Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

China

Food: এবার পুজোয় চায়না টাউন এর কিমলিং এ থাকছে রকমারি চিনে খাবারের সম্ভার

শান্তনু বন্দ্যোপাধ্যায়: পুজো মানেই ঘুরে ঘুরে ঠাকুর দেখা এবং বিভিন্ন  হোটেল-রেস্তোরাঁতে গিয়ে পেটপুজো সারা। এবার পুজোয় চাইনিজ প্রেমীদের জন্যে সুখবর কলকাতার চায়না টাউনের দীর্ঘ দিনের জনপ্রিয় রেস্তোরাঁ কিমলিং। এবার পুজোয় পরিবেশিত হবে রকমারি জিভে জল আনা চাইনিজ পদ। কিমলিংয়ের কর্ণধার কাম শেফ মণিকা লিউ জানালেন যে প্রতি বছর পুজোর সময় বহু দূর-দূরান্ত থেকে বাঙালি খাদ্যরসিকরা চাইনিজ খাওয়ার জন্যে কিমলিংয়ে ভিড় করেন।

তিনি জানান, পঞ্চমীর দিন থেকেই কিমলিংয়ে ভিড় উপচে পড়ে। বাঙালিরা এখানকার চাইনিজ খাবার খেতে খুব ভালবাসে। তাই পুজোর সময় পরিবারের লোকজন ও বন্ধু বান্ধবদের নিয়ে কিমলিংয়ে খেতে আসা। তাঁদের জন্যে এবার পুজোয় মাছ, মাংসের রকমারি পদ এখানে পরিবেশিত হবে এবং বেলা ১২টা থেকে প্রায় রাত সাড়ে ১২টা, বড়জোর একটা পর্যন্ত কিমলিং খোলা।

মণিকা লিউ ও তার সহকর্মীদের হাতের তৈরি এবারের পুজো স্পেশাল চাইনিজ খাবারের মধ্যে উল্লেখযোগ্য হল চিকেন মাশরুম স্যুপ, মিক্সড থাই স্যুপ, চিকেন এন্ড প্রণ হট এন্ড সাওয়ার স্যুপ। স্টাটারে মধ্যে পিপার ফিশ, স্প্রিং চিকেন, চিকেন ফ্রায়েড ওয়ানটন, ফ্রায়েড প্রণ,  চিলি চিকেন ড্রাই, জিঞ্জার চিকেন ড্রাই, চিলি ফিশ, চিলি গারলিক চিকেন, ক্রিস্পি ফিশ ইত্যাদি। মেইন কোর্সে সেজয়ান প্রন, মানচুরিয়ান চিকেন, চিলি চিকেন গ্রেভি, চিকেন উইথ ভেজিটেবিলস, সুইট এন্ড সাওয়ার ফিশ, চিলি লেমন ফিশ , ফিশ গ্রিন পিপার, ম্যানডারিন ফিস, কুমপাও চিকেন, চিকেন উইথ মাশরুম এন্ড বেবিকর্ন, কিমলিং স্পেশাল ফ্রায়েড রাইস ও নুডলস ইত্যাদি। কিমলিংয়ে পুজোতে দু'জনের ন্যূনতম খাওয়া খরচ ১০০০- ১২০০ টাকার মধ্যে।

2 years ago
Spy ship: শ্রীলঙ্কার বন্দরে চিনা 'স্পাই' জাহাজ, বিতণ্ডা দিল্লি-বেজিংয়ের

চলতি মাসের শুরুতে শ্রীলঙ্কার (Sri Lanka) হাম্বানটোটা বন্দরে (Hambantota port) আসা একটি চিনা সামরিক (Chinese military) জাহাজকে কেন্দ্র করে ভারত ও চিনের (China) মধ্যে মৌখিক বিবাদ বাঁধে।  হাম্বানটোটা বন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং স্যাটেলাইট ট্র্যাকিং জাহাজ 'ইয়ুয়ান ওয়াং ৫' ডক করার বিষয়ে ভারতে আপত্তি জানায়।  জন্য শ্রীলঙ্কার চিনা রাষ্ট্রদূত কুই জেনহং এই নিয়ে তীব্র মন্তব্য করেন। এরপরই শুরু হয় বাকযুদ্ধ।

