Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Commissioner

Rajiva Sinha: আদালত অবমাননা মামলায় হাজিরা রাজীব সিনহার, উত্তর দিতে আরও সময় দিল হাইকোর্ট

আদালত অবমাননা মামলায় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে উত্তর দেওয়ার আরও সময় দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিরোধীদের করা মামলায় আদালত অবমাননার অভিযোগ ওঠে রাজীব সিনহার (Rajiv Sinha) বিরুদ্ধে। আদালতের নির্দেশ না মেনে অবমাননা করা হয়েছে বলেই পর্যবেক্ষণ ছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। সেই কারণেই তাঁর বিরুদ্ধে রুল জারি হয় ও আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়। আজ অর্থাৎ শুক্রবার এই মামলার শুনানিতে হাইকোর্টের প্রধান বিচারপতির টি এস শিবজ্ঞানম ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ আদালত অবমাননার রুলের উত্তর দিতে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় দিল রাজীবকে।

আজ অর্থাৎ শুক্রবার সকাল ১০টা নাগাদ আদালতে সশরীরে হাজিরা দেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। রাজ্য নির্বাচন কমিশনারকে ২৪শে নভেম্বর সশরীরে হাজিরা দিয়ে আদালত অবমাননার বিষয়টি ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কিন্তু এদিন অর্থাৎ শুনানির দিন রুলের উত্তর দেওয়ার জন্য সময়ের আর্জি জানালে প্রধান বিচারপতির বেঞ্চ তাঁকে সময় দেয়। এছাড়াও জানানো হয়েছে, হলফনামার মাধ্যমে তাঁকে দিতে হবে উত্তর।

এদিন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, রুলের উত্তর দিতে আরও সময় দেওয়া হল নির্বাচন কমিশনারকে। ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হল কমিশনারকে। তার মধ্যে তাঁকে উত্তর দিতে হবে। ৮ জানুয়ারির মধ্যে শুনানি শেষ করতে হবে। ওই দিন এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে ডিভিশন বেঞ্চ। তবে প্রয়োজনে ফের তাঁকে হাইকোর্টে ডাকা হতে পারে এমনটাই জানিয়েছে হাইকোর্ট।

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থেকে আদালতের একাধিক নির্দেশ অবমাননা করেছেন, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা বিরুদ্ধে এমনটা দাবি করেই আদালতে অভিযোগ করেছিলেন রাজ্যের বিরোধী নেতারা আদালত অবমাননা করা হয়েছে বলেই পর্যবেক্ষণ ছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।

6 months ago
United Kingdom: খালিস্তানি সন্ত্রাসবাদী খুনের প্রভাব, গুরুদ্বারে প্রবেশের মুখে বাধা ভারতীয় হাইকমিশনারকে

খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জার খুনের ঘটনার পর ক্রমেই বাড়ছে বিতর্ক। যার জেরে বাড়ছে ভারতের বিরুদ্ধে কানাডার অভিযোগ। এবার তার আঁচ ব্রিটেনেও।

স্কটল্যান্ডের গুরুদ্বারে প্রবেশের মুখে খালিস্তানিদের বাধার মুখে পড়লেন গ্রেট ব্রিটেনের ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। যা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এমনকি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে স্থগিত করে দেওয়া হয় ভারতীয় হাইকমিশনারের অনুষ্ঠানও।

জানা গিয়েছে, ব্রিটেনের স্কটল্যান্ডের একটি গুরুদ্বারে আমন্ত্রিত ছিলেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। কিন্তু সেখানে পৌঁছতেই উপস্থিত কয়েকজন খালিস্তানি সমর্থকরা তাঁকে থামিয়ে দেয়। দেওয়া হয় স্লোগানও। ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।

8 months ago
RajyaSabha: নির্বাচন কমিশনার নিয়োগের প্রক্রিয়ায় থাকবেন না প্রধান বিচারপতি, নয়া আইন কেন্দ্রে!

