Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Burdwan

Mamata Banerjee: বর্ধমানে দুর্ঘটনার কবলে মুখ্যমন্ত্রীর গাড়ি, মাথায় চোট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়!

ফের আঘাত পেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর গাড়ির সামনে হঠাৎ অন্য এক গাড়ি চলে আসায় ব্রেক কষতেই মাথায় চোট পান তিনি। তবে এই চোট তেমন গুরুতর নয় বলেই জানা গিয়েছে। আজ অর্থাৎ বুধবার গোদার জনসভা থেকে বেড়োনোর সময় এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, ইতিমধ্যেই বর্ধমানে প্রশাসনিক সভা সেরে কলকাতা ফিরেছেন।

২৪ জানুয়ারি, বুধবার বর্ধমানে প্রশাসনিক সভা ছিল। সেখানে পৌঁছতে হাওড়ার ডুমুরজলা থেকে এদিন হেলিকপ্টারে চেপে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর কলকাতায় ফেরার সময় গাড়িতে চেপে রওনা দেন। কিন্তু মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে হঠাৎ একটি গাড়ি চলে আসায় তাঁর গাড়ি জরুরী ভিত্তিতে ব্রেক কষতেই মাথায় আঘাত পান তিনি। মুখ্যমন্ত্রীর কপাল উইন্ড স্ক্রিনে ঠুকে যায়। এরপর বেশ কিছুক্ষণের জন্য তাঁর কনভয় দাঁড়িয়ে যায়। প্রায় দেড় মিনিট পর ফের কনভয় কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর আঘাত গুরুতর নয়। সামান্য আঘাত পেয়েছেন তিনি। কনভয়ের সামনে কী করে গাড়ি চলে এলো তা খতিয়ে দেখছে পুলিস। তবে জানা যাচ্ছে, কুয়াশার কারণেই দুর্ঘটনার কবলে পরে মুখ্যমন্ত্রীর গাড়ি।

3 months ago
Burdwan: সিইবি সেজে প্রতারণার অভিযোগ, গ্রেফতার ১ অভিযুক্ত

ভুয়ো সিইবি অফিসারের পরিচয় দিয়ে ব্যবসায়ীকে প্রতারণার অভিযোগ। গ্রেফতার এক। জানা গিয়েছে, ধৃতের নাম রঞ্জিত বোস (৬০)। বাড়ি টিটাগড় থানা এলাকায়। রবিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা  হয়। ঘটনাটি বর্ধমানের জামালপুরের।

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার জামালপুরের ১৯ নম্বর জাতীয় সড়কের আঝাপুর এলাকার একটি দোকানে চারচাকা গাড়ি নিয়ে আসে অভিযুক্ত সহ আরও একজন। এরপর অভিযুক্ত নিজেকে সিইবির অফিসার হিসাবে পরিচয় দেয় এবং দোকানের ম্যানেজারের কাছ থেকে নগদ ৬০০০০ টাকা দাবি করেন। টাকা দিতে না চাইলে ওই ব্যক্তিকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস গিয়ে ওই ভুয়ো অফিসারকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং কাগজপত্র দেখতে চায়।  

কোনো বৈধ কাগজ দেখাতে না পারার অভিযুক্ত রঞ্জিত বোসকে গ্রেফতার করে নিয়ে যায় জামালপুর থানার পুলিস। এছাড়াও অভিযুক্তের গাড়িটিও আটক করেছে পুলিস। যদিও এই ভুয়ো অফিসার সেজে প্রতারণার ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে এলাকায়। 

3 months ago
Bardhaman: ব্য়বসায়ী অপহরণ! ৬০ লক্ষ টাকা মুক্তিপণের দাবিতে ফোন, গ্রেফতার ৩ অপহরণকারী

