Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Bulldozer

Ujjain: বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল উজ্জয়িনীর যৌন নিগ্রহ কাণ্ডে অভিযুক্তের বাড়ি

মধ্যপ্রদেশের (MadhyaPradesh) উজ্জয়িনীর (Ujjain) ১২ বছরের কিশোরীর যৌন নিগ্রহ কাণ্ডে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। জেল হেফাজতে রয়েছে সে। এবারে তাকে আরও শাস্তি দিতে কড়া পদক্ষেপ নিয়েছে মধ্যপ্রদেশ সরকার। মঙ্গলবারই জানানো হয়েছিল, তার 'বেআইনি' বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। মধ্যপ্রদেশ সরকারের নির্দেশ মতই অভিযুক্ত অটো চালকের বাড়ি এবারে বুধবার বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হল।

গত মাসে এক ১২ বছরের কিশোরীকে অর্ধনগ্ন-রক্তাক্ত অবস্থায় মধ্যপ্রদেশের উজ্জয়িনীর এক রাস্তায় দেখা গিয়েছিল। আর সেই দৃশ্যই ফুটে ওঠে সিসিটিভির ক্যামেরায়। সেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় সারা দেশজুড়ে। এই ঘটনার তিন দিন পরই গ্রেফতার করা হয় অভিযুক্ত অটোচালক ভারত সোনিকে। এর পর আজ তার বেআইনি বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল।

মঙ্গলবার উজ্জয়িনী পুরসভা জানিয়েছিল, দীর্ঘ দিন ধরে সরকারি জমিতে বাড়ি তৈরি করে সেখানে থাকছে তার পরিবার। পুরসভার কমিশনার রোহন সিং জানিয়েছিলেন, যেহেতু সরকারি জমিতে অভিযুক্তের বাড়ি রয়েছে, তাই তা ভাঙার জন্য আগাম বিজ্ঞপ্তি জারির কোনও প্রয়োজন নেই। তাই বুধবারই মধ্যপ্রদেশ পুলিসের সঙ্গে মিলিত ভাবে পদক্ষেপ নিল পুরসভা।

7 months ago
Ujjain: বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে যৌন নিগ্রহ কাণ্ডে অভিযুক্তের 'বেআইনি' বাড়ি!

মধ্যপ্রদেশের (MadhyaPradesh) উজ্জয়িনীর (Ujjain) ১২ বছরের কিশোরী যৌন নিগ্রহের শিকার, একথা প্রকাশ্যে আসতেই সারা দেশজুড়ে শোরগোল পড়ে যায়। এমনকি, কিশোরীর অর্ধনগ্ন-রক্তাক্ত অবস্থার দৃশ্য সিসিটিভি-র মাধ্যমে সামনেও আসে। এবারে যৌন নিগ্রহের অভিযুক্তকে উপযুক্ত শাস্তি দিতে ফের হাতিয়ার করা হল বুলডোজারকে। জানা গিয়েছে, মধ্যপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় অভিযুক্ত অটো চালকের 'বেআইনি' বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হবে।

গত মাসেই এক ১২ বছরের কিশোরীর নির্মম দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে দেখা যায়, অর্ধনগ্ন-রক্তাক্ত অবস্থায় লোকের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য চাইছে সে। কিন্তু কেউই এগিয়ে আসেননি। এর পর অবশেষে এক পুরোহিত তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ও হাসপাতালে ভর্তি করেন। পুলিসকেও খবর দেন তিনি। এই ঘটনার তিনদিন পরই ভারত সোনি নামে অভিযুক্ত অটো চালককে গ্রেফতার করা হয়েছে। এবারে তাকে আরও শাস্তি দিতে সিদ্ধান্ত নিয়েছে, আগামীকাল অর্থাৎ বুধবার তার বেআইনি বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে।

উজ্জয়িনী পুরসভা জানিয়েছে, দীর্ঘ দিন ধরে সরকারি জমিতে বাড়ি তৈরি করে সেখানে থাকছে তার পরিবার। পুরসভার কমিশনার রোহন সিং জানিয়েছেন, যেহেতু সরকারি জমিতে অভিযুক্তের বাড়ি রয়েছে, তাই তা ভাঙার জন্য আগাম বিজ্ঞপ্তি জারির কোনও প্রয়োজন নেই। মধ্যপ্রদেশ পুলিসের সঙ্গে মিলিত ভাবে বুধবার পদক্ষেপ করবে পুরসভা।

7 months ago
KMC: বুলডোজার বিতর্কে বিজেপি-তৃণমূলের হাতাহাতিতে উত্তাল কলকাতা পুরসভা

