Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

CSP

Money: কোটি কোটি টাকা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ, কাঠগড়ায় ব্যাঙ্কের এক সিএসপি কর্মী
গরিবের কোটি কোটি টাকা (Money) ব্যাঙ্কে (Bank) জমা না দিয়ে, টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক সিএসপি (CSP) কর্মীর বিরুদ্ধে। তাই এখন টাকা ফেরতের দাবিতে সাধারণ মানুষেরা ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। রবিবার ঘটনাটি ঘটেছে মাটিগাড়া (Matigara) থানার অন্তর্গত শিবমন্দির সংলগ্ন এসবিআই ব্রাঞ্চের মূল শাখাতে। তবে এই ঘটনায় ওই এলাকার এসবিআই-এর মূল শাখার পক্ষ থেকে মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

জানা গিয়েছে, বেশ কিছুদিন আগেই ব্যাঙ্কের তরফে গ্রাহকদের লেনদেনের সুবিধার্থে সিএসপি অর্থাৎ কাস্টমার সার্ভিস পয়েন্ট খোলা হয়েছে। তাই বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার গ্রাহক সেই কাস্টমার সার্ভিস পয়েন্টে টাকা লেনদেনও করেন। এমনকি সেখানে বহু গ্রাহক তাঁদের আয়ের বেশ কিছু অংশ ফিক্সডও করেন। তবে অভিযোগ, কয়েক দিন যাবৎ স্থানীয়রা দেখতে পান পরিষেবা কেন্দ্রটি খুলছে না। ওই পরিষেবা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মীকেই আর দেখা যাচ্ছে না। 

এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই গ্রাহকদের মধ্যে রীতিমতো হইচই পড়ে যায়। এমনকি ওই সিএসপি-তে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করার পর গ্রাহকরা দেখেন ব্যাঙ্কে টাকা জমা করা হয়নি। ঠিক এর পরই গ্রাহকেরা মূল ব্রাঞ্চের সামনে ভিড় করে টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শাখার ম্যানেজার রাহুল রায় গ্রাহদের টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন। তিনি জানান, গ্রাহকদের কোন টাকাই মার যাবে না। এমনকি অভিযুক্তকে যথাযথ শাস্তি দেওয়া হবে। 

অন্যদিকে যে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রাহক পরিষেবা কেন্দ্রগুলি চালায় তার দায়িত্ত্বপ্রাপ্ত আধিকারিক রিং ঝিং নর্বু ভুটিয়া জানান, ওই যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি গ্রাহকরা যাতে প্রতারিত না হন সেই ব্যবস্থাও করা হচ্ছে। ইতিমধ্যেই ওই যুবক যাতে টাকা লেনদেন করতে না পারে, সেই জন্য তার আইডিও ব্লক করে দেওয়া হয়েছে।
11 months ago