংক্রমণ সামান্য নিম্নমুখী তা স্পষ্ট। রিপোর্ট অনুযায়ী, দেশের সক্রিয় রোগীর সংখ্যা ২৮ হাজার ৫৯৩ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪০ লক্ষ ৫৪ হাজার ৬২১ জন করোনামুক্ত হয়েছেন।

রিপোর্ট অনুযায়ী, বর্তমানে সুস্থতার হার (Recovery Rate) ৯৮.৭৫ শতাংশ। দেশে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ২১৮ কোটি ৯৭ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টাতেই ৪ লক্ষ ৭৩ হাজার ৬৮২ জনের বেশি মানুষ টিকা পেয়েছেন। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও।

2 years ago
Corona India: ফের ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ, বাড়ল মৃত্যুসংখ্যাও

করোনা মহামারীর (Coronavirus) ভয়বহতা কাটিয়ে পুজোর আনন্দে মেতে উঠেছিল বাঙালি। তার রেশ পড়েছে গোটা দেশেও। উৎসবের মরসুমে ফের ঊর্ধ্বমুখী কোভিডগ্রাফ (Covid-19)। টানা কয়েকদিন নিম্নমুখী থাকলেও ফের সংক্রমণ বাড়ায় চিন্তায় দেশবাসী। পাশাপাশি ঊর্ধ্বমুখী মৃত্যুসংখ্যাও (Death)।

শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Coronavirus) সংক্রমিত হয়েছেন ২ হাজার ৭৯৭ জন। যা শুক্রবার ছিল ১ হাজার ৯৯৭ জন। সংক্রমণ ঊর্ধ্বমুখী তা স্পষ্ট। রিপোর্ট অনুযায়ী, দেশের সক্রিয় রোগীর সংখ্যা ২৯ হাজার ২৫১ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪০ লক্ষ ৫১ হাজার ২২৮ জন করোনামুক্ত হয়েছেন।

রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ২৪ জন। মৃত্যুসংখ্যাও আগের দিনের থেকে অনেকটা বেড়েছে। করোনা ভাইরাসের প্রাণঘাতী হামলায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৮ হাজার ৭৭৮ জনের। বর্তমানে সুস্থতার হার (Recovery Rate) ৯৮.৭৫ শতাংশ। দেশে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ২১৮ কোটি ৯৩ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টাতেই ৪ লক্ষ ৯৬ হাজার ৮৩৩ জনের বেশি মানুষ টিকা পেয়েছেন। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও।

2 years ago
Corona India: উৎসবের রেশ এখনও কাটেনি, তার মধ্যেই ঊর্ধ্বমুখী দেশের কোভিড গ্রাফ

করোনা মহামারীর (Coronavirus) ভয়বহতা কাটিয়ে পুজোর আনন্দে মেতে উঠেছিল বাঙালি। তার রেশ পড়েছে গোটা দেশেও। উৎসবের মরসুমে ফের ঊর্ধ্বমুখী কোভিডগ্রাফ (Covid-19)। টানা কয়েকদিন নিম্নমুখী থাকলেও ফের সংক্রমণ বাড়ায় চিন্তায় দেশবাসী। যদিও স্বস্তি মৃত্যুসংখ্যার (Death) ক্ষেত্রে। নিম্নমুখী মৃতের সংখ্যা ও অ্যাকটিভ কেস (Active Case)।

বৃহসপতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Coronavirus) সংক্রমিত হয়েছেন ২ হাজার ৫২৯ জন। যা বুধবার ছিল ১ হাজার ৯৬৮ জন। সংক্রমণ ঊর্ধ্বমুখী তা স্পষ্ট। রিপোর্ট অনুযায়ী, দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৩৩ হাজার ৩১৮ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪৬ লক্ষ ৪ হাজার ৪৬৩ জন করোনামুক্ত হয়েছেন।

রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ১২ জন। করোনা ভাইরাসের প্রাণঘাতী হামলায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৮ হাজার ৭৪৫ জনের। বর্তমানে সুস্থতার হার (Recovery Rate) ৯৮.৭৪ শতাংশ। দেশে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ২১৮ কোটি ৮৪ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টাতেই ৭৯ হাজার ৩৬৬ জনের বেশি মানুষ টিকা পেয়েছেন। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ১ লক্ষ ২২ হাজার ৫৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

