Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

BusAccident

Accident: সাতসকালে সল্টলেকে দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ধাক্কা লেগে উলটে গেল যাত্রীবোঝাই বাস

সপ্তাহের শুরুতে সাতসকালে পথ দুর্ঘটনা। একটি চার চাকা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে উলটে গেল যাত্রীবোঝাই বাস। সল্টলেক সেক্টর ফাইভের কলেজ মোড়ের দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাহত হয় যানচলাচল। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বাসে ৩০ জন যাত্রী ছিলেন। যার মধ্যে ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গিয়েছে, কেবি ১৬ রুটের একটি বাস গোদরেজ ওয়াটারসাইড থেকে করুণাময়ীর দিকে যাচ্ছিল। আর চার চাকা গাড়িটি নিউটনের দিক থেকে নিকো পার্কের দিকে যাচ্ছিল। যাত্রীবোঝাই বাসটি সিগন্যাল ভেঙে যাওয়ার চেষ্টা করে। সেই সময় আরএস সফটওয়্যার বিল্ডিংয়ের দিক থেকে আসা চার চাকা গাড়িটি সজোরে বাসে ধাক্কা মারে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনাস্থলেই উলটে যায় বাসটি। এই ঘটনায় চার চাকা গাড়ির এয়ার ব্যাগ খুলে যাওয়ার কারণে রক্ষা পেয়েছে ওই গাড়িতে থাকা সকলে। এই ঘটনায় দু'জন বাইক চালকও আহত হয়েছেন।

7 months ago
Accident: চারিদিকে ছিন্ন-ভিন্ন দেহ, বাস দুর্ঘটনায় মুহূর্তের মধ্যে প্রাণ হারালেন ১১ জন

বুধবার ভোরেও ফের বাস দুর্ঘটনায় (Bus Accident) মৃত্যু হল ১১ জনের। ঘটনাটি রাজস্থানের (Rajasthan) ভারতপুরের। সূত্রের খবর, বুধবার ভোরে মাঝ রাস্তায় হঠাৎ বিকল হয়ে পড়ে একটি যাত্রীবোঝাই বাস। ফলে বাস থামিয়ে চালক ও সহকারী তা সারাই করার জন্য চেষ্টা করছিলেন। কিন্তু হঠাৎ পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক। মুহূর্তের মধ্যে দুমড়ে-মুচড়ে যায় বাসটির পিছনের অংশ। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জনের। গুরুতর আহত অবস্থায় ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিস সূত্রে খবর, ১৩ সেপ্টেম্বর, বুধবার ভোর সাড়ে ৪ টা নাগাদ রাজস্থানের ভারতপুরে জয়পুর-আগ্রা জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, বাসটি গুজরাট থেকে মথুরা যাচ্ছিল। কিন্তু হঠাৎ বাসটিতে কোনও সমস্যা হলে বাসটিকে রাস্তার ধারে থামানো হয়। সারাই করার চেষ্টা করছিলেন বাসের চালক ও সহকারী। কিন্তু আচমকা পিছন থেকে এসে সজোরে বাসটিতে ধাক্কা মারে একটি ট্রাক। ফলে মুহূর্তের মধ্যে বাসের পিছন দিক ভেঙে দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান ৬ জন মহিলা ও ৫ জন পুরুষ-সহ মোট ১১ জন যাত্রী। প্রাথমিক উদ্ধারকাজ হওয়ার পুলিস ঘটনার তদন্ত করছে।

এই দুর্ঘটনার পরই শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারদের ২ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন।

8 months ago
Bhangar: ভাঙড়ের বাসন্তী হাইওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনা, আহত প্রায় ৩০ যাত্রী

