Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

ChiefMinister

Metro: মুখ্যমন্ত্রীর দিল্লি সফর, সাময়িক বন্ধ মেট্রোর কাজ!

মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের জন্য সাময়িক বন্ধ ভিআইপি রোডে চলা অরেঞ্জ লাইনের মেট্রোর কাজ। মেট্রো সূত্রে খবর, দিল্লি সফরে যাওয়ার জন্য ভিআইপি রোড ব্যবহার করবেন মুখ্যমন্ত্রী। তাঁর নিরাপত্তার কথা মাথায় রেখে মেট্রো কাজ বন্ধ রাখার জন্য আবেদন করা হয় বিধাননগর পুলিস কমিশনারেটের পক্ষ থেকে। সেই কারণের সোমবার বেলা ১২ টা থেকে বন্ধ থাকছে মেট্রোর কাজ।

প্রসঙ্গত, বর্ধমান সফর থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন মুখ্যমন্ত্রী। ড্যাশবোর্ডের ধাক্কার মাথায় সামান্য চোটও পান তিনি। সেই কথা মাথায় রেখেই এবার নিরাপত্তার কোনও খামতি রাখতে নারাজ প্রশাসন। পুলিস সূত্রে খবর, সেই কারণেই মেট্রোর কাজ বন্ধ রাখার জন্য মেট্রো কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে মেট্রো কর্তৃপক্ষ অরেঞ্জ লাইনের কাজ সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। কিন্তু নির্মাণ বন্ধের কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বলেই জানান মেট্রো আধিকারিকেরা।

মুখ্যমন্ত্রীর সফরে মেট্রোর কাজ বন্ধ রাখা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। রাজ্য প্রশাসনকে কড়া আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে শুভেন্দু লেখেন, এই লাইনের কাজ বেশ কিছুদিন ধরেই চলছে। হাজার হাজার নয়, প্রতিদিন লক্ষ লক্ষ গাড়ি এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে। এর পরেই বিরোধী দলনেতা বিধাননগর পুলিসের উদ্দেশ্যে ২টি প্রশ্ন ছুঁড়ে দেন। লেখেন, নির্মাণ কাজ যদি নিরাপদ না হয়, তাহলে ট্রাফিক বিভাগ জনসাধারণের নিরাপত্তার জন্য আগে কেন পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি। সাধারণ মানুষের নিরাপত্তা কি চিন্তার বিষয় নয়?

মেট্রো রেলওয়ের নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ রাখার কথা বলে আপনারা মুখ্যমন্ত্রীকে কী বার্তা দিতে চাইলেন? হীরক রানি যেখানেই যাবেন সেখানে সবকিছু বন্ধ হয়ে যাবে?

আর এখানেই ওয়াকিবহাল মহলের মতে, মেট্রোর মত এতো গুরুত্বপূর্ণ কাজ শুধুমাত্র মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য বন্ধ রাখা যায়। যেখানে দেশের সংবিধান প্রত্যেক নাগরিকের জন্য নিরাপত্তা সুনিশ্চিত করেছে, সেখানে বিধাননগর পুলিসের এই নির্দেশিকা নিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে। তা বলাই বাহুল্য।

3 months ago
Champai Soren: জল্পনার অবসান, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদে শপথ চম্পাই সোরেনের

জমি দুর্নীতি মামলায় বুধবার ইডির হাতে গ্রেফতার হন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তার ঠিক দু'দিনের মাথায় মুখ্যমন্ত্রীর আসনে বসেন চম্পাই সোরেন। শুক্রবার দুপুর ১২ টা নাগাদ রাঁচির রাজভবনে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণাণ চম্পাইকে শপথবাক্য পাঠ করান।

৬৭ বছর বয়সে চম্পাই সোরেন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণাণ বৃহস্পতিবার চম্পাইকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু বৃহস্পতিবার তাঁর শপথ নেওয়া হয়নি। তারপরই মুখ্য়মন্ত্রীর পদ গড়া নিয়ে শুরু হয় জল্পনা। এরপর রাজ্যের পরিবহণমন্ত্রী তথা চম্পাই সোরেন, জেএমএম প্রধান শিবু সোরেনের অনুগত হিসাবে বিবেচিত হন। নয়া মুখ্য়মন্ত্রীর আসন পান তিনি। জেএমএম আইনসভা দলের নেতা নির্বাচিত হওয়ার পর, চম্পাই সোরেন বলেন, আমি আমার বাবার সঙ্গে মাঠে কাজ করতাম। এখন ভাগ্য আমাকে একটি ভিন্ন ভূমিকা পালন করার সুযোগ দিয়েছে।

হেমন্তের জায়গায় চম্পাইকে বেছে নেন জেএনএম। বুধাবার রাতে হেমন্ত সোরেন গ্রেফতার হওয়ার পর চম্পাই রাজভবনে গিয়ে নতুন সরকার নিয়োগ দাবি জানিয়ে এসেছেন। রাজভবনের সামনে প্রচুর পরিমাণে পুলিস মোতায়েন করা হয়েছে।

