
ভয়াবহ রূপ ধারণ করেছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’। সোমবার চেন্নাই জুড়ে তাণ্ডব চালানোর পর এবার শক্তিশালী ঘূর্ণিঝড় মিগজাউম আছড়ে পড়তে চলেছে অন্ধ্রপ্রদেশে। আজ, মঙ্গলবার দুপুরে মছলিপত্তনম এবং নেল্লোরের মধ্য দিয়ে দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলে ল্যান্ডফলের সম্ভাবনা। তখন ঘূর্ণিঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার। ইতিমধ্যেই ভারী বৃষ্টির জেরে বানভাসি চেন্নাইয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ জনের।
সোমবার থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু জুড়ে ভারী বৃষ্টি শুরু হয়েছে। আগামী দুদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুদুচেরি, করাইকানাল, ইয়ানাম-সহ একাধিক জায়গায়। চেন্নাইয়ের নিচু এলাকাগুলো জলের তলায়। চেন্নাইয়ে জলের তোড়ে ভেসে যাচ্ছে পার্কিং লটে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো। চেন্নাই বিমানবন্দরের অবস্থাও খারাপ। জলের তলায় রানওয়ে। বিপর্যস্ত বিমান চলাচল। রাত ১১টা পর্যন্ত বন্ধ পরিষেবা। একাধিক বিমান পরিষেবা বাতিল করা হয়েছে। বহু ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। রাতভর ভারী বৃষ্টির জেরে ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবাও। চেন্নাইয়ের বেশ কয়েকটা এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিঘ্নিত হয়েছে ইন্টারনেট পরিষেবাও। ঘূর্ণিঝড় ও বৃষ্টিপাতের জেরে বন্ধ রাখা হয়েছে সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ।
বিমানে (Flight) একের পর এক ঘটনা ঘটেই চলেছে। ইতিমধ্যেই একাধিক কাণ্ড প্রকাশ্যে এসেছে। বিমান সেবিকাদের শ্লীলতাহানি করার চেষ্টা, সহযাত্রীর গায়ে প্রস্রাব করা, মদ্যপ অবস্থায় বিমানে চড়া-এমন অনেক খবর প্রকাশ্যে এসেছে। আর এবারে এক যুবকের কাণ্ডে ফের হুলস্থুল কাণ্ড বেঁধে যায় বিমানের মধ্যে। সূত্রের খবর, উড়ান নিতে যাবে তার আগেই বিমানের আপৎাকালীন দরজা খোলার চেষ্টা করে এক যুবক। পরে যুবককে বিমানকর্মীরা নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেন ও দিল্লি বিমানবন্দরে অবতরনের পরই তাঁকে আটক করা হয়। ঘটনাটি মঙ্গলবার রাতের।
বিমানবন্দর সূত্রে খবর, ইন্ডিগোর ৬ই ৬৩৪১ বিমানটি দিল্লি থেকে চেন্নাইয়ে যাচ্ছিল। রানওয়ে ছাড়ার আগে আচমকা এক যাত্রী বিমানের আপৎকালীন দরজা খোলার চেষ্টা করেন। তাতেই হুলস্থুল পড়ে যায় দিল্লি বিমানবন্দরে। তড়িঘড়ি ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়।
ইন্ডিগোর তরফে বিবৃতি জারি করা জানানো হয়েছে, দিল্লিগামী ৬ই ৬৩৪১ বিমানের আপৎকালীন দরজা খোলার চেষ্টা করে যুবক। এর পরই বিমানের অন্য যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ওই যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। এই ঘটনার জন্য যাত্রীদের কাছে দুঃখপ্রকাশও করেছে ইন্ডিগো। কেন ওই যাত্রী বিমানের দরজা খোলার চেষ্টা করছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বিমান সংস্থাটি।