2 years ago


Corona India: দেশের দৈনিক করোনা সংক্রমণ নিম্নমুখী, স্বস্তি মৃত্যুসংখ্যাতেও

আজ মহাঅষ্টমী। উৎসবপ্রিয় বাঙালি মেতে উঠেছেন শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আনন্দে। টানা কয়েকদিনে নিম্নমুখী (Coronavirus) ধারা অব্যাহত। কিছুটা স্বস্তি মৃত্যুসংখ্যার (Death) ক্ষেত্রে। তবে এখনও সামান্য চিন্তায় রাখছে পজিটিভিটি রেট (Positivity Rate)। দেশের পজিটিভিটি রেট ১.৩১ শতাংশের কাছাকাছি।

সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Coronavirus) সংক্রমিত হয়েছেন ৩ হাজার ০১১ জন। যা রবিবার ছিল ৩ হাজার ৩৭৫। সংক্রমণ নিম্নমুখী তা স্পষ্ট। রিপোর্ট অনুযায়ী, দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৩৬ হাজার ১২৬ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪০ লক্ষ ৩২ হাজার ৬৭১ জন করোনামুক্ত হয়েছেন।

বর্তমানে সুস্থতার হার (Recovery Rate) ৯৮.৭৩ শতাংশ। দেশে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ২১৮ কোটি ৭৭ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টাতেই ৮৯ লক্ষ ৫৭ হাজারের বেশি মানুষ টিকা পেয়েছেন। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ১ লক্ষ ৩৪ হাজার ৮৪৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

2 years ago
Corona India: দেবীপক্ষের সূচনায় স্বস্তি দেশবাসীর! নিম্নমুখী দৈনিক আক্রান্তের সংখ্যা

দেবী পক্ষের সূচনায় দেশবাসীর জন্য সুখবর। দেশের দৈনিক করোনা সংক্রমণের (Coronavirus) নিম্নমুখী ধারা অব্যাহত। শুক্রবারও ৫ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল আক্রান্তের (Covid-19) সংখ্যা। তবে শনিবার থেকে ফের ৪ হাজারের ঘরে নেমেছে সংক্রমণ। কমছে অ্যাকটিভ কেসও (Active Case)। পাশপাশি নিম্নমুখী মৃতের সংখ্যা।  তবে এখনও সামান্য চিন্তায় রাখছে পজিটিভিটি রেট (Positivity Rate)। রবিবারও ঊর্ধ্বমুখী ছিল।

রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Coronavirus) সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৭৭৭ জন। যা শনিবারও ছিল ৪ হাজার ৯১২। সংক্রমণ সামান্য নিম্নমুখী তা স্পষ্ট। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৩ জন। যা আগের দিনের থেকে অনেকটাই কম। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের (Death) সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ৫১০ জন।

রিপোর্ট অনুযায়ী, দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৪৩ হাজার ৯৯৪ জন। আগের দিনের থেকে প্রায় শ’পাঁচেক কমেছে এই অ্যাকটিভ কেস। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪৫ লক্ষ ৬৮ হাজার ১১৪ জন করোনামুক্ত হয়েছেন।

বর্তমানে সুস্থতার হার (Recovery Rate) ৯৮.৭২ শতাংশ। দেশে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ২১৭ কোটি ৫৬ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টাতেই ১৫ লক্ষ ৬৩ হাজার বেশি মানুষ টিকা পেয়েছেন। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৩ লক্ষ ২ হাজার ২৮৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

2 years ago


Corona India: নিম্নমুখী করোনা সংক্রমণ, পুজোর আগে স্বস্তি

পুজোর ঘণ্টা বেজে গিয়েছে। আর সপ্তাহ দুয়েক বাদেই উৎসব প্রিয় বাঙালি মেতে উঠবে পুজোর আনন্দে। এরই মধ্যে স্বস্তির খবর দেশবাসীর জন্য। সপ্তাহের শুরু থেকেই নিম্নমুখী দেশের করোনা (Coronavirus) সংক্রমণ। ৪ হাজারের ঘরে দৈনিক করোনা সংক্রমণ। তবে পজিটিভিটি রেট (Positivity Rate) এবং অ্যাকটিভ কেস (Active cases)-এর ক্ষেত্রে চিন্তা ছিল।

সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ৪ হাজার ০৪৩ জন। যা সোমবার ছিল ৪ হাজার ৮৫৮ জন। সংক্রমণ যে অনেকটা নিম্নমুখী তা স্পষ্ট। একদিনে দেশে করোনায় মৃতের সংখ্যা ১৫।  রিপোর্ট অনুযায়ী, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৮ হাজার ৩৫৫ জন। বর্তমানে দেশের দৈনিক পজিটিভিটি রেট ১.৩৭ শতাংশ।