বাসন্তী হাইওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনায় আহত প্রায় ৩০ যাত্রী। বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত এক বাইক চালক। বুধবার দুপুরে ভাঙড় থানার অন্তর্গত  ভোজেরহাট বৈরামপুরের এলাকার ঘটনা। ঘটনার খবর পেয়ে সঙ্গেসঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিস। পুলিস জানিয়েছে, বাস দুর্ঘটনায় এখনও অবধি কারোর মৃত্যু না হলেও গুরুতর আহত হয়ে বেশ কয়েকজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রের খবর, বুধবার দুপুরে ভাঙড়ের ঘটকপুকুরের দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসে একটি বাইক সামনে থাকা একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়, এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি,  কলকাতার দিক থেকে দ্রুত গতিতে আসা ধামাখালি বি গার্ডেন রুটের বাসের সামনে পড়ে যায়। বাইক আরোহীকে বাঁচাতে গেলে বাধ্য হয়ে ব্রেক কষতে বাধ্য হন বাস চালক। তখনই ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা মারে। বাইক ও আরোহী বাসের চাকার তলায় আঘাতপ্রাপ্ত হন। গুরুতর আহত অবস্থায় বাইক চালককে উদ্ধার করে নলমুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ভাঙ্গড় থানার পুলিশ। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ভাঙড় থানার বিশাল পুলিস বাহিনী।  

8 months ago


Bus Accident: প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার পথেই ট্রাকের সঙ্গে ধাক্কা বাসের, মৃত ৩

ফের পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের। শুক্রবার ছত্তিশগড়ের (Chhattisgarh) রায়পুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জনসভা ছিল। সেই জনসভায় যেতে গিয়েই পথ দুর্ঘটনার সম্মুখীন হন বিজেপির সমর্থকরা। একটি বাসে করে তাঁরা সেই জনসভায় যাচ্ছিলেন। আর সেসময়েই এক ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায় বাসটি। এতেই প্রাণ হারান তিন জন ও গুরুতর আহত হন ৬ জন। শুক্রবার ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বিলাসপুর জেলার বেলতার গ্রামে।

পুলিস সূত্রে খবর, শুক্রবার প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার সময় একটি বাসে করে ৪০ জন বিজেপি সমর্থক যাচ্ছিলেন। তাঁরা অম্বিকাপুর থেকে রায়পুর যাচ্ছিলেন। আর তখন মুষলধারে বৃষ্টি পড়ছিল। ফলে বৃষ্টির কারণে কিছুই দেখা যাচ্ছিল না বলে সূত্রের খবর। এমনকি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকেও দেখতে পাননি বাস চালক। ফলে বাসটি যাওয়ার সময় হঠাৎ তাতে সজোরে ধাক্কা মারে। আর এর জেরেই মৃত্যু হয় ৩ জনের। তাঁরা হলেন সজন (৩০), রুকদেব (৪৫) ও আক্রম রাজা (২৮)। এছাড়াও জানা গিয়েছে, বিজেপির দুই সমর্থক লিলু গুপ্তা ও ভীষম্বর যাদব গুরুতর আহত হয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের বিলাসপুর হাসপাতালে স্থানাস্তরিত করা হয়েছে। আর বাকি চারজনকে ছত্তিশগড় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাস দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তিনি নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন।

10 months ago
Maharashtra: 'চোখের সামনে জীবন্তদের আগুনে দগ্ধ হতে দেখলাম', বললেন প্রত্যক্ষদর্শী

মহারাষ্ট্রে (Maharashtra) ঘটে যাওয়া দুর্ঘটনায় গা শিউরে উঠছে সাধারণ মানুষের। চলন্ত বাসে হঠাৎ কী করে আগুন লেগে যায় তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু হয়েছে। শনিবারে মধ্যরাতের বাস দুর্ঘটনায় (Bus Accident) ২৬ জনের মৃত্যু হয়। আগুনে (Fire) ঝলসে মর্মান্তিক মৃত্যু হয় তাঁদের। তবে কিছুজন সেই বাস থেকে বেরিয়ে আসতে পেরেছেন। তাঁদের মধ্যেই একজন বিস্তারিত জানালেন যে, সেই অভিশপ্ত রাতে ঠিক কী ঘটেছিল। এছাড়াও এক প্রত্যক্ষদর্শী জানান, এই ভয়াবহ দৃশ্য দেখে কেউই কোনও গাড়ি থামাননি ও সাহায্যের জন্য এগিয়ে আসেননি।

