
দক্ষিণী তারকা হলেও বলিউডে তাঁর জনপ্রিয়তা কিন্তু কোনও অংশে কম নয়। এককথায় তিনি এখন সর্বভারতীয় অভিনেত্রী হয়েই সবার মন কেড়েছেন। বিশেষ করে 'আন্টাভা' গানের পর থেকে তাঁর কথা যেন সবার মুখে মুখে। হ্যাঁ কথা বলা হচ্ছে, সামান্থা রুথ প্রভুর (Samantha Ruth Prabhu)। অনুরাগীরা সমাজমাধ্যমে তাঁর ছবির নীচে একাধিক কমেন্ট করেন। সামান্থাও কখনও কখনও তাঁর উত্তরও দিয়ে থাকেন। তবে এবার তাঁর এক ফ্যান এমন এক কথা বলে বসলেন, যা দেখে স্যামও উত্তর না দিয়ে থাকতে পারেননি।
খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে তাঁর ছবি 'শকুন্তলম'। আর তার জন্য প্রোমোশনও চলছে জোর কদমে। আসন্ন ছবির প্রোমোশনের জন্য তাঁকে এক এমব্রয়ডারি কাজের উপর পুতির কাজ করা অফ হোয়াইট শাড়িতে দেখা গিয়েছে। সেই লুকে তাঁকে যেমন দেখাচ্ছে গ্ল্যামারাস, তেমন দেখাচ্ছে এলিগেন্ট। তাঁর এই স্টানিং লুক ঝড় তুলেছে নেটিজেনদের মনে।
তাঁর এক ভক্ত তাঁর লুকের একটি ভিডিও বানিয়ে টুইট করে সেখানে লিখেছেন, তিনি সামান্থাকে এক ব্যক্তিগত অনুরোধ করতে চান, সেটি হল সামান্থা যেন কারও সঙ্গে ডেট করেন। অর্থাৎ কারও সঙ্গে সম্পর্কে যান। আর এরপরেই সামান্থার উত্তর মন কেড়ে নিয়েছে নেটিজেনদের। তিনি লিখেছেন, 'Who will love me like you do' অর্থাৎ 'কে আপনার মত আমাকে ভালোবাসবে'।
Who will love me like you do 🫶🏻 https://t.co/kTDEaF5xD5
— Samantha (@Samanthaprabhu2) March 26, 2023
সর্বভারতীয় (Pan-India)অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) বর্তমানে হাজারও মনের ক্রাশ।তাঁর অভিনয় জীবন, ব্যক্তিগত জীবন, সবই আলোচিত।এমনকি সামান্থার স্টাইল স্টেটমেন্টও চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাধারণত অভিনেত্রীরা নিজেদের সাজ-পোশাক নিয়ে এক্সপেরিমেন্ট করে থাকেন। তাঁদের পোশাক নির্বাচনে লুকিয়ে থাকে নানা অর্থ। তাঁদের স্টাইল স্টেটমেন্ট কখনও সমাজের ট্যাবুকে চ্যালেঞ্জ জানায় আবার বাঁধ ভেঙে দেয় নানা প্রচলিত রীতির। এবারও তাই করলেন সামান্থা।
এতদিন অনেকেই মনে করতেন কোট কেবল পুরুষদের পোশাক। সচরাচর কর্মরত নারীরা কর্পোরেটের চাপে না পড়লে সহজে কোটে গা গলান না। সেই কোট বা ব্লেজারকে একেবারে অন্যরকম ভাবে উপস্থাপন করলেন সামান্থা। সম্প্রতি কুনাল রাওয়ালের ডিজাইন করা পোশাক পরেছিলেন তিনি। এতদিন অনেকেই মনে করতেন কোট কেবল পুরুষদের পোশাক। সচরাচর কর্মরত নারীরা কর্পোরেটের চাপে না পড়লে সহজে কোটে গা গলান না। সেই কোট বা ব্লেজারকে একেবারে অন্যরকমভাবে উপস্থাপন করলেন সামান্থা।
সম্প্রতি কুনাল রাওয়ালের ডিজাইন করা পোশাক পরেছিলেন, তাঁর আসন্ন সিনেমা 'শকুন্তলম'এর প্রোমোশনের জন্য।পাউডার রঙের ব্লেজারের সঙ্গে পরেছিলেন সাদা বেল বটম প্যান্ট। খোলা চুলে, চোখে চশমায় কয়েক দফা ফোটোশ্যুটও করেছেন তিনি। বরাবরের মতোই সামান্থাকে দেখে মুগ্দ্ধ তাঁর ভক্তরা। অনেকেই বলছেন, কোট যে কেবল ছেলেদের পোশাক নয়, তা প্রমাণ করলেন সামান্থা।