3 months ago
Nitish Kumar: ৫ বছরের মেয়াদে তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশ কুমারের, শপথ ২ উপমুখ্যমন্ত্রীরও

৫ বছরের মেয়াদে তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার। রবিবার বিকেল ৫টায় হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। এবার তাঁর সঙ্গে শপথ নিলেন দুই উপমুখ্যমন্ত্রীও। ২ জনেই বিজেপির বিধায়ক। সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা এবার উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত জেপি নাড্ডা।

লোকসভা নির্বাচনের আগে বড় ধাক্কা ইন্ডিয়া ব্লকে। নীতীশ কুমারের শিবির ত্যাগে শুধু ইন্ডিয়া ব্লক নয়, বিহারে মহাজোট ভেঙে দিয়েছে। রবিবার সকালে পটনায় রাজভবনে রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের কাছে পদত্যাগ পত্র জমা দেন জেডিইউ সুপ্রিমো। নীতীশ কুমারের এই শিবির ত্যাগে কংগ্রেসও কার্যত দিশেহারা।

এদিন কংগ্রেসের নেতারা এতটাই ক্ষুব্ধ যে, তারা নীতীশ কুমারকে গিরগিটির সঙ্গে তুলনা করে বলেছেন, জনগণ তাঁকে কখনই ক্ষমা করবে না। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ নিজের এক্স হ্যান্ডেলে নীতীশ কুমারকে বিশ্বাসঘাতকদের বিশেষজ্ঞ বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এই বিশেষজ্ঞ এবং যারা তাদের নাচিয়েছে, তাদেরকে জনগণ ক্ষমা করবে না। কংগ্রেসের সাধারণ সম্পাদক আরও বলেছেন, এটা স্পষ্ট যে প্রধানমন্ত্রকী ও বিজেপি ভারত জোড়ো ন্যায় যাত্রাকে বয় পাচ্ছেন। সেখান থেকে দৃষ্টি সরাতে এই রাজনৈতিক নাটক বলেও মন্তব্য করেছেন তিনি।

সর্বসাকুল্যে এই নিয়ে নবমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ েনবেন নীতীশ কুমার। প্রতিবারই কোনও না কোনও কৌশলে পাল্টি খেয়ে নিজের মুখ্যমন্ত্রীর পদটি ঠিক বাঁচিয়ে গিয়েছেন নীতীশ। কখনও বিজেপির হাত ধরে তো কখনও আরজেডির হাত ধরে। দাবার চালের মতো চাল চেলেই নিজে গদি রক্ষা করেছেন জেডিইউ সুপ্রিমো।

২০০০ সাল থেকে বিহারের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন নীতীশ কুমার। কখনও বিজেপির সমর্থনে তো কখনও আরজেডির সমর্থনে। ২০১০ সাল পর্যন্ত বিজেপির সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী পদে থেকেছেন নীতীশ কুমার। ২০১৫ সালে ২ বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন আরজেডির সমর্থনে। ২০১৭ এবং ২০২০ তে আবার বিজেপির সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী পদে বসেন তিনি। ২০২২ সালে আবার আরজেডির সমর্থনে মুখ্যমন্ত্রী পদে শপথ। তারপরে আবার ২০২৪ সালে বিজেপির সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন তিনি। যদিও ভোটকুশলী প্রশান্ত কিশোর দাবি করেছেন বিজেপির সঙ্গে নীতীশের এই জোট স্থায়ী হবে না। ২০২৪-র লোকসভা ভোট আসতে আসতে তিনি আবার বিজেপির সঙ্গ ছেড়ে আরজেডিতে যোগ দেবেন। প্রসঙ্গত উল্লেখ্য একটা সময়ে জেডিইউতে যোগ দিয়েছিলেন প্রশান্ত কিশোর। কিন্তু নীতীশের সঙ্গে মনোমালিন্যার জেরে তিনি জেডিইউ ছেড়ে বেরিয়ে আসেন।

3 months ago


Bihar: একই দিনে ইস্তফা আবার মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশের, মহাজোট ছেড়ে ফের NDA-এর পথে...