যাঁরা বাস থেকে কোনওমতে বেরিয়ে আসতে পেরেছেন, তাঁদের একজন জানিয়েছেন, মধ্যরাতে হঠাৎ একটা বিকট আওয়াজে বাসের টায়ার ফেটে যায়। এরপরই গাড়ি উল্টে যায় ও কিছু না বুঝতেই দেখেন যে গাড়িতে আগুন ধরে যায়। এরপর কোনওমতে তিনি ও তাঁর সঙ্গে থাকা এক ব্যক্তি বাসের পিছনের জানালার কাঁচ ভেঙে বেরিয়ে আসেন। অন্যরাও চেষ্টা করছিলেন, তবে তাঁরা কেউই প্রাণে বাঁচতে পারেননি।

এরপর এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বাসে আগুন লাগার পর ৪-৫ জন বেরিয়ে আসতে সক্ষম হন। স্থানীয়রা সাহায্যের জন্যে এগিয়ে আসলে রাস্তায় চলতি অন্য গাড়ি থামাতে যান। কিন্তু কোনও গাড়িই থামাননি চালকরা। ফলে সাহায্য করতে এগিয়ে আসলেও স্থানীয়রা কোনও কিছুই করতে পারেননি। ফলে চোখের সামনেই যাত্রীদের মৃত্যু দেখতে হয়েছে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

10 months ago


Bus Accident: মহারাষ্ট্রে ভয়াবহ বাস দুর্ঘটনা, আগুনে ঝলসে মৃত্যু ২৬ জনের, আহত ৭

ফের ভয়াবহ বাস দুর্ঘটনা (Bus Accident)। মহারাষ্ট্রের সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে অর্থাৎ মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়ে (Mumbai Nagpur Expressway) একটি বাসে ভয়াবহ আগুন লেগে মৃত্যু হয় ২৬ জনের। শনিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। জানা যাচ্ছে, ঘটনার সময় অভিশপ্ত বাসটিতে ৩৩ জন যাত্রী ছিলেন। বাসে সবাই ঘুমের মধ্যে ছিলেন। হঠাৎ করেই এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফলে কেউ বাস থেকে বেরিয়ে আসতে পারেনি বলেই মনে করা হচ্ছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, শনিবার মধ্যরাত ২ টো নাগাদ এই ঘটনাটি ঘটেছে বুলধানা জেলায়। বাসটি মহারাষ্ট্রের যবৎমল থেকে পুণে যাচ্ছিল। আর সেসময়ই হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। বুলধানা পুলিশের ডেপুটি এসপি বাবুরাও মহামুনি বলেছিলেন, 'বাস থেকে ২৫টি মৃতদেহ বের করা হয়েছে। বাসটিতে মোট ৩৩ জন যাত্রী ছিলেন। আহত হয়েছেন ৬-৮ জন। আহতদের বুলধানা সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে।' 

এছাড়াও বুলধানার এসপি সুনীল কাদাসানে জানিয়েছেন, মধ্যরাতে বাসটির একটি টায়ার ফেটে যায়। এরপরই বাসটি উল্টে যায় ও তাতে আগুন ধরে যায়। এরপর বাসের ভিতরে আটকা পড়ে যান যাত্রীরা। ফলে বাসের ভিতরেই আগুনে ঝলসে মৃত্যু হয় তাঁদের। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে খবর পুলিস সূত্রে। তবে বাসের চালক কোনওমতে প্রাণে বেঁচে গিয়েছেন বলে জানা গিয়েছে।

এই দুর্ঘটনার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকপ্রকাশ করেছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নিহতদের পরিবারদের ৫ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন। এদিন সকালেই উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