রিপোর্ট অনুযায়ী, দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৪৭ হাজার ৩৭৯ জন। আর সোমবার তা ৪৮ হাজার পেরিয়ে গিয়েছিল।  যা মোট আক্রান্তের ০.১১ শতাংশ।  এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৯ লক্ষ ৬৭ হাজার ৩৪০ জন করোনামুক্ত হয়েছেন। একদিনে কোভিডের কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪,৬৭৬ জন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ। দেশে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ২১৬ কোটি ৮৩ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টাতেই ১৩ লক্ষের বেশি জন টিকা পেয়েছেন। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। তবে উৎসবের মরশুমে পজিটিভিটি রেট ও অ্যাকটিভ কেসের ঊর্ধ্বমুখী হারে চিন্তা থাকছেই।

2 years ago
Corona India: কমছে দেশের দৈনিক সংক্রমণ, তবে চিন্তায় রাখছে অ্যাকটিভ কেস ও পজিটিভিটি রেট

দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে উৎসবের মরসুম। দীর্ঘ দু'বছর করোনা মহামারীর (Coronavirus) দাপটে আনন্দ উৎসব থেকে দূরে থাকলেও, এবারে সামান্য স্বস্তি। বৃহস্পতিবার থেকে কমেছে দেশের দৈনিক সংক্রমণ (Covid-19)। রবিবারও সেই ধারা বজায় রেখেছে দেশের কোভিড গ্রাফ। যদিও চিন্তার বিষয় অ্যাকটিভ কেসের  (Active Case) ক্ষেত্রে। তবে ভয়ের কিছু নেই বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।

রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৬৬৪ জন। যা শনিবার ছিল ৫ হাজার ৭৪৭ জন। একদিনে প্রাণ হারিয়েছেন ৩৫ জন। যা আগের দিনের অরায় সমান। রিপোর্ট অনুযায়ী, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৮ হাজার ৩৩৭ জন। বর্তমানে দেশের দৈনিক পজিটিভিটি রেট ১.৯৬ শতাংশ।

রিপোর্ট অনুযায়ী, দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৪৭ হাজার ৯২২ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৯ লক্ষ ৫৭ হাজার ৯২৯ জন করোনামুক্ত হয়েছেন। একদিনে কোভিডের কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪,৫৫৫ জন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ। দেশে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ২১৬ কোটি ৫৬ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টাতেই ১৪ লক্ষের বেশি জন টিকা পেয়েছেন। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ২ লক্ষ ৮৯ হাজার ২২৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

2 years ago
Corona India: স্বস্তি! দেশের দৈনিক করোনা সংক্রমণ নিম্নমুখী, যদিও ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস

দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে উৎসবের মরসুম। দীর্ঘ দু'বছর করোনা মহামারীর (Coronavirus) দাপটে আনন্দ উৎসব থেকে দূরে থাকলেও, এবারে সামান্য স্বস্তি। শুক্রবার দেশের দৈনিক সংক্রমণ ৬ হাজারের গণ্ডি টপকে গেলেও বৃহস্পতিবারের থেকে কমেছে সংক্রমিতের সংখ্যা। শনিবারও সেই ধারা বজায় রেখেছে দেশের কোভিড গ্রাফ। যদিও চিন্তার বিষয় অ্যাকটিভ কেসের ও  (Active Case)  ক্ষেত্রে। তবে ভয়ের কিছু নেই বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।

শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৭৪৭ জন। যা বৃহস্পতিবার ছিল ৬ হাজার ২৯৮ জন। রিপোর্ট অনুযায়ী, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৮ হাজার ৩০২ জন। বর্তমানে দেশের দৈনিক পজিটিভিটি রেট ১.৮৯ শতাংশ।

রিপোর্ট অনুযায়ী, দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৪৬ হাজার ৮৪৮ জন। শতকরা হিসেবে মোট আক্রান্তের ০.১১ শতাংশ। যা আগের দিনও ছিল সামান্য বেশি। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৯ লক্ষ ৫৩ হাজার ৩৭৪ জন করোনামুক্ত হয়েছেন। একদিনে কোভিডের কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫,৬১৮ জন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ। দেশে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ২১৬ কোটি ৪১ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টাতেই ২৩ লক্ষের বেশি জন টিকা পেয়েছেন। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৩ লক্ষ ৪০ হাজার ২১১ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

2 years ago


Corona India: ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা সংক্রমণ, পুজোর আগে চিন্তায় দেশবাসী

দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে উৎসবের মরসুম। দীর্ঘ দু'বছর করোনা মহামারীর (Coronavirus) দাপটে আনন্দ উৎসব থেকে দূরে থাকলেও, এবারে সামান্য স্বস্তি তাতে। তবে বৃহস্পতিবার ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। এখনই বিদায় নয় করোনা ভাইরাস (Covid-19) নামক মহামারীর। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কমছে অ্যাকটিভ কেস ও  (Active Case) পজিটিভিটি রেটের (Positivity Rate) ক্ষেত্রে।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৪২২ জন। যা বুধবার ছিল ৫ হাজার ১০৮ জন। গতকালের তুলনায় অনেকটা বেশি। একদিনে মৃত্যু হয়েছে ৩৪ জনের। যা বুধবারের থেকে মৃত্যুসংখ্যা বেশি, তা পরিসংখ্যান থেকে স্পষ্ট। রিপোর্ট অনুযায়ী, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৮ হাজার ২৫০ জন। বর্তমানে দেশের দৈনিক পজিটিভিটি রেট ২.০৪ শতাংশ।

রিপোর্ট অনুযায়ী, দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৪৬ হাজার ৩৮৯ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৯ লক্ষ ৪১ হাজার ৮৪০ জন করোনামুক্ত হয়েছেন। একদিনে কোভিডের কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫,৭৪৮ জন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ। দেশে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ২১৫ কোটি ৯৮ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টাতেই ৩১ লক্ষের বেশি জন টিকা পেয়েছেন।

উল্লেখ্য,  রাজ্যভিত্তিক কোভিড পরিস্থিতির রিপোর্ট দেখলে দেখা যায়, দৈনিক সংক্রমণের শীর্ষে এখনও কেরল। গত ২৪ ঘণ্টায় কেরলে দৈনিক আক্রান্তের সংখ্যা ১,৭৬৬। দৈনিক সংক্রমণের তালিকায় এর পর রয়েছে তামিলনাড়ু (৪২৬), মহারাষ্ট্র (৪১৪), কর্নাটক (৩১৭),ওড়িশা (১৯৪) এবং ছত্তীশগঢ় (১২১)।

2 years ago
Corona India: করোনা আক্রান্তের সংখ্যা নিম্নমুখী, চার হাজারের ঘরে পৌঁছল দৈনিক সংক্রমণ

দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে উৎসবের মরসুম। দীর্ঘ দু'বছর করোনা মহামারীর (Coronavirus) দাপটে আনন্দ উৎসব থেকে দূরে থাকলেও, এবারে সামান্য স্বস্তি তাতে। কিছুটা নিম্নমুখী কোভিড গ্রাফ। তবে এখনই বিদায় নয় করোনা ভাইরাস (Covid-19) নামক মহামারীর। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কমছে অ্যাকটিভ কেস ও  (Active Case) পজিটিভিটি রেটের (Positivity Rate) ক্ষেত্রে।

মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৩৬৯ জন। যা সোমবার ছিল ৫ হাজার ২২১ জন। গতকালের তুলনায় অনেকটা কম। একদিনে মৃত্যু হয়েছে ১৬ জনের। যা সোমবারের থেকে মৃত্যুসংখ্যা সামান্য বেশি, তা পরিসংখ্যান থেকে স্পষ্ট। রিপোর্ট অনুযায়ী, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৮ হাজার ১৮১ জন। বর্তমানে দেশের দৈনিক পজিটিভিটি রেট ১.২৫ শতাংশ।

রিপোর্ট অনুযায়ী, দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৪৬ হাজার ৩৪৭ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৯ লক্ষ ৩০ হাজার ৪১৭ জন করোনামুক্ত হয়েছেন। একদিনে কোভিডের কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫,১৭৮ জন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ। দেশে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ২১৫ কোটি ৪৭ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টাতেই ২১ লক্ষের বেশি জন টিকা পেয়েছেন।

উল্লেখ্য,  রাজ্যভিত্তিক কোভিড পরিস্থিতির রিপোর্ট দেখলে দেখা যায়, দৈনিক সংক্রমণের শীর্ষে এখনও কেরল। গত ২৪ ঘণ্টায় কেরলে দৈনিক আক্রান্তের সংখ্যা ১,৭৬৬। দৈনিক সংক্রমণের তালিকায় এর পর রয়েছে তামিলনাড়ু (৪২৬), মহারাষ্ট্র (৪১৪), কর্নাটক (৩১৭),ওড়িশা (১৯৪) এবং ছত্তীশগঢ় (১২১)।

2 years ago