সারা ভারতের জনপ্রিয় সঙ্গীত পরিচালকদের মধ্যে অন্যতম জনপ্রিয় এআর রহমান (AR Rahman)। শুধু সিনেমায় নয়, তাঁর গান সামনে থেকে শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন দর্শকেরা। দেশের যে কোনও প্রান্তে তাঁর লাইভ অনুষ্ঠান হলে, সেখানে ছুটে যান রহমানের ভক্তরা। সম্প্রতি চেন্নাইতে আয়োজিত করা হয়েছিল তেমনই একটি লাইভ অনুষ্ঠান, 'মারাক্কুমা নিনজম'-এর। এআর রহমানের কনসার্ট শুনতে লক্ষাধিক টাকার টিকিট বিক্রি হয়েছিল। সেই কনসার্টেই চূড়ান্ত বিশৃঙ্খলার অভিযোগ।
বিশৃঙ্খলার দৃশ্যে মাত্র দুটি বিবরণেই বোঝা যায়। প্রথম দৃশ্য, গেটের বাইরের। রহমানের গান শোনার জন্য ২ হাজার টাকা দিয়েও টিকিট কেটেছিলেন ভক্তরা। নির্ধারিত সময়ের আগেই কনসার্ট স্থলে পৌঁছেও গিয়েছিলেন তাঁরা। কিন্তু গিয়ে দেখেন অনুষ্ঠানের গেট বন্ধ হয়ে গিয়েছে। গার্ডদের বারংবার অনুরোধ করা হলেও তাঁরা কনসার্টের দরজা খোলেননি।
পরের দৃশ্য কনসার্টের ভিতরের। সেখানে শ্রোতারা প্রায় একে অপরের গায়ের উপর উঠে বসেছিলেন বা দাঁড়িয়েছিলেন। যে পরিমাণ শ্রোতা সেই কনসার্টে ছিলেন, সেই তুলনায় জায়গা এতটাই ছোট ছিল যে দমবন্ধ হওয়ার জোগাড় হয়েছিল। ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরী হয়েছিল। সব মিলিয়ে এই ঘটনার জন্য, কনসার্টের আয়োজকদের দায়ী করছেন শ্ৰোতারা। টাকা দিয়ে টিকিট কিনে কনসার্ট দেখতে না পেয়ে, আয়োজকদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও তুলছেন অনেকে।
এই অবস্থায় মর্মাহত হয়েছেন খোদ গায়ক। সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি দর্শকদের কাছে আবেদন করেছেন, যারা টিকিট কেটেও কনসার্টে ঢুকতে পারেননি, তাঁরা যেন টিকিটের একটি ছবি আপলোড করেন সামাজিক মাধ্যমে। এরপর এআর রহমান কি পদক্ষেপ করবেন, সেইটাই দেখার।
বাংলায় মিড-ডে মিলের খাবারে কখনও দেখা গিয়েছে, টিকটিকি, কখনও দেখা গিয়েছে সাপ। আর এই খাবার খেয়ে রীতিমতো অসুস্থও হয়েছে বহু শিশু। কিন্তু এবারে চেন্নাইয়ের (Chennai) এক নামী রেস্তোরাঁর খাবারে দেখা গেল আস্ত প্লাস্টিক। ঘটনাটি মঙ্গলবারের। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই চেন্নাইয়ের এক রেস্তোরাঁর (Restaurant) বিরুদ্ধে অভিযোগ আসছিল যে, সেখানকার খাবার খেয়ে মানুষ ফুড পয়জনিং-এর মতো সমস্যায় ভুগছেন। এরপরই মঙ্গলবার সেই রেস্তোরাঁয় হানা দেয় ফুড সেফটি আধিকারিকরা। এরপরই প্রকাশ্যে যা এল তা দেখে চক্ষু চড়কগাছ তাঁদের।
