Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Coach

Coach: বিশ্বকাপের ব্যর্থতার পর বদল হল ভারতীয় দলের কোচ, কে পেলেন নতুন জায়গা!

বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে বৃহস্পতিবার। আর এই সিরিজের জন্য দায়িত্ব পাচ্ছে নতুন কোচিং দল। সরিয়ে দেওয়া হয়েছে রাহুল দ্রাবিড়কে। বদলে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ভিভিএস লক্ষ্মণকে। গোটা বিশ্বকাপে ভারতের কোচ ছিলেন দ্রাবিড়। যদিও মাঝে মধ্যে দায়িত্ব সামলেছেন লক্ষ্মণ। বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্য়াকাডেমির প্রধান তিনি। তবে শুধু দ্রাবিড় নয়, অস্ট্রেলিয়া সিরিজের জন্য গোটা কোচিং টিমকেই বদল করা হয়েছে।

এতদিন পর্যন্ত ভারতের ব্যাটিং কোচের দায়িত্ব সামলেছেন বিক্রম রাঠোর। তাঁর জায়গায় আনা হয়েছে সীতাংশু কোটককে। পাশাপাশি নতুন বোলিং কোচ করা হয়েছে সাইরাজ বাহুতুলেকে। এবং ফিল্ডিং কোচ হয়েছেন মুনীশ বালি।যদিও জানা গিয়েছে, ২০২৩ বিশ্বকাপ পর্যন্তই রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তি ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের। সেই চুক্তি শেষ হয়ে গিয়েছে। সেকারণে আপাতত তাঁর বদলে অন্য কোচ নিয়োগ করা হয়েছে।

6 months ago
Meeting: ভারতীয় কোচ দ্রাবিড়ের সঙ্গে হঠাৎ বৈঠকে বোর্ড প্রেসিডেন্ট জয় শাহ, নেপথ্যে কি কারন!

ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্দরে নজিরবিহীন ঘটনা। এশিয়া কাপ ও ঘরের মাঠে বিশ্বকাপের আগে কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে ঝাড়া দু ঘণ্টার বৈঠক করলেন বোর্ড সচিব জয় শাহ। আইসিসি-র টুর্নামেন্টে টানা ব্যর্থ ভারত। তার জেরেই কোচ দ্রাবিড়ের সঙ্গে সচিব জয় শাহের এই বৈঠক বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, আমেরিকার ফ্লোরিডাতেই দ্রাবিড়ের সঙ্গে বৈঠক করেন জয় শাহ। জানতে চান এশিয়া কাপ এবং ঘরের মাঠে আসন্ন বিশ্বকাপে ভারতের রূপরেখা কী ? ওয়াকিবহাল মহলের দাবি, বার্তা স্পষ্ট। দেশের মাটিতে যে করেই হোক বিশ্বকাপ জিততে হবে। আর তার জন্য শেষ পর্যায়ে গিয়ে যা যা করণীয়, তাই করতে হবে।

২০১৩ সালের পর থেকে আইসিসির কোনও টুর্নামেন্টে কোনও সাফল্য নেই ভারতের। যা কোনও ভাবেই আর বরদাস্ত করতে চায় না বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ধনী বোর্ড বিসিসিআই। আর তার জন্যই আগে থেকে কোচের সঙ্গে প্রাথমিক বৈঠক করলেন সচিব।

বোর্ডের তরফে এই বৈঠককে সৌজন্য বৈঠক বলেই দাবি করা হয়েছে। তবে তা মানতে চায় না ওয়াকিবহাল মহল। কারণ, দু ঘণ্টার এই বৈঠকে রাহুল দ্রাবিড়ের কাছে বার্তা স্পষ্ট পারফর্ম অর পেরিস।

9 months ago
World Cup: একদিনের বিশ্বকাপের আগে ছুটিতে যাচ্ছে ভারতীয় দলের কোচ রাহুল সহ ডেপুটি কোচ

