Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Concert

Arijit: ভরা মঞ্চে আবেগপ্রবণ হয়ে পড়লেন অরিজিত সিং! কী এমন ঘটল

কনসার্টে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন অরিজিৎ সিং, কী এমন ঘটল? এই প্রশ্নই তাঁর অনুরাগীদের। অরিজিৎ সিং নামটা বললেই আর কোনও পরিচয়ের হয়তো দরকার পরে না। কারণ তিনি এমনই এক মাটির মানুষ। তাঁর গানেই মুগ্ধ পুরো বিশ্ববাসী। শুধুমাত্র দেশেই নয়, বিদেশেও তাঁর অগুনতি অনুরাগী রয়েছে। সারা বিশ্বে তাঁর কনসার্ট হয়ে থাকে। আর প্রত্যেক জায়গাতেই দেখা যায় থিকথিকে ভিড়। এবারে তিনি পৌঁছে গিয়েছেন নেপালের কাঠমান্ডুতে। জানা গিয়েছে, সেখানকার এক কনসার্টে গান গাওয়ার সময় মঞ্চেই আবেগপ্রবণ হয়ে পড়লেন তিনি। সাধারণত গায়ককে কাছে পেয়ে, তাঁর গান শুনে অনুরাগীরাই আবেগপ্রবণ হয়ে পড়বেন, কিন্তু এবারে একেবারে উল্টো দৃশ্য।

View this post on Instagram

A post shared by Believe in Arijit Singh (@believeinarijit)

সম্প্রতি এক ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে অরিজিৎ মঞ্চে দাঁড়িয়ে শ্রোতাদের সামনে গান করছেন। কিন্তু এর পরই এক অনুরাগী অরিজিতের প্রয়াত মায়ের ছবির ফ্রেম উপহার হিসাবে দেন তাঁকে। আর এই দেখেই তাঁর চোখ প্রায় ছলছল। গান গাইতে গাইতেই যেন গলা বুজে আসে। তবে মায়ের ছবি দেখে নিজেকে সামলাতে না পেরে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। কিন্তু তার পরই তাঁর আবেগ কাউকে বুঝতে না দিয়ে ফের গান গাইতে শুরু করেন তিনি।

এর আগেও এক ভিডিও ভাইরাল হতে দেখা যায়, যেখানে কাঠমান্ডুরই সেই কনসার্টের আগে সাউন্ড চেকের সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। সেই ভিডিও দেখেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা।

View this post on Instagram

A post shared by Believe in Arijit Singh (@believeinarijit)

6 months ago
AR Rahman: এআর রহমানের কনসার্টে চূড়ান্ত বিশৃঙ্খলা, প্রতারণার অভিযোগ শ্রোতাদের

সারা ভারতের জনপ্রিয় সঙ্গীত পরিচালকদের মধ্যে অন্যতম জনপ্রিয় এআর রহমান (AR Rahman)। শুধু সিনেমায় নয়, তাঁর গান সামনে থেকে শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন দর্শকেরা। দেশের যে কোনও প্রান্তে তাঁর লাইভ অনুষ্ঠান হলে, সেখানে ছুটে যান রহমানের ভক্তরা। সম্প্রতি চেন্নাইতে আয়োজিত করা হয়েছিল তেমনই একটি লাইভ অনুষ্ঠান, 'মারাক্কুমা নিনজম'-এর। এআর রহমানের কনসার্ট শুনতে লক্ষাধিক টাকার টিকিট বিক্রি হয়েছিল। সেই কনসার্টেই চূড়ান্ত বিশৃঙ্খলার অভিযোগ।   

বিশৃঙ্খলার দৃশ্যে মাত্র দুটি বিবরণেই বোঝা যায়। প্রথম দৃশ্য, গেটের বাইরের। রহমানের গান শোনার জন্য ২ হাজার টাকা দিয়েও টিকিট কেটেছিলেন ভক্তরা।  নির্ধারিত সময়ের আগেই কনসার্ট স্থলে পৌঁছেও গিয়েছিলেন তাঁরা। কিন্তু গিয়ে দেখেন অনুষ্ঠানের গেট বন্ধ হয়ে গিয়েছে। গার্ডদের বারংবার অনুরোধ করা হলেও তাঁরা কনসার্টের দরজা খোলেননি।

পরের দৃশ্য কনসার্টের ভিতরের। সেখানে শ্রোতারা প্রায় একে অপরের গায়ের উপর উঠে বসেছিলেন বা দাঁড়িয়েছিলেন। যে পরিমাণ শ্রোতা সেই কনসার্টে ছিলেন, সেই তুলনায় জায়গা এতটাই ছোট ছিল যে দমবন্ধ হওয়ার জোগাড় হয়েছিল। ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরী হয়েছিল। সব মিলিয়ে এই ঘটনার জন্য, কনসার্টের আয়োজকদের দায়ী করছেন শ্ৰোতারা। টাকা দিয়ে টিকিট কিনে কনসার্ট দেখতে না পেয়ে, আয়োজকদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও তুলছেন অনেকে। 