10 months ago
Jammu: ভয়াবহ দুর্ঘটনা জম্মুতে, বৈষ্ণোদেবী যাওয়ার পথে যাত্রীবোঝাই বাস খাদে পড়ে গিয়ে মৃত অন্তত ১০

সাতসকালে জম্মু-কাশ্মীরে (Jammu-Kashmir) ভয়াবহ বাস দুর্ঘটনা (Bus Accident)। মঙ্গলবার সকালে পঞ্জাবের অমৃতসর থেকে জম্মু-কাশ্মীরের কাটরায় যাওয়ার পথে খাদে পড়ে যায় যাত্রীবোঝাই একটি বাস। জানা গিয়েছে, বাসটি জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের কাছে একটি খাদে পড়ে যায়। পুলিস সূত্রে খবর, মোট ৭৫ জন যাত্রী ছিলেন সেই বাসটিতে। দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের ও আহত হয়েছেন প্রায় ৫৫ জন। আহতদের তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জম্মু এসএসপি চন্দন কোহলি জানিয়েছেন, কাটরা থেকে ১৫ কিমি দূরে ঝাজ্বর কোটলি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। এই বাসটি মূলত অমৃতসর থেকে কাটরায়  বৈষ্ণোদেবী যাচ্ছিল। সেসময়েই ঝাজ্বর কোটলি ব্রিজের উপর থেকে খাদে পড়ে যায় বাসটি। তিনি আরও জানিয়েছেন, বাসটিতে যাত্রীসংখ্যা বেশি ছিল। আর যে ১০ জন যাত্রীর মৃত্যু হয়েছে তাঁরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা।

জম্মু এসএসপি বলেছেন, 'এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১০ জন, আহত হয়েছেন ৫৫ জন। ঘটনাস্থলে এসডিআরআফ-এর টিম পৌঁছে গিয়েছিল। উদ্বারকার্য এখনও চলছে।' আরও জানা গিয়েছে, গুরুতর আহতদের জম্মুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ও বাকিদের স্থানীয় হেলথ কেয়ারে নিয়ে যাওয়া হয়েছে। এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্মেন্ট মনোজ সিনহা।

11 months ago
Accident: মধ্যপ্রদেশের খারগোনে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ২২, আহত বহু

মধ্যপ্রদেশের (Madhya Pradesh) খারগোনে মর্মান্তিক বাস দুর্ঘটনা (Bus Accident)।  সূত্রের খবর, বাসটি মধ্যপ্রদেশের শ্রীখণ্ডি থেকে ইন্দোরে যাচ্ছিল। যাওয়ার সময় খারগোনের ডান্সওয়া ও ডোঙ্গারগাঁওয়ের মধ্যে বোরাদ নদীর সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে দুর্ঘটনাটি (Accident) ঘটে। দুর্ঘটনায় মোট ২২ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়েছে। জেলা প্রশাসন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ২০-২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় চালক, কন্ডাক্টরও মারা গিয়েছেন বলে খবর। বাসটিতে প্রায় ৫০ জনের বেশি যাত্রী ছিল বলে জানা গিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ খারগোনের বাস দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার।

উল্লেখ্য, দুর্ঘটনায় ৯ জন নারী, ৩ জন শিশু ও ৯ জন পুরুষসহ মোট ২২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই খারগোনের বলে জানা গিয়েছে। আহত ১০ জনকে ইন্দোরে রেফার করা হয়েছে। বাকি আহতের চিকিৎসা চলছে খারগোন জেলা হাসপাতালে। সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