চেন্নাইয়ের যে রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযোগ উঠছিল, সেখানেই মঙ্গলবার তদন্ত করতে যান ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথারিটি অব ইন্ডিয়ার আধিকারিকরা। তাঁরা সবকিছু খতিয়ে দেখতে তদন্ত শুরু করেন। এরপর সমস্ত খাবারের গুণমান দেখতে গিয়ে তাঁদের চোখ কপালে উঠে যায়। এক বড় পাত্রে রাখা সাম্বার ও কারি নাড়তে উঠে আসে এক আস্ত প্লাস্টিকের প্যাকেট। খাবারে কীভাবে প্লাস্টিক এল, তা জিজ্ঞাসা করলে রেস্তোরাঁর লোকেরা ভয় পেয়ে যান। এছাড়াও রান্নাঘরের চারপাশে মাছি ও নোংরা পড়ে থাকতে দেখেন তাঁরা। এখানেই শেষ নয়, ফ্রিজার থেকে বাসি মাংস ও মেয়াদ ফুরিয়ে যাওয়া খাবারও উদ্ধার করা হয়।
রেস্তোরাঁর এমন অবস্থা অবিলম্বে কড়া পদক্ষেপ নেন আধিকারিকরা। রেস্তোরাঁর এমন শোচনীয় পরিস্থিতি দেখে রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেওয়া দেয় ফুড সেফটি বিভাগের আধিকারিকরা।
ইঁদুর (Rat) নাকি গাঁজা খেয়েছে, এমনটাই আদালতে দাঁড়িয়ে বললেন পুলিস। শুনতে অবাক লাগলেও এমনটাই দেখা গিয়েছে চেন্নাইয়ে (Chennai)। জানা গিয়েছে, ২০২০ সালে দু'জন ব্যক্তিকে ৫০ গ্রাম গাঁজা (Marijuana) সহ গ্রেফতার করা হয়েছিল। এরপর তাদের বিরুদ্ধে তদন্ত চালানো হচ্ছিল ও সম্প্রতি তাদের বিরুদ্ধে চার্জশিটও পেশ করেছে পুলিস। কিন্তু আদালতে গিয়ে পুলিস শুধুমাত্র ২৮ কেজি গাঁজার প্রমাণ দেন। তারপর যখন আদালত থেকে প্রশ্ন করা হয়, বাকি গাঁজা কোথায়, তখন তারা জানান যে, বাকি গাঁজা ইঁদুর খেয়ে নিয়েছে। ফলে সেই অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ না থাকায় তাদের মঙ্গলবার বেকসুর খালাস করা হয়।
জানা গিয়েছে, চেন্নাইয়ের মারিনা পুলিস ২০২০ সালে ৫০ গ্রাম গাঁজা সহ দুই ব্যক্তি তথা রাজাগোপাল ও নাগেশ্বর রাওকে গ্রেফতার করেন। এরপর পুলিস সেই বাজেয়াপ্ত করা গাঁজা পুলিস স্টেশনের স্টোরহাউসে রেখে দেন। এরপর যখন অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়, তখন বাকি ২২ গ্রাম গাঁজার কথা জিজ্ঞাসা করা হলে পুলিস জানায়, স্টোরহাউজে থাকায় তা ইঁদুর খেয়েছে। ফলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ না থাকায় তাদের নির্দোষ বলে জামিন দেওয়া হয়।
মায়ের কাতর কণ্ঠ, ‘ছেলেটা মরে গেলে খোঁজ ও পেতাম না’। করমণ্ডলে (Coromondal) চেপে চেন্নাইয়ে (Chennai) কাজে যাচ্ছিলেন রানাঘাট (Ranaghat) হবিবপুর দোয়ার পাড়ার সুখেন রায়। সাক্ষাৎ মৃত্যুদ্বার থেকে ফিরলেন যেন তিনি। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন। বিকেল ৬.৩০টা, জানলার ধরে বসেছিলেন সুখেন। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে বগি। লাইনে আগুন লেগে যায়। উল্টে পড়ে যাত্রীরা, তিনি নিজেও। কোনওক্রমে বের হয়ে আসেন সুখেন বাবু , সঙ্গে আরও কিছু যাত্রীদেরও বের করে আনেন। বাইরে তখন রণক্ষেত্র, চিৎকার হাহাকার, মৃত্যুর কোলাহল। সেসবের ধার ঘেঁষেই ঘরের ছেলে ফিরে আসে ঘরে। পরিবারের সকলেও ছেলেকে ফিরে পেয়ে স্বস্তি ফিরে পেয়েছেন।