এই অবস্থায় মর্মাহত হয়েছেন খোদ গায়ক। সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি দর্শকদের কাছে আবেদন করেছেন, যারা টিকিট কেটেও কনসার্টে ঢুকতে পারেননি, তাঁরা যেন টিকিটের একটি ছবি আপলোড করেন সামাজিক মাধ্যমে। এরপর এআর রহমান কি পদক্ষেপ করবেন, সেইটাই দেখার।

8 months ago
Nachiketa: অগ্রিম নিয়েও গান গাইতে গেলেন না, কেন এমন করলেন নচিকেতা?

গায়ক নচিকেতা চক্রবর্তীর (Nachiketa Chakraborty) বিরুদ্ধে উঠে এলো অভিযোগ। কথা দিয়েও নাকি গান গাইতে গেলেন না অনুষ্ঠানে, এমনই অভিযোগ গায়কের বিরুদ্ধে। সম্প্রতি ওপার বাংলার এক গায়কের বিরুদ্ধেও এমন অভিযোগ উঠেছিল। প্রতারণার দায়ে তাঁকে গ্রেফতার করেছিলেন বাংলাদেশের পুলিস। অবশেষে মোটা টাকা মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছিলেন গায়ক। প্রশ্ন উঠছে, নচিকেতার বিরুদ্ধেও কী অভিযোগ এতটাই গুরুতর?

জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় বরাহনগরের রবীন্দ্রভবনে একটি অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল। গায়ক আসবেন, এমন প্রচার হয়ে গিয়েছে এলাকায়। গায়ক নচিকেতাকে একবার চোখের সামনে দেখবেন, ঢিল ছোড়া দূরত্বে বসে তাঁর গান শুনবেন এই আশায় ছিলেন এলাকাবাসী। তবে দেখা যায়, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও গায়ক গান গাইতে এলেন না। তবে এই বিষয়ে আসল খবর জানালেন গায়ক নিজেই।

নচিকেতা চক্রবর্তী নিজের সামাজিক মাধ্যমে লেখেন, 'সাধারণত কোনও অনুষ্ঠানের পারিশ্রমিক অনুষ্ঠানের নির্ধারিত দিনের অন্তত ৪৮ ঘন্টা আগে মিটিয়ে দেওয়ার কথা থাকে। আজকের অনুষ্ঠানের ক্ষেত্রে সেই কাজ করা হয়নি। এমনকি নচিকেতা স্বয়ং আজ সন্ধ্যা ৬টা অবধি অপেক্ষা করা সত্ত্বেও আয়োজকদের তরফ থেকে তাঁর সঙ্গে কোনরকম যোগাযোগ করা হয়নি।'

আয়োজকদের তরফে নাকি নচিকেতাকে কেবল ১০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়। গায়কের হিসাবরক্ষক বারংবার আয়োজকের কাছে আরও ৬০ হাজার টাকা অগ্রিম চান (যেমনটা গায়কের নিয়ম)। হিসাবরক্ষক আয়োজকদের এও বলেন, যে প্রাপ্য টাকা অগ্রিম দিয়ে অনুষ্ঠান শেষে তাঁরা বাকি টাকা দিতে পারেন। কিন্তু আয়োজকদের তরফে চূড়ান্ত অবহেলা দেখা যায়। রবিবার সন্ধ্যার দিকে আয়োজকরা বলেন, তাঁরা নাকি টাকা জোগাড় করে উঠতেই পারেননি। এরপর নচিকেতার টিমের তরফে আয়োজকদের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করা হয়।

12 months ago


Arijit: অরিজিতের কনসার্টে ফের ঘটে গেল এক কাণ্ড, উচিৎ শিক্ষা দিলেন এক দম্পতিকে

ফের অরিজিৎ সিং-এর (Arijit Singh) কনসার্টে এক কাণ্ড ঘটে গেল। এর আগে এক কনসার্টে গিয়ে অনুরাগীর অশালীন আচরণে আঘাত পেতে হয় অরিজিৎকে। আর এবারেও তাঁর এক ভক্ত কনসার্টের মাঝে এমন এক কাণ্ড করে বসলেন, যার জন্য গান থামাতে বাধ্য হলেন তিনি। চারিদিকে মানুষের ভিড়, আর সামনে মঞ্চে দাঁড়িয়ে গান করছেন সকলের প্রিয় অরিজিৎ। আর সেই ভিড়ের মাঝেই এক বাচ্চার বাবা-মা তাঁদের শিশুকে 'হাতিয়ার' করে মঞ্চের কাছে আসার জন্য হুড়োহুড়ি করতে থাকেন। আর এই ঘটনাই অরিজিতের চোখে পড়তেই গান থামিয়ে তাঁদের উচিৎ শিক্ষা দিলেন।