উত্তরপ্রদেশের পর এবার শহর কলকাতায় বুলডোজার বিতর্ক। এবং তা নিয়েই দুপক্ষের হাতাহাতিতে উত্তাল হয়ে উঠল কলকাতা পুরসভা। সূত্রের খবর শ্যামপুকুর বিধানসভা এলাকার বাসিন্দা বিজেপি নেতা সুনীল সিংহের বাড়ির অংশ বুলডোজ়ার দিয়ে গুঁড়িয়ে দেয় পুরসভা। তা নিয়েই দিনভর উত্তপ্ত শনিবারের পুর অধিবেশন। পুরসভায় তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি কাউন্সিলরেরা। তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে হামলা চালিয়েছে বিজেপি। পাল্টা বিজেপির দাবি, তৃণমূল কাউন্সিলরেরাই জবরদস্তি মারধর করেছেন তাঁদের।

কলকাতা পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা স্থানীয় বিজেপি নেতা সুনীল সিংহের অভিযোগ, তাঁর বাড়িতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বুলডোজ়ার চালিয়েছে তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা। যদিও পুরসভার দাবি, বাড়িতে নয়, বাড়ির বেআইনি অংশ বুলডোজ়ার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। তা নিয়েই শনিবার পুর অধিবেশনে সরব হন বিজেপির কাউন্সিলরেরা। অধিবেশনের শেষ প্রান্তে ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষ বিষয়টি তোলেন। কিন্তু চেয়ারপার্সন মালা রায় তাঁকে জানান, অধিবেশনে এ নিয়ে আলোচনা করা যায় না। প্রয়োজনে মেয়রের সঙ্গে কথা বলতে বলেন মালা। তখন সজল পাল্টা মানবিকতার খাতিরে বিষয়টি খতিয়ে দেখার কথা বলেন। তিনি বলেন, ‘‘এ ভাবে কোনও নাগরিকের বাড়ি ভেঙে দেওয়া যায় না। দয়া করে মানবিকতার খাতিরে বিষয়টি দেখুন।’’ অধিবেশনে এ নিয়ে আলোচনা হয়নি। মেয়র ফিরহাদ হাকিম বিজেপি কাউন্সিলরদের সঙ্গে চেম্বারে কথা বলবেন বলে জানান।

অধিবেশন শেষ হতেই বিজেপি কাউন্সিলর ক্লাবে সাংবাদিক বৈঠক শুরু করে দেয়। সেখানে বিজেপি কাউন্সিলর বিজয় ওঝা, মীনাদেবী পুরোহিত এবং সজল ঘোষের পাশাপাশি, হাজির ছিলেন অভিযোগকারী সুনীল সিংহ। ছিলেন উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি তমোঘ্ন ঘোষও। সাংবাদিক বৈঠক মিনিট দশেক চলার পরেই সেখানে প্রবেশ করেন তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মা। তাঁর প্রশ্ন, কাউন্সিলর ক্লাব শুধুমাত্র কাউন্সিলরদের জন্য, সেখানে বিজেপির জেলা সভাপতি কী করে সাংবাদিক বৈঠক করতে পারেন! পাল্টা সজলরা বলেন, তাঁরা প্রত্যেকেই করদাতা। সুতরাং সেখানে সাংবাদিক বৈঠক করার অধিকার সকলেরই আছে। কাউন্সিলর ক্লাবে চলে আসেন বাপ্পাদিত্য দাশগুপ্ত, অসীম বসু, রাজীব দাস, কাজরী বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক তৃণমূল কাউন্সিলর। তার পর দু’পক্ষের কার্যত ধস্তাধস্তি বেধে যায়।

যাঁর বাড়ি বুলডোজ়ার দিয়ে ভাঙার অভিযোগ, বিজেপি নেতা সুনীল সিংহের দাবি, তাঁর বাড়ি ভাঙার বিষয়টি সম্পূর্ণ ভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছিলেন। কিন্তু তাঁর এফআইআর নেওয়া হয়নি। পরে আদালতের মাধ্যমে তাঁর অভিযোগ পুলিশের কাছে জমা পড়ে। সুনীলের অভিযোগ, তার পর থেকেই তাঁকে নিশানা করা হয়েছে।