উল্লেখ্য, ওড়িশার করমন্ডল এক্সপ্রেসে মর্মান্তিক দুর্ঘটনা। রাজ্যের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের ১ লক্ষ, জখমদের ৫০ হাজার টাকা দেবে রাজ্য। ওড়িশায় রেলমন্ত্রীর পাশে দাঁড়িয়েই ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের আহতদের কলকাতা ফিরিয়ে এনে চিকিৎসার ব্যবস্থাও করবে রাজ্য
তীব্র হাওয়াতে মাঝ রাস্তায় সরকারি বাসের ছাদ (Bus Roof) উড়ে গেল। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ে (Chennai)। ছাদ উড়ে যাওয়া সেই বাসটির ছবি ইতিমধ্যেই ভাইরাল (Viral) হয়েছে সমাজমাধ্যমে। ঘটনার কিছু ক্ষণের মধ্যেই রাস্তার এক ধারে বাসটি দাঁড় করান চালক। তারপরেই যাত্রীরা হুড়োহুড়ি করে একে একে বাস থেকে নেমে পড়েন। তবে সরকারি বাসের এইরকম বেহাল দশায় পরিবহণ ব্যবস্থা এবং যাত্রীদের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা।
সূত্রের খবর, মঙ্গলবার একটি সরকারি বাস পজাবেরকাডু থেকে সেঙ্গুদ্রামের দিকে যাচ্ছিল। সেই সময়ই বিকেলের দিকে আচমকাই তীব্র ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। আর তারপরেই এই ঘটনা ঘটে। এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি চলন্ত অবস্থায় থাকাকালীনই আচমকা খুব জোরে একটা শব্দ হয়। তার পরেই দেখা যায়, বাসের উপরে ছাদের সঙ্গে যুক্ত ধাতব পাত খুলে গিয়েছে। এমনকি তা দমকা হাওয়ায় উড়ে তা বাসের এক দিকে ঝুলে গিয়েছে। আর এই ঘটনার পরেই রাস্তার পাশে বাসটি দাঁড় করিয়ে দেয় চালক।
হাজার কোটির (Crore) বেশি টাকা (Rupee) নিয়ে চেন্নাইয়ের (Chennai) রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank) থেকে ভিলুপুরমের উদ্দেশে রওনা দিয়েছিল দু’টি ট্রাক। কিন্তু মাঝরাস্তায় খারাপ হয়ে যায় একটি ট্রাক। তার ফলে হুলস্থুল কাণ্ড ঘটে জাতীয় সড়কে। পুলিস সূত্রে খবর, দু’টি ট্রাক চেন্নাইয়ের আরবিআই অফিস থেকে জেলার ব্যাঙ্কগুলিতে টাকা পৌঁছে দেওয়ার জন্য ভিলুপুরমের উদ্দেশ্য়ে রওনা দিয়েছিল। যান্ত্রিক গোলযোগের কারণে তাম্বারামে একটি ট্রাক খারাপ হয়ে যায়।
জানা গিয়েছে, ওই ট্রাকটিতে মোট ৫৩৫ কোটি টাকা ছিল। ১৭ জন পুলিস আধিকারিকরা মিলে ট্রাকগুলিকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিলেন। খবর পেয়ে পুলিসবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন তাম্বারামের সহকারী এসপি। নিরাপত্তার কারণে সেটিকে চেন্নাইয়ের তাম্বারামের একটি স্থানীয় স্কুলের ভিতরে নিয়ে যাওয়া হয়। ভিতর থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয় সেই স্কুলগেটে।
২০০ রান করেও হার চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings)। পঞ্জাব কিংসের সিকন্দর রাজা শেষ বলে তিন রান নিয়ে ম্যাচ জেতালেন। সেই সঙ্গে চেন্নাইয়ের মাঠে কলকাতা নাইট রাইডার্সের রেকর্ড ভেঙে দিল পঞ্জাব (Punjab)। মহেন্দ্র সিং ধোনিদের বিরুদ্ধে ৪ উইকেটে জয় তুলে নিল তারা।