বিহারে রাজনৈতিক সংকট ফের তুঙ্গে। আবারও পাল্টি খেয়েছেন নীতীশ কুমার। ইন্ডিয়া ছেড়ে নীতীশ যোগ দিচ্ছেন বিজেপি শাসিত এনডিএ-তে। আজ, রবিবার বিকেল সাড়ে ৩টের সময় ফের বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নীতীশ কুমার। তবে এবার আরজেডির সঙ্গে জোট গড়ে নয়। ফের বিজেপির সঙ্গে জোট গড়ে সরকার গড়তে চলেছেন তিনি। ইতিমধ্যে রাজ্যপালের কাছে ইস্তফা দিয়ে রাজভবন থেকে বেরোলেন জেডিইউ সুপ্রিমো নীতিশ কুমার।

সকাল ১০টা থেকে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। জানা গিয়েছে, বিজেপির সঙ্গে জোট ঘোষণার পরেই তিনি মুখ্যমন্ত্রী পদে ফের শপথ নেবেন। তার আগে বিকেল ৩টে নাগাদ পাটনায় পৌঁছবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

শনিবার থেকেই তোড়জোর শুরু হয়ে গিয়েছিল। ইন্ডিয়া জোট ভেঙে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার, এই নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা শুরু হয়েছিল। শেষ পর্যন্ত তাতেই সিলমোহর পড়ল। গতকাল নিজের মন্ত্রিসভা থেকে আরজেডির সব মন্ত্রীদের বরখাস্ত করে বিধানসভা ভেঙে দেন নীতীশ কুমার। তারপরেই জল্পনা শুরু হয় বিজেপির সঙ্গে জোট গড়া নিয়ে। শেষ পর্যন্ত সেই বিজেপির সঙ্গে হাত মিলিয়েই ফের সরকার গড়তে চলেছেন তিনি।

3 months ago
Vote: অঙ্ক কষেই তিন মুখ্যমন্ত্রী, কিন্তু জটিলতাও আছে...

প্রসূন গুপ্তঃ কেউই আশা করেনি বোধকরি যে রাজস্থান, মধ্যপ্রদেশ বা ছত্রিশগড়ে অজানা অখ্যাত এমন তিন মুখ্যমন্ত্রী হতে পারে। প্রথমত, এঁরা অখ্যাত তা নিয়ে বিতর্ক থাকতেই পারে। মুম্বই বা ব্যাঙ্গালুরু শহরে এ রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কজন নেতার নাম জানে? ভারতের বিভিন্ন প্রান্তে কজন রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নাম শুনেছে? কিন্তু মহুয়া মৈত্রর নাম আজ সকলের মুখোমুখি। সদ্য জেতা তিন রাজ্যে মহুয়ার মতো খ্যাতনামা কাউকেই মুখ্যমন্ত্রী করা হয়নি। অথচ এক ডজন সাংসদকে পার্লামেন্ট থেকে ইস্তফা দিয়ে এই তিন রাজ্যের বিধানসভার প্রার্থী করা হয়েছিল, ভাবা যাচ্ছিলো এদেরই মধ্যে থেকে মুখ্যমন্ত্রী বেছে নেওয়া হবে। কিন্তু গোটা বিষয়টি পাল্টে গেলো স্রেফ মোদী, অমিত শাহের হস্তক্ষেপে বলেই সংবাদ।

দ্বিতীয়ত, এমন তিনজন মুখ্যমন্ত্রী হলেন যাঁদের পূর্ব অভিজ্ঞতা কিছুই নেই। ছত্রিশগড়ের নয়া মুখ্যমন্ত্রী আদিবাসী প্রতিনিধি বিষ্ণু সাই এক সময়ে মোদী মন্ত্রিসভায় ছিলেন, কিন্তু কর্মদক্ষতার এভাবে তাঁকে বাতিল করা হয়। সেই বিষ্ণু সাই আজ মুখ্যমন্ত্রী। কারণ আদিবাসী ভোটের দিকেই নজর আগামী লোকসভায়। মোহন যাদব, মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী, যাঁর বিধানসভার অভিজ্ঞতাটাই ছিল না। কিন্তু নজরে লোকসভায় ওবিসি যাদব ভোট কাজেই তাঁকে আনা হলো। ভজনলাল শর্মা, রাজস্থানের এবারের মুখ্যমন্ত্রী। ব্রাহ্মণ পরিবার ভুক্ত। তিনিই সম্ভবত দেশের বিজেপির একমাত্র মুখ্যমন্ত্রী যিনি চূড়ান্ত উচ্চবর্ণের। লক্ষ ব্রাহ্মণ ভোট।

তৃতীয়ত, বিজেপি দলটি কংগ্রেস বা মধ্যপন্থী দলগুলির মতো নয়। একেবারে সংগঠনশীল দল। রেজিমেন্টেড। কাজেই দল যা বলবে বা আরএসএস, তাই মোক্ষ হিসাবে মেনে নিতে হবে। কিন্তু টানা ১০ বছর রাজত্ব করা হয়ে গিয়েছে বিজেপির। অনেক নিয়মকেই প্রয়োজনে পাল্টে ফেলা হয়েছে। শিবরাজ সিং চৌহান বা বসুন্ধরা রাজে সিন্ধিয়া শোনা যায় লালকৃষ্ণ আদবানি ঘনিষ্ঠ, তাঁদেরকেই ছেঁটে ফেলা হলো। এই দুই সদ্য প্রাক্তনীর মানসিক অবস্থা যে ভালো নয় তা হাবেভাবে তাঁরা বুঝিয়ে দিয়েছেন। রেজিমেন্টেড পার্টিতেও সংকট আসে, উদাহরণ রাশিয়া থেকে জার্মানি হয়ে বিশ্বযুদ্ধের ইতালি। কাজেই লোকসভা অবধি কি কি ঘটনা গোচরে ঘটে তাই দেখার।