রাজ্যসভায় (RajyaSabha) পেশ করা হল আরও এক বিল। এবার থেকে প্রধান নির্বাচন কমিশনার (Election Commissioner) ও নির্বাচন কমিশনারের নিয়োগের ক্ষেত্রে তিন সদস্যের প্যানেলে থাকবে না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (Chief Justice)। এবারে এই বিষয়েই লোকসভায় পেশ করা হল বিল। অর্থাৎ আজ সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় পেশ করা হল 'নির্বাশন কমিশনার বিল ২০২৩'। এই বিল পাশ হয়ে গেলেই এটি আইনে পরিণত হবে।

গত মার্চ মাসেই সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়া হয়েছিল যে, মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার বাছাই করার ক্ষেত্রে একটি প্যানেল গঠন করা হবে। আর সেই প্যানেলে থাকবে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা ও প্রধান বিচারপতি। কিন্তু এবারে সেটিই পরিবর্তিত হয়ে গেল। রাজ্য়সভায় এই বিলের প্রস্তাবিত খসড়ায় বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনারদের নাম সুপারিশ করবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত একটি প্যানেল। সেই সুপারিশ মেনে রাষ্ট্রপতি তাঁদের নিয়োগ করবেন।

বিলে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর পাশাপাশি থাকবে প্রধানমন্ত্রীর মনোনীত মন্ত্রী ও লোকসভার বিরোধী দলনেতা। মোট তিনজন সদস্যের প্যানেল হবে এটি। তবে এই প্রস্তাবে বিরোধীরা এই প্রতিবাদ করেছে। এছাড়াও এই বিল পাশ হয়ে আইন হলে পরবর্তীতে বিচারব্যবস্থা ও দেশের সরকারের মধ্যে সংঘাতের আশঙ্কা বাড়তে পারে বলে আশঙ্কা।

9 months ago


Re Election: বিধায়কের বিরুদ্ধে ব্যালট লুঠের অভিযোগ, ফের নির্বাচন হবে হাওড়ায় নির্দেশ কমিশনের

ফের রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। গণনা পর্ব মিটে যাওয়ার পরেও ফের ১৫টি বুথে নির্বাচনের নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার। হাওড়ার সাঁকরাইলের ১৫টি বুথে ফের নির্বাচন হবে। ওই ১৫টি বুথের গণনাকে কার্যত বাতিল ঘোষণা করেছে কমিশন।

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন, ভোটগ্রহণ ও গণনা, তিন পর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। গণনার দিন সাঁকরাইলের ১৫টি বুথে ভোট দেওয়া ব্যালট পেপার ছিনতাই করা হয়। গণনার কাজ সম্পূর্ণ হয়নি। সাঁকরাইলে তৃণমূল বিধায়ক প্রিয়া পালের বিরুদ্ধে ব্যালট লুঠের অভিযোগ ওঠে।

পাশাপাশি উত্তর ২৪ পরগনার হাবড়ার দুটি বুথ ও হুগলির সিঙ্গুরেও পুনর্নির্বাচন হবে।  সাঁকরাইলের ২৪৭-২৫৪ নম্বর, মোট ৯টি বুথ, সারেঙ্গার ২৬৭, ২৬৮, ২৭১ ও ২৭৭ নম্বর বুথেও নির্বাচন বাতিলের নির্দেশ। সিঙ্গুরের বেরাবেরির ১৩ নম্বর বুথে ফের নির্বাচন হবে। হাবড়া ২-এর ভুরকুন্ডার ১৮ নম্বর বুথ, ৩১ নম্বর বুথ, ও গুমা পঞ্চায়েত কেন্দ্রের ১২০ নম্বর বুথেও নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের।

10 months ago
Suvendu: ভোট পর্ব মিটতেই কমিশনারের বিরুদ্ধে অভিযোগ, কমিশনের গেটে তালা ঝোলালেন শুভেন্দু