ষাট লক্ষ টাকা মুক্তিপণের দাবিতে ফোন। তা না দিলে গুলি করে মেরে ফেলার হুমকি। অপহরণের ৮ ঘণ্টার মধ্যেই ঝাড়খণ্ড থেকে উদ্ধার অপহৃত ব্যবসায়ী। ঘটনায় গ্রেফতার তিন অপহরণকারী। জানা গিয়েছে, অপহৃত ব্যবসায়ীর নাম বেণীমাধব চট্টোপাধ্যায়। মেমারি শহরের পুরোনো পোস্ট অফিস পাড়ার বাসিন্দা। পেশায় তামাক পাতার ব্যবসায়ী।

পরিবার ও পুলিস সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেল ৪.৩০ টা নাগাদ বাইকে ওই ব্য়বসায়ী মেমারি থেকে ছিনুই-এর দিকে যাচ্ছিলেন। সেই সময় ঝাড়খণ্ডের নম্বর প্লেট লাগানো একটি সাদা রঙের স্করপিও তাঁর পথ আটকায় এবং জোর করে তাঁকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। স্থানীয়রা ঘটনার কথা জানতে পেরে খবর দেন ওই ব্য়বসায়ীর পরিবারকে। এরপর ব্য়বসায়ীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয় মেমারি থানায়। 

এরপর ওই ব্য়বসায়ীর বাড়িতে ষাট লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে। অভিযোগ, মুক্তিপণ না পেলে ব্যবসায়ীকে গুলি করে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয় ফোনে। ফোনের সূত্র ধরে ও বিভিন্ন সূত্র মারফত তদন্ত শুরু করে মেমারি থানার পুলিস। সুতি টোলে গাড়িটির ছবি দেখা যায়। এরপরে মেমারি থানার পুলিস অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের মালপাহাড়ি এলাকা থেকে উদ্ধার করে অপহৃত ব্যবসায়ীকে এবং গ্রেফতার করা হয় তিনজন অপহরণকারীকে।

4 months ago


Body: ঘুড়ি ধরতে গিয়ে মৃত্য়ু স্কুল ছাত্রের! নদী থেকে উদ্ধার পড়ুয়ার মৃতদেহ

নদী থেকে উদ্ধার নিখোঁজ স্কুল ছাত্রের মৃতদেহ। রবিবার ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে বর্ধমানের রাজগঞ্জ পাসিখানা এলাকায়। ঘুড়ি ধরতে গিয়েই নদীতে তলিয়ে যায় বলে অনুমান মৃতের পরিবারের। জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম রোহিত দাস (১২)। রথতলা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। বাড়ি রাজগঞ্জ চন্ডিতলা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য় বর্ধমান মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে পাঠায়।

মৃতের পরিবার ও পুলিস সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার বিকেল বেলা বাড়ি থেকে বের হয় রোহিত দাস। তারপর রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় তার পরিবারের তরফে বর্ধমান থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। বিভিন্ন জায়গায় খোঁজখবর করা হলেও খোঁজ মেলেনি। এরপর রবিবার সকালে পাসিখানা এলাকায় বাঁকা নদীতে একটি দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তারপর তাঁরা খবর দেন পুলিসকে। আদৌ ঘুড়ি উড়াতে গিয়ে মৃত্য়ু নাকি এর পিছনে রয়েছে অন্য় কোনও রহস্য়? তবে কীভাবে মৃত্যু হয়েছে ওই স্কুল ছাত্রের তা খতিয়ে দেখছে পুলিস।

4 months ago
Body: আবর্জনার স্তূপ থেকে উদ্ধার অজ্ঞাত পরিচিত বৃদ্ধের মৃতদেহ, ঘটনায় চাঞ্চল্য বর্ধমানে

আবর্জনা ফেলার ভ্যাট থেকে উদ্ধার অজ্ঞাত পরিচিত এক বৃদ্ধের মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে বর্ধমানের ১০ নং ওয়ার্ডের অফিসার্স কলোনি এলাকায়। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। 

