Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

CEO

Arrest: পানিহাটি উৎসবে মহিলা পুলিসকর্মীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার তৃণমূল যুব নেতা

পানিহাটি উৎসবে মহিলা পুলিস কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ। ঘটনায় কাউন্সিলর ঘনিষ্ঠ এক যুব তৃণমূল নেতাকে গ্রেফতার করল খড়দহ থানার পুলিস। অভিযোগ, মেলায় মদ্য়প অবস্থায় একদল যুবক মহিলা পুলিস কর্মীকে শ্লীলতাহানির চেষ্টা চালায়। 

জানা গিয়েছে, গত ২৩ শে ডিসেম্বর পানিহাটি অমরাবতীর মাঠে পানিহাটি উৎসব চলাকালীন ব্যারাকপুর পুলিস ব্যাটালিয়নের মহিলা ডিউটিতে ছিলেন মহিলা পুলিস কর্মী পম্পা দেবনাথ। তখন আনুমানিক রাত ন'টা নাগাদ শ্লীলতাহানির অভিযোগ ওঠে মেলা কমিটির কিছু সদস্যের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে 'নির্যাতিতা পুলিসকর্মী'। এরপর অভিযোগের ভিত্তিতে ঘোলা থানার অন্তর্গত নাটাগড় এলাকা থেকে দ্বীপ মজুমদার নামে এক যুব তৃণমূল নেতাকে গ্রেফতার করে খড়দহ থানার পুলিস। 

ধৃত এই যুব তৃণমূল নেতা পানিহাটি পুরসভার কাউন্সিলার স্বপন কুন্ডুর অত্যন্ত ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। শ্লীলতাহানির ঘটনায় বাকি অভিযুক্তদেরও খোঁজ চালাচ্ছে খড়দহ থানার পুলিস। 

5 months ago
Thakurpukur: বেহালার ঠাকুরপুকুর বাস দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রাক্তন পুলিসকর্মীর

সোমবার সকালে বেহালার ঠাকুরপুকুরে ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিসকর্মীর। মঙ্গলবার এই দুঃসংবাদ জানা যায়। ঘটনায় প্রায় ১৯ জন আহত হয়েছিলেন। বর্তমানে তাঁদের মধ্য়ে বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর, মৃত প্রাক্তন পুলিসকর্মীর নাম নির্মল কুমার দাস (৬৯)। বাড়ি রিজেন্ট পার্ক থানা এলাকায়। 

গতকাল অর্থাৎ সোমবার ঠাকুরপুকুর ত্রিএ বাসস্ট্যান্ডে প্রাক্তন পুলিসকর্মী নির্মল কুমার দাস নিজের স্ত্রীর সঙ্গে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন বুরুল যাবে বলে। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লাক্সারি বাস ধাক্কা মারে ২৩৫ নং রুটের একটি বাসে। গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এরপর গ্রিন পুলিস ওই প্রাক্তন পুলিসকর্মীকে উদ্ধার করে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। 

হাসপাতাল সূত্রে খবর, গতকাল অর্থাৎ সোমবার দুপুর তিনটে চল্লিশ নাগাদ মৃত্যু হয়েছে প্রাক্তন পুলিস কর্মী নির্মল কুমার দাস এর। বাস দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে ট্রমা কেয়ার সেন্টার ভর্তি ছিলেন তিনি।

6 months ago
University: রাজ্য-রাজ্যপাল বিতর্কে নয়া মোড়, বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অফিসারদের সঙ্গে বৈঠকে বসতে চায় রাজ্য

শিক্ষা নিয়ে রাজ্য-রাজ্যপাল বিতর্কে এবার নয়া মোড়। সূত্রের খবর, সম্প্রতি রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে চলতি মাসের ২০ তারিখ ১১ টি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অফিসারদের সঙ্গে বৈঠক করতে চেয়েছে রাজ্য। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সূত্রের খবর, ২০ সেপ্টেম্বর দুপুর সাড়ে বারোটায় নবান্নে বৈঠকের জন্য ডাকা হয়েছে তাদের। সূত্রের খবর, মানব সম্পদ ব্যবস্থাপনা সিস্টেম নিয়ে বিশ্ববিদ্যালয়গুলির ফিন্যান্স অফিসারদের সঙ্গে আলোচনা করবে রাজ্য। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রয়োজনে অর্থনৈতিক অবরোধের পথেও হাঁটবে রাজ্য। তারপরেই এইচ আর এম এস নিয়ে বৈঠক। মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের পর রাজ্য-রাজ্যপাল সংঘাতে এমন বৈঠকের বিজ্ঞপ্তিতে অধ্যাপক মহলে রীতিমত শোরগোল পড়েছে বলেই খবর। 