5 months ago


MP CM: শেষ হল শিবরাজের 'রাজত্ব'! মধ্যপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী হলেন মোহন যাদব

শেষ হল শিবরাজের 'রাজ'। মধ্যপ্রদেশে নয়া মুখ্যমন্ত্রী হলেন মোহন যাদব। বিজেপি শাসিত রাজ্যে নতুন মুখেই ভরসা রাখল গেরুয়া শিবির। বিদায়ী রাজ্য সরকারের উচ্চ শিক্ষামন্ত্রী ছিলেন তিনি। এবার উজ্জিয়নী দক্ষিণ আসন থেকে জয়লাভ করেছেন তিনি। ফলে আর চারবারের মুখ্যমন্ত্রী শিবরাজ নন, উজ্জয়িনীর বিধায়ক মোহন যাদবকেই বেছে নিয়ে চমক দিল বিজেপি।

সমস্ত জল্পনার অবসান করে সোমবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী নাম ঘোষণা করা হল। টানা দু'সপ্তাহ ধরে আলোচনার পর সোমবার ভোপালে রাজ্য বিজেপির দফতরে দলের বিধায়কদের নিয়ে বৈঠকে তিন কেন্দ্রীয় পর্যবেক্ষক–হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, রাজ্যসভা সাংসদ কে লক্ষ্মণ এবং ঝাড়খণ্ডের রাঁচীর মেয়র তথা দলের জাতীয় কর্মসমিতির সদস্য আশা লারকা নতুন মুখ্যমন্ত্রী হিসাবে মোহন যাদবের নাম ঘোষণা করলেন। শীঘ্রই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। 

5 months ago
Mamata: স্পেন সফরে গিয়ে আবারও বাঁ পায়ে চোট, এসএসকেএমে মুখ্যমন্ত্রী...

শনিবার সন্ধ্যায় বিদেশ সফর সেরে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী। সফরের সময় বাঁ পায়ে পুরোনো চোটের জায়গায় আবারও আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁকে ১০ দিন বিশ্রামের পরামর্শ দিলেন এসএসকেএম (SSKM) হাসপাতালের চিকিৎসকরা। রবিবার প্রায় ৩ ঘণ্টা ধরে হাসপাতালে তাঁর একাধিক পরীক্ষা হয়েছে বলে এসএসকেএম সূত্রে খবর। এমআরআই ও রক্ত পরীক্ষা সহ (MRI) একাধিক প্রয়োজনীয় পরীক্ষা হয়েছে এদিন। প্রাথমিক রিপোর্ট দেখে চিকিৎসকরা, আপাতত ১০ দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রীকে। পরে অস্ত্রোপচার নিয়েও চিন্তাভাবনা করা হতে পারে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, এ বছরের মাঝামাঝি সময় উত্তরবঙ্গ সফরে গিয়ে কপ্টারের এমার্জেন্সি ল্যান্ডিংয়ের সময়ে পায়ে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা। এসএসকেএমে চিকিৎসা করাতে গেলে তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু মুখ্যমন্ত্রী বাড়িতেই চিকিৎসা করাতে চান। বেশ কয়েকদিন বিশ্রাম নিতে হয়েছিল তাঁকে। বাড়িতে নিয়মিত চলছিল ফিজিওথেরাপি। খানিকটা সুস্থ হয়েই কাজে নেমে পড়েছিলেন। কিন্তু পুরোনো চোট তা৬র পিছু ছাড়েনি।

7 months ago
Governor: মুখ্যমন্ত্রী ফিরতেই এবার বিদেশ সফরে যাচ্ছেন রাজ্যপাল...

বিদেশের মাটি থেকে লগ্নি টানতে স্পেন সফরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধেয় কলকাতায় ফেরেন তিনি। আর মঙ্গলবারই বিদেশ সফরে উড়ে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও রাজভবনের তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা এখনও পর্যন্ত করা হয়নি। তবে যা জানা গিয়েছে ১২ দিনের সফরে তিনি আমেরিকা রওনা হবেন মঙ্গলবার। মার্কিন মুলুকের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন তিনি বলে সূত্রের খবর। আর তাতেই যোগ দিতে আমেরিকা পাড়ি দিচ্ছেন রাজ্যপাল।