চেন্নাইয়ে এর আগে ২০২১ সালে ১৯২ রান তুলে জিতেছিল কলকাতা। সেটাই ছিল আইপিএলে এই মাঠে সব থেকে বেশি রান তাড়া করে জয়। সেই রেকর্ড ভেঙে দিল পঞ্জাব। ২০১ রান তাড়া করে ম্যাচ জিতল তারা। জ়িম্বাবোয়ের সিকন্দর ৭ বলে ১৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দিলেন। তাঁর দাপটেই শেষ মুহূর্তে জয় তুলে নিল পঞ্জাব।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ধোনি। তাঁর সিদ্ধান্ত যে ভুল ছিল না প্রমাণ করে দেন কনওয়ে। ওপেন করতে নেমে পুরো ২০ ওভার রইলেন নিউ জ়িল্যান্ডের ব্যাটার। ৫২ বলে ৯২ রানের ইনিংস খেলেন কনওয়ে। ১৬টি চার এবং একটি ছক্কা মারেন তিনি। অন্য ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ৩১ বলে ৩৭ রান করেন। শুরু থেকেই দ্রুত রান তুলছিল চেন্নাই।
তিন নম্বরে নেমে শিবম দুবে ১৭ বলে ২৮ রান করেন। এই ম্যাচে অজিঙ্ক রাহানেকে নামানো হয়নি। পঞ্জাবের বোলারদের বিরুদ্ধে বাঁহাতি ব্যাটারদের নামানোর সিদ্ধান্ত নেন ধোনি। কনওয়ে রান করেন। শিবম রান করেন। মইন আলি এবং রবীন্দ্র জাডেজা যদিও রান পাননি। কিন্তু একের পর এক বাঁহাতি ব্যাটার নামিয়ে পঞ্জাবের স্যাম কারেন, আরশদীপ সিং এবং রাহুল চাহারের মতো বাঁহাতি বোলারদের বিরুদ্ধে আক্রমণের চেষ্টা করেছিল চেন্নাই। সফলও হয় তারা।
ধোনি ব্যাট করতে নামেন শেষ ওভারে। জাডেজা সেই ওভারের প্রথম বলে আউট হওয়ার পর ব্যাট করতে নামেন তিনি। মাত্র চার বল খেলার সুযোগ পান। সেটাই কাজে লাগান ধোনি। দলের রান ২০০ পারই হত না ধোনি ছক্কা না মারলে। যদিও তিনি রান করায় কনওয়ে অপরাজিত হয়ে থেকে গেলেও শতরান করতে পারলেন না।
২০১ রানের লক্ষ্য মাথায় নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই দ্রুত রান তুলছিল পঞ্জাব। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামা প্রভসিমরন সিংহ ২৪ বলে ৪২ রান করে গেলেন। অধিনায়ক শিখর ধাওয়ান ১৫ বলে ২৮ রান করেন। পঞ্জাবের দুই ওপেনার ৫০ রানের জুটি গড়েন। সেই রান মাত্র চার ওভারেই তুলে নিয়েছিলেন তাঁরা।
পঞ্জাবের হয়ে সব থেকে গুরুত্বপূর্ণ ইনিংসটি খেলে যান লিয়াম লিভিংস্টোন। ২৪ বলে ৪০ রান করেন তিনি। চারটি ছক্কা মারেন লিভিংস্টোন। তাঁর দাপটেই ২০১ রানের লক্ষ্য ধরাছোঁয়ার মধ্যে ছিল পঞ্জাবের। লিভিংস্টোন যখন আউট হন, তখনও জয়ের জন্য ৫০ রান প্রয়োজন ছিল দলের। সেই রান তোলার ক্ষেত্রে বড় ভূমিকা নেন জিতেশ শর্মা। ১০ বলে ২১ রান করেন তিনি। স্যাম কারেন ২০ বলে ২৯ রান করেন। এর পরেও শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৯ রান।
ধোনি বল তুলে দেন মাথিসা পাথিরানার হাতে। লসিথ মালিঙ্গার মতো বল করার ধরন শ্রীলঙ্কার এই তরুণ পেসারের। ডেথ ওভারে তিনিও যথেষ্ট কার্যকর। কিন্তু ওই ৯ রান বাঁচাতে পারলেন না তিনি। কোনও বাউন্ডারি না দিলেও পঞ্জাবের ব্যাটাররা সিঙ্গলস নিয়ে ম্যাচ জিতিয়ে দেন।