তৃণমূলের দাবি, বিজেপি কাউন্সিলর সজলের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা তাঁদের উপর চড়াও হয়ে মারধর করেছেন। একে-৪৭ রাইফেল দিয়ে প্রাণে মেরে ফেলার ভয় দেখানো হয়েছে। অভিযোগ নিয়ে তৃণমূল কাউন্সিলরেরা মেয়র ফিরহাদ এবং চেয়ারপার্সন মালার দ্বারস্থ হন। তাঁর কাছে লিখিত ভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, অসীম বসুরা। তাঁদের আবেদন, পুরসভা চত্বরে কেন্দ্রীয় বাহিনীর প্রবেশ যেন নিষিদ্ধ করা হয়। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন চেয়ারপার্সন মালা রায়।

9 months ago


Madhya Pradesh: নাবালিকার যৌন নির্যাতন, অভিযুক্তদের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হল বুলডোজার দিয়ে

১২ বছরের নাবালিকাকে (Minor Girl) যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে দুই ব্যক্তির বিরুদ্ধে। এবারে তাদেরই বাড়ি বুলডোজার (Bulldozer) দিয়ে ভেঙে গুঁড়িয়ে ফেলা হল মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। সূত্রের খবর, যাদের বিরুদ্ধে যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে তারা পেশায় দিনমজুর। তবে এই অভিযোগ উঠে আসার পরই মধ্যপ্রদেশের শিবরাজ সিং-এর সরকার শনিবার তাদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলার নির্দেশ দেন। এরপরই গুঁড়িয়ে দেওয়া হয় তাদের বাড়ি।

এর আগেও দেখা গিয়েছে, বিজেপি শাসিত রাজ্যে অপরাধে অভিযুক্তদের শাস্তি দিতে তাদের বাড়ি ভেঙে দেওয়া হয় বুলডোজার দিয়ে। এক্ষেত্রেও কিছু ব্যতিক্রম হয়নি। এই দুই দিনমজুরের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠতেই তাদের বাড়ি ভেঙে ফেলা হল। জানা গিয়েছে, এই দুই অভিযুক্তের নাম রবীন্দ্র চৌধুরী ও অতুল বাধৌলিয়া। তাদের ইতিমধ্যেই কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। আর এবারে তাদের বাড়িও ভেঙে ফেলা হল।

পুলিস সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধে থেকে নিখোঁজ ছিল সাতনা জেলার বাসিন্দা ওই নাবালিকা। রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় পুলিসেশের দ্বারস্থ হয় পরিবার। এরপর শুরু হয় খোঁজ। এরপর শুক্রবার সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরের জঙ্গলে রক্তাক্ত অবস্থায় খুঁজে পাওয়া যায় নাবালিকাকে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলেই খবর। ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ও ভেঙে ফেলা হয়েছে তাদের বাড়ি।

9 months ago
Bulldozer: আদিবাসী শ্রমিকের উপর প্রস্বাব করার জের! বুলডোজার চালানো হল অভিযুক্তের বাড়িতে

বেশ কয়েকদিন ধরেই একটি গা শিউরে ওঠার মতো দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ঘটনাটি মধ্যপ্রদেশের। অভিযোগ উঠেছে, মধ্যপ্রদেশের (Madhya Pradesh) এক যুবক এক আদিবাসী শ্রমিকের (Labourer) গায়ের উপর প্রস্বাব করেছে। আর সেই ভিডিও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) চোখে পড়তেই মঙ্গলবার তিনি তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বলেন। এরপর সেদিন রাতেই সেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আর এবারে জানা গিয়েছে, তাকে 'শাস্তি' দিতে তার বাড়িতে চালানো হল বুলডোজার (Bulldozer)।

জানা গিয়েছে, অভিযুক্তের নাম প্রবেশ শুক্লা। আর এই ঘটনাটি মধ্যপ্রদেশের সিধি জেলায় ঘটেছে। এনএসএ-এর অধীনে তার বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে। এরপর বুধবার জানা গিয়েছে, তাকে শাস্তি দিতে তার বাড়িতে চালানো হয়েছে বুলডোজার। তার বাড়ির নির্মাণ অবৈধ বলে দাবি করা হয়েছে, ফলে সেই বাড়ি ভাঙা হয়েছে বলে সূত্রের খবর। আজ তার বাড়িতে বুলডোজার আসার সময় সেখানে উপস্থিত ছিলেন সরকারি আধিকারিকরা। তাঁদের উপস্থিতিতেই তার বাড়ি ভাঙা হয়েছে।

এদিকে মধ্যপ্রদেশের গৃহমন্ত্রী নরোত্তম মিশ্র প্রবেশের এই ব্যবহারকে অত্যন্ত ঘৃণ্য ও নিন্দনীয় বলে উল্লেখ করেছেন। ফলে তার বাড়িতে বুলডোজার চালানোর সিদ্ধান্ত নেয় মধ্যপ্রদেশ সরকার।