তবে কী এমন করছিলেন সেই খুদের মা-বাবা, যার জন্য ক্ষোভ উগরে দিলেন অরিজিৎ? এমনটাই প্রশ্ন জেগেছে নেটিজেনদের মনে। জানা গিয়েছে, অরিজিতের কাছে পৌঁছনোর জন্য বাচ্চাটিকে সামনের দিকে এগিয়ে দিয়ে ভিড় ঠেলে সামনে আসার চেষ্টা করছিলেন তাঁরা। আর এটি দেখেই গান থামিয়ে অরিজিৎ ক্ষোভপ্রকাশ করেন। তিনি বাচ্চাটির বাবা-মাকে উদ্দেশ্য করে বলেন, 'আপনি কেন বাচ্চার জীবনকে নিয়ে খেলা করছেন? আপনি সামনে এগোতে চান। ও তো চায় না। ও শুধু একটা বাচ্চা। ও খুশি ছিল। কিন্তু আপনি যা চাইছেন ও তা চায় না। ওকে দিয়ে নিজের ইচ্ছা পূরণ করবেন না।'

এক শিশুর সঙ্গে খোদ বাবা-মায়ের এমন আচরণে বেশ বিরক্তই দেখাচ্ছিল অরিজিতকে। তবে তিনি নম্রভাবেই তাঁদের বুঝিয়ে বলেন ও উচিৎ শিক্ষা দেন। এরপরই ফের কনসার্ট শুরু করেন তিনি। তবে অরিজিতের এমন রূপ দেখে বেজায় খুশি তাঁর ভক্তরা। তিনি যে এক বড় মনের ও 'মাটির মানুষ' তা এর আগে একাধিকবার প্রকাশ্যে এসেছে। আর এবারেও এক বাচ্চার সঙ্গে ভুল হচ্ছে, তা দেখে তিনি এগিয়ে এসেছেন ও তার প্রতিবাদ করেছেন। তাই নেটিজেনরাও বলছেন, তাঁর এই ব্যবহারেই অরিজিৎ বারবার বিশ্ববাসীর মন জয় করে চলেছেন।

12 months ago
Salman: ইস্ট বেঙ্গল ক্লাবের মাঠে কনসার্টের আগে দিদির বাড়িতে ভাইজান

কলকাতায় সলমান খানের (Salman Khan) বহু প্রতীক্ষিত দা-বাং (Da-Bang) কনসার্ট অনুষ্ঠিত হতে চলেছে শনিবার সন্ধ্যায়। ইস্ট বেঙ্গল ক্লাবের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে ভাইজানের কনসার্ট। শুক্রবার বিকেলে কনসার্টের পুরো টিমের সঙ্গে কলকাতা বিমানবন্দরে নেমেছেন সলমান খান। শনিবার কনসার্টের আগে কালীঘাট গিয়েছেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে পূর্ব নির্ধারিত সাক্ষাৎ সেরেছেন। মমতা বাড়ির বাইরে এসে, সলমানের গলায় উত্তরীয় পরিয়ে তাঁকে স্বাগত জানিয়েছেন।

সলমানের কলকাতায় কনসার্ট হওয়ার কথা ছিল আরও আগে। তবে বেশ কয়েকমাস ধরে লাগাতার হুমকিতে জেরবার হয়েছেন ভাইজান। তাই তাঁকে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। অভিনেতার পাশে দেখা গিয়েছে তাঁর বডিগার্ড শেরাকে। কলকাতা পুলিশও সলমানের নিরাপত্তা নিয়ে সক্রিয় ভূমিকা পালন করছে। সলমানের সঙ্গে কলকাতায় এসেছেন সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা এবং আয়ুষ শর্মা। সব মিলিয়ে 'দা-বাং' কনসার্ট যে জমে যাবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

সলমান খানের দেখা পেতে মুখিয়ে রয়েছেন তাঁর কলকাতার ভক্তরা। ভাইজানকে দেখার জন্য ভক্তরা ৩ লক্ষ টাকা দিয়েও টিকিট কিনেছেন। নাচে গানে জমজমাট অনুষ্ঠান দেখতে ইস্ট বেঙ্গল ক্লাবের ময়দানে জড়ো হতে চলেছে সলমান অনুরাগীরা। 'দা-বাং' ঝড় উঠতে আর কিছুক্ষণ বাকি। তারপরেই মঞ্চ কাঁপাবেন ভাইজান।