ঘরের মাঠে একদিনের বিশ্বকাপের আগে শুধু ক্রিকেটারদের নয়, বিশ্রামে পাঠানো হচ্ছে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়-সহ তাঁর ডেপুটিদের। একটি ক্রিকেট ওয়েবসাইট এই দাবি করেছে। ওই ক্রিকেট ওয়েব সাইটের খবর, ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করেই দেশে ফিরে আসবেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর এবং বোলিং কোচ পরশ মামরে। তাঁদের বদলে আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলকে কোচিং করাবেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ এবং এনসিএ-র সাপোর্ট স্টার্ফরা। এর আগে বিদেশ সফরে দ্রাবিড়ের পরিবর্তে ভারতীয় দলকে কোচিং করিয়েছেন লক্ষ্মণ।

মূলত দুটি কারণে এই ফর্মূলা প্রয়োগের কথা ভাবা হচ্ছে। পরপর সিরিজ যেমন ক্রিকেটারদের দখলের কারণ, তেমনই চাপ তৈরি করেছে দ্রাবিড় তাঁর কোর টিমের উপরেও। তাই বিশ্বকাপের আগে মহড়া হিসাবে সেপ্টেম্বরে এশিয়া কাপ খেলবে টিম ইন্ডিয়া। বোর্ড চাইছে এই টুর্নামেন্টে নতুন ভাবনা নিয়ে ফিরুন রাহুল দ্রাবিড়। যা রোহিত শর্মা এবং তাঁর টিমকে উপকৃত করবে। সেই কারণে, আয়ারল্যান্ড সফরে লক্ষ্মণের হাতে ছেড়ে দেওয়ার ভাবনা প্রায় সরকারি হওয়ার দোরগোড়ায় দাড়িয়ে আছে।

এদিকে, শোনা যাচ্ছে ত্রিনিদাদ টেস্টের আগেই ওয়েস্ট ইন্ডিজে দলের সঙ্গে যোগ দিতে পারেন জাতীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান অজিত আগারকর। বিশে জুলাই থেকে লারার মাঠে খেলতে নামবেন রোহিত, বিরাটরা।

10 months ago


Delhi: রাতের ট্রেনে তরুণীকে মদ্যপ রেলকর্মীর ধর্ষণের চেষ্টা, দিল্লিগামী এসি কোচে আতঙ্ক

এবার চলন্ত ট্রেনের বাতানুকূল কামরায় (AC Coach) মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কাঠগড়ায় খোদ রেলকর্মী। তবে এই ঘটনার (Rape Attempt) সময় মদ্যপ ছিলেন অভিযুক্ত। এমনটাই রেল পুলিস সূত্রে খবর। জানা গিয়েছে, দিল্লিগামী ট্রেনের বাতানুকূল কামরায় ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার সেই মদ্যপ রেলকর্মী (Drunken State)। উত্তরপ্রদেশের সম্ভলের এই ঘটনায় স্পষ্টতই যাত্রী সুরক্ষা প্রশ্নচিহ্নের মুখে। পুলিস ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে। মহিলার বয়ান রেকর্ড হয়েছে।

জানা গিয়েছে, আত্মীয়র সঙ্গে দেখা করতে সুলতানপুর থেকে দিল্লিগামী এক এক্সপ্রেস ট্রেনে চেপেছিলেন এক তরুণী, সঙ্গে ছিল তাঁর মেয়েও। বাতানুকূল সংরক্ষিত আসনেই বসেছিলেন তাঁরা। অভিযোগ, রাত বাড়তেই এক ব্যক্তি এসে তাঁর সঙ্গে গায়ে পড়ে কথা বলতে চান। তিনি ওই ব্যক্তিকে এড়ানোর জন্য নিজের স্বামীকে ফোন করেন।

সে সময় ফিরে গেলেও গভীর রাতে আবার ফিরে আসেন ব্যক্তি। মহিলা জানান, 'সেই সময় ট্রেনের কামরায় আলো জ্বলছিল না। তিনি মেয়ের পাশেই শুয়েছিলেন। তাঁদের কামরায় ছিলেন আরও ৭ জন। প্রত্যেকেই ঘুমোচ্ছিলেন। সেই সুযোগ নিয়ে ওই ব্যক্তি মত্ত অবস্থায় মহিলার গায়ে হাত দেন। মহিলা বাধা দিলে হাত চেপে ধরা হয়। চিৎকার-চেচামেচিতে অন্য সহযাত্রীরা জেগে গেলে, ওই ব্যক্তিকে ঠেলে বার করে দেওয়া হয়। টিটিইর কাছে গিয়ে অভিযোগ জানালে জানা যায়, ওই ব্যক্তি সেই বাতানুকূল কামরার দায়িত্বে ছিলেন। পরিভাষায় ‘কোচ অ্যাটেন্ডেন্ট’। রেলপুলিস তাঁকে গ্রেফতার করেছে।'