১২ সেপ্টেম্বর বিদেশে যান মমতা। দুবাই হয়ে স্পেনে পৌঁছন। ফেরার পথে আবার দুবাইতে দু’টি দিন কাটান। দুই দেশেই শিল্পপতিদের সঙ্গে এবং অনাবাসী ভারতীয়দের সঙ্গে বৈঠক করেন তিনি। বাংলায় বিনিয়োগ নিয়ে বিভিন্ন আলোচনা সেরে শনিবার কলকাতায় ফেরেন মমতা। এর পরে রাজ্যপাল বোস রবিবার একটি চিঠি পাঠিয়েছেন মমতাকে। বোস বা মমতা চিঠির বিষয় নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও রাজভবন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর বিদেশ সফর বিষয়ে খোঁজখবর নিয়েছেন রাজ্যপাল।

রাজভবন বোসের বিদেশ সফর নিয়ে কোনও কিছু ঘোষণা না করলেও একটি বিষয় জানা গিয়েছে যে সরকারি কর্মসূচির পাশাপাশি আমেরিকায় একটি সাহিত্য সম্মেলনেও অংশ নিতে পারেন বোস। আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হওয়ার কথা। আমেরিকার একাধিক শহরে তাঁর কর্মসূচি রয়েছে। সে সব মিটিয়ে ৭ অক্টোবর কলকাতায় ফেরার কথা বোসের।

তবে বিদেশ সফরের আগেও নবান্নের সঙ্গে সংঘাতের আবহ রয়েই গেল। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তিকালীন উপাচার্য নিয়োগের ক্ষেত্রে তিনি উচ্চশিক্ষা দফতরের সঙ্গে আলোচনা করেননি বলেই অভিযোগ নবান্নের। তা নিয়ে অনেক জলঘোলা হয়েছে। রবিবার ছুটির দিনেও তিনি রাজ্যের সব উপাচার্যকে নিয়ে বৈঠকে বসছেন। সেখানে সকলকে উপস্থিত থাকতে আগেই নির্দেশ পাঠিয়েছেন তিনি। অন্য দিকে, সম্প্রতি ধূপগুড়ি উপবনির্বাচনে জয়ী তৃণমূলের নির্মলচন্দ্র রায় এখনও বিধায়ক হিসাবে শপথ নিতে পারেননি। তা নিয়ে রাজভবনের সঙ্গে সংঘাতের আবহ তৈরি হয়েছে। নির্মলচন্দ্রকে শপথবাক্য পাঠ করানোর জন্য রাজভবনের তরফে প্রস্তুতি নেওয়া হলেও তা শেষ পর্যন্ত হয়নি। পরিষদীয় দফতরের অভিযোগ ছিল, রাজ্যকে এড়িয়ে একক ভাবে বিধায়ককে শপথবাক্য পাঠ করানোর আয়োজন করেছিলেন রাজ্যপাল। কিন্তু পরিষদীয় দফতর সায় না দেওয়ায় সেই শপথগ্রহণ অনুষ্ঠান করা সম্ভব হয়নি রাজভবনের তরফে। হাতে আর সময় নেই। তবে কি রাজ্যপালের বিদেশ সফরের পরেই আনুষ্ঠানিক ভাবে বিধায়ক হতে পারবেন ধূপগুড়ির নির্মলচন্দ্র!

7 months ago


Budhadeb: দীর্ঘ ১১ দিন চিকিৎসার পর বাড়ি ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রায় ১১ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বর্ষীয়ান নেতা। এদিন, তাঁকে আনতে হাসপাতালে যান স্ত্রী মীরা ভট্টাচার্য। বুধবার সকাল থেকেই হাসপাতালের বাইরে রাখা ছিল অ্যাম্বুলেন্স। স্ট্রেচারে করে এনে তাঁকে ওই অ্যাম্বুলেন্সে তোলা হয়। সঙ্গে ছিলেন চিকিৎসক। এরপর পাম অ্যাভিনিউ-এর উদ্দেশে রওনা দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

চিকিৎসকরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বুদ্ধদেববাবু বাড়িতে পৌঁছনোর পর সেখানেও একজন চিকিৎসক থাকবেন। তাঁরা জানিয়েছেন, স্থান পরিবর্তন হল, কিন্তু হোম কেয়ার চলবে। আপাতত এক মাস হোমকেয়ারে রাখা হবে তাঁকে। বাইপ্যাপ সাপোর্ট ছাড়াই  বাড়ি ফিরছেন বুদ্ধবাবু। তবে বাড়িতে রাতে বাইপ্যাপ দেওয়া হবে তাঁকে। ওষুধ খাওয়ানো ও প্যারামিটার দেখার জন্য নার্স থাকবেন পাম অ্যাভিনিউয়ের বাড়িতে। ফিজিওথেরাপি চলবে।

চিকিৎসকরা আরও জানাচ্ছেন, যে অবস্থায় বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, সেই তুলনায় এখন তিনি অনেকটা সুস্থ। চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন ও আশীর্বাদও করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য।

এদিন মীরা ভট্টাচার্য হাসপাতালের উদ্দেশে রওনা হওয়ার আগে বলেন, বাড়িতে কড়া নজরদারিতে চিকিৎসা তলবে তাঁর। সেইমতো ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে এতদিন বুদ্ধদেববাবুর জন্য যাঁরা উৎকণ্ঠায় ছিলেন, তাঁর জন্য প্রার্থনা করেছেন, তাঁদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন মীরা ভট্টাচার্য।