এ কি আজব কাণ্ড! এক মহিলার ব্যাগ থেকে উদ্ধার করা হল ২২টি ভিন্ন প্রজাতির সাপ ও একটি গিরগিটি। ঘটনাটি চেন্নাই বিমানবন্দরের (Chennai Airport)। জানা গিয়েছে, ওই মহিলা শুক্রবার মালয়েশিয়া (Malaysia) থেকে চেন্নাইয়ে এসেছিলেন। এরপর সেই মহিলার ব্যাগ চেক করার সময়েই উদ্ধার হয় সেই সাপগুলি। সূত্রের খবর, সেগুলি একাধিক ট্রান্সপ্যারেন্ট প্লাস্টিক ব্যাগের মধ্যে ভরা ছিল। ইতিমধ্যেই সেই মহিলাকে গ্রেফতার করা হয়েছে।
सोना, चांदी, हेरोइन, गांजा, कोकीन और भी बहुत कुछ की तस्करी कवर कर चुका हूँ, लेकिन #chennaiairport पर #सांप की #smuggling का मामला हैरान करने वाला है।@ChennaiCustoms pic.twitter.com/3yjngji1Wx
— Gautam Kumar Mishra (@gkmishra79) April 29, 2023
চেন্নাইয়ের কাস্টমস বিভাগের আধিকারিক জানিয়েছেন, ২৮ এপ্রিল সেই মহিলা লামপুরের কুয়ালা থেকে বিমান নম্বর একে ১৩ করে চেন্নাইয়ে আসেন। এরপর তাকে দেখে সন্দেহ হলে তার ব্যাগ চেক করতেই চক্ষু চড়কগাছ শুল্ক দফতরের আধিকারিকদের। ব্যাগ খুলতেই বেরিয়ে আসে ২২ টি সাপ ও একটি গিরগিটি। এরপর শুল্ক আইন ও বন্যপ্রাণী সুরক্ষা আইনের অধীনে তাকে গ্রেফতার করা হয়।
এই প্রথম নয়, এর আগে চলতি বছরের জানুয়ারি মাসেই এক বিমানযাত্রীর ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছিল ভিন্ন প্রজাতির একাধিক সাপ, কচ্ছপ ইত্যাদি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে এখন শুধু আইপিএল (IPL 2023)-এ মনোনিবেশ। যদিও ক্রিকেট বিশেষজ্ঞদের একটি অংশ বলছেন, এটাই নাকি মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) আইপিএল-এ শেষ মরশুম। কিন্তু এমএসডি-র ক্রেজ বা জনপ্রিয়তা একফোঁটাও কমেনি। গোটা দেশের যেখানেই খেলতে যান সেখানেই তাঁকে নিয়ে মাতামাতি। আইপিএল-এ তাঁর ঘরের শহর চেন্নাইতে (Chennai) দেখা গেলো উদাহরণ। অশীতিপর সমর্থকের ইচ্ছেপূরণ করলেন মাহি। দেখা করলেন তাঁর সঙ্গে, ছবিও তুললেন।
Heroes are not made, they are born. Dhoni proves that. I am at loss for words for our CSK #Thala @msdhoni at his warmth & hospitality. He met my ma in law, who at 88, hero worships Dhoni & cannot see beyond him. Mahi, you have added many years of good health & happiness to her… pic.twitter.com/darszdzb62
— KhushbuSundar (@khushsundar) April 14, 2023
জানা গিয়েছে, চেন্নাইয়ে ওই সমর্থকের সঙ্গে দেখা করেন তিনি। অশীতিপর ওই বৃদ্ধা তথা অভিনেত্রী খুশবু সুন্দরের শাশুড়ির বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন ধোনি। অভিনেত্রী নিজে টুইটারে ছবি পোস্ট করে ধোনির বাড়িতে আসার খবর জানিয়েছেন।