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে পুরকর্মীরা ভ্যাট থেকে আবর্জনা নিতে এসে তাঁদের নজরে আসে মৃতদেহটি। কম্বলের উপরে রাখা ছিল বৃদ্ধের মৃতদেহ। আর তার পাশেই পড়ে রয়েছে হিন্দুমতে সৎকার্যের জন্য প্রয়োজনীয় জিনিস কাপড়, ধূপ, খই। এছাড়াও মুড়ির প্যাকেটও পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের দাবি, পরিবারের লোকের দাহ করার সামর্থ না থাকায় ওই ব্যক্তির মৃতদেহটি তাঁর বাড়ির লোক এখানে ফেলে গিয়েছে। এরপর স্থানীয়রা খবর দেয় বর্ধমান থানার পুলিসকে।

4 months ago


Howrah-Burdwan: চলন্ত ট্রেনে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী জিআরপির কনস্টেবল

লোকাল ট্রেনের মধ্য়ে চলল গুলি। আচমকা গুলির আওয়াজে আতঙ্কে কেঁপে উঠল ট্রেনে থাকা সকল যাত্রী। সূত্রের খবর, নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন জিআরপির এক কনস্টেবল। বৃহস্পতিবার রাতে ব্য়ান্ডেল-বর্ধমান লোকাল ট্রেনে পালসিট রেল স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, মৃতের নাম শুভঙ্কর সাধুখাঁ। বাড়ি বর্ধমান শহরের বড়নীলপুর মোড় এলাকায়।

পুলিস সূত্রে জানা গিয়েছে, বর্ধমান জিআরপিতে পোস্টিং ছিল শুভঙ্কর সাধুখাঁ নামে ওই কনস্টেবলের। বৃহস্পতিবার রাতে তিনি হাওড়া-বর্ধমান আপ লোকালের মহিলা কামড়ায় কর্তব্যরত অবস্থায় ছিলেন। শীতের জন্য় যাত্রী বেশি না থাকায় রাতের ট্রেনগুলি বেশ ফাঁকাই থাকে। এরপর পালসিট স্টেশনের কাছে ট্রেনের মধ্যে হঠাৎ নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন তিনি। গুলির শব্দ পেয়ে ভয়ে আঁতকে ওঠে সকল মহিলা যাত্রীরা। এরপর ট্রেন থামিয়ে পুলিস এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য় নিয়ে যায়। 

পুলিসের প্রাথমিক অনুমান, পারিবারিক কোনো সমস্যার কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে। পারিবারিক অশান্তি নাকি অন্য় কোনও কারণ রয়েছে এর পিছনে তা নিয়ে দ্বন্ধে রয়েছে পুলিস। ইতিমধ্য়ে বর্ধমান জিআরপি তরফে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

5 months ago
Burdwan: বাবাকে ধারালো অস্ত্রের কোপ, নিজের শ্বশুর বাড়িতে ফোন করে জানাল অভিযুক্ত ছেলে

বাবাকে ধারালো অস্ত্রের কোপ ছেলের। অভিযোগ, খুন করে নিজেই ফোন করে সে কথা জানায় তার শ্বশুর বাড়িতে। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত ছেলে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার দেনো গ্রামে। পুলিস সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম বাসুদেব পাত্র। অভিযুক্ত ছেলের নাম বিশ্বজিৎ পাত্র। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস গিয়ে মৃতদেহটির উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল পুলিস মর্গে পাঠায়। তারপর এদিন অভিযুক্তকে বর্ধমান আদালতে তোলা হয়।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বাসুদেব পাত্র মাধবডিহি থানার দেনো গ্রামের বাসিন্দা। তিনি ও তার ছেলে দুজনেই গোয়ালার কাজ করেন। বৃহস্পতিবার রাতে বাসুদেব পাত্র ও তাঁর ছেলে বিশ্বজিৎ পাত্র বাড়ি থেকে কিছুটা দূরে গোয়াল ঘরে কাজ করছিলেন। সেই সময় আচমকাই বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে ছেলে বিশ্বজিৎ। তার কিছুক্ষণ পরেই সমস্ত ঘটনার কথা নিজেই ফোন করে শ্বশুর বাড়িতে জানায় বিশ্বজিৎ। তারপর অভিযুক্ত বিশ্বজিৎ এর শ্বশুরবাড়ি থেকে ফোন করা হয় বাসুদেব বাবুর ভাইকে। ঘটনার কথা জানতে পেরে বাসুদেব বাবুর ভাই ও প্রতিবেশীরা গিয়ে দেখেন গোয়াল ঘরের পাশেই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বাসুদেব বাবু। এরপর খবর দেওয়া হয় মাধবডিহি থানার পুলিসকে। 

