Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Commisioner

Election: রাজ্যের নতুন নির্বাচন কমিশনার রাজীব সিনহা, দায়িত্ব নিয়েই কি জানালেন তিনি!

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election) কবে, তা নিয়ে দফতর কিছু জানে না। সবটাই সরকারের সঙ্গে পরামর্শ করে হবে। বুধবার রাজ্যের নির্বাচন কমিশনার (Commisioner) হিসেবে দায়িত্ব নিয়ে এমনই জানালেন রাজীব সিনহা (Rajib Sinha)। কয়েকবছর আগে রাজ্যের মুখ্যসচিব ছিলেন তিনি।

রাজীবের দাবি, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ করে রাজ্য সরকার। তাঁদের কাছে তারিখ জেনে তা ঘোষণা করবে কমিশন। কমিশনের কাজ হবে, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা। রাজীব সিনহা সবে দায়িত্ব পেয়েছেন। এখনও নির্বাচনের দিনক্ষণ তাঁকে কিছু জানানো হয়নি। বুধবার দায়িত্ব নেওয়ার পর রাজীব বলেন, পঞ্চায়েত নির্বাচন রাজ্য নির্বাচন কমিশনের একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না। রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করে, তাঁদের মতামত জেনে কমিশন একটি তারিখ ঘোষণা করে।

গত ২৮ মে রাজ্যের নির্বাচন কমিশনার পদের মেয়াদ শেষ হয়েছিল। রাজ্য সরকারই নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহার নাম প্রস্তাব করে। প্রাথমিকক ভাবে রাজভবন তাতে আপত্তি দেখায়। পরে রাজভবন তাতে সিলমোহর দেয়। যদিও এই অনুমতি দিতে রাজভবনের কিছুটা সময় লাগে।

11 months ago