Breaking News
ED: শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষকের বাড়িতে ইডি হানা!      Ragging: যাদবপুরে ফের র‍্যাগিংয়ের অভিযোগ! প্রথম বর্ষের ছাত্রকে ফোন করে দেওয়া হত হুমকি...      Film Festival: শুরু ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উদ্বোধনে 'বাদশা' নয় ভাইজান      SSKM: বেড নেই এসএসকেএম-এ! দেড় বছরের শিশুকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে      BJP: জাতীয় সঙ্গীত 'অবমাননা' মামলায় জোর ধাক্কা রাজ্যের! বিজেপি বিধায়কদের গ্রেফতারে 'না' হাইকোর্টের      Recruitment Scam: ফের তৃণমূলের দুই কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত নথি ও অ্যাডমিট কার্ড!      Congress: স্বাধীনতার পর প্রথম তেলেঙ্গানায় সরকার গঠনের পথে কংগ্রেস      Deganga: গুরুতর অভিযোগ! মিড ডে মিলের চাল লুকিয়ে রাখা হচ্ছে স্কুলের শৌচালয়ে      Sujoykrishna: সুজয়কৃষ্ণের ভয়েস স্যাম্পেল টেস্টে 'ঢিলেমি'! এসএসকেএম-এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন      Recruitment Scam: এবারে দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত একাধিক নথি!     

CastingDirectors

Casting: 'আমি এখনও বেঁচে', কাস্টিং ডিরেক্টরদের উদ্দেশে কেন এই বার্তা আশীষের?

বলিউড-টলিউড কিংবা দক্ষিণী সিনেমায় একসময় অবাধ বিচরণ করেছেন অভিনেতা আশীষ বিদ্যার্থী (Ashish Vidyarthi)। তাঁর অভিনয় দক্ষতা হাজারও দর্শকের মনের মনিকোঠায় স্থান করে নিয়েছে। কয়েক দশক ধরে দর্শকেরা আশীষ বিদ্যার্থীর অভিনয় দেখে কেবল মুগ্দ্ধ হয়েছে। হিরো হওয়া এবং অভিনেতা হওয়া যে আলাদা ব্যাপার তাঁর অন্যতম প্রতিভূ তিনিই। কিন্তু বর্তমানে ছবিতে তাঁকে তেমন দেখা যায় না। কাজ করেন না? নাকি কাজ পাচ্ছেন না? 

সম্প্রতি আশীষ বিদ্যার্থীর মন্তব্যে বিতর্ক শুরু হয়েছে। তিনি বলেন, 'আমি কাস্টিং ডিরেক্টরদের বলতে চাইব, আমি বেঁচে আছি বন্ধু। আমার মরে যাওয়ার অপেক্ষা করবেন না। তারপরে বলবেন না এই অভিনেতাকে ঠিকভাবে ব্যবহার করা হয়নি।' অভিনেতার এই বক্তব্য ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। নেটিজেনরা বলছেন, 'আসলে ইন্ডাস্ট্রিতে পরিশ্রমের কোনও মূল্য নেই, না হলে আশীষ বিদ্যার্থীর মতো মানুষ কাজ পান না!'

বর্তমানে আশীষ বিদ্যার্থীকে বেশিরভাগ সময় কলকাতাতেই দেখা যায়। ইউটিউব-ফেসবুকের জমানায় তিনিও কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন। শহরের এই গলি থেকে ওই গলি, রেস্তোরাঁ থেকে মাছের বাজার সর্বত্র ঘুরে ভ্লগ করেন তিনি। কলকাতার অন্যান্য জনপ্রিয় ইউটিউবাররা যোগ দিয়ে থাকে তাঁর সঙ্গে। তাহলে কী শখের বসে ইউটিউবার হননি আশীষ? মনে কী তাঁর অভিমান জমেছে?


8 months ago