Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Cockpit

Air: বিমানে বান্ধবী, মাঝ আকাশে যাত্রা আরামপ্রদ করতে মদ-বালিশের ব্যবস্থা পাইলটের

মাঝ আকাশে বান্ধবীকে ককপিটে (Cockpit) নিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক পাইলটের (Pilot) বিরুদ্ধে। অভিযোগ, বন্ধবীকে নিয়ে ককপিটে এক ঘণ্টারও বেশি সময় কাটান ওই পাইলট। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এয়ার ইন্ডিয়ার ওই পাইলটের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা(DGCA)।

সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, বিমানের এক কর্মী পাইলটের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাঁর দাবি, নিয়ম অনুযায়ী ককপিটে যাত্রীরা কেউ ঢুকতে পারেন না। কিন্তু সেই নিয়ম অমান্য় করে পাইলট তাঁর বান্ধবীকে ককপিটে ঢোকার অনুমতি দেন। শুধু ককপিটে বসানোই নয়, এমনকি বিমানকর্মীদের বলা হয়, তাঁর বান্ধবীকে স্বাগত জানানোর জন্য ককপিটে সবরকম ব্যবস্থা করতে। এ ছাড়াও মদ, খাবার দেওয়ারও নাকি নির্দেশ দেওয়া হয় কর্মীদের। 

আরও অভিযোগ, বান্ধবী যাতে আরাম করে বসতে পারেন, তার জন্য বালিশেরও ব্যবস্থা করতে বলা হয়। ওই বিমানকর্মীর দাবি, আমাকে যখন মহিলার জন্য পানীয় জল এবং খাবার আনতে বলা হয়, তখন ক্যাপ্টেনকে বলেছিলাম, ককপিটে আমি মদ পরিবেশন করতে পারব না। এ কথা শুনে তিনি একটু রেগে যান। তারপর থেকেই আমার সঙ্গে পরিচারকের মতো ব্যবহার করতে থাকেন। এই বিষয়ে বিমান সংস্থার কাছে খবর পৌঁছতেই তারা জানিয়েছে, গোটা ঘটনাটিকে শুরু থেকে শেষ অবধি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। ঘটনায় অভিযোগে দোষ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। যাত্রীদের নিরাপত্তা নিয়ে সংস্থা কোনও রকম আপস করবে না বলেও জানিয়েছে এয়ার ইন্ডিয়া। 


one year ago