10 months ago


Bulldozer: কিশোরী ধর্ষণে অভিযুক্তর বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার, তৎপর মধ্যপ্রদেশ পুলিস

কিশোরী ধর্ষণের অভিযোগে বুলডোজার দিয়ে উড়িয়ে দেওয়া হল অভিযুক্তর বাড়ি।শুক্রবার বুলডোজার নিয়ে অভিযুক্তের বাড়ির সামনে উপস্থিত হয় মধ্যপ্রদেশ পুলিস। জানা গিয়েছে, অভিযুক্তর নাম কৌশল কিশোর চৌবে। সরকারি জমি দখল করে বাড়ি বানিয়েছেন অভিযুক্ত। সেই কারণে একটা মামলা চলছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি কয়েকদিন আগেই কৌশলের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এই ধর্ষণের ঘটনায় ইতিমধ্যে কৌশলকে গ্রেফতার করেছে পুলিস

এদিকে তদন্তে নেমে জানা যায়, সরকারি জায়গা বাজেয়াপ্ত করে বাড়ি বানিয়েছেন কৌশল। তাঁর বিরুদ্ধে এবার আরও বেশি সক্রিয় হয় পুলিস প্রশাসন। এই ঘটনায় কয়েকজন পুলিসকর্মী বুলডোজার নিয়ে হাজির হয় কৌশলের বাড়িতে। বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় তাঁর বাড়ি। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা গিয়েছে, কয়েকজন মহিলা পুলিস বুলডোজার নিয়ে অভিযুক্তর বাড়ির সামনে এসে হাজির হয়েছেন। সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন ডিজিটাল। 

কিন্তু প্রশাসনের একটি সূত্র বলছে, ধর্ষণের মামলার সঙ্গে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার কোনও সম্পর্ক নেই। তবে এই ধর্ষণের ঘটনায় অপর এক অভিযুক্তর বাড়িতেও বুলডোজার চলেছে বলে খবর।  

one year ago
UP: কোর্ট নির্দেশ উপেক্ষা, বাড়ির সামনে পুলিসের বুলডোজার দেখে বধূকে ঘরে তুলল অভিযুক্ত শ্বশুরবাড়ি

উত্তরপ্রদেশ (Uttar Pradesh), দিল্লি থেকে শুরু করে দেশের অন্য অংশে বুলডোজার দাওয়াই (Bulldozer) নিয়ে নানা বিতর্ক থাকলেও এবার তা ভালো কাজেই ব্যবহার করল উত্তরপ্রদেশ পুলিস। যৌতুকের দাবিতে (Dowry demand) পুত্রবধূর সঙ্গে অশান্তি। শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয় তাঁকে। এমনকি আদালতের নির্দেশ সত্ত্বেও ওই মহিলাকে বাড়িতে ঢুকতে দিচ্ছিল না শ্বশুরবাড়ি। অন্যথা উপায় না দেখে পুলিস আধিকারিকরা (Police) কাজে লাগালেন বুলডোজার।

পুলিস সূত্রে খবর, আদালতের নির্দেশ আমান্য করে উত্তরপ্রদেশের বিজনৌরে একটি পরিবার তাঁদের পুত্রবধূকে বাড়িতে ঢুকতে দিতে রাজি ছিল না। পুলিস প্রায় দু'ঘন্টা ধরে পরিবারকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু তাঁরা সিদ্ধান্তে অনড় থাকেন। তখন পুলিস বুলডোজার এনে গেট ভাঙার কথা বলতেই শ্বশুরবাড়ির লোকজন ওই মহিলাকে ঢুকতে দেয়।

পাঁচ বছর আগে রবিন সিংয়ের সঙ্গে বিয়ে হয়েছিল নূতন মালিকের। যৌতুকের জন্য বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজনের হাতে নির্যাতনের শিকার হন ওই মহিলা। ২০১৯ সালে, নূতন একটি মামলা দায়ের করেছিলেন। এই মামলায় তাঁর স্বামীর জেল হয়। এরপর তাঁকে  শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপরে, মহিলার বাবা ন্যায়বিচারের জন্য উচ্চ আদালতে হাজির হন। আদালতই পুলিসকে নির্দেশ দেয় মহিলাকে সুরক্ষা দিতে এবং শ্বশুরবাড়িতে ফিরিয়ে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল।

কয়েকবার মহিলাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিবারকে রাজি করাতে ব্যর্থ হওয়ার পর অবশেষে পুলিস বুলডোজার নিয়ে গেট ভাঙার হুমকি দেয়। এর পর ওই মহিলাকে ঘরে ঢুকতে দেওয়া হয়।

2 years ago