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) দিন ঘোষণার পর থেকেই একের পর হিংসার ছবি রাজ্যের (Bengal) সর্বত্র। ভোটের দিনও সেই একই ছবি। কোথাও বাম পোলিং এজেন্ট বা কোথাও বাম প্রার্থী আক্রান্ত। কোথাও বা খুন বিজেপি (BJP) নেতা, কিংবা কোথাও খুন বিজেপির পোলিং এজেন্ট। সূত্রের খবর, রাজ্য পঞ্চায়েত নির্বাচন শেষ হবার পরই রাজ্য  নির্বাচন কমিশনার অর্থাৎ রাজীব সিনহাকে তুলনা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর রাজ্য নির্বাচন কমিশনের অফিসে গিয়ে গেটে তালা ঝোলালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

দফায় দফায় আক্রান্ত বাম সমর্থকরা। আর সেই ইস্যুতে শনিবার কলকাতার রাজপথে নামলেন বাম নেতা-কর্মীরা। প্রমোদ দাশগুপ্ত ভবন থেকে মিছিল শুরু হয়। পৌঁছয় নির্বাচন কমিশনের দফতরের সামনে। এদিন মিছিলে অংশ নিয়েছিলেন, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিমের মতো নেতারা।

10 months ago


Election: প্রয়োজনে পুননির্বাচন, পঞ্চায়েতী হিংসা নিয়ে কি জানালেন কমিশনার রাজীব সিনহা

সকাল থেকে দুপুর, রাজ্যের পঞ্চায়েত ভোট শুরু হতেই লাগামহীন অশান্তির অভিযোগ উঠেছে। প্রতি মুহূর্তে প্রতিটি অভিযোগ জমা পড়েছে রাজ্য নির্বাচন কমিশনে। রাজ্যের প্রতিটি কোণ থেকে হিংসার এই অভিযোগে কার্যত বিরক্ত কমিশনের আধিকারিকরাও। অবশেষে রাজ্যের পঞ্চায়েত ভোটে বেশ কিছু বুথে পুননির্বাচনের ইঙ্গিত দিলেন রাজীব সিনহা। রাজ্যের নির্বাচন কমিশনার দাবি করেছেন, সরকারি ভাবে ভোট শেষ হলে তবেই এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানিয়েছেন, 'সাতটি খুন এগুলি স্টেটের বিরুদ্ধে ক্রাইম। পুলিস ব্যবস্থা নেবে। ১২০০-১৩০০ বুথে গণ্ডগোলের মধ্যে ৬০০ সমাধান হয়েছে। যা অভিযোগ এসেছে সব জেলাশাসকদের পাঠানো হয়েছে। শান্তি বা অশান্তি বলা উচিৎ হবে না। কারণ প্রচুর অশান্তির খবর আসছে কমিশনের কাছে। সব কিছু শান্তিপূর্ণ হয়েছে যেমন বলা সম্ভব নয় তেমন অশান্তি হয়েছে এটাও বলা সম্ভব নয়। ১৫ হাজার বুথে কেন্দ্রীয় বাহিনী আছে। সব স্পর্শকাতর বুথেও বাহিনী মোতায়েন আছে। ফোর্স আসার সঙ্গে সঙ্গেই মোতায়েন হয়েছে'।

ভোটগ্রহণের দিন সকাল থেকেই একাধিক আশান্তির অভিযোগ এসেছে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে। মৃতের সংখ্যা ১০ ছাড়িয়েছে। যদিও এই পরিস্থিতিতে ভোট শান্তিপূর্ণ কিনা তা জানাননি রাজীব সিনহা।

ভোটগ্রহণ পর্বে সকাল থেকে উত্তপ্ত বিভিন্ন এলাকা। বোমা ও গুলি চলেছে একাধিক জায়গায়। ঘটনার জেরে মৃত্যু হয়েছে ১০ জনেরও বেশি। সূত্রের খবর ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে ফোনে কথা বলেন শুভেন্দু অধিকারী। কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তাঁর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি করছে নির্বাচন কমিশনার। একইসঙ্গে কমিশনারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাড়াটে খুনি বলেও কটাক্ষ করেন।

