Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

CarbonGas

Delhi: জ্বলন্ত মশার ধুপ থেকে বিষাক্ত ধোঁয়া! ঘুমন্ত অবস্থায় মৃত একই পরিবারের ছয় জন

মৃত্যু (Death) হল দিল্লির একই পরিবারের ৬ সদস্যের। ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব দিল্লির (Delhi) শাস্ত্রী পার্ক অঞ্চলে। ঘটনাস্থলে গিয়ে পুলিস (Police) দরজা ভেঙে ৬ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পুলিস দেহগুলি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই ৬ জনকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক ভাবে দমবন্ধ হয়ে ওই ৬ জনের মৃত্যু হয়েছে বলে অনুমান। তবে মৃত্যুর কারণ নিশ্চিত করতে পুলিস দেহগুলি ময়নাতদন্তে পাঠায়। স্থানীয় সূত্রে খবর, ওই বাড়ির সদস্যদের ডাকাডাকি করলেও কেউ দরজা না খুললে তাঁরা পুলিসে খবর দেয়। 

এক সংবাদমাধ্যম থেকে খবর, কার্বন মনোঅক্সাইড গ্যাসের কারণেই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁদের। যে ঘরে ওই ৬ জন ঘুমোচ্ছিলেন, সেখানে একটি মশার ধূপ জ্বলছিল। অনুমান, ওই ধূপ থেকে বেরোনো বিষাক্ত গ্যাসের কারণেই মৃত্যু হয়েছে ওই ৬ জনের।

এই প্রসঙ্গে উত্তর-পূর্ব দিল্লি পুলিসের ডেপুটি কমিশনার বলেন, “রাতে ঘরের সমস্ত দরজা-জানালা বন্ধ ছিল। ছোট ঘরে জ্বলছিল মশার ধূপ। ফলে বিষাক্ত ধোঁয়ার কারণেই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে সকলের। সকলেই ঘুমে অচেতন থাকায় ঘর থেকে বেরোনোর সুযোগ পাননি কেউই।”

one year ago