Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Camel

Camel: ধু ধু মরুভুমির খাদে বাচ্চা উট, পাশে দাঁড়িয়ে অসহায় মা! মসিহা হলেন যিনি

মানবিকতা যে এখনও মানুষের মধ্যে বেঁচে আছে, তা ফের প্রমাণিত। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল (Viral Video) হচ্ছে যেখানে দেখা যাচ্ছে, এক মরুভূমিতে ছোট্ট একটা গর্তের মধ্যে পড়ে গিয়েছে একটি বাচ্চা উট। আর উপরেই এই বাচ্চা উটটির মা অসহায় অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। তাদের এমন করুণ অবস্থায় দেখে এক ব্যক্তি এমন এক কাজ করলেন, যা দেখে নেটিজেনরা তাঁর প্রশংসা করেছেন।

ভিডিওতে দেখা গিয়েছে, মরুভূমির মধ্যে কাউকেই দেখতে পাওয়া যাচ্ছে না, সেই অবস্থায় একটি বাচ্চা উট মরুভূমির খাদের মধ্যে পড়ে উপরে ওঠার শত চেষ্টা করে চলেছে। তা দেখে এক ব্যক্তি সঙ্গে সঙ্গে বাচ্চা উটটিকে ধরে নিয়ে উপরে উঠতে সাহায্য করে। দেখেই মনে হচ্ছিল, তাকে ওঠাতে অসুবিধা হচ্ছিল, কিন্তু হাল ছাড়েননি সেই ব্যক্তি। তাঁর এই সাহায্য করার মুহূর্তটি ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই ১৫ লক্ষের বেশি ভিউ এসেছে। নেটিজেনরা তাঁর প্রশংসা করে বলেছেন, 'সত্যিকারের হিরো, বিশ্বে তাঁর মতোই মানুষ আমাদের আরও চাই।'

12 months ago
Camel: রেগে গিয়ে মালিকের মাথা কামড়ে আছাড় উটের, পাল্টা প্রহারে ঘাতক চারপেয়ের মৃত্যু

পোষ্য উট (Camel) খেপে যাওয়ায় বিপত্তি। প্রবাদ বাক্য রয়েছে উট রেগে গেলে মালিকেরও নিস্তার নেই। আর সম্প্রতি এমনই ঘটনা ঘটল রাজস্থানের (Rajasthan) বিকানিরের পঞ্চু গ্রামে। মালিকের উপর ক্ষিপ্ত হয়ে মালিকের মাথা চিবিয়ে, তারপর মাটিতে আছাড় মারে পোষ্য উট। আর তাতে প্রাণ (Death) গেল মালিকের। কিন্তু সেখানে উপস্থিত মানুষদের হাত থেকে রেহাই পায়নি উটটি। গাছে বেঁধে লাঠিপেটা করা হল উটটিকে। মৃত্যু হয় সেই পোষ্যরও।

কী হয়েছিল? থার্মোমিটারে পারদ ঘোরাফেরা করছে ৪৫ থেকে ৪৭ ডিগ্রির আশপাশে৷ প্রবল গরমের সঙ্গে গোদের উপর বিষফোঁড়া তীব্র জলকষ্ট৷ এর মধ্যেই পোষা উটের পায়ে দড়ি বেঁধে রোদে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছিলেন মালিক উজারাম৷ পাশ দিয়ে আরও অনেক উট চলে যেতে দেখে সেই উটটিও বাঁধন খুলে বেরিয়ে আসতে চায়। কিন্তু বাঁধন ছেড়ে বেরিয়ে আসতে পারছিল না। এরপর রেগে গিয়ে খুঁটি উপড়ে পালাতে চায় উটটি। মালিক এগিয়ে যেতেই আরও রেগে আগুন!

প্রত্যক্ষদর্শীদের দাবি, উটটি মালিকের মাথা কামড়ে তাঁকে শূন্যে তুলে ফেলে। সেই অবস্থায় ছটফট করছিলেন মালিক। তারপরেই উটটি মালিককে আছাড় মারে মাটিতে। মালিকের মাথা ছিল উটের মুখে। ঘটনাস্থলেই মৃত্যু হয় উটের মালিকের।

এরপর শোরগোল পড়ে যায় ঘটনায়। আরও অনেকের উপর হামলা করতে পারে ভেবে উটকে ধরার জন্য ছোটাছুটি শুরু হয়ে যায়। উটকে যখন বাগে আনে ততক্ষণে উট শান্ত হয়ে যায়। তবুও মরুভূমির জাহাজকে গাছে বেঁধে লাঠি দিয়ে গণপ্রহর করা হল। সেই লাঠিপেঠা সহ্য করতে না পেরে উটটি সেখানেই মারা যায়।

one year ago
World Cup: পল অক্টোপাসের পর কাতারে 'জ্যোতিষ চর্চা' মিল্লির! জানুন এই উটের জন্মকুণ্ডলী

"উট কি কাঁটা বেছে খায়"? সোনার কেল্লায় লালমোহন গঙ্গোপাধ্যায় মানে জটাযুর এই সংলাপ ভারতীয় চলচ্চিত্রে অমর হয়ে রয়েছে। বিশ্বকাপের ভরা বাজারেও যে জলজ্যান্ত উটের (Camel) আবির্ভাব হবে কে জানতো? মরুদেশ কাতারে উটের আলাদা গুরুত্ব রয়েছে। উটের দৌড় থেকে পরিবহণ, রুটি-রুজির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে উট। কাতারের (Qatar world cup 2022) আবেগে সুড়সুড়ি দিয়েই এবার বাজারে হাজির জলজ্যান্ত উট। নাম তার মিল্লি (Milli)। ইংল্যান্ড বনাম ইরান ম্যাচের আগে মিল্লিকে দিয়ে ভবিষ্যতবাণী করানো হয়। এককথায় যাকে বলে ম্যাচ প্রেডিকশন।

দুই দেশের পতাকা থেকে সাউথ গেটের ইংল্যান্ডকে বেছে নিয়েছিল মরুর জাহাজ। এরপরেই কোমর বেঁধে নেমে পড়েছে তাবড় ব্রিটিশ মিডিয়া। জন্মকুণ্ডলী টেনে বের করে উটের মালিককে খুঁজে বার করা হয়েছে। তিনি জানিয়েছেন, মিল্লি বড়ো রহস্যময়। এর আগেও ছোটখাটো প্রেডিকসন মিলিয়ে দিয়েছে তাঁর উট। নিখুঁতভাবেই মিলিয়ে দিয়েছে।

অতএব উটের বাজার বেশ চড়া। ২০১০-এ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে পল নামের অক্টোপাস ঝড় তুলেছিল। ব্রাজিল বিশ্বকাপের সময় আবার নাম কিনেছিল বিশাল এক কাছিম। কাতারে, মরুর দেশে প্রাপ্তি মিল্লি। এখনও প্রায় গোটা টুর্নামেন্ট পরে আছে। কাঁটা বাছার মতো উট কোন কোন দেশকে বেছে নেয় সেদিকে নজর এখন সকলের।

one year ago