Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Cobra

Cobra: 'তৃষ্ণার্ত' কোবরা সাপকে বোতল থেকে জল খাওয়াচ্ছে যুবক! তারপর যা হল...

সরাসরি বোতল থেকে সাপকে (Snake) খাওয়ানো হল জল, আর সেই ভিডিও দেখেই হইহই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি তামিলনাড়ুর (Tamilnadu)। জানা গিয়েছে, প্রচন্ড গরমে মানুষের মতই তৃষ্ণার্ত হয়ে প্রায় অজ্ঞান হয়ে পড়েছিল একটি কোবরা সাপ (Cobra Snake)। নটরাজন নামে এক ব্যক্তির বাড়ির সামনেই পড়েছিল সেটি। এরপর তিনি তাঁর বন্ধুকে দেখালে তিনি এক পরিবেশকর্মীকে খবর দেন। তারপর তিনি সেখানে পৌঁছতেই সাপটিকে সেভাবে পড়ে থাকতে দেখে সেটাকে জল খেতে দেন। আর সাপটিকেও দেখা গেল সেই বোতল থেকেই জল খেতে।

তামিলনাড়ুর কুড্ডালোরের থিরুচোপারুর বাসিন্দা নটরাজন। তিনি তাঁর বাড়ির সামনেই কোবরা সাপটিকে পড়ে থাকতে দেখেন। এরপর তিনি তাঁর বন্ধু এঝুমালাইকে ডাকেন। তারপর তিনি পরিবেশকর্মী চেল্লাকে খবর দেন। খবর পৌঁছে যাওয়ার পরপরই চেল্লা সেখানে হাজির হন। সাপটিকে দেখে তিনিই জলভর্তি বোতল এটার মুখের সামনে ধরেন। এরপর দেখা যায়, সত্যি সত্যি সাপটি জল খাচ্ছে। এই দৃশ্য দেখতেই হইহই পড়ে যায় এলাকা জুড়ে।

যদিও সাপটিকে জল খাওয়ানোর সময় চেল্লা সেটার লেজটি ধরে রেখেছিল নিজের নিরাপত্তার জন্য। এরপর দেখা যায়, সাপটি জল খেতেই কিছুটা সুস্থ হয়ে ওঠে। তারপর এটাকে একটি প্লাস্টিকের জারে ভরে একটি জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন চেল্লা। চেল্লা জানান, কোবরা সাপটি ইঁদুর মারার বিষ জাতীয় কিছু খেয়ে নিয়েছিল। যার ফলে ডিহাইড্রেটেড হয়ে অজ্ঞন হয়ে পড়েছিল। এই সাপটির সহায়তা করায় নেটপাড়ায় নটরাজন, এঝুমালাই ও চেল্লার প্রশংসা করছেন নেটিজেনরা।

10 months ago
Cobra: ছোবল মেরে পালিয়ে যাওয়া গোখরোকে খুঁজে পাল্টা কামড়ে খতম করলেন বালেশ্বরের এক ব্যক্তি

গোখরো (Cobra) ছোবল মেরেছিল পায়ে। আর সেই সাপকেই রাগের বশে কামড়ে মেরে ফেললেন এক ব্যক্তি। মঙ্গলবার এই ঘটনাটি ঘটছে ওড়িশার (Odisha Man) বালেশ্বরে (Baleswar)। বালেশ্বরের দারাগা গ্রামের বাসিন্দা সলিল নায়েক ক্ষেতে যাওয়ার সময় তাঁর পায়ে একটি গোখরো ছোবল মেরে পালিয়ে যায়। সলিলও তার পিছু পিছু ধাওয়া করে গোখরোটিকে ধরেন, তারপর সেটির শরীরে একের পর এক কামড় বসিয়ে দেন। আর সেই কামড়েই মৃত্যু হয় গোখরোর।

এ এক আশ্চর্য্য ঘটনার সাক্ষী হলেন গ্রামবাসীরা। সাপটিকে শুধু কামড়ে মেরে ফেলাই নয়, সেটিকে গলায় জড়িয়ে গ্রামে হাজির হন সলিল। তাঁর গলায় জড়ানো সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। সলিল নিজেই তাঁদের জানান, সাপ তাঁকে কামড়েছিল, আর সেই রাগেই সাপকে কামড়ে তিনি মেরে ফেলেছেন।

গ্রামবাসীরা সলিলের মুখে একথা শুনে হতভম্ব হয়ে যান। তাঁকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন গ্রামবাসীরা। কিন্তু সলিল যেতে অস্বীকার করেন। পাল্টা দাবি করেন, তিনি মন্ত্র জানেন। আর সেই মন্ত্র পড়েই বিষ শরীর থেকে ঝেড়ে ফেলেছেন। সলিলের এ কথা শুনে গ্রামবাসীরা জেলা বনাধিকারিকের সঙ্গে যোগাযোগ করে গোটা ঘটনা জানান।

জেলা বনাধিকারিক আয়ুষ জৈন জানান, দারাগা গ্রামে এক ব্যক্তিকে গোখরো কামড়ানোর খবর পেয়ে সেখানে কর্মীদের পাঠানো হয়। সলিলকে ধরে নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। বুধবারই তাঁকে ছেড়ে দেওয়া হয় এবং তাঁকে সতর্কও করা হয়। চিকিৎসাকেরা বলেন,'সলিল শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিক ভাবে অসুস্থ। তাঁর পরিবারকে সলিলের খেয়াল রাখার পরামর্শ দেওয়া হয়েছে।'


2 years ago