তবে স্থানীয়দের দাবি, অভিযুক্ত বিশ্বজিৎ কয়েকদিন ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। যার ফলেই সে তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়েছে বলে অনুমান। তবে আদৌ কি মানসিক ভারসাম্যহীন কারণ নাকি অন্য কোনও রহস্য রয়েছে এর পিছনে তা খতিয়ে দেখছে পুলিস।

5 months ago
Burdwan: খন্ডঘোষে মাটির দোতলা বাড়ি ভেঙে পড়ে মৃত্যু ১ মহিলার, জখম আরও ২ মহিলা

পরিকল্পনা ছিল পাকা বাড়ি তৈরী করার। কিন্তু তার আগেই ধসে পড়ল মাটির দোতলা বাড়ি। আর সেই মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনায় আহত আরও দুইজন মহিলা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা নাগাদ ঘটনাটি ঘটেছে খন্ডঘোষের পূর্বচক গ্রামে। জানা গিয়েছে, মৃত মহিলার নাম জুলেখা বেগমকে (৩০)। বর্তমানে আহত ওই দুজন মহিলা বর্ধমান হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসাধীন। তবে তাঁদের দুজনের অবস্থা এখন স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।

স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, খণ্ডঘোষের পূর্বাচক গ্রামের শেখ হাবিবুর ইসলামের দোতলা বাড়ির নীচের তলার ঘরের মেঝে পাকা করার কাজ চলছিল। সেই জন্য বাড়ির চারদিকে মাটি খোঁড়া হয়েছিল। তাই ঘরের দোতলা থেকে আসবাবপত্র নামাতে গিয়েছিলেন ওই বাড়ির চারজন মহিলা। সেই সময় হঠাৎ দেওয়াল থেকে ঝুরঝুর করে মাটি পড়তে দেখে তাঁরা তড়িঘড়ি সিঁড়ি দিয়ে নামছিলেন। আর তখনই সিঁড়ি সমেত মাটির বাড়ির একাংশ চাপা পড়ে যান তিন মহিলা।একজন কোনওরকমে পালিয়ে যেতে পারলেও বাকি তিনজন পালাতে না পেরে আটকে পড়ে। 

এরপর খবর পেয়ে পুলিস ও স্থানীয়রা গিয়ে তড়িঘড়ি ওই তিনজন মহিলাকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তারপর হাসপাতালের চিকিৎসক ওই তিনজন মহিলার মধ্যে একজনকে মৃত বলে জানায়। এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

5 months ago


Burdwan: ক্যাম্পাসের জলাশয়ে ভাসছে যুবতীর পচাগলা দেহ, চাঞ্চল্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে

ফের রাজ্যে যুবতীর রহস্যমৃত্যু। কিছুদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডে তোলপাড় হয়েছিল রাজ্য-রাজনীতি। এবারে বর্ধমান বিশ্ববিদ্যালয় (Burdwan University) থেকে উদ্ধার করা হল এক যুবতীর পচাগলা দেহ। যুবতীর মৃত্যুর নেপথ্যে কী কারণ রয়েছে, তা এখনও জানা যায়নি। তবে যুবতীর মৃত্যু ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পড়ুয়াদের মধ্যে। মৃত যুবতীর পরিচয় জানা যায়নি। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে পুরো ক্যাম্পাস জুড়ে।

