Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

CAF

Fire: নববর্ষের দিনে অগ্নিকাণ্ড রাজারহাটে, পুড়ে ছাই ৪ টি রেঁস্তোরা

পয়লাবৈশাখের দিন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা রাজারহাটে। রবিবার সন্ধ্য়া ৭টা ২০ মিনিট নাগাদ আগুন লাগে চিনার পার্কের নিউটাউনে ক্যাফেতে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ৪ টি ইঞ্জিন। অগ্নিকাণ্ডের জেরে তিন চারটি রেঁস্তোরা সহ মিষ্টির দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। 

দমকলবাহিনীর প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট কিংবা রান্নার গ্যাস থেকে আগুন লেগেছে। সেখান থেকেই ধীরে ধীরে সেই আগুন ছড়িয়ে পড়ে চার-পাঁচটি দোকানে। খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলেই পুলিস সূত্রে খবর।

অগ্নিকাণ্ডের পর স্থানীয়দের অভিযোগ, ফুটপাত দখল করে চলছে রেঁস্তোরাগুলি। আর তাতেই সাধারণ মানুষের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এরফলে দুর্ঘটনা বাড়তে পারে। তাছাড়া কীভাবে প্রশাসনের নজর এড়িয়ে চলছে ব্যবসা। তা নিয়েই প্রশ্ন তুলছেন এলাকাবাসীরা।   

2 weeks ago
IED: ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণে শহিদ সশস্ত্র বাহিনীর এক জওয়ান, নেপথ্যে কি মাও নাশকতা

আইইডি বিস্ফোরণে (IED Blast) নিহত সশস্ত্র বহিনীর এক সহকারী প্ল্যাটুন কমান্ডার। ঘটনাটি ঘটে ছত্তিশগড়ের(Chhattisgarh) মিরতুর এলাকায়। জানা গিয়েছে, মৃতের নাম বিজয় যাদব। তিনি উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা। সিএএফ-এর (CAF) ১৯ নম্বর ব্যাটালিয়নের সদস্য ছিলেন তিনি।

সোমাবার সকাল থেকেই এতেপাল এবং টিমেনার গ্রামে চলছিল সশস্ত্র বাহিনীর টহলদারি। পুলিস সূত্রে খবর, ওই এলাকায় রাস্তা তৈরির কাজ চলছিল। ফলে নিরাপত্তার জন্য ওই বাহিনী মোতায়েন ছিল। সেই এলাকায় সকাল ৭টা ৪০ নাগাদ হঠাত্ একটি আইইডি বিস্ফোরণ ঘটে। যার ফলে মৃত্যু হয় সশস্ত্র বাহিনীর এক জওয়ানের। এই এলাকায় মাওবাদীদের প্রভাব থাকায়, পুলিসের অনুমান এই ঘটনার সঙ্গে জড়িত মাওবাদীরাই। পুলিস সূত্রে খবর, অভিযানের সময় অসাবধানে আইইডি-র উপর পা পড়ে যায় বিজয়ের। যার জেরে ঘটে বিস্ফোরণ।

one year ago
Cafe: পুজোয় প্যান্ডেল হপিং করে ক্ষুধার্ত? মিত্র ক্যাফেতে থাকছে রাতভর ভুরিভোজের আয়োজন

শান্তনু বন্দ্যোপাধ্যায়: প্রায় একশো বছরের প্রাচীন মিত্র ক্যাফের রকমারি চপ, কাটলেট, কবিরাজি, ফ্রাইয়ের খ্যাতি দেশজোড়া। এসবের পাশাপাশি মিত্র ক্যাফেতে পরিবেশিত হয় জিভে জল আনা রকমারি মোগলাই-সহ নর্থ ইন্ডিয়ান এবং চাইনিজ খাবার। তবে এবার পুজোয় রকমারি মোগলাই, চাইনিজ , নর্থ ইন্ডিয়ান খাবারের পাশাপাশি পরিবেশিত হবে পুজো স্পেশাল ইলিশ ও গলদা চিংড়ির বাঙালি থালি। এই থালিতে রয়েছে ভাত, শুকতো, মাছের মাথা দিয়ে মুগডাল, ঝুরি আলু ভাজা, বেগুন ভাজা, কষা মাংস, ইলিশ  ভাপা, চাটনি, পাপড়, রসগোল্লা ও মিষ্টি পান।


