Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

CarmichaelCollege

Medical: চিকিৎসা বিজ্ঞানে অবদান, জানুন প্রশাসক-চিকিৎসক বিধানচন্দ্র রায়কে (শেষ পর্ব)

সৌমেন সুর: আমি চিকিৎসা বিজ্ঞান পর্বে মোট চারজন খ্যাতিমান যশস্বী চিকিৎসককে বেছে আপনাদের কাছে তুলে ধরছি। এক একটি পর্বে এক একজন চিকিৎসকের প্রসঙ্গ থাকবে। আজ ডাক্তার বিধানচন্দ্র রায়ের কাহিনী। বিধান রায় জন্মগ্রহণ করেন বিহারের পাটনায়। আদি বাড়ি উত্তর ২৪ পরগনার টাকির শ্রীপুরে। মাত্র ৫ বছর বয়সে মায়ের মৃত্যুর পর বাবার তত্ত্বাবধানে মহত্তর মানবসেবার আদর্শেই জীবনের আদর্শ প্রস্তুত হয়। ১৯০৬ সালে কলকাতা মেডিক্যাল কলেজ থেকে বিধান রায় সসম্মানে এল.এম.এস ও এম.বি পাশ করেন। ১৯০৮ সালে তিনি এমডি ডিগ্রি লাভ করেন। ১৯০৯ সালে তিনি উচ্চশিক্ষার্থে বিলেত গিয়ে দু'বছরের মধ্যে MRCP (London) এবং FRCS পাশ করে দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর ১৯১১ সালে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রেরণায় রাধাগোবিন্দ কর প্রতিষ্ঠিত ক্যালকাটা মেডিক্যাল কলেজে শিক্ষকের দায়িত্ব নেন। তখন এই প্রতিষ্ঠানের নাম বদলে ক্যাম্বেল মেডিক্যাল স্কুল রাখা হয়েছিল।

১৯১৮ সালে তিনি সরকারি চাকরি ছেড়ে দিয়ে কারমাইকেল মেডিক্যাল কলেজের মেডিসিনের অধ্যাপক পদে নিযুক্ত হয়েছিলেন। ১৯২৩ সালে স্যার আশুতোষ মুখোপাধ্যায় এবং দেশবন্ধু চিত্তরঞ্জনের নির্দেশে স্বরাজ পার্টির পক্ষে প্রার্থী হয়ে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন। এবং বিধান রায় বঙ্গীয় ব্যবস্থাপক সভায় সদস্য নির্বাচিত হয়েছিলেন। তখন থেকেই শিক্ষাকে ঔপনিবেশিক শাসনমুক্ত করার জন্য তাঁর সংগ্রাম শুরু হয়। মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের অকুতোভয় যোদ্ধা হিসেবে কারারুদ্ধ হওয়ার পর, তাঁর জাতীয়তাবাদী চেতনা আরও তীব্র হয়ে ওঠে।

আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের পর জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি হয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় বিল পাশ করিয়ে এক বিপ্লব আনেন তিনি। কলকাতা পুরসভার মেয়র, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গুরুত্বপূর্ণ পদের অভিজ্ঞতায় তাঁকে পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হওয়ার রাস্তা পরিষ্কার হয়ে গিয়েছিল। জীবনে বহু কল্যাণমূলক কাজে দুর্নিবার ছিলেন তিনি। ডিভিসির সদর দফতর বাংলায় স্থাপনে তাঁর কৃতিত্ব উজ্জ্বল দৃষ্টান্ত এবং দুর্গাপুরকে শিল্পনগরী আর কল্যানীকে কলকাতার উপনগরী করার কৃতিত্ব বিধান রায়ের।

কিংবদন্তী চিকিৎসক, শিক্ষক এবং দেশসেবক হিসেবে তিনি ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন। ১৯৬২ সালের পয়লা জুলাই তাঁর প্রয়ান দিবস। একই দিনে জন্ম এবং মৃত্যুদিন বিধানচন্দ্র রায়ের। যথাযথ মর্যাদার সঙ্গে পয়লা জুলাই 'চিকিৎসক দিবস' পালন করা হয়। মানুষ বিধান রায় এবং মুখ্যমন্ত্রী বিধান রায় পাশাপাশি প্রশাসক বিধান রায়, সবেতেই তিনি ছিলেন সমুজ্জ্বল দৃষ্টান্ত। (শেষ)

2 years ago