9 months ago
ED: খনি সংক্রান্ত কয়েকটি অর্থ তছরুপের মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে তলব ইডির

এবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে সমন পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর্থিক তছরুপ বিরোধী আইনের আওতাধীন একটি মামলার জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠানো হয়েছে। যদিও ঠিক কী কারণে তাঁকে ডেকে পাঠানো হয়েছে তা নির্দিষ্ট করে জানানো হয়নি।

ঝাড়খণ্ডের খনি সংক্রান্ত কয়েকটি অর্থ তছরুপের মামলার তদন্ত চালাচ্ছে ইডি। তার জন্যই ডেকে পাঠানো হয়েছে হেমন্ত সোরেনকে। তবে তাঁর কাছ থেকে কী জানতে চাওয়া হবে সেবিষয়ে কোনও তথ্যই পাওয়া যায়নি। এর আগেও গত নভেম্বর মাসে এই সংক্রান্ত একটি মামলায় হেমন্তের বয়ান রেকর্ড করেছিল ইডি।

যদিও হেমন্তকে নোটিস পাঠানোর পরেই ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগে বিরোধীরা। বেছে বেছে অ-বিজেপি রাজ্যগুলির উপর বারবার আঘাত করা হচ্ছে বলে অভিযোগ।

9 months ago


Buddhadeb: বুধবারই উডল্যান্ডস থেকে নিজের বাড়িতে ফিরতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবু

সংক্রমণ মুক্ত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সব ঠিক থাকলে বুধবারেই হাসপাতাল থেকে পাম এভিনিউয়ের বাড়িতে ফিরতে পারেন বুদ্ধবাবু। তবে বাড়ি ফেরার পরেও বেশ কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে বর্ষীয়ান প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। গত ২৯ জুলাই থেকে আলিপুরের উডল্যান্ড হাসপাতালে ভর্তি তিনি। বুদ্ধবাবু বাড়ি ফেরার আগে জীবাণুমুক্ত করা হবে তাঁর গোটা বাড়ি। অন্যদিকে আপাতত ক'দিন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে খাওয়ানো হবে রাইলস টিউবের মাধ্যমেই। সোমবার মেডিকেল বোর্ডের বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাড়িতেও চিকিৎসকদের চোখে চোখে থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।  বাড়ি ফেরার পর আগামী বেশ কয়েক সপ্তাহ তাঁকে দেখভাল করবে ‘হোম কেয়ার টিম’।বাইরে থেকে যেন কেউ তাঁর ঘরে না ঢোকেন সে বিষয়েও নজর রাখার নির্দেশ।  চলবে ‘সোয়ালো অ্যাসেসমেন্ট’। বাড়িতেই থাকবে অক্সিজেনের ব্যবস্থাও।

চিকিৎসকরা জানিয়েছেন, বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক ভাল। সুস্থ হয়ে উঠছেন দ্রুত। তাই হাসপাতাল থেকে বর্ষীয়ান নেতাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছেন চিকিৎসকরা। সব ঠিক থাকলে ৯ অগাস্ট তাঁর পাম অ্যাভিনিউর বাড়িতে যেতে পারেন। তবে মঙ্গলবার আরও একটা বৈঠকে বসবে মেডিক্যাল বোর্ড। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

9 months ago
Police: রাজ্যের ৬ আইপিএসকে 'পুলিস মেডেলে' পুরস্কৃত করবেন মুখ্যমন্ত্রী, কী বলছেন অফিসাররা

মণি ভট্টাচার্য: মুখ্যমন্ত্রী দ্বারা প্রদত্ত পুলিস মেডেল পাচ্ছেন রাজ্যের ৬ আইপিএস অফিসার। রাজ্য পুলিস প্রশাসন মারফত, ২৪ জুলাই একটি নির্দেশিকার মাধ্যমে এ বিষয়ে জানানো হয়। সূত্রের খবর, অসাধারণ এবং প্রশংসনীয় পরিষেবার জন্য, রাজ্যের এক এডিজি পদমর্যাদার অফিসার এবং ৫ পুলিস সুপার পদমর্যাদার অফিসারকে এই পদক দেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। সূত্রের খবর, চলতি মাসের ১৫ অগাস্ট  সংশ্লিষ্ট অফিসারদের এই পদকে সম্মানিত করা হবে। ওই তালিকায় রয়েছেন, এডিজি ও আইজি ওয়েস্টার্ন জোন, ত্রিপুরারি অথর্ব এবং পুরুলিয়া জেলা পুলিস সুপার অভিজিৎ বন্দোপাধ্যায়, আলিপুরদুয়ার জেলা পুলিস সুপার ওয়াই রঘুবংশী, হাওড়া গ্রামীণ পুলিস সুপার স্বাতী ভাঙ্গালিয়া, হুগলি গ্রামীণ পুলিস সুপার আমানদীপ, এবং পশ্চিম মেদিনীপুর পুলিস সুপার ধৃতিমান সরকার।