স্থানীয় ও পুলিস সূত্রে খবর, মঙ্গলবার সকালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের এক জলাশয় থেকে এক যুবতীর পচাগলা দেহ উদ্ধার করা হয়েছে। আজ সকালে জলাশয়ে যুবতীর পচাগলা দেহ ভাসতে দেখেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। এর পরই বর্ধমান থানার পুলিসকে খবর দেওয়া হয়।ঘটনাস্থলে পুলিস পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিক্যালে। পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিক্যালে।

তবে এটি খুন নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, দেহ কোথা থেকে বা কীভাবেই বা জলাশয়ের মধ্যে এল, তা এখনও জানা যায়নি। এছাড়াও যুবতীর পরিচয় কী, এ সমস্ত কিছু জানতে ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিস।

5 months ago
Burdwan: বর্ধমান মেডিকেল কলেজে মৃতদেহ পাচারের ঘটনায় মূল চক্রী কে? খোঁজে পুলিস

বর্ধমান মেডিকেল কলেজের মর্গ থেকে মৃতদেহ পাচারের অভিযোগ ওঠে। বৃহস্পতিবার সেই দেহ পাচারের অভিযোগে হাসপাতালের তিন কর্মচারী সহ মোট পাঁচজনকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিস। পুলিস সূত্রে খবর, বর্ধমান মেডিকেল কলেজের এনাটমি বিভাগ থেকে দেহ পাচারের ঘটনায় যুক্ত আরামবাগ মেডিকেল কলেজের কর্মী প্রদীপ মল্লিকের খোঁজে তল্লাশি শুরু করেছে বর্ধমান থানার পুলিস। 

জানা গিয়েছে, পাচারের ঘটনায় ধৃত অবিনাশ মল্লিক, গৌতম ডোম ও নন্দলাল ডোমকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে এই চক্রের মূল মাথার খোঁজে বিভিন্ন জেলায় তল্লাশি চালাচ্ছে পুলিস।পুলিস প্রাথমিক তদন্তে জানিয়েছিল, শবগাড়ির গোপন ড্রয়ারে করা মৃতদেহ পাচার কার হত। আর এই দেহ পাচারের জন্য ভুয়ো কাগজপত্র সব বানানোর পিছনে হাসপাতালের কর্মীরা যুক্ত রয়েছে। 

ইতিমধ্যে মেডিকেল কলেজের এনাটমি ও ফরেনসিক ডিপার্টমেন্টের একাধিক সিনিয়র প্রফেসরদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে মেডিকেল কলেজ সূত্রে খবর। মেডিকেল কলেজ সূত্রে আরও জানা গিছে, এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে কিনা তা দেখার জন্য এনাটমি বিভাগের রেজিস্টার ও সিসিটিভি ফুটেজ  মিলিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মেডিকেল কলেজের প্রবেশ ও বাহির পথে সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানো হচ্ছে।

6 months ago


Accident: বর্ধমানে দুটি পৃথক দুর্ঘটনায় আহত ২০, মৃত ১

শুক্রবার সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা। বর্ধমান থেকে করুণাময়ী যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে যাত্রীবাহী বাসটি। ওই বাসে ছিলেন প্রায় ৫০ জন। প্রত্যেকেই প্রায় আহত হয়েছেন। অন্যদিকে আরও একটি দুর্ঘটনা ঘটেছে ডানকুনি- বর্ধমানমুখী রাস্তায়। বাইক ও গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে একজনের। সব মিলিয়ে প্রায় ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর অবস্থায় ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে , শুক্রবার সকালে একটি বাস বর্ধমান থেকে করুণাময়ী যাওয়ার পথে হরিপাল থানার কানগোই এলাকায় জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির পিছনে ধাক্কা মারে। বাসের গতি অনেক বেশি ছিল বলে খবর। অন্যদিকে, ওই এলাকা থেকে কিছুটা দূরে ডানকুনি-বর্ধমানমুখী রাস্তায় একটি বাইকের সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগে। বাইকে থাকা দু’জন আরোহী গুরুতর জখম হয়। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। 