জেনহং বলেছেন, কোনও প্রমাণ ছাড়াই কেবলমাত্র নিরাপত্তাজনিত উদ্বেগের ভিত্তিতে "বহিরাগত বাধা" শ্রীলঙ্কার সার্বভৌমত্ব এবং স্বাধীনতায় একপ্রকার হস্তক্ষেপ করা। তিনি একে দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসনের ইতিহাস বলে অভিহিত করেছেন। জেনহংকে তাঁর "মৌলিক কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের" জন্য পাল্টা আক্রমণ চালিয়ে কলম্বোতে ভারতীয় হাইকমিশন বলেছে যে, শ্রীলঙ্কার "উত্তর প্রতিবেশী সম্পর্কে চিনা কূটনীতিকের দৃষ্টিভঙ্গি তাঁর নিজের দেশের আচরণকে অপমান করেছে।"

হাইকমিশন চিনকে আঘাত করে বলেছে যে, "অস্বচ্ছতা এবং ঋণ-চালিত এজেন্ডা" এখন একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে ছোট দেশগুলির জন্য।  উল্লেখ্য, দ্বীপ দেশটি ১৯৪৮ সালের পর থেকে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সঙ্কটের সঙ্গে লড়াই করছে।

2 years ago
Scam: ৫০০ কোটির তাৎক্ষণিক ঋণ-চক্রে পাকড়াও ২২, পুলিসের নজরে চিন

দিল্লি পুলিসের (Delhi Police) বড় সাফল্য। চিনা (China) নাগরিকদের দ্বারা পরিচালিত ৫০০ কোটি টাকার তাৎক্ষণিক ঋণ-কাম-চাঁদাবাজির চক্রে জড়িত ২২ জনকে গ্রেফতার (Arrested) করেছে পুলিস। সারাদেশে গত দু'মাস ধরে তল্লাশি চালিয়ে চক্রটির হদিশ পায় দিল্লি পুলিস। চিনে বসে এই চক্র চালাচ্ছিল কয়েকজন নাগরিক। টাকা তোলার জন্য ১০০টি লোন অ্যাপ (Loan App) ব্যবহার করেছে অভিযুক্তরা। ব্যবহারকারীদের বিবরণ পাঠানো হয়েছে চিনে বলে জানান এক পুলিস আধিকারিক।

এই নেটওয়ার্কটি দিল্লি, কর্ণাটক, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং অন্যান্য রাজ্য জুড়ে ছড়িয়ে ছিল বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। জানা গিয়েছে, যত টাকার ঋণ চাইত তত দেওয়া হত ঋণগ্রহীতাদের। আর ঋণ দেওয়ার বদলে হাতিয়ে নেওয়া হত গোপন তথ্য। তারপর সেই তথ্য ব্যবহার করে ব্ল্যাকমেল করা হত গ্রাহকদের। এবং আদায় করত মোটা অঙ্কের টাকা।

ডেপুটি কমিশনার অফ পুলিশ (IFSO) কেপিএস মালহোত্রা বলেছেন, এই দলটি ভুয়ো আইডি ব্যবহার করে বিভিন্ন নম্বর থেকে গ্রাহদের কল করত। এবং দাবি মানতে না চাইলে ব্যবহারকারীদের মর্ফ করা নগ্ন ছবি ইন্টারনেটে আপলোড করা হবে বলে ভয় দেখিয়ে অর্থ আদায় করত। বিশেষ অ্যাপের মাধ্যমে গ্রাহকদের মেসেজ, চ্যাটেরও অ্যাকসেস নেওয়া হত। সে সব তথ্য চিন এবং হংকংয়ের সার্ভারে আপলোড করা হত।

সামাজিক ভয় এবং কলঙ্কের কারণে, ব্যবহারকারীরা অর্থ প্রদান করতেন। যা পরে হাওয়ালার মাধ্যমে বা ক্রিপ্টোকারেন্সি কেনার পরে চিনে পাঠানো হয়েছিল। গ্যাংটি টাকা লেনদের জন্য একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করেছে বলে জানা গিয়েছে। এবং প্রতিটি অ্যাকাউন্টে প্রতিদিন ১ কোটি টাকারও বেশি ঢুকত।