12 months ago


Bus: বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ৫, আহত অন্তত ১৫ জন

মুহূর্তের মধ্যে আনন্দ নিমেষে বিষাদে পরিণত হয়েছে। বিয়েবাড়ি ফেরত বাস দুর্ঘটনার (Bus Accident) কবলে পড়ে। যার জেরে মৃত্যু (Death) হয়েছে পাঁচ জনের। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) জালাউন জেলার মধুগড় থানা এলাকার গোপালপুরায়। জানা গিয়েছে, বাসটিতে প্রায় ৪০ জন ছিল। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিস সূত্রে খবর, বাসটিতে একটি গাড়ি এসে ধাক্কা মারে। এরফলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে  যায় বাসটি। ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন অন্তত ১৫ জন। দুর্ঘটনার পর স্থানীয় মানুষ উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিসও। বাসটি রাস্তার উপর উল্টে গিয়ে পাশের নয়ানজুলিতে পড়ে যায়। প্রতিবেদন লেখা অবধি জানা গিয়েছে যাত্রীদের উদ্ধার করা গেলেও বাসটি এখনও নয়ানজুলিতে ডুবে আছে। বাসের মধ্যে আর কোনও যাত্রী রয়েছে কিনা সেটাও দেখছে পুলিস।

পুলিস জানিয়েছে, বাসের সঙ্গে যে গাড়িটির ধাক্কা লেগেছে, সেই গাড়িটির এখনও কোনও খোঁজ মেলেনি। তবে দ্রুত গাড়িটির সন্ধান পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিস।

12 months ago
Accident: কৃষ্ণনগর যাওয়ার পথে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, চিকিৎসাধীন ১২

পথদুর্ঘটনার(Road Accident) কবলে এক যাত্রীবাহী বাস। দুর্ঘটনার জেরে আহত ১২ জন। ১৯ নং জাতীয় সড়কের ফাগুপুর পার্কিং এলাকার ঘটনা। ঘটনাস্থলে বর্ধমান থানার(Burdwan POlice) পুলিস। ঘটনায় আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ও বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। জানা গিয়েছে, ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে বরাকর-কৃষ্ণনগর রুটের বাসটি কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। তখনই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে জোরে ধাক্কা মারে।   

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বরাকর কৃষ্ণনগর দূরপাল্লার বেসরকারি বাসটি কৃষ্ণনগর যাওয়ার পথে ১৯ নম্বর জাতীয় সড়কের ফাগুপুর পার্কিং-এর কাছে দুর্ঘটনার মুখে পড়ে। দুর্ঘটনায় কমবেশি ১২ যাত্রী জখম হয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। তারপরে ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিস আসে। 

one year ago


Accident: কানে হেডফোন হাতে মোবাইল! ট্রাকের সঙ্গে ধাক্কা, আহত কমপক্ষে ২০ জন বাস যাত্রী

গাড়ি দুর্ঘটনার (Accident) পিছনে অন্যতম কারণ চালকের অমনোযোগিতা। আর এ অমনোযোগিতার অন্যতম কারণ গাড়ি চালাতে চালাতে মোবাইল ফোনের ব্যবহার। আবার কখনও কখনও কানে হেডফোন লাগিয়ে গাড়ি চালানো। সম্প্রতি এমন অবস্থার জেরে বড়সড় দুর্ঘটনার শিকার হয়েছে একটি যাত্রীবাহী বাস (Bus Accident)। অভিযোগ, কানে হেডফোন আর হাতে মোবাইল নিয়ে বাস চালাচ্ছিলেন চালক। যার জেরে চালক নিয়ন্ত্রণ সামলাতে না পেরে ট্রাকের পিছনে গিয়ে সোজা ধাক্কা মারেন। ঘটনায় জখম হন প্রায় ২০ জন বাস যাত্রী। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার ৫১২ নম্বর জাতীয় সড়কের বাউল এলাকায়।