তিনি লিখেছেন, “হিরোদের কখনও তৈরি করা যায় না। তাঁরা জন্মায় ও ভাবেই। ধোনি সেটা প্রমাণ করে দিলেন। ধোনির ভালবাসা এবং আতিথেয়তা পেয়ে আমরা বাক্যহারা। আমার ৮৮ বছর বয়সী শাশুড়ির সঙ্গে উনি দেখা করলেন, যিনি ধোনিকে বীরের মর্যাদা দেন এবং ওকে ছাড়া আর কোনও ক্রিকেটারকে চেনেন না। মাহি, আগামী দিনে আপনার সুস্বাস্থ্য বজায় থাকুক এবং জীবন খুশিতে ভরে উঠুক।”
প্রকাশ্যে এল সোনা পাচারের (Gold Smuggling) অভিনব কৌশল। বৈদ্যুতিক মোটরের ভিতরে লুকিয়ে সোনা পাচারের চেষ্টা করছিল পাচারকারী। ঘটনাটি ঘটেছে চেন্নাই-এর বিমানবন্দরে (Chennai Airport)। বাজেয়াপ্ত করা হয় সোনা। তাল পাকানো অবস্থায় প্রায় ২ কেজি সোনা উদ্ধার করা হয়। বর্তমানে যার বাজারে মূল্য ৯৬ লক্ষ টাকা। ইতিমধ্যে ওই অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার (Arrest) করেছে পুলিস।
সোনা উদ্ধারের ঠিক এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিওটিতে দেখা গিয়েছে, দুইজন ব্যক্তি মিলে ওই বৈদ্যুতিক মোটরটি ভাঙার চেষ্টা করছেন। অনেকক্ষণ চেষ্টার পর অবশেষে মোটরটি ভাঙা সম্ভব হয়। মোটরটির ভিতর থেকে উদ্ধার হয় তাল পাকানো সোনা।
বিমানবন্দরের আধিকারিকরা দেখেন ওই যাত্রীর ব্যাগে একটি বৈদ্যুতিক মোটর রয়েছে। যা দেখে কখনই বোঝা সম্ভব নয় ওই মোটরে করে সোনা পাচারের কাজ চলছে। সোনা পাচার করতেই ওই মোটরটি ব্যবহার করা হচ্ছে। ওই যাত্রীকে জিজ্ঞাসা করা হয় কেন মোটরটি নিয়ে যাচ্ছেন তিনি এবং তিনি কী কাজে ব্যবহার করবেন এই মোটরটিকে। জেরার ওই যাত্রীর কথায় অসঙ্গতি লক্ষ্য করেন বিমান আধিকারিকরা। তখনই আধিকারিকদের সন্দেহ হয়, মোটরের মধ্যে কিছু একটা রয়েছে। তারপরই তাঁরা ওই যাত্রীর থেকে মোটরটি নিয়ে ভেঙে দেখার চেষ্টা করেন। মোটরটি ভাঙতেই সোনা বেরিয়ে আসে। পাচারকারীর এই অভিনব কৌশল দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন শুল্ক আধিকারিকেরাও।
মৃত্যু (Death) হল ঝাড়খণ্ডের (Jharkhand) শিক্ষামন্ত্রী জগন্নাথ মাহাতোর (৫৬)। করোনা পরবর্তী উপসর্গ নিয়েই মৃত্যু হয় তাঁর। বৃহস্পতিবার ভোরেই চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন তিনি। জানা গিয়েছে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) প্রথম সারির নেতা জগন্নাথ মাহাতো। গিরিডি জেলার ডুমরি বিধানসভা কেন্দ্রে ২০০৫ সাল থেকে টানা ৪ বার ভোটে জিতেছিলেন জগন্নাথ। তবে প্রায় আড়াই বছর ধরে রাজনীতিতে তেমন সক্রিয় ছিলেন না তিনি। ২০২০ সালের নভেম্বরে ফুসফুস প্রতিস্থাপন হয়েছিল তাঁর। পরিবার সূত্রে খবর, গত আড়াই বছর ধরে শারীরিক অসুবিধায় ভুগছিলেন তিনি। এছাড়াও তাঁর কো-মর্বিডিটি ছিল।
চেন্নাই বেসরকারি হাসপাতালের চিকিৎসক অপার জিন্দল জানিয়েছেন, ফুসফুস প্রতিস্থাপনের পর থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। এমনকি মার্চ মাসে করোনা ভাইরাস সংক্রমণের পরে দ্রুত এয়ার অ্যাম্বুল্যান্সে তাঁকে চেন্নাইয়ও আনা হয়েছিল। তারপরেই বৃহস্পতিবার ভোরে মারা যান তিনি। জগন্নাথের মাহাতোর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।