10 months ago
Rajiva: রাজীব সিনহার নিয়োগের বৈধতা নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করল হাইকোর্ট

রাজীব সিনহার (Rajiva Sinha) নিয়োগ নিয়ে চ্যালেঞ্জ করে হাইকোর্টে (High Court) জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। সূত্রের খবর, রাজীবের নিয়োগের বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছিলেন নব্যেন্দুকুমার বন্দ্যোপাধ্যায়।

মামলকারীর বক্তব্য, 'গত ৭ জুন রাজীবকে নিয়োগ করেন রাজ্যপাল। রাজ্য সঠিক পদ্ধতিতে এই নিয়োগ করেনি।' মামলাকারীর আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, 'নিয়োগ নিয়ে রাজ্যের আইন জানেন? আইন কী বলছে? মামলাকারী কে? প্রচারে আসার জন্যই কি মামলা?' তার পরেই প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মামলাটি খারিজ করে দেয়।

রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীবের নাম প্রথম প্রস্তাব করেছিল নবান্ন। তবে সেই প্রস্তাবে প্রথমে সিলমোহর দেয়নি রাজভবন। আরও দু’টি নাম পাঠায় রাজ্য। পরে অবশ্য রাজীবকেই রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগে সম্মতি দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত ৭ জুন রাজীবকে রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ করেছিলেন রাজ্যপাল।

11 months ago
Biman Bose: পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিশেষ আর্জি, কমিশনারকে চিঠি লিখলেন বিমান বসু

পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) নিয়ে উত্তাপ বাড়ছে। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনার (Election Commissioner) রাজীব সিনহাকে (Rajiva Sinha) চিঠি বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর (Biman Bose)। জানালেন, প্রত্যেক বুথে ভোটদানের জন্য তিনটি কক্ষ প্রয়োজন।

কেন এই তিনটি কক্ষ প্রয়োজন, তাও চিঠিতে লিখেছেন বিমান বসু। তাঁর মতে, অন্য নির্বাচনের তুলনায়, পঞ্চায়েত নির্বাচনে বেশি মানুষ ভোটদানে অংশ নেন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেক ভোটারকে তিনটি ব্যালট পেপারে ভোট দিতে হয়। সময় বেশি লাগে। তাই তিনটি ভোটকক্ষের প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

প্রশিক্ষণের সময় ভোটকক্ষের সংখ্যার বিষয় বিভিন্ন ধরনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভোটকর্মীরা। কোনও জেলায় তিনটি ও কোনও জেলায় একটি ভোটকক্ষের কথা বলা হয়েছে। নির্বাচন কমিশনকে চিঠি লিখে বিমান বসু জানান, এই নিয়ে নির্দিষ্ট নির্দেশিকা দেওয়া প্রয়োজন।

11 months ago


Bose: উত্তপ্ত দিনহাটার গ্রাউন্ড জিরো ঘুরে দেখলেন, রাজ্যপাল বোস যেন একাই একশো

রাজ্যপাল (Governor) যেন একাই একশো। কখনও দক্ষিণ ২৪ পরগনার অশান্তির খবর পেয়ে রাজ্য নির্বাচন কমিশনারকে (State Election Commissioner) পরিস্থিতির দিকে নজর দিতে বলছেন, কখনও পৌঁছে যাচ্ছেন উত্তপ্ত ভাঙড়ে (Bhangar), ক্যানিংয়ে। আহতদের সঙ্গে কথা বলছেন। এর জন্য অবশ্য রাজনৈতিক টিপ্পনি করেছেন শাসক দল তৃণমূল। ঠিক এরকম ভাবেই অশান্ত দিনহাটায় পৌঁছে যান রাজ্যপাল। দিনহাটা মহকুমা হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন তিনি। সেখানকার পরিস্থিতি জানার চেষ্টাও করেন।