12 months ago


Sonam: ব্রিটেনের রাজার অভিষেক অনুষ্ঠানে সোনম কাপুর, 'নমস্তে' দিয়ে শুরু তাঁর বক্তৃতা

রবিবার ছিল ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের (King Charles III) রাজ্যাভিষেক অনুষ্ঠান। সারা দেশ থেকে একাধিক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। তবে বলিউড থেকে একমাত্র আমন্ত্রিত ছিলেন বলি অভিনেত্রী সোনম কাপুর (Sonam Kapoor)। শুধুমাত্র তাই নয়, ব্রিটেনের (Britain) রাজার করোনেশন কনসার্টে বক্তব্য রাখতেও দেখা যায় তাঁকে। আর বক্তব্য দিতে গিয়েই প্রথমেই সোনমের মুখে হিন্দিতে শোনা গেল 'নমস্তে'। বিদেশের মাটিতে মঞ্চে উঠে নায়িকা নিজের বক্তব্য শুরু করলেন 'নমস্তে' দিয়ে। মেয়ের সেই ভিডিও শেয়ার করেছেন গর্বিত মা সুনিতা কাপুর। বিদেশের মাটিতে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ায় নেটিজেনরা যেমন প্রশংসা করেছেন সোনমের। অন্যদিকে এই বক্তব্যের জন্য ধেয়ে এসেছে কটাক্ষও।

গত বছরের মাঝামাঝি সময়ে প্রয়াত হন ব্রিটেনের রানি এলিজাবেথ। তাঁর পরে রাজা হিসাবে সিংহাসনে বসেন রাজা তৃতীয় চার্লস। ফলে সমস্ত কিছু সামলানোর দায়ভার এখন তাঁর উপর। গতবছর তাঁকে রাজা হিসাবে ঘোষণা করা হলেও ৬ মে আনুষ্ঠানিকভাবে রাজার অভিষেক করা হয়। আর ৭ মে ছিল করোনেশন কনসার্ট। সেখানেই বক্তৃতা রাখেন সোনম কাপুর। তবে তাঁর এই বক্তব্যের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে সমালোচনা। অনেকে যেমন তাঁর এই অনুষ্ঠানে উপস্থিত হওয়া ও এমন বক্তব্য রাখার জন্য তাঁকে কটাক্ষ করেছেন। তেমনি অনেকে ভারতীয়দের কাছে এটি 'গর্বের মুহূর্ত' বলে উল্লেখ করেছেন।

12 months ago
Arijit: মহিলার অশালীন আচরণ, গান করতে গিয়ে মঞ্চেই গুরুতর চোট পেলেন অরিজিৎ সিং

অরিজিৎ সিং-এর (Arijit Singh) নাম বললেই তাঁর আর পরিচয় দেওয়ার দরকার পড়ে না, এমনই এক সংগীতশিল্পী তিনি। তাঁর গান মন ছুঁয়ে যায় প্রত্যেকের। ফলে শুধু দেশে নয়, বিদেশেও ছড়িয়ে পড়েছে তাঁর খ্যাতি। গানের পাশাপাশি তাঁর ব্যবহার দিয়ে একাধিকবার মানুষের মন জয় করেছেন তিনি। এক্কেবারে মাটির মানুষ! নেই বিন্দুমাত্র অহংকার, কীভাবে ভক্তদের মন রাখতে হয়, তাও তাঁর ভালো করে জানা। কিন্তু এবারে এক ভক্তের কাছেই হেনস্থার শিকার হতে হল অরিজিৎকে। গুরুতর আঘাত (Injured) পেলেন ডান হাতে, যার ফলে হাতে ক্রেপ ব্যান্ডেজও লাগাতে হল। এই খবর সমাজমাধ্যমে কিছু ভিডিও-র থেকে জানা গিয়েছে।

জানা গিয়েছে, অরিজিৎ মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে (Aurangabad) অনুষ্ঠান করতে গিয়েছেন। সেখানেই এক মহিলা এমনভাবে অরিজিতের হাত ধরে টেনেছেন যে তিনি গুরুতর আঘাত পান। হাতে ব্যথা পেয়ে মঞ্চেই লাগাতে হল ব্যান্ডেজ। চোখের সামনে নিজের পছন্দের গায়ককে দেখে সামলাতে পারেননি, তাই হাত ধরেই বেকায়দা টান দেয় সেই অনুরাগী। আর তাতেই হাতে চোট পান তিনি। এমনকী তাঁর হাত কাঁপতে শুরু হয়ে গিয়ছিল। মহিলার এমন ব্যবহারে তবুও মেজাজ হারাননি অরিজিৎ। ব্যথা পাওয়ার পর তিনি ভালোভাবেই নরম সুরে সেই মহিলার সঙ্গে কথা বলেন। তিনি তাঁকে বুঝিয়ে বলেন, 'আমি তো সবার কাছেই যাব। কিন্তু আপনি আমার হাত ধরে টানাটানি কেন করছিলেন? আমার হাত কাঁপছে এখন। সোজা কথা, আমি গান না গাইতে পারলে আপনারাও আনন্দ পাবেন না। আমি সকল শ্রোতাকে ভালোবাসি, সকলের কাছেই যাব।' সেই মহিলা ভক্তও পরে বারবার ক্ষমা চাইতে থাকেন অরিজিতের কাছে।