বিনা ট্রেন টিকিটের যাত্রীদের জরিমানা করে রেলের (Indian Railway) হাতে তুলে দিলেন ১ কোটি টাকা। নেপথ্যে দেশের প্রথম মহিলা টিকিট পরীক্ষক (TTE) রোজালিন আরোকিয়া মেরি। জানা গিয়েছে, দক্ষিণ রেলের টিকিট ইনস্পেক্টরের পদে কর্মরত রোজালিন। ২০২২-২৩ অর্থবর্ষে এই পরিমাণ জরিমানার অর্থ সংগ্রহ করে রেলের হাতে তুলে দিলেন তিনি।
Showing resolute commitment to her duties, Smt.Rosaline Arokia Mary, CTI (Chief Ticket Inspector) of @GMSRailway, becomes the first woman on the ticket-checking staff of Indian Railways to collect fines of Rs. 1.03 crore from irregular/non-ticketed travellers. pic.twitter.com/VxGJcjL9t5
— Ministry of Railways (@RailMinIndia) March 22, 2023
এই নিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন রোজালিন। এই বিষয়ে রেল মন্ত্রক রোজালিনের একটি ছবি দিয়ে টুইটারে লিখেছে, 'নিষ্ঠার সঙ্গে নিজের কর্তব্যে অবিচল ছিলেন রোজালিন আরোকিয়া মেরি। দেশের প্রথম মহিলা টিকিট পরীক্ষক হিসাবে বিনা টিকিটের যাত্রীদের জরিমানা করে ১ কোটি ৩ লক্ষ টাকা সংগ্রহ করেন তিনি।'
শুধু রোজালিনই নয়, ২০২২-২৩ অর্থবর্ষে ২৭ হাজার ৭৮৭ জন বিনা টিকিটের যাত্রীকে জরিমানা করে ১ কোটি ৫৫ লক্ষ টাকা সংগ্রহ করেন চেন্নাই ডিভিশনের এস নন্দকুমারও। তাঁর এই কৃতিত্বের জন্য দক্ষিণ রেলের তরফে পুরস্কারও দেওয়া হয়েছে নন্দকুমারকে।
শুক্রবার মধ্যরাতে চেন্নাইয়ের গ্লোবাল ফার্মা (Chennai Global Farma) হেল্থকেয়ারে যৌথ অভিযান চালায় তামিলনাড়ু ড্রাগ কন্ট্রোলার। চেন্নাইয়ের ওই ফার্মেসির তৈরি চোখের ড্রপের (Eye Drop) বিরুদ্ধে নানা অভিযোগ উঠছে। ড্রপ ব্যবহারে চোখে নানা ধরনের সংক্রমণ (Eye Infection) ও সম্পূর্ন দৃষ্টিশক্তি চলে যাওয়া থেকে রক্তের সংক্রমণ ধরা পড়ার মতো অভিযোগ উঠছে। দ্য ইউএস ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন প্রায় ৫৫টি রিপোর্টে এই অভিযোগ তুলেছে।
জানা গিয়েছে, চেন্নাই থেকে ৪০ কিমি দূরে অবস্থিত ওই ওষুধ তৈরির কোম্পানি থেকে যে ধরনের ওষুধ তৈরি হচ্ছে, সেই ধরনের ওষুধগুলি ব্যবহার করে আমেরিকার বহু মানুষের দৃষ্টিশক্তি চলে গিয়েছে। এমনকি মৃত্যুও ঘটেছে একজনের, এমন গুরুতর অভিযোগ তুলেছে ওই রিপোর্ট। রাতারাতি আমেরিকার সব ফার্মেসি দোকান থেকে তুলে নেওয়া হয়েছে চেন্নাই থেকে আমদানি হওয়া আই ড্রপগুলি।
এবিষয়ে চেন্নাইয়ের গ্লোবাল ফার্মা হেল্থ-কেয়ারের পক্ষ থেকে ইন্টারনেটের মাধ্যমে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এই ধরনের আইড্রপগুলির বিক্রি-ব্যবহার বন্ধ করতে বলা হয়েছে। চেন্নাইয়ের ওই ওষুধ প্রস্তুতকারী সংস্থা থেকে এও বলা হয়েছে, যে ওই কোম্পানি বহু বছর ধরে আমেরিকার সঙ্গে যুক্ত। ইউএস আইন প্রণেতাদের এই আই ড্রপের বিরূপ প্রতিক্রিয়া সম্পর্কে শীঘ্র জানাতে বলা হয়েছে।