শনিবার দুপুর একটা নাগাদ তৃণমূল কংগ্রেসের বিদায়ি প্রধান তাপস দাসের স্ত্রীর সঙ্গে দেখা করেন রাজ্যপাল। শুক্রবারই গ্রেফতার করা হয় তাপস দাসকে। তার বাড়িতে পুলিশি অভিযানও চলে। স্ত্রী অনিতা দাস অভিযোগ করেন, পুলিশ তাঁকে মারধর করেছে। এরপরই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

11 months ago
Court: নির্বাচন কমিশনার রাজীব সিনহার নিয়োগকে চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে

রাজীব সিনহার (Rajiva Sinha) নিয়োগকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে (High Court) জনস্বার্থ মামলা। সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলার অনুমতি দেয়। সম্প্রতি রাজ্যের তরফে রাজ্য নির্বাচন কমিশনার (Election Commissioner) হিসেবে রাজিব সিনহার নাম সুপারিশ করা হয়। এই সুপারিশের উপর ভিত্তি করে রাজ্যপাল প্রথম দিকে জটিলতায় থাকলেও পরে রাজ্যপালের সিদ্ধান্তেই নিয়োগ হয় রাজিব সিনহা। রাজিব সিনহা রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ হওয়ার পরই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়।

অন্যদিকে গত রবিবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের সাথে পঞ্চায়েত নির্বাচনী প্রক্রিয়া নিয়ে দীর্ঘক্ষণ কথা হয়। পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনের স্বাক্ষর করা নিয়োগপত্র রাজ্যপাল ফিরিয়ে দেয় বলে সূত্রের খবর। এখনও অবধি সেই জটিলতা মেটে নি। এরই মধ্যে রাজ্য নির্বাচন কমিশনার রাজিব সিনহার নিয়োগ নিয়ে হাইকোর্টের জনস্বার্থ মামলা দায়ের। আগামী বুধবার এই মামলার শুনানি হতে পারে বলে সূত্রের খবর।

11 months ago


Force: নির্বাচন কমিশনের আবেদনে আজই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী

আজই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। পঞ্চায়েত ভোটের (Panchayet Election) জন্য বাহিনী চেয়ে গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন করেছিল রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ করতে বিজেপি (BJP) ও কংগ্রেস গত সপ্তাহে বৃহস্পতিবার হাইকোর্টে একটি মামলা দায়ের করে। সেই মামলার শুনানিতে হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যের সমস্ত জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়নের নির্দেশ দেয়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহাল রাখে। এরপর জেলা প্রতি এক কোম্পানি বাহিনীর চেয়ে পাঠায় রাজ্য নির্বাচন কমিশন। এরপর চলতি সপ্তাহে মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত একটি মামলা শুনানিতে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় ২০১৩ সালের গ্রাফ অনুযায়ী ৮২৫ কোম্পানির বেশি বাহিনী চাইতে হবে। সেই মোতাবিক গতকালই অর্থাৎ বৃহস্পতিবার ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠায় রাজ্য নির্বাচন কমিশন।

সূত্রের খবর, রাজ্যের আবেদনের ভিত্তিতে প্রাথমিক ভাবে রাজ্যে আসছে ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩১৫ কোম্পানি বাহিনীর মধ্যে সিআরপিএফ থাকবে ৫০ কোম্পানি, বিএসএফ ৬০ কোম্পানি, সিআইএসএফ ২৫ কোম্পানি, আইটিবিপি ২০ কোম্পানি, এসএসবি ২৫ কোম্পানি, আরপিএফ ২০ কোম্পানি। বাকি ১২টি রাজ্য থেকে ‘স্পেশাল আর্মড ফোর্স’ থাকবে ১১৫ কোম্পানি।