View this post on Instagram

A post shared by Arijit Singh (@arijitsinghliveupdates)

তবে হাতে চোট পাওয়ার পরও গান থামাননি অরিজিৎ। তাঁর অনুষ্ঠান শেষ করেই তিনি মঞ্চ ছাড়েন। রবিবারের সেই অনুষ্ঠানের একাধিক ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতে শুরু হয়েছে। সেখানেই দেখা যায় অরিজিতকে সেই মহিলার সঙ্গে নম্রভাবে কথা বলতে। রবিবার সন্ধে অরিজিতের গানে মেতে উঠেছিল ঔরঙ্গাবাদ।  অনুষ্ঠানে চারিদিকে তাঁকে নিয়ে আনন্দ-উচ্ছ্বাস, কিন্তু এক মহিলার আশালীন আচরণের জন্য ঘটে গেল এক দুর্ঘটনা। তবে এখন সবার একটাই কামনা যে তিনি যেন খুব শীঘ্রই সুস্থ হয়ে ওঠেন।

12 months ago
Rahman: অনুষ্ঠানের মাঝেই এআর রহমানের গান থামাল পুলিস, অন্যায় করেছেন শিল্পী!

সংগীতশিল্পী এআর রহমানের (A.R Rahman) গানের ভক্ত অগুন্তি। তাঁর গান একবার শোনার জন্য অধীর আগ্রহে থাকেন দর্শক। অস্কারের মতো সম্মান রয়েছে রহমানের ঝুলিতে। আর সেই শিল্পীকেই অনুষ্ঠানের মাঝপথে গান থামাতে বাধ্য করল পুনে পুলিস। ৩০ এপ্রিল পুনেতে বিশাল গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে আমন্ত্রণ পেয়েছিলেন রহমান। গান গাইতে মঞ্চেও উঠেছিলেন গায়ক। কিন্তু আইন ভঙ্গ করার অভিযোগে মাঝপথেই তাঁকে গান থামাতে বাধ্য করল প্রশাসন।

কী হয়েছে আসল ঘটনা? স্টেজে উঠে নিজের গানের ঝুলি থেকে একের পর এক গান গাইতে শুরু করেন এআর রহমান। গানের আবেশে ভাসতে শুরু করেছে দর্শক। সময় যে কখন পেরিয়ে গিয়েছে, সেই খবর কেউ রাখেনি। গায়কও খতিয়ে দেখেননি সময়। এমন সময় কনসার্টে উপস্থিত এক পুলিস অফিসার রহমানকে বলেন, ১০টা বেজে গিয়েছে, এরপর আর গান গাওয়ার অনুমতি নেই। গায়ক সেই সময় অনুষ্ঠানের শেষ গান গাইছিলেন। পুলিশের কথা শুনে তিনি গান গাওয়া বন্ধ করে দেন।

সংবাদ সংস্থা এএনআই সামাজিক মাধ্যমে এই খবর দেন। নেটিজেনদের কেউ পুলিসের ভূমিকার বেশ প্রশংসা করছেন। অনেকে আবার বলছেন,' সময় পেরিয়ে গেলেও শেষ গানটা গাইতে দিলে এমন কি আর হত !'

one year ago


Salman: কলকাতায় ১৩ মে কনসার্ট করবেন সলমান খান, আর কোন তারকা থাকবেন?