এই ইলিশ থালির দাম মাত্র ৫৯৯ টাকা। গলদা চিংড়ির থালিতে বাকি সব কিছুর সঙ্গে শুধু ইলিশের বদলে গলদা চিংড়ির মালাইকারি থাকছে। গলদা চিংড়ির থালির দাম ৪৯৯ টাকা। এছাড়া  পুজো স্পেশাল পদের মধ্যে থাকছে ডাব চিংড়ি, চিকেন চায়না টাউন , ক্র্যাব কষা, প্রন কাটলেট , চিকেন ললিপপ, ডায়মন্ড ফিশ কবিরাজি, পোড়া ভেটকি, গোল্ডেন ফ্রায়েড প্রন, তন্দুরি ফ্রায়েড প্রন, ডাবের পায়েশ, ছানার পুডিং ইত্যাদি ইত্যাদি। মিত্র কাফের কর্ণধার তাপস রায় জানান, পুজোর ক'দিন তাদের দমদম, ডায়মন্ড প্লাজা, বিরাটি, শিলিগুড়ি, দিঘা ও পুরী শাখায় পুজো স্পেশাল খাবারের সঙ্গে পুজো স্পেশাল ইলিশ ও গলদা চিংড়ির থালি পরিবেশিত হবে। তিনি জানান, পুজোর ক'দিন তাদের এই শাখাগুলো দুপুর ১২টা থেকে সারারাত খোলা থাকবে। যাতে লোকেরা ঘুরে ঘুরে ঠাকুর দেখে নিশ্চিন্তে মিত্র ক্যাফেতে এসে খাওয়া দাওয়া সারতে পারেন।

2 years ago


Jodhpur Park: যোধপুরে ক্যাফে রেকি করে ভোররাতে চুরি, সিসিটিভিতে ধরা পড়ল ঘটনা

রবিবার ভোর রাতে যোধপুরের (Jodhpur Park) এক ক্যাফেতে দুঃসাহসিক চুরি (Theft in Cafe)। সিসিটিভি ক্যামেরায় (CCTV Camera) গোটা পড়েছে গোটা কীর্তি। লেক থানায় অভিযোগ দায়ের ক্যাফে মালিকে। জানা গিয়েছে, ওয়াশরুম হয়ে কিচেন দিয়ে ঢুকে ক্যাশ কাউন্টারে প্রবেশ করে সেই চোর (Thief)। এমনকি, সেই সময় ক্যাফেতেই ঘুমোচ্ছিলেন চার কর্মী। সেই তোয়াক্কা না করে ক্যাশ কাউন্টার ভেঙে নগদ প্রায় ২ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় অভিযুক্ত।

ক্যাফে মালিকের দাবি, যেহেতু অভিযুক্ত মাস্ক পরে ছিল, তাই তাকে চিহ্নিত করা যায়নি। তবে ক্যাফে সম্বন্ধে পড়াশোনা করেই সে চুরি করতে ঢুকেছিল। পরিচিত কেউ না হলে এভাবে ঢোকা-বেরনোর রাস্তা সম্বন্ধে অবগত থাকা সম্ভব নয়।

তিনি জানান, পুলিস এসে সিসিটিভি চেক করে ফুটেজ নিয়ে গিয়েছে। অভিযোগও লিখে নিয়েছে। চুরির সময়ে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে অভিযুক্তর বেশভূষা সম্পন্ন। তবে পরিকল্পনা করেই এই কাণ্ড ঘটিয়েছে।

2 years ago