সূত্রের খবর, এতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় গুলিকে সরকার বেতন বাবদ একটি টাকা দিত। সেই টাকা অধ্যাপকরা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেই একাউন্টে পান। এইচ আর এম এস চালু হলে সরকার বিশ্ববিদ্যালয় কে এড়িয়ে সরাসরি সেই কর্মীর একাউন্টে টাকা পৌঁছে দেবে। এখানে অধ্যাপক সংগঠনের একাংশ মনে করছে এতে বিশ্ববিদ্যালয়ের অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে। এর ফলে সরকার নিজের ইচ্ছামত কোন অধ্যাপকের বেতন প্রয়োজনে বন্ধ করতে পারে। এমনটাই আশঙ্কা করছেন তারা।

8 months ago


Flight: বান্ধবীকে ককপিটে ঢুকিয়ে মোচ্ছব পাইলটের, এয়ার ইন্ডিয়ার সিইওকে নোটিস ডিজিসিএর

এয়ার ইন্ডিয়ার (Air India) সিইও (CEO) ক্যাম্বেল উইলসন এবং নিরাপত্তা বিষয়ক আধিকারিককে নোটিস (Notice) দিল ভারতের অসামরিক বিমান পরিবহণের নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (DGSA)। মাঝ আকাশে ককপিটে বান্ধবীকে নিয়ে মোচ্ছব করার ঘটনাতেই এই নোটিস দেওয়া হয়েছে। ২১ এপ্রিল নোটিস জারি করা হয়েছে। এক সংবাদ সংস্থা সূত্রে খবর, বিমানের এক কর্মীই পাইলটের বিরুদ্ধে ওই অভিযোগ করেন। বিমানের কর্মীর দাবি, ২৭ ফেব্রুয়ারি নিয়ম ভেঙে পাইলট তাঁর এক বান্ধবীকে ককপিটে ঢোকার অনুমতি দেন।  এমনকি বান্ধবীকে স্বাগত জানানোর জন্য মদ সহ বিভিন্ন খাবরের ব্যবস্থারও নির্দেশ দেওয়া হয়।   

এই ঘটনা জানার পর ডিজিসিএর দাবি, এয়ার ইন্ডিয়া সময় মতো এই ঘটনার কথা তাঁদের জানায়নি। যা শৃঙ্খলাভঙ্গ করা হয়েছে বলে মনে করছে ডিজিসিএ। তাই তদন্তের নির্দেশ দেয় ডিজিসিএ। ওই নির্দিষ্ট বিমানের সমস্ত কর্মীকে কাজ থেকে সরিয়েও দেওয়া হয়েছে। এমনকি সংস্থার সিইওকে নোটিস পাঠানো হল।

one year ago
Madhuri: অ্যাপল কর্তাকে 'বড়া পাও' খাওয়ালেন মাধুরী দীক্ষিত, আহ্লাদে আটখানা টিম কুক

ভারতে এসেছেন অ্যাপল কর্তা টিম কুক। উদ্দেশ্য মুম্বই ও দিল্লিতে ভারতের সর্বপ্রথম অ্যাপেলের রিটেইল স্টোর উদ্বোধন করা। দেশের অন্যতম প্রযুক্তি মাধ্যমের মালিক আসবেন, এবং বলিউড তারকাদের সঙ্গে দেখা করবেন না, তা কি হয়! মুম্বইতে টিম কুককে স্বাগত জানিয়েছেন, বলিউডের ষ্টার মাধুরী দীক্ষিত। সুন্দরীর গ্ল্যামারে বোধহয় কুপোকাত হয়েছেন স্বয়ং অ্যাপল কর্তা। না হলে কী ফর্ক ও নাইফ দিয়ে সসেজ-বেকন না খেয়ে হাত দিয়ে বড়া পাও খেতেন? ভারতে এসে প্রথম প্রাপ্তি খুব পছন্দ হয়েছে টিমের।