সলমান খানের (Salman Khan) কলকাতা আসা নিয়ে সমস্ত জল্পনার অবসান। ১৩ মে কলকাতায় 'দ্যা-ব্যাং'(Da-Bang) কনসার্ট করবেন তিনি। এর আগে ঠিক ছিল জানুয়ারি মাসে এই শো হবে। কিন্তু পরবর্তীতে সেই শো বাতিল হয়ে যাওয়ায় সলমানের কলকাতা ভক্তদের মুখে কালো মেঘ জমেছিল। অবশেষে খুশির খবর তাঁদের সকলের জন্য। তবে এই অপেক্ষায় আসলে সঙ্গে সুদ পেতে চলেছেন ভক্তরা। সলমানের সঙ্গে বলিউডের একাধিক জনপ্রিয় তারকা দর্শন করার সুযোগ পেতে চলেছেন কলকাতাবাসী।

'দ্যা-ব্যাং' কনসার্টে সলমানের সঙ্গে উপস্থিত থাকতে চলেছেন, সোনাক্ষী সিনহা, প্রভু দেবা, জ্যাকলিন ফার্নান্ডেজ, আয়ুষ শর্মা, গুরু রানধাওয়া। ১৩ এপ্রিল ইস্টবেঙ্গল মাঠে এই কনসার্ট অনুষ্ঠিত হতে চলেছে। সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে এই অনুষ্ঠান। টিকিটের মূল্য শুরু হচ্ছে ৯৯৯ টাকা থেকে। এরপর ধাপে ধাপে টিকিটের দাম ১৫০০ টাকা, ১৬৫০ টাকা, ২৫০০ টাকা এবং ৩৫০০ টাকা। সর্বাধিক টিকিটের মূল্য ২৫ হাজার টাকা।

ইদে মুক্তি পেতে চলেছে সলমান খান অভিনীত সিনেমা 'কিসি কা ভাই, কিসি কি জান' সিনেমাটি। ইতিমধ্যেই ভাইজান ভক্তরা সিনেমার ট্রেলার দেখেই বেশ উচ্ছ্বসিত। সিনেমার গানও তাঁদের বেশ মনে ধরেছে। সলমানের কলকাতা আগমন তাঁদের জন্য বাড়তি পাওনা।


one year ago
Arijit: মেদিনীপুরে অরিজিৎ সিংয়ের কোনও কনসার্ট নেই, টিকিট কাটার আগে সাবধান হোন

অরিজিৎ সিংয়ের (Arijit Singh) ভক্ত সংখ্যা দিন দিন বাড়ছে। তাঁকে একবার সামনে থেকে শুনবে বলে অধীর আগ্রহে থাকে দর্শকরা। ২ হাজার থেকে ২০ হাজার, অরিজিতের কনসার্টের টিকিটের দাম যতই হোক না কেন, নিজের সব সঞ্চয় দিয়ে টিকিট কিনতে রাজি ভক্তরা। সেই সুযোগ নিয়েই এবার প্রতারণায় নেমেছে কেউ বা কারা। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্টার ঘুরছিল। সেখানে লেখা, মেদিনীপুরে (Medinipore) আয়োজন করে হবে অরিজিৎ একক (Concert)। এবার সেই পোস্টারের আসল সত্য ফাঁস হল।

ফেসবুকে ভাইরাল হওয়া একটি পোস্টারে দেখা গিয়েছে, চলতি বছরের ১৪মে মেদিনীপুর কলেজ গ্রাউন্ডে অরিজিৎ সিংয়ের একক অনুষ্ঠান। ফেসবুকে আয়োজক বা অরিজিৎ সিংয়ের ভেরিফাইড একাউন্ট থেকে এই পোষ্টার শেয়ার করা হয়নি। বরং মেদিনীপুরের গ্ৰুপে গ্ৰুপে ঘুরতে থাকে এই পোস্টার। এই পোস্টার দিয়ে আর্থিক তছরূপর চেষ্টা করা হয়েছিল। কিন্তু সে গুড়ে বালি পড়ল।  পোস্টারে লেখা অনুষ্ঠানের আয়োজক 'পেটিএম ইনসাইডার' জানিয়েছেন এই পোস্ট ভুয়ো।  এমন কোনও অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।

মেদিনীপুর পুলিসও জানিয়েছেন, কলেজ মাঠে অনুষ্ঠান করার জন্য আগে থেকে আবেদন জমা করতে হয়। কিন্তু সেরকম কোনও আবেদন জমা করেনি। অর্থাৎ এই থেকে স্পষ্ট হয়ে যায়, মেদিনীপুরে কোনও অনুষ্ঠান করছেন না অরিজিৎ। তাই অর্থ দিয়ে টিকিট কেনার আগে সতর্ক হোন। 