রাজ্য প্রশাসন সূত্রেই খবর, ১৯৯৮ সালের ব্যাচের ১ আইপিএস অফিসার, ২০১৩ সালের ব্যাচের ৩ আইপিএস অফিসার, ২০১৪ সালের ব্যাচের ২ আইপিএস অফিসারকে নির্বাচিত করা হয়েছে। উক্ত অফিসাররা দীর্ঘদিন ধরেই অসামান্য পরিষেবা দিয়ে আসছেন এবং তাঁরা বিভিন্ন জেলায় কর্মরত অবস্থায় বহু অপরাধ দমনে বিশেষ ভাবে সক্ষম। এছাড়া তাঁরা রাজ্যে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় সঠিক ভূমিকা পালন করেছেন। ওই অফিসারদের পুরস্কৃত করার খবর পেয়ে উচ্ছ্বসিত সাধারণ মানুষও। ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়ে তাঁদের কে বার্তা পাঠাতে শুরু করেছেন বহু মানুষ।

পুলিস মেডেলে পুরস্কৃত হয়ে আগামীতে আরও ভালো কাজ করতে চান সমস্ত অফিসারই। এ বিষয়ে অপরাধ দমনে বিশেষজ্ঞ পুরুলিয়া জেলা পুলিস সুপার আইপিএস অভিজিৎ বন্দোপাধ্যায় সিএন ডিজিটালকে বলেন, 'এই পুরস্কার আমাদের আগামীর অন্য অনুপ্রেরণা দেবে, আমরা আরও ভালো ভাবে কাজ করার চেষ্টা করব।' এছাড়া হুগলি গ্রামীণ পুলিস সুপার আইপিএস আমানদীপ, সিএন ডিজিটালকে বলেন, 'আগামীতে আরও ভালো ভাবে কাজ করতে চাই।' পাশাপাশি পুলিস সুপার ওয়াই রঘুবংশী আলিপুরদুয়ারের মানুষদের ধন্যবাদ জানিয়ে বলেন, 'আমাকে সমর্থন করার জন্য আমি আলিপুরদুয়ারের জনগণ এবং আলিপুরদুয়ারের সমস্ত পুলিস সদস্যদের কাছে কৃতজ্ঞ।'

9 months ago
Buddhadeb: কাটেনি সংকট, কেমন আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী? জানাল মেডিক্যাল বোর্ড

ফুসফুস ও শ্বাসনালীতে গুরুতর সংক্রমণ নিয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে শনিবার ভর্তি হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। রবিবার হাসপাতালের তরফে জানানো হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর (Former Chief Minister) অবস্থার খানিকটা উন্নতি হয়েছে। তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা বেড়েছে। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন তিনি। তবে পুরোপুরি সংকট কাটেনি বলেই জানাচ্ছেন চিকিৎসকরা।

রবিবার সকালে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে হাসপাতাল জানিয়েছে, এখন ইনভ্যাসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে বুদ্ধবাবুকে। ফুসফুসে মেকানিক্যাল সাপোর্ট দেওয়া হচ্ছে। রাইলস টিউবের মাধ্যমে তাঁকে তরল খাবার খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। ফুসফুসে কতটা সংক্রমণ রয়েছে, তা জানতে সিটি স্ক্যান করানোর পরিকল্পনা রয়েছে। অ্যান্টিবায়োটিকের মাত্রা বাড়ানো হয়েছে। কিডনির সমস্যার জন্য অ্যান্টিবায়োটিক বদল করা হয়েছে। নিউমোনিয়ার সঙ্গে শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। পাশাপাশি জ্বর ও ফুসফুসে সংক্রমণ রয়েছে। অনেকটা বেড়ে গিয়েছে ক্রিয়েটিনিনের মাত্রা। ফলে সংক্রমণ কমাতে গিয়ে কিডনির সমস্যা যাতে তৈরি না হয়, সে দিকেও খেয়াল রাখতে হচ্ছে চিকিৎসকদের।

রবিবার সকালে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে যান সিপিএম নেতা রবীন দেব, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিও।

9 months ago


Copter: মুখ্যমন্ত্রীর কপ্টারে বিভ্রাট, তদন্ত করবে ডিজিসিএ

পঞ্চায়েতের ভোটের (Panchayat Election) প্রচারে উত্তরবঙ্গে (North Bengal) রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হেলিকপ্টারের বিভ্রাটের তদন্ত করবে ডিজিসিএ। খতিয়ে দেখা হবে ওই বেসরকারি হেলিকপ্টারের ফ্লাইট ডেটা রেকর্ডার। গত ২৭ জুন জলপাইগুড়ি থেকে কলকাতা ফেরার পথে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের বিভ্রাট হয়েছিল। মূলত খারাপ আবহাওয়ার জন্য জরুরী অবতরণ করতে হয়েছিল। এই ঘটনায় চোট পেয়েছিলেন মমতা। ইতিমধ্যেই এই ব্যাপারে যাবতীয় তথ্য চেয়ে পাঠানো হয়েছে। কাজ শুরু করছে ডিজিসিএ।