11 months ago
Mamata: বাংলার পুলিস যে কোন রাজ্যের পুলিসের থেকে দক্ষ: মমতা

রাজ্য নির্বাচন কমিশনার (Election Commissioner) বিতর্কে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjeee)। বৃহস্পতিবার পাটনা যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে রাজ্য নির্বাচন কমিশনার বিতর্কে মুখ খুলে বিরোধীদের কটাক্ষ করেন তিনি।  এদিন তিনি স্পষ্ট বলেন, 'নির্বাচন কমিশনারকে সরাতে হলে ইমপিচমেন্ট করতে হবে। যা অতন্ত্য জটিল প্রক্রিয়া।' রাজ্যে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে নির্বাচন কমিশনের (Panchayat Election) পাশেই থাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এ প্রসঙ্গে তিনি বলেন, 'রাজ্যে এত শান্তিপূর্ণ মনোনয়ন এর আগে কখনও হয়নি।

মনোনয়ন পর্বে হিংসা অশান্তি অভিযোগ নিয়ে বারবার হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলগুলি। এ বিষয়েও মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র কটাক্ষ করেন বিরোধীদের। তিনি বলেন, 'মাত্র চারটি বুথে অশান্তি হয়েছে, মোট ২ লক্ষ ৩৪ হাজার প্রার্থী। ৪ টি বুথে ঝামেলায় দু তিনজন মারা গিয়েছেন। তাও একটি বুথে দুজন তৃণমূল কর্মী। এরপরে তিনি বিরোধীদের কটাক্ষ করে আরও বলেন, 'যত বাংলাকে বঞ্চনা করবেন, যত বাংলাকে লাঞ্চনা করবেন মনে রাখবেন ভোটটা মানুষ দেবে, যত ঘাটাবে, যত পেছনে লাগবে, মানুষ তত ভোট দেবে। মানুষের এজলাসে বিচার হবে।'

পাশাপাশি এদিন রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য পুলিশের পাশে থেকেই ভোটে লড়ার বার্তা দেন মমতা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'নির্বাচন কমিশনার নিয়োগে সমস্ত পদ্ধতি মেনেই যা হবার হয়েছে। পাশাপাশি তিনি রাজ্য পুলিসের পাশে দাঁড়িয়ে বলেন, 'বাংলার পুলিশ যে কোন রাজ্যের পুলিশের থেকে দক্ষ।'

11 months ago
Governor: সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনারকে নিয়োগ করেছিলাম: রাজ্যপাল

শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কমিশনারকে নিয়োগ করেছিলাম, হলদিয়ায় সাংবাদিক বৈঠকে এমনটাই বললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। একদিকে যখন নতুন নিয়োগ প্রাপ্ত রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার নিয়োগপত্র ফিরিয়েছেন বলে শোনা গিয়েছে। অন্যদিকে, তখন রাজ্য নির্বাচন কমিশনকে তাক করে রাজ্যপালের এমন মন্তব্য গোটা রাজ্যে ইঙ্গিত পূর্ণ বলে মনে করছেন সব মহলই।

এদিন হলদিয়ায় সাংবাদিক বৈঠকে রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেন, 'মানুষ হতাশ হয়েছে, মানুষের রক্ত নিয়ে দরাদরি করা যায় না।' সূত্রের খবর রাজ্যের মনোনয়ন পর্বে হওয়া হিংসার ঘটনায় ক্যানিং, ভাঙড় সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন খোদ রাজ্যপাল। এরপর তিনি রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে ডেকে পাঠান। যদিও সেই ডাকে সাড়া দেননি নির্বাচন কমিশনার।'

এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, 'নির্বাচন কমিশনের নিরপেক্ষ হওয়া উচিত, আমি যাকে মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে নিয়োগ করেছিলাম। মানুষ আমাকে ভরসা করেছে, আমি যেভাবেই হোক শান্তি প্রতিষ্ঠা করব।'

11 months ago


Rajiva: রাজীবের জয়েনিং লেটার ফেরালেন রাজ্যপাল, প্রশ্নের মুখে রাজ্য নির্বাচন কমিশনার পদ