one year ago


Sonu: মুম্বইয়ের শো চলাকালীন সোনু নিগমের উপর হামলা, আহত গায়কের বন্ধু-সহ ২

মুম্বইয়ের চেম্বুরে সঙ্গীতশিল্পী সোনু নিগম (Attack on Sonu Nigam) ও তাঁর সঙ্গীরা আক্রান্ত। অনুষ্ঠান চলাকালীন সোমবার সন্ধ্যায় মুম্বইয়ের (Mumbai Concert) চেম্বুর এলাকায় তিনি আক্রান্ত হন বলে জানা গিয়েছে। এই ঘটনায় তাঁর বন্ধু রব্বানি খান আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় একটি সূত্রের দাবি। সোমবার চেম্বুরের অনুষ্ঠানে গান গাইছিলেন সোনু। ওই সময় স্থানীয় শিবসেনা বিধায়কের ছেলে, গায়কের ম্যানেজারের সঙ্গে অভব্য আচরণ করেন। এমনটাই অভিযোগ করেছে গায়কের ঘনিষ্ঠ মহল। অনুষ্ঠান চলাকালীন বিধায়কের ছেলে ম্যানেজারকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন। তখন মঞ্চ থেকে নামছিলেন গায়কও। অভিযোগ, ওই সময় সোনুকে ধাক্কা মারেন বিধায়কের ছেলে। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন ডিজিটাল।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সোনুকে ধাক্কা দেওয়ার সময় বিধায়কের ছেলে এবং সোনুর মাঝখানে চলে আসেন গায়কের দেহরক্ষী। তাঁকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দেন অভিযুক্ত। এরপর সোনুকে ধরতে গেলে তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন গায়কের বন্ধু রব্বানি খান। রব্বানিকে এরপর ধাক্কা মারেন অভিযুক্ত। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় সাত ফুট নীচে পড়ে যান তিনি। এই ঘটনায় গায়কের কোনও চোট লাগেনি কিন্তু তাঁকে বাঁচাতে গিয়ে দু’জন আহত হয়েছেন।

সোমবার রাতেই সোনু নিগমের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩৪১ এবং ৩৩৭— এই তিনটির ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে বলে পুলিস জানিয়েছে। চেম্বুর থানায় এফআইআর দায়ের করেন শিল্পী।

one year ago
Kunal: ইকো পার্কের বদলে অরিজিতের শো অ্যাকোয়াটিকায়? কুণালের দাবিতে কী ইঙ্গিত

ইকো পার্কে সঙ্গীতশিল্পী অরিজিত সিংয়ের (Arijit Singh Concert) বাতিল হওয়া কনসার্ট অ্যাকোয়াটিকায় হওয়ার সম্ভাবনা। তৃণমূল মুখপত্র কুণাল ঘোষের ফেসবুক দাবি ঘিরে সেই সম্ভাবনা জোরালো হচ্ছে। পাশাপাশি শুক্রবার নাকি অরিজিত সিংয়ের টিম অ্যাকোয়াটিকায় গিয়ে সম্ভাব্য কনসার্টস্থল দেখে এসেছেন। সেখানে আদৌ অনুষ্ঠান করা সম্ভব কিনা, সে ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে টিম অরিজিত। যদিও অ্যাকোয়াটিকাতেই হবে অরিজিত সিংয়ের কনসার্ট এমন একটা দাবি ফেসবুকে করেন তৃণমূলের পরিচিত মুখ কুণাল ঘোষ।

এদিন তিনি বিজেপির আক্রমণকে ভোঁতা করতে সামাজিক মাধ্যমে সরব হয়েছিলেন। ট্যুইটে কুণাল লেখেন, '১৫ ডিসেম্বর অরিজিত সিং গেরুয়া গেয়েছেন। আর এই মাসের ৮ তারিখ ইকো পার্কের শো বাতিলের জন্য দেওয়া অগ্রিম টাকা ফেরত পেয়েছেন সঙ্গীত শিল্পী। তাহলে গেরুয়া ফ্যাক্টর কীভাবে কাজ করল? ৯ ডিসেম্বর অ্যাকোয়াটিকাকে অগ্রিম টাকা দিয়ে আজ তাঁর টিম পরিদর্শনে গিয়েছেন।  অনুষ্ঠান আয়োজনের চূড়ান্ত আবেদন এখনও করা বাকি। বিজেপি খুব নোংরা রাজনীতি করছে।'


একইভাবে ফেসবুকে সরব হয়ে তৃণমূল মুখপাত্র লেখেন,'অরিজিৎ সিং নিয়ে কুৎসা। বিজেপি বলছে, চলচ্চিত্র উৎসবে গেরুয়া গাওয়ার জন্য অরিজিতের অনুষ্ঠান বাতিল হয়েছে ইকো পার্কে। এটি ডাহা মিথ্যা। অরিজিত 'গেরুয়া' গেয়েছেন 15/12/22। আর তার অনুষ্ঠান বাতিলের পর আগাম জমা পাঁচ লক্ষ টাকা ফেরত গিয়েছে 8/12/22। তাহলে গেরুয়া যুক্তি কী করে আসে? সলমনের অনুষ্ঠানের তিন লক্ষ টাকাও ফেরত দেওয়া হয়েছে। অরিজিতের অনুষ্ঠান হবে। তবে অন্য জায়গায়। 9/12/22 অরিজিতের টিম অ্যাকোয়াটিকা বুক করতে টাকা জমা করেছে। আজও পরিদর্শন চলছে। সলমনের টিম মিলনমেলা পছন্দ করলেও অরিজিতের পছন্দ অ্যাকোয়াটিকা। এনিয়ে আনুষ্ঠানিক আবেদন প্রশাসন পায়নি বলেই এখনও খবর। সব ঠিক থাকলে ভালোভাবেই অনুষ্ঠান হবে।