যে অ্যাপগুলো সাধারণ ব্যবহার করা হত, সেগুলি হল, ক্যাশ পোর্ট, রুপি ওয়ে, লোন কিউব, ওয়াও রুপি, স্মার্ট ওয়ালেট, জায়ান্ট ওয়ালেট, হাই রুপি, সুইফট রুপি, ওয়ালেটউইন, ফিশক্লাব, ইয়েহক্যাশ, ইম লোন, গ্রোট্রি, ম্যাজিক ব্যালেন্স, ইয়োক্যাশ, ফরচুন ট্রি, সুপারকয়েন, রেড ম্যাজিক। তল্লাশি চালিয়ে ৫১টি মোবাইল ফোন, ২৫ টি হার্ডডিস্ক, নয়টি ল্যাপটপ, ১৯ টি ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড এবং তিনটি গাড়ি এবং ৪ লাখ টাকা নগদ উদ্ধার করেছে পুলিস।

গ্রেফতারকৃত সদস্যরা পুলিশকে জানিয়েছে যে চিনা নাগরিকদের নির্দেশে এই চক্রটি পরিচালিত হয়েছিল। পুলিস কয়েকজন চিনা নাগরিককে শনাক্ত করেছে এবং তাঁদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। ধৃত ২২ জনের মধ্যে ২ জন মহিলাও যুক্ত রয়েছেন বলে জানা গিয়েছে।

2 years ago


Indo China: ভারত-চিন সম্পর্ক স্বাভাবিক হবে সীমান্ত সমস্যা মিটলেই, মন্তব্য বিদেশমন্ত্রীর

'সীমান্ত সমস্যা (Border Problem) না মিটলে সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব নয়', চিন প্রসঙ্গে বেঙ্গালুরুর অনুষ্ঠানে মন্তব্য বিদেশমন্ত্রী জয়শঙ্করের। "ভারত তার অবস্থানে অটল রয়েছে। চিন (China) যদি সীমান্তে শান্তিভঙ্গের চেষ্টা করে, তবে তার প্রভাব দুই দেশের সম্পর্কের উপরই পড়বে। বর্তমানে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক নেই। যতক্ষণ না সীমান্ত সমস্যা মিটছে, তা স্বাভাবিক হওয়া সম্ভবও নয়।" শুক্রবার বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিদেশমন্ত্রী (External Affairs Minister) এস জয়শঙ্কর (S Jaishankar) এ কথা বলেন। 

পাক অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে চিনের প্রকল্প 'ওয়ান বেল্ট ওয়ান রোড' (one belt one road) নির্মাণের প্রসঙ্গও টেনে আনেন বিদেশমন্ত্রী। তিনি বলেন, পাক অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে চিনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ কর্মসূচির অন্তর্গত ‘চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর’ (সিপিইসি) নির্মাণের প্রতিবাদ জানিয়েছিল নয়াদিল্লি। কিন্তু তাতে কর্ণপাত করেনি বেজিং। এমন পদক্ষেপ দ্বিপাক্ষিক সুসম্পর্কের পরিপন্থী।

বিদেশমন্ত্রী এদিন আরও বলেন, ভারত নিজেদের অবস্থানেই অনড়। চিন যদি সীমান্তে শান্তি বিঘ্নিত করে, তবে তা দ্বিপাক্ষিক সম্পর্কের উপর প্রভাব ফেলবে। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভারত-চিন সম্পর্ক স্বাভাবিক হতে পারে না।

প্রসঙ্গত, ২০২০-তে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (Line of Actual Control) বা এলএসি সংলগ্ন এলাকায় আগ্রাসী মনোভাব দেখায় চিন। বছর দুয়েক কেটে গেলেও মেটেনি সমস্যা। বেশ কয়েকটি জায়গায় মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে দুই দেশের সেনা। পাশাপাশি, চলতি মাসেই তাইওয়ানে আগ্রাসী মনোভাব দেখায় চিন (China)। দ্বীপরাষ্ট্রটিকে (Island State) ৬দিক থেকে ঘিরে রেখে টানা ৪ দিন ধরে সামরিক মহড়া চালায় লালফৌজের দল। সেই আবহে ভারতের বিদেশমন্ত্রীর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক মহলের বিশেষজ্ঞরা।

2 years ago