
কুমিরের সঙ্গে বক্সিং (Boxing) এক যুবকের। সমাজমাধ্যমে ভাইরাল (Viral) এই অবাক করা কাণ্ড। ঘটনাটি ঘটেছে আমেরিকার (America) ফ্লোরিডায়। ভিডিওটিতে দেখা গিয়েছে, একটি নৌকার মধ্যে উঠে পড়েছিল এক বিশাল কুমির (Crocodile)। কুমিরটিকে বারবার তাড়ানোর চেষ্টা করছেন এক যুবক। ওই যুবককে কুমিরের অনেকটা কাছে যেতে দেখা গেল। যে কোনও মুহূর্তে কুমিরটি আক্রমণ করতে পারত ওই যুবকটিকে। এটা জানার পরেও ঝুঁকি নিয়ে কুমিরটিকে তাড়ানোর চেষ্টা করেন তিনি।
Dude tries to flip and fist fight a gator pic.twitter.com/HUOsYTrmga
— Humans Are Metal (@HumanAreMetal) April 7, 2023
কুমিরটিকে তাড়ানোর নানা রকম চেষ্টা করলেও কিছুতেই নৌকা থেকে নামছিল না। তারপর দেখা গেল, যুবক কুমিরের সঙ্গে ‘বক্সিং’ শুরু করছেন। রীতিমতো বক্সিং করার পর অন্য এক যুবক এসে কুমিরের লেজ ধরে উল্টে ফেলে দিল জলের মধ্যে। ‘@হিউম্যানআরমেটাল’ নামে টুইটার অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটনাগরিকরা যুবকের এই ধরনের কাজের জন্য নানান মন্তব্য করেন এবং অনেকরকম প্রশ্ন তুলেছেন।
এরকম বহু ভিডিও সমাজমাধ্যমের পাতায় ঘোরাঘুরি করে। যা দেখে সত্যি অবাক হওয়ারই কথা।
ষষ্ঠ ভারতীয় (Indian) হিসেব সোনা (Gold) জয় নিখাত জারিনের। আরও এক বার মেয়েদের বিশ্ব বক্সিং (Boxing) চ্যাম্পিয়নশিপ জিতলেন নিখাত জারিন। এই নিয়ে পর পর দুই বার সোনা জিতলেন তিনি। ফাইনালে ভিয়েতনামের গুয়েন থি তামকে ৫-০ ব্যবধানে হারান জারিন।
হাড্ডাহাড্ডি লড়াই হলেই ভিয়েতনামের তি থাম জিততে পারেননি। তি থাম কে হারিয়ে রবিবার তৃতীয় সোনা দিলেন জারিন। মেরি কমের পর তিনিই দ্বিতীয় ভারতীয় মহিলা, যিনি একাধিক বার বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতলেন। শনিবার নীতু ঘাঙ্ঘাস, সুইটি বোরা সোনা এনে দিয়েছিলেন ভারতকে।