সামাজিক মাধ্যমে মাধুরী এবং টিমের ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে মাধুরীর পাশে বসে, বড়া পাও হাতে তাঁর দিকে হাসিমুখে তাঁকিয়ে রয়েছেন অ্যাপল কর্তা। মাধুরী এই ছবি সামাজিক মাধ্যমে আপলোড করে লিখেছেন, 'বড়া পাও ছাড়া মুম্বইতে স্বাগত জানানোর ভালো উপায় আর নেই। ' অন্যদিকে মাধুরীর এই টুইট শেয়ার করে টিম লিখেছেন, 'ধন্যবাদ মাধুরী দীক্ষিত আমার সঙ্গে প্রথমবার বড়া পাও এর পরিচয় করানোর জন্য, লোভনীয় খেতে ছিল।'

এই ছবি দেখে আনন্দিত নেটিজেনরা। একজন লিখেছেন, 'মাধুরীই পারেন অ্যাপল কর্তাকে মারাঠি দাদা বানাতে।' তবে ভারতে এসে টিম যেভাবে ভারতীয় সংস্কৃতির সঙ্গে মিশে গিয়েছেন, তাঁর তারিফ করছেন ভারতীয় নেটিজেনরা।




one year ago


Mamata: স্বরার বিয়েতে অনুপস্থিত মমতা, নবদম্পতিকে চিঠিতে কী লিখলেন মুখ্যমন্ত্রী

স্বরার (Swara Vaskar Marriage) বিয়েতে নিমন্ত্রিত থেকেও অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ১৬ই মার্চ বিয়ের রিসেপশন ছিল স্বরা ভাস্কর এবং ফাহাদ আহমেদের। আইনি মতে এক মাস আগে সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বলিউড অভিনেত্রী স্বরা। এবার রীতি মেনে বিয়ের অনুষ্ঠান করলেন দু'জনে। সেই অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী (CM Mamata)-সহ দেশের স্বনামধন্য ব্যক্তিবর্গ। 

স্বরা ভাস্কর এবং ফাহাদ আহমেদের পরিবার-পরিজন ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, রাহুল গান্ধী, অখিলেশ যাদব থেকে শুরু করে অভিনেত্রী জয়া বচ্চন, রাজনীতি এবং বিনোদন জগতের তারকারা। বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আঙ্গুল তোলা এই অভিনেত্রীর বিয়েতে মমতা বন্দোপাধ্যায়ের উপস্থিতি প্রত্যাশা করেছিলেন অনেকেই। 

ব্যস্ততার খাতিরে স্বরার বিয়েতে যেতে না পারলেও চিঠি লিখে তাদের শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। ওই চিঠিতে মমতা লেখেন, 'ভগবানকে প্রার্থনা করি যেন তোমাদের বিবাহ জীবন সুখের হয়।' এরপরে টুইট করে এই চিঠির মিষ্টি জবাব দিয়েছেন অভিনেত্রী নিজে। স্বরা তার নিজের টুইটে লেখেন, 'আমাদের শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য ধন্যবাদ। তবে আপনার অনুপস্থিতি অনুভব করেছি। আপনার এই আন্তরিকতা আমাদের মন ছুঁয়ে গিয়েছে।' 

one year ago
Delhi: সস্ত্রীক প্রাক্তন বায়ুসেনা কর্তার দেহ উদ্ধার, আত্মহত্যা অনুমান পুলিসের

অস্বাভাবিক মৃত্যু প্রাক্তন বায়ুসেনা আধিকারিক (Former Indian Air Force officer) এবং তাঁর স্ত্রীয়ের। জানা গিয়েছে, ওই বায়ুসেনা আধিকারিক কর্মজীবন থেকে ভিআরএস নিয়েছিলেন। পুলিসের অনুমান, বিষ খেয়ে আত্মঘাতী (suicide) হয়েছেন দম্পতি। ওই বায়ুসেনা আধিকারিকের নাম অজয় পাল (৩৭) আর স্ত্রী ৩২ বছরের মণিকা। ঘটনাটি দিল্লির (Delhi)।

স্থানীয়রা জানান, দক্ষিণ দিল্লির বাসিন্দা ওই দম্পতি সুখেই ছিলেন। ঘটনার দিন মণিকা বাড়ি এসে দেখতে পান তাঁর স্বামী বাড়িতে অজ্ঞান অবস্থায় পড়ে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বলেন, 'বিষপান করে আত্মঘাতী হয়েছেন অজয়। এরপর বাড়ি ফিরে আসেন মণিকা। বাড়িতে ঢুকে তিনি নিজেও বিষপান করেন। পরে পুলিস দরজা ভেঙে তাঁর দেহ উদ্ধার করে।'

কী কারণে স্বামী-স্ত্রী দু’জনেই বিষপান করলেন? এর পিছনে কেবল অবসাদ নাকি অন্য কোনও রহস্য রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিস।

one year ago
Zomato: অনলাইন ফুড ডেলিভারি বয় হিসেবে আপনার দরজায় সংস্থার সিইও! জানেন কে করেন এই কাজ?