প্রশ্নের মুখে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার (Rajiva Sinha) কমিশনার (Commissioner) পদ। সূত্রের খবর, গতকাল অর্থাৎ বুধবার রাজীব সিনহার জয়নিং লেটার ফেরালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। এর পূর্বে রাজ্যপালই রাজীব সিনহাকে কমিশনার পদে নিয়োগের সিলমোহর দেন। তবে কি এবার রাজীব সিনহা নির্বাচন কমিশনার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন! এমন প্রশ্নই উঠতে শুরু করেছে।

সূত্রের খবর, এ সংক্রান্ত প্রশ্ন উত্তরে সাংবাদিকদের রাজীব সিনহা জানিয়েছেন, এই মুহূর্তে তেমন কোনও প্রশ্নই ওঠে না। প্রাথমিকভাবে রাজনৈতিক মহল মনে করছে, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার নেতৃত্বে এখনও অবধি পঞ্চায়েত ঘোষণা, মনোনয়ন পর্ব, প্রাথমিক সব প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে। এ অবস্থায় রাজ্য নির্বাচন কমিশনার বদল হবে কিনা তা নিয়ে একটা সংশয় দেখা যাচ্ছে। এ ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনার বদলে পিছিয়ে যেতে পারে নির্বাচন প্রক্রিয়া এবং একাধিক সমস্যাও হতে পারে।

এই মুহূর্তে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে কি বদল করা সম্ভব? এ বিষয়ে আইনজীবী মহল মনে করছে কোনও ভাবেই এখন রাজ্যপাল অর্থাৎ সিভি আনন্দ তাঁর জয়েনিং আটকাতে পারেন না। নিয়ম অনুযায়ী, তার নিয়োগে স্বীকৃতি দিয়েছেন স্বয়ং রাজ্যপাল। ফলে রাষ্ট্রপতির অনুমতি ছাড়া কোনওভাবেই নির্বাচন কমিশনার বদল সম্ভব নয়। যদিও নির্বাচন কমিশন সূত্রে খবর, এই জয়েনিং লেটার যদি কোনও ভাবে রাজ্যপাল না নেন বা ফেরত দেন, সেক্ষেত্রে তাঁরা সুপ্রিম কোর্টে যাবেন। যদিও এ বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানান, এখনও তাঁর কাছে জয়নিং লেটার ফেরত সংক্রান্ত কোনো তথ্য এসে পৌঁছায়নি।

11 months ago
Court: বাহিনী চেয়ে পাঠানো রাজ্যের কাজ, আমাদের কাজ নয়: রাজ্য নির্বাচন কমিশনার

'বাহিনী চেয়ে পাঠানো আমাদের কাজ নয়, ওটা রাজ্যের কাজ।' কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বাহিনীর নির্দেশের প্রেক্ষিতে সোমবার সুপ্রিম কোর্টকে (Supreme Court) এমনই জানালেন রাজ্য নির্বাচন কমিশনার (State Election Commissioner) রাজীব সিনহা। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কলকাতা হাই কোর্টের রায়ের প্রেক্ষিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন। গত বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট করাতে হবে। ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে বাহিনী চেয়ে আবেদন করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে।

এই রায়ের প্রেক্ষিতে শনিবার সুপ্রিম কোর্টে মামলা, অর্থাৎ স্পেশাল লিভ পিটিশন দায়ের করে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন। আদালত সূত্রের খবর, সোমবার শীর্ষ আদালতের অবকাশকালীন বেঞ্চে মামলাটির দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে, তবে মঙ্গলবার এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

বিরোধীদের দাবি, হাই কোর্টের নির্দেশ সত্ত্বেও এখনও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে বাহিনী চেয়ে পাঠায়নি রাজ্য নির্বাচন কমিশন। ফলে এক্ষেত্রে আদালত অবমাননা হয়েছে।

11 months ago