6 months ago
Arrest: মেডিক্যাল কলেজ থেকে মৃতদেহ পাচারের ঘটনায় গ্রেফতার ৫

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মৃতদেহ পাচারের ঘটনায় গ্রেফতার ৫ অভিযুক্ত। জানা গিয়েছে, হাসপাতালের তিন কর্মচারী সহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। আজ অর্থাৎ বৃহস্পতিবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, শববাহি গাড়ির উপরে রাখা থাকতো একটি দেহ। সেই মৃতদেহের ভুয়ো কাগজপত্র তৈরী করে তার ঠিক নিচে গোপন ড্রয়ারে রাখা হত একাধিক মৃতদেহ এবং বিভিন্ন অর্গান গোপনে পাচার করে দেওয়া হত। এই গোপন কাগজপত্র তৈরীতে বর্ধমান মেডিকেল কলেজের হাসপাতালের কর্মীরা জড়িত বলে পুলিস প্রাথমিকভাবে জানতে পেরেছে।

পুলিস সূত্রে খবর, এটি একটি অন্তরাজ্য মৃতদেহ পাচারচক্র। শুধু বর্ধমান নয় রাজ্যের একাধিক জেলায় এই চক্র সক্রিয়। বুধবার বর্ধমান মেডিকেল কলেজ থেকে শববাহি গাড়িতে করে যে মৃতদেহটি নিয়ে যাওয়া হচ্ছিল সেটি উত্তরাখন্ডে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিস প্রাথমিকভাবে জানতে পেরেছে। অভিযোগ, দেহ পাচারের জন্য় বেশ কয়েক লক্ষ টাকা বিনিময়ে মেডিকেল কলেজের কর্মীদের সাথে রফা হয়। তবে এই মৃতদেহগুলি কোথায় নিয়ে যাওয়া হত এবং কি করা হত সেটা খতিয়ে দেখার পাশাপাশি কত টাকায় লেনদেন এবং এর সঙ্গে অন্য কোন আন্তর্জাতিক পাচারচক্র যুক্ত আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিস।

6 months ago
Dead body: হাসপাতাল থেকে মৃতদেহ পাচার! গুরুতর কান্ড বর্ধমান মেডিকেল কলেজে

বর্ধমান মেডিকেল কলেজের মর্গ থেকে মৃতদেহ পাচারের অভিযোগ। বুধবার ঘটনায় জড়িত থাকার সন্দেহে মেডিকেল কলেজের ৩ কর্মী সহ মোট ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে বর্ধমান থানার পুলিস। এই ঘটনাকে কেন্দ্র করে ব্য়পক চাঞ্চল্য ছড়িয়েছে মেডিকেল কলেজ চত্বরে। পুলিস সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে মেডিকেল কলেজের মর্গ থেকে শববাহি গাড়িতে করে একাধিক দেহ পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। কিন্তু পাচারের আগেই সমস্ত চক্রান্ত ফাঁস হয়ে যায়। সেই সঙ্গে নিরাপত্তা কর্মীদের তৎপরতায় মৃতদেহ সহ গাড়িটিকেও হাতেনাতে ধরা হয়। এরপর খবর পেয়ে বর্ধমান থানার পুলিস যায় মেডিকেল কলেজে।

মেডিকেল কলেজ সূত্রে খবর, মৃতদেহ পাচার করা হচ্ছে এমন খবর জানতে পেরে তৎপর হন নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। এমনকি মৃতদেহ পাচারের উদ্দেশ্য়ে যাওয়া শববাহি গাড়িটিকে আটক করে পুলিসকে বিষয়টি জানানো হয়। অনুমতি ছাড়ায় মেডিকেল কলেজের পুলিস মর্গ থেকে মৃতদেহ বের করে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছেন বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ কৌস্তভ  নায়েক।

যদিও এই মৃতদেহ পাচারের ঘটনায় যথাযথ প্রমাণ না পাওয়ায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে কে বা কারা এই মৃতদেহ পাচারের সঙ্গে জড়িত রয়েছে কিংবা এর পিছনে বড় কোন পাচারচক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিস। 