আশপাশের মানুষজন ছুটে এসে বাসের যাত্রীদের উদ্ধার করে বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বেশ কয়েকজন এখনও ভর্তি রয়েছেন হাসপাতালে। খবর দেওয়া হয় থানায়। পুলিসের উচ্চপদস্থ আধিকারিকরা হাসপাতালে পৌঁছে জখম যাত্রীদের সঙ্গে কথা বলেন ও চিকিৎসা সংক্রান্ত খোঁজ খবর নেন।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়েই পালিয়ে গিয়েছেন বাস চালক। ডিএসপি হেডকোয়ার্টার, সোমনাথ ঝাঁ জানিয়েছেন, অভিযুক্ত বাস চালকের খোঁজ চালানো হচ্ছে। এছাড়া শীতকালে এই ধরনের ঘটনা বেশি ঘটে। অনেক সময় কুয়াশার জেরেও দুর্ঘটনা ঘটে থাকে। আবার মোবাইল ব্যবহারের কারণেও ঘটে। সেক্ষেত্রে দুর্ঘটনা এড়াতে রেজিস্টার বাস চালকদের নিয়ে একটা ওয়ার্কশপ করা হবে। যেখানে তাঁদের বাস চালানোর সময় কী করণীয় এবং কী কী করা যাবে না তা বোঝানো হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, এদিনের দুর্ঘটনা কুয়াশা নাকি হেডফোন ও মোবাইল ব্যবহারের কারণেই ঘটেছে। তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস।

one year ago
Accident: সিরডির পথে ভয়াবহ দুর্ঘটনা, বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ১০! শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শিন্ডের

ফের ভয়াবহ পথদুর্ঘটনা (Road Accident)। বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু (Death) ১০ জনের। নিহতদের মধ্যে রয়েছেন সাত জন মহিলা। গুরুতর জখম আরও ১৭ জন যাত্রী। আহতদের উদ্ধার করে ইতিমধ্যে হাসপাতালে (Hospital) ভর্তি করানো হয়েছে। শুক্রবার সকালে মহারাষ্ট্রের (Maharashtra) পাথার গ্রামের কাছে নাসিক-সিরডি জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

ঠাণে জেলার অম্বরনাথ থেকে বিলাসবহুল বাসটি সিরডির দিকে আসছিল। ওই বাসে ৪৫ জন যাত্রী ছিলেন। পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। আহতদের সিন্নার গ্রামীণ হাসপাতাল এবং একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। দুর্ঘটনার কারণে জাতীয় সড়কে যানজট তৈরি হয়েছিল। পুলিস দ্রুত যানজট নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছে।

one year ago
Accident: মণিপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত কমপক্ষে ১৫ জন স্কুল পড়ুয়া, আহত বহু

ভয়াবহ বাস দুর্ঘটনা (Bus Accident)। দুর্ঘটনার কবলে পড়ল স্কুল বাস (School Bus)। খাদে পড়ে কমপক্ষে ১৫ জন স্কুল পড়ুয়ার মৃত্যু (Death)  হয়েছে বলে সূত্রের খবর। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মণিপুরের (Manipur) নোনে জেলায়।

পুলিস সূত্রে খবর, ওই বাসে থাকা বহু পড়ুয়া দুর্ঘটনায় আহত হয়েছেন। আহত পড়ুয়াদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে পাহাড়ি রাস্তায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরফলে ঘটে যায় এই দুর্ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, থৌবাল জেলার ইয়ারিপকের ‘থাম্বলনু হায়ার সেকেন্ডারি স্কুলের’ পডুয়াদের নিয়ে দু’টি বাস শিক্ষামূলক ভ্রমণে খৌপুমের দিকে যাচ্ছিল। সে সময় বিষ্ণুপুর-খৌপম সড়কে লংসাই তুবুং গ্রামের কাছে বিষ্ণুপুর-খুপুম রোডের কাছে দুর্ঘটনাটি ঘটে। ঢালু খাদে গড়িয়ে বাসটি উল্টে যায়। খবর পেয়ে পুলিস ও স্থানীয়রা দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করেন। আহত শিক্ষার্থীদের ইম্ফলের মেডিসিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী, এ পর্যন্ত ২২ জন ছাত্রকে আনা হয়েছে।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি নিজে টুইট করে লিখছেন, এই স্কুল পড়ুয়াদের বাস দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। আহত পড়ুয়াদের দ্রুত সুস্থতা কামনা করছেন। চিকিৎসায় যাতে কোনও গাফিলতি না হয়, তার নির্দেশও দিয়েছেন।

one year ago


Asansol: স্কুটার বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কা দেওয়ালে! আসানসোলে মৃত ২, আহত অন্তত ২০