অরিজিৎ বাংলার গর্ব। তাকে নিয়ে বিজেপির রাজনীতি নিন্দার।' খোঁচার সুরে কুণালের প্রশ্ন, 'সলমন খানকে নিয়ে অনুষ্ঠানটিও ইকো পার্কে বাতিল হয়েছে। সেটা মিলনমেলায় হবে। সেটার আয়োজক ছিল বিধাননগরের মেয়রের পুত্র রাজদীপ। কই, বিতর্ক হয় নি তো?'

এদিকে, নাকি টিকিট বিক্রি শুরু হলেও হিডকোর অনুমতি না মেলায় বাতিল বলিউড-টলিউড কাঁপানো অরিজিত সিংয়ের অনুষ্ঠান। প্রশাসনিক এই সিদ্ধান্তকে বিজেপি আবার বলছে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে মুখ্যমন্ত্রীর সামনে 'রং দে তু মোহে গেরুয়া গাওয়ায়' বাতিল অরিজিতের কনসার্ট? এমন প্রশ্ন তুলেছে রাজ্যের প্রধান বিরোধী দল। যদিও সরকারি তরফে নিরাপত্তার সমস্যাকে কনসার্ট বাতিলের কারণ হিসেবে তুলে ধরা হয়েছে।

one year ago
Arijit: মমতার সামনে 'গেরুয়া' গাওয়ায় ইকো পার্কে বাতিল অরিজিতের শো? প্রশ্ন দুই বিজেপি নেতার

ইকো পার্কে বাতিল জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিত সিংয়ের (Arijit Singh Concert) কনসার্ট। বেশিরভাগ টিকিট বিক্রির পর হিডকোর (Hidco) কেন এই সিদ্ধান্ত? আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) উদ্বোধনী মঞ্চে 'রং দে তু মোহে গেরুয়া'গাওয়ার জন্যই কি এভাবে সরকারি কোপে সঙ্গীত শিল্পীর ইকো পার্কের কনসার্ট? এই প্রশ্নগুলো তুলে দিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। দলের দুই নেতা অনুপম হাজরা এবং তরুণজ্যোতি তিওয়ারি। বুধবার নিজের ফেসবুক পেজে কয়েকটি প্রশ্ন তুলে ধরেছেন পেশায় আইনজীবী তথা রাজ্য বিজেপির পরিচিত মুখ তরুণজ্যোতি তিওয়ারি। সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন খোদ তরুণজ্যোতিবাবু। পাশাপাশি একইভাবে ফেসবুক পোস্টের মাধ্যমে বিতর্ক উসকে দিয়েছেন রাজ্যের প্রধান বিরোধী দলের যুব মুখ অনুপম হাজরা।

তরুণজ্যোতি তিওয়ারি ফেসবুকে লেখেন, 'কয়েকটি প্রশ্ন, ১) কেন হিডকো আয়োজকদের বুকিং বাতিল করলো? ২) এই ধরনের কাজ এখন করা হল, যখন আয়োজকরা বেশিরভাগ টিকিট বিক্রি করে দিয়েছেন? ৩) কেন অরিজিতের অনুরাগী, যারা টিকিট কেটেছেন' তাঁরা বঞ্চিত?'

জবাবে তিনি সেই পোস্টের তলায় লেখেন, 'আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২-র মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে রং দে তু মোহে গেরুয়া গেয়েছেন অরিজিত সিং।' অপরদিকে, অনুপম হাজরা ফেসবুক পোস্টে লেখেন, 'অরিজিত সিংয়ের ইকো পার্কের প্রোগ্রাম বাতিল? দিদিমনির সামনে গেরুয়া গাওয়ার খেসারত?'

এ প্রসঙ্গে উল্লেখ্য, আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে অন্যদের সঙ্গে আমন্ত্রিত ছিলেন অরিজিত সিংও। সংবর্ধনা পালা শেষে তাঁকে একটা গান গাওয়ার অনুরোধ জানান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তিনি 'বোঝে না সে বোঝে না' এবং 'রঙ দে তু মোহে গেরুয়া'--এই দুটি গানের এক কলি গান। 

one year ago