Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Champavathi

Andhra pradesh: সাঁতরে নদী পার হয়ে পরীক্ষা দিতে গেলেন ২১-এর তরুণী, ভাইরাল ভিডিও

সাঁতার কেটে চম্পাবতী নদী (Champavathi River) পার হয়ে পরীক্ষা দিতে গেলেন এক তরুণী।  শনিবার অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) ভিজিয়ানগরামে পরীক্ষাকেন্দ্র পড়েছিল মেয়েটির। সেসময় হঠাৎই চম্পাবতী নদীর জল ফুলে ফেঁপে উঠেছিল। উপায় না দেখে শুক্রবারই সাঁতারে নদী পার হয়ে যান তিনি। তদ্দি কালবতী (Taddi Kalavathi) নামে ওই তরুণী গজপতিনগরম মণ্ডলের মারিভালাসা (Marrivalasa) গ্রামের বাসিন্দা।

জীবনের ঝুঁকি নিয়ে কালবতী তাঁর দুই ভাইয়ের সাহায্যে প্লাবিত চম্পাবতী নদী পার হওয়ার সিদ্ধান্ত নেন। শনিবার  থাকা পরীক্ষায় যাতে বসতে পারে তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে শুক্রবারই বাড়ি থেকে বেরিয়ে পড়েন তাঁরা।

৩৫ সেকেন্ডের দীর্ঘ এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায়, কালবতী যেখানে হাঁটতে পারছেননা, সেখানে তাঁর ভাইয়েরা কাঁধে তুলে নিয়ে যাচ্ছেন।

বৃষ্টির কারণে উত্তরকূলীয়  এই চম্পাবতী নদীর জল বেড়ে গিয়ে প্লাবনের আকার ধারণ করেছে। শেষ পর্যন্ত কলাবতীর প্রচেষ্টা সফল হল। কথায় তো রয়েছে, ইচ্ছে থাকলে উপায় হয়। জীবনের পরোয়া না করে ঝুঁকি নিয়েই পার হলেন তাঁরা। ভিডিও দেখে রীতিমতো প্রশংসার ঝড় তুলেছেন নেটিজেনরা।

2 years ago