এখন কম-বেশি অনেকেই অনলাইন খাবার অর্ডার (Online Food Delivery) করেন। ধরুন আপনি জোম্যাটো (Zomato), সুইগি বা অন্য কোনও সাইটে খাবার অর্ডার করলেন। আর সেই অনলাইন খাবার ডেলিভারি সংস্থার সিইও (CEO) আপনার বাড়ির দরজায় দাঁড়িয়ে রয়েছেন আপনার মন-পসন্দ খাবার নিয়ে। কেমন হবে ভাবুন তো বিষয়টা?

শুনে ভাবছেন তো সিইও খাবার ডেলিভারি করবেন? এ আবার হয় নাকি? সম্প্রতি জোম্যাটোর সিইও দীপিন্দর গয়ালকে খাবার পৌঁছে দিতে দেখা গিয়েছে গ্রাহকের বাড়িতে। তাও আবার নিজের সুট-বুট পাল্টে, একেবারে জোম্যাটো লেখা লাল টি-শার্ট পরে হাজির গ্রাহকের বাড়ি। গোপন এ তথ্য ফাঁস করেছেন ‘নকরি ডট কম’-এর মালিক সঞ্জীব বিকচন্দানি। জানা গিয়েছে, প্রতি তিন মাস অন্তর এক বার এমন কাজ করেন দীপিন্দর।

টুইট করে সঞ্জীব লিখেছেন, ‘‘দীপিন্দর ও জোম্যাটোর সদস্যদের সঙ্গে দেখা হল। খুব ভাল লাগল জেনে যে, সংস্থার সিনিয়র ম্যানেজাররা-সহ দীপিন্দরও লাল রঙের জোম্যাটোর টি-শার্ট পরে বাইকে করে এক দিন খাবার পৌঁছে দেন। যাতে তাঁকে সহজে কেউ চিনতে না পারেন, সে কারণেই এমন বেশে খাবার পৌঁছে দেন দীপিন্দর। এ কথা উনিই আমাকে বলেছেন।’’

এ টুইট মুহূর্তে শেয়ার হয়ে যায়। লাইক, কমেন্টে ভোরে যায় বক্স। নেটিজেনরা সিইও-র এই কাজের ভুরিভুরি প্রশংসাও করেছেন।

2 years ago


Mamata: আমিও আইনজীবী, যেকোনও মামলার জন্য আদালতে যেতে পারি: মুখ্যমন্ত্রী মমতা

আদালত গণতন্ত্রের পিলার, সাধারণ মানুষের পিলার। আম জনতা বিচার পেতে আদালতে আসেন। ন্যায়বিচার কখনও একপক্ষ হয় না, ন্যায়বিচার নিরপেক্ষ হয়। মানুষ যখন সব জায়গা থেকে বিশ্বাস হারিয়ে ফেলে, তখন আদালতে বিচার চাইতে আসে। আদালত, সংবাদমাধ্যম গণতন্ত্রের স্তম্ভ। কখনই যাতে এদের ভাবমূর্তি নষ্ট না হয়। বৃহস্পতিবার এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের ভবন সম্প্রসারণের একটি অনুষ্ঠান এদিন আয়োজিত হয়েছে নব মহাকরণে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি-সহ অন্য বিচারপতিরা। ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক এবং মুখ্যসচিব এইচকে দ্বিবেদী।

সেই অনুষ্ঠানেই এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আমি নিজে আইনজীবী। যে কোনও মামলায় আদালতে চলে যেতে পারি। মানবাধিকার সংক্রান্ত একাধিক মামলায় আমি সওয়াল-জবাবও করেছি। বার অ্যাসোসিয়েশনের সিনিয়র মেম্বারশিপ কার্ডও আছে আমার কাছে।