6 months ago


Burdwan:নেশামুক্তি কেন্দ্রে এক ব্য়ক্তির অস্বাভাবিক মৃত্যু, শারীরিক অত্যাচারের জেরেই মৃত্যুর অভিযোগ

নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন এক ব্য়ক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য়।শারীরিক অত্যাচারের জেরেই মৃত্যু হয়েছে বলে মৃতের পরিবারের অভিযোগ। মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের ফায়ারব্রিগেড মোড় এলাকায় উপস্থিত একটি স্বেচ্ছাসেবী সংস্থা দ্বারা পরিচালিত নেশামুক্তি কেন্দ্রে।পুলিস সূত্রে খবর, মৃত যুবকের নাম জামালউদ্দিন মণ্ডল (৩২)। বাড়ি মঙ্গলকোটের সাকোনা গ্রামে।

জানা গিয়েছে, অতিরিক্ত মাত্রায় ধূমপানের জন্য মৃত ওই ব্য়ক্তিকে তাঁর পরিবারের পক্ষ থেকে ওই নেশামুক্তি কেন্দ্রে পাঠানো হয়েছিল। এদিন ভোরে ওই নেশা মুক্তি কেন্দ্র থেকে ফোন করে মৃতের পরিবারকে জানানো হয় হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তড়িঘড়ি পরিবারের সদস্যরা বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। 

মৃতের পরিবারের দাবি, মৃতের মাথায় ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। নেশামুক্তি কেন্দ্রের শারীরিক নির্যাতনের কারণেই এই মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্য়ে ভাতাড় থানায় লিখিত অভিযোগ জানিয়েছে মৃতের পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিস এই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও ঘটনার পর থেকে বন্ধ রয়েছে ওই নেশামুক্তি কেন্দ্র।

6 months ago
East Burdwan: বেপরোয়া গাড়ি ধাক্কায় মৃত্যু ১ স্কুল ছাত্রের, গুরুতর আহত আরও ১ ছাত্রী

বেপরোয়া গাড়ি ধাক্কায় মৃত্যু এক স্কুল ছাত্রের। গুরুতর ভাবে আহত আরও ১ ছাত্রী। ঘটনার প্রতিবাদে রাস্তায় গাছের গুড়ি ফেলে পথ অবরোধ করেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে খণ্ডঘোষ থানার মেটেডাঙ্গা এলাকায়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত ছাত্রের নাম সেখ সামিম আক্তার (১৪) ও আহত ছাত্রীর নাম নাজিরা পারভীন। তারা খন্ডঘোষের মেটেডাঙ্গা জুনিয়ার হাইস্কুলের পড়ুয়া। দু'জন সম্পর্কে খুড়তুতো ভাই বোন বলে জানা গিয়েছে। সামিম আক্তার অষ্টম শ্রেণীর ছাত্র ও নাজিরা পারভিন সপ্তম শ্রেণীর ছাত্রী। তাদের বাড়ি খণ্ডঘোষের মেটেডাঙ্গা এলাকায়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে হেঁটে স্কুল যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় সামিম আক্তার ও নাজিরা পারভিন। বাড়ি থেকে কিছুটা দূরেই মেটেডাঙ্গা এলাকায় একটি বেপরোয়া চারচাকা গাড়ি তাদের ধাক্কা মারে। ধাক্কা মেরে পালানোর সময় কিছুদূর গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খণ্ডঘোষ থানার পুলিস। আহত অবস্থায় দু'জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিস। হাসপাতালে নিয়ে এলে সামিম আক্তারকে মৃত বলে ঘোষণা করা হয়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন নাজিরা পারভিন।

দুর্ঘটনার পরই উত্তেজিত এলাকাবাসীরা স্পিড ব্রেকার ও সিভিক ভলান্টিয়ার পোস্টিং-এর দাবিতে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বর্ধমান-বাঁকুড়া রোড অবরোধ করে। প্রায় দু'ঘণ্টা ধরে চলে অবরোধ। পরে পুলিসের আশ্বাসে অবরোধ তোলেন স্থানীয়রা।

7 months ago