one year ago
Jalpaiguri: কৈলাসের আত্মসমর্পণ নাটক, অডিওয় দাবি কেএলও সুপ্রিমোর

গোপন ডেরা থেকে ফের প্রকাশ্যে এল কেএলও (KLO) সুপ্রিমো জীবন সিংহের অডিও বার্তা। এবার তাঁর অডিও (Audio) বার্তার কারণ আত্মসমর্পণকারী (Surrender) কেএলওর দ্বিতীয় শীর্ষ নেতা কৈলাশ কোচ। অডিও বার্তায় জীবন সিংহের দাবি, গান-পয়েন্টে রেখে কেএলও-র জেনারেল সেক্রেটারি কৈলাস কোচকে দিয়ে আত্মসমর্পণের নাটক করানো হয়েছে। যদিও এই অডিও বার্তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি সিএন-এর পক্ষে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ভবানী ভবনে (Bhavani Bhavan) রাজ্য পুলিসের ডিজি মনোজ মালব্যের উপস্থিতিতে সস্ত্রীক কৈলাস কোচ আত্মসমর্পণ করেন। পাশাপাশি তিনি এও বার্তা দেন, কেএলওর অন্য জঙ্গীরাও যাতে আত্মসমর্পণের মাধ্যমে সমাজের মূল স্রোতে ফিরে আসে। কৈলাস কোচ ওরফে কেশব রায় কেএলওর দ্বিতীয় শীর্ষ নেতা তথা সংগঠনের সাধারণ সম্পাদক। তাঁর আত্মসমর্পণ স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন তুলে দিয়েছিল। 

সেই প্রশ্নের উত্তর দিতেই সম্ভবত, শুক্রবার জীবন সিংহের এই অডিও বার্তা প্রকাশ। জীবন সিংহ এই আত্মসমর্পণের ঘটনাকে নাটক এবং ভুয়ো আখ্যা দিয়েছেন। তাঁর দাবি, রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স আগেই বাংলাদেশ থেকে কৈলাস কোচকে গ্রেফতার করেছিল। তারপর তার ওপর অত্যাচার চালিয়ে, গান-পয়েন্টে তাকে দিয়ে আত্মসমর্পণের নাটক করানো হয়েছে। কৈলাস কোচের ওপর অত্যাচার চালানো ও জোর করে আত্মসমর্পণের ঘটনা মানবাধিকার বিরোধী বলেও জানিয়েছেন জীবন। টিভির পর্দায় যা দেখা গিয়েছে তা বিশ্বাস না করার জন্য আর্জিও জানান জীবন। 

উল্লেখ্য, জীবন সিংহ আগেই এক ভিডিও বার্তায় জানিয়েছিলেন, কৈলাস কোচকে গ্রেফতার করে অত্যাচার চালাচ্ছে বাংলার পুলিস। তাঁকে ছেড়ে দেওয়ার দাবিও তোলেন। এরপরই বৃহস্পতিবার আত্মসমর্পণ করেন কৈলাস। এমনকি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আস্থা রেখে আরও অনেক কেএলও আত্মসমর্পণ করবে বলেও দাবি করেন কৈলাস। এতে ওই জঙ্গী সংগঠনের সদস্যদের মনোবলে চিড় ধরতে পারে মনে করেই জীবন সিংহ তড়িঘড়ি ওই অডিও বার্তা প্রকাশ এবং ভাইরাল করেন বলে মনে করা হচ্ছে। তাঁর জঙ্গী সংগঠন যে এখনও মজবুত তা প্রমাণ করতে সশস্ত্র জঙ্গীদের একাধিক ছবিও গোপন ডেরা থেকে প্রকাশ করেছেন জীবন। 

2 years ago