প্রধান বিচারপতির প্রতি তাঁর অনুরোধ, 'প্রায় তিন-চার বছর প্রচুর মামলা ঝুলে রয়েছে। সেগুলোর দ্রুত নিষ্পত্তি করতে পদক্ষেপ নিক হাইকোর্ট। পাশাপাশি বাড়ানো হোক মহিলা বিচারপতির সংখ্যা।' এমনকি, মামলার শুনানিতে মিডিয়া ট্রায়ালে যাতে কান না দেন মহামান্য বিচারপতিরা। এই অনুরোধও করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত সংবাদ মাধ্যমকেও মিডিয়া ট্রায়াল না করার আবেদন করেন তিনি।

এ প্রসঙ্গে উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের মূল ভবনের স্থান সংকুলানের জন্য নব মহাকরণের প্রথম থেকে নবমতল ভবন সম্প্রসারণের স্বার্থে হাইকোর্টকে তুলে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আইন দফতর, পূর্ত দফতর এবং হাইকোর্ট সচিবালয়ের সমন্বয়ে এই সমস্যার সমাধান সম্ভব হয়েছে। এদিনের অনুষ্ঠানমঞ্চ থেকে জানান মুখ্যমন্ত্রী। সবপক্ষকেই ধন্যবাদ জানান তিনি।

2 years ago
Jharkhand: মুখ্যমন্ত্রী হয়েও খনির লিজ, খারিজ হতে পারে হেমন্ত সোরেনের বিধায়কপদ

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) বিধায়কপদ খারিজের সুপারিশ রাজ ভবনে পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (ECI)। রাজ ভবন সূত্রে এই তথ্যই দেওয়া হয়েছে সংবাদমাধ্যমগুলোকে। অফিস অফ প্রফিট (Office of profit issue) বিতর্কে মুখ্যমন্ত্রিত্ব (Jharkhand CM) খোয়াতে পারেন হেমন্ত সোরেন। এই সম্ভাবনা ঘিরেই এখন তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী হয়েও ঝাড়খণ্ডের এক খনির লিজ হেমন্ত সোরেনের নামে রয়েছে। এই অভিযোগ করে রাজ্যপালের কাছে দরবার করেছিল বিজেপি। সেই অভিযোগের গুরুত্ব বিচার করে নির্বাচন কমিশনের কাছে সুপারিশ চেয়ে পাঠান ঝাড়খণ্ডের রাজ্যপাল রমেশ বৈশ্য। মুখবন্ধ খামে নাকি সেই সুপারিশপত্র এসে পৌঁছেছে ঝাড়খণ্ড রাজ ভবনে।

যদিও সরকারি ভাবে এখনও কোনও ঘোষণা রাজ ভবনের তরফে করা হয়নি। কিন্তু সূত্রের খবর, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়কদের বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে রাঁচি পৌঁছতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর দফতর বিবৃতিতে জানিয়েছে, একাধিক সংবাদ মাধ্যম থেকে মুখ্যমন্ত্রী জানতে পেরেছেন তাঁর বিধায়কপদ খারিজের সুপারিশ রাজ ভবনকে করেছে ভারতের নির্বাচন কমিশন। কিন্তু সরকারি ভাবে রাজ ভবন বা নির্বাচন কমিশন কেউ মুখ্যমন্ত্রীর দফতরকে এই বিষয়ে অবগত করেনি।'

সূত্রে মারফৎ খবর ১৯৫১ ভারতীয় জন প্রতিনিধিত্ব আইনের ৯-এ ধারাকে লঙ্ঘন করেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। অভিযোগ পর্যালোচনা করে এমনটাই জানতে পেরেছে নির্বাচন কমিশন। এমনকি, ১৮ অগাস্ট পর্যন্ত কমিশন আয়োজিত শুনানিতে হেমন্ত সোরেন এবং তাঁর ভাই বসন্ত সোরেনের সওয়ালও নথিবদ্ধ করেছে।

যদিও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার অভিযোগ, 'বিজেপি এবং তার কয়েকজন ধামাধারী সংবাদ মাধ্যম নিজেরাই এই চিঠি লিখে রাজ্যপালকে পাঠিয়েছে। নির্লজ্জের মতো সাংবিধানিক সংস্থাকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে বিজেপি।'

পাল্টা বিজেপি সাংসদ নিশিকান্ত ডুবের দাবি, 'মুখ্যমন্ত্রী নিজের নামেই লিজ নেওয়া খনি। এর চেয়ে বড় দুর্নীতি আর কী হতে পারে? নির্বাচন কমিশন যা করেছে, সেটা সব রাজনীতিবিদদের কাছে শিক্ষণীয়।'

2 years ago