ভয়ঙ্কর পথ দুর্ঘটনা (road accident), ভেঙে গেল রেল পুলিসের (police) অফিসের দেওয়াল। উল্টে পড়ে গেল বাস (bus)। পথচলতি স্কুটার চালক ও বাসযাত্রী নিয়ে ২ জনের মৃত্যু (death)। দুর্ঘটনায় প্রায় ২০ জন আহত (injured)। সূত্রের খবর, আসানসোল (Asansol) থেকে গিরমিন্টগামী বাস স্কুটারকে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা হয়। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে খবর, আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত আরাডাঙা এলাকায় একটি স্কুটারকে বাঁচাতে গিয়ে এক মিনিবাস সোজা গিয়ে ধাক্কা মারে রেল পুলিস অফিসের দেওয়ালে। ধাক্কায় ভেঙে পড়ে রেল পুলিসের বাউন্ডারি দেওয়াল। ধাক্কার কবলে পড়ে স্কুটারটিও। খবর পেয়েই ছুটে আসে আসানসোল দক্ষিণ থানা, উত্তর থানা পুলিস ও রেল পুলিস। তড়িঘড়ি বাসযাত্রীদের বাস থেকে বের করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, ওই স্কুটার চালক ও একজন বাস যাত্রীর মৃত্যু হয়েছে। তীব্র গতিতে বাস চলা ও পিছন থেকে আসা বাসের আগে যাওয়ার চেষ্টা অর্থাৎ রেষারেষির কারণেই এমন ঘটনা, মনে করছেন প্রত্যক্ষদর্শীরা। 

one year ago
Accident: রেষারেষির জেরে মোটর সাইকেলকে রাস্তা দিতে গিয়ে নয়ানজুলিতে যাত্রীবাহী বাস, আহত একাধিক

সাত সকালেই বড়সড় দুর্ঘটনার (accident) কবলে একটি যাত্রী বোঝাই বাস। রেষারেষির জেরে মোটর সাইকেলকে রাস্তা দিতে গিয়ে সোজা নয়নজুলিতে গিয়ে পড়ে বাসটি (bus)। শুক্রবার সকালেই এমনই মর্মান্তিক ঘটনা বসিরহাটের (Basirhat) হিঙ্গলগঞ্জ থানার বোলতলা জোড়া বটতলায়। চিৎকার চেঁচামেচিতে মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।   

জানা যায়, হাসনাবাদ ও লেবুখালী রোডে এদিন সকাল ৮টা নাগাদ একটি যাত্রীবাহী বাস ও গাড়ির রেষারেষি শুরু হয়। এমন সময় মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে সোজা নয়নজুলিতে গিয়ে পড়ে বাসটি। যাত্রীদের চিৎকারে স্থানীয় বাসিন্দারাই ছুটে আসেন ঘটনাস্থলে। স্থানীয়রা জানান, যাত্রীদের উদ্ধার করে বেশ কয়েকজনকে স্যান্ডেলবিল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ১৮ জনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। বাইকে থাকা দু'জনের অবস্থা গুরুতর। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

স্থানীয় বাসিন্দারা আরও জানিয়েছে, বাসটি সম্পূর্ণ দুটি গাড়ির রেষারেষি জন্যই দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলে ক্রেন এনে বাসটিকে তোলার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে হিঙ্গলগঞ্জ থানার পুলিস বাসের চালক খালাসী ও ছোট গাড়ির চালক ও খালাসীকে আটক করেছে।

one year ago