তদন্ত শুরুর আগে দুটি প্রশ্ন তোলা হয়েছে। এক, আধুনিক হেলিকপ্টারে ওয়েদার রেডার থাকে। আর দুই, কোনও দুর্যোগের মধ্যে পড়লে হেলিকপ্টার যেখান থেকে ওঠে, সেখানেই ফিরে যায়। কিন্তু সেদিন তা হয়নি। মূলত প্রাথমিক ভাবে এই দুটি প্রশ্নের উপরেই ফোকাস করা হচ্ছে।

এক কর্তার কথায়, ‘এই ধরনের ঘটনায় প্রাথমিক ভাবে সামান্য গাফিলতির সন্দেহ থাকলে পাইলটদের ডিউটি থেকে বসিয়ে তদন্ত করা হয়। কিন্তু, এক্ষেত্রে স্বয়ং ভিআইপি যে ভাষায় পাইলটদের প্রশাংসা করেছেন সেটা তাঁদের পক্ষেই গিয়েছে। তাঁদের বসিয়ে দেওয়া হয়নি। তদন্ত শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।’

10 months ago
Mamata: নবান্নে বৈঠক মমতা-কেজরিওয়ালের, হাজির পঞ্জাবের মুখ্যমন্ত্রীও

কথা ছিল, সেই মোতাবেক মঙ্গলবারের বারবেলায় নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে এলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। নবান্নের প্রবেশ পথেই দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে প্রবেশ করলেন দুই মুখ্যমন্ত্রী। পুষ্পস্তবক দিয়ে মমতা তাঁদের অভ্যর্থনা জানান। পরে দীর্ঘ সময় নবান্নের ১৪ তলায় তাঁদের বৈঠক হয়। বর্তমানে আপ পার্টি সর্বভারতীয় পার্টির খ্যাতি পেয়েছে কাজেই বর্তমানের বিরোধী জোটে কেজরিওয়ালের ওজন অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

নিশ্চিত বলা যায়, মিডিয়ার সামনে দুই নেতা যাই বলুন না কেন, তাঁদের আলোচনায় জোট থেকে কংগ্রেস নিয়ে অবস্থান এবং কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা নিয়ে আলোচনা হয়ে থাকা উচিত। বিশেষ করে দুই রাজ্যের নেতা মন্ত্রী যে জেলে তা নিয়ে আলোচনা স্বাভাবিক।

চা পানের পরে তিন মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করেন। প্রথমে বক্তব্য রাখতে এসে মমতা বলেন যে, কেন্দ্র গণতন্ত্রের উপর বারবার ধাক্কা দিচ্ছে। মুখ্যমন্ত্রী তাঁর নিজস্ব ভঙ্গিতে সর্বদলের একতার কথা বলেন।

সম্প্রতি দিল্লি বিধানসভায় কেজরিওয়াল নরেন্দ্র মোদীকে ব্যক্তিগত আক্রমণ করে জানিয়েছিলেন, আদানী নয় আসল ব্যবসা করে মুনাফা তুলছেন স্বয়ং প্রধানমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রীর শিক্ষার মান নিয়েও প্রশ্ন তুলে আইনি বাঁধার মধ্যে পরেছিলেন। তিনি বলেন, সম্পূর্ণ গণতান্ত্রিক তাঁর দল দিল্লির ক্ষমতায় এসেছিল, কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার তাঁদের প্রায় সমস্ত ক্ষমতায় হস্তক্ষেপ করেছে। তাঁরা সচিব বাছাই করতে পারছিলেন না এমনকি পুলিশ পর্যন্ত তাঁদের হাতে নেই। তাঁরা সুপ্রিম কোর্টে নালিশ জানান। উচ্চ আদালত আদেশ দিয়েছিলেন যে রাজ্য তার নিয়মেই চলবে। অরবিন্দ অভিযোগ করেন, আদালতের আদেশ না মেনে আগের মতই রাজ্যের বিষয়ে হস্তক্ষেপ করছে কেন্দ্র এবং অর্ডিন্যান্স জারি করেছে। অতএব তাদের অর্ডিন্যান্স ভাঙতে হবে। এটা সম্ভব একমাত্র রাজ্যসভায়। রাজ্যসভায় অর্ডিন্যান্সে বিল সমস্ত বিরোধীদের একাট্টা হয়ে আটকাতে হবে। পঞ্জাবের মুখ্যমন্ত্রী মমতার ভূয়সী প্রসংশা করে জানান, অর্ডিন্যান্স আটকানোটা লোকসভার আগে সেমিফাইনাল।

12 months ago