রাজকুমার হিরানি পরিচালিত 'থ্রি ইডিয়টস' যেন হাওয়া হয়ে এসেছিল একুশ দশকের ছাত্র-ছাত্রীদের কাছে। পড়াশোনার কাঠামো নিয়ে একরকম বিপ্লব ঘটিয়ে ফেলে ছবিটি।কলেজের পড়ুয়াদের জীবন প্রতিষ্ঠার লড়াই, ইঁদুর দৌঁড়ে হেরে যাওয়া, হারিয়ে যাওয়া ও নিপাট বন্ধুত্ব, প্রেম সব মিলিয়ে 'থ্রি ইডিয়টস' সকলের মন কেড়ে নেয় দর্শকদের। ২০০৯-এ ছাত্রজীবনে থাকা পড়ুয়ারা এখন বড় হয়ে গিয়েছে, শুধু মুখে রয়ে গিয়েছে বিখ্যাত সেই সংলাপ 'অল ইজ অয়েল'। সাংঘাতিক কাজের চাপে আজও যেন এই একটি লাইন শান্তি হয়ে রয়ে গিয়েছে।
কয়েক দশক পেরিয়ে গেলেও সিনেমাটি যে দলিল হয়ে রয়ে যাবে, এ কথা বললে খুব একটা ভুল হবে না। এই বিখ্যাত সিনেমাটির সিক্যুয়েল আসতে পারে, আপাতত এই গুঞ্জন শুরু হয়েছে নেটিজেন মহলে। শুক্রবার নিজেদের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে ভিডিও পোস্ট করেন 'থ্রি ইডিয়টস' খ্যাত অভিনেত্রী-অভিনেতারা, এরপরেই জল্পনা শুরু হয়েছে এই ছবিটির দ্বিতীয় পর্ব নিয়ে।
শুক্রবার করিনা কাপুর, বোমান ইরানি এবং জাভেদ জাফেরি ভিডিও পোস্ট করেন। এই ভিডিও যে পূর্ব পরিকল্পিত, তা আন্দাজ করা যায়। করিনার করা সেই ভিডিওতে প্রথমেই দেখা যায় প্রেস কনফারেন্স বসেছেন আর মাধবন, আমির খান ও সরমন জোশী, অর্থাৎ 'থ্রি ইডিয়টস'এর ফারহান খুরেশি, রাঞ্চো এবং রাজু রাস্তোগি। লক্ষণীয় তাঁদের সকলের বয়স আগের থেকে বেড়েছে। করিনার প্রশ্ন তাহলে কি 'থ্রি ইডিয়টস'এর সিক্যুয়েল হচ্ছে? একই সুরে বলতে শোনা যায় 'থ্রি ইডিয়টস'-এর বিখ্যাত অধ্যাপক ভীরু সহস্রবুদ্ধে বা ভাইরাস অর্থাৎ বোমান এবং জাভেদকে।
এরপরেই প্রশ্ন ওঠে তাহলে এই ভিডিওগুলি 'থ্রি ইডিয়টস' এর দ্বিতীয় পর্বের প্রচার নাকি কোনও ব্র্যান্ড প্রমোশনেই জন্য সেলিব্রিটি স্টান্ট? যদিও এই বিষয়ে মুখ খোলেননি পরিচালক-সহ অন্যান্যরা। করিনা যে প্রেস কনফারেন্সের কথা বলছিলেন তা কি বাস্তবে হতে চলেছে? এৰিষয়ে প্রশ্নের উত্তর পেতে অধীর আগ্রহে দর্শকরা।
দীর্ঘকাল অসুস্থ থাকার পর শুক্রবার ভোর রাত ৩টে নাগাদ প্রয়াত বলিউডের প্রবাদপ্রতিম পরিচালক প্রদীপ সরকার (Pradeep Sarkar)। তাঁর পরিচালনায় হিট হয়েছে বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে আজও সমান জনপ্রিয় সঈফ আলি খান ও বিদ্যা বালন অভিনীত 'পরিণীতা' (Parineeta)। তাঁর পরিচালনায় পারদর্শিতার জন্য তিনি একাধিক পুরস্কার পেয়েছেন। এক ঝাঁক অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন পরিচালক। আজ তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বলি মহল। টুইটে শোকজ্ঞাপন করলেন তারকারা। সিনেমা নির্মাতা হনসল মেহেতা (Hansal Mehta) সবার প্রথম পরিচালকের প্রয়াণের খবর টুইটে প্রকাশ করেন। তিনি লেখেন, 'প্রদীপ সরকার। দাদা শান্তিতে থাকুন।'
অজয় দেবগন টুইটে লেখেন, প্রদীপ সরকারের প্রয়াণের খবর মেনে নেওয়া আমাদের মতো কিছুজনের জন্য কঠিন। আমার গভীর সমবেদনা এবং প্রার্থনা রইল যে জন চলে গিয়েছে, তাঁর জন্য ও তাঁর পরিবারের জন্য। শান্তিতে থাকুন দাদা। '
অভিষেক বচ্চন টুইটে লিখেছেন, 'ঘুম ভেঙেই মর্মান্তিক খবর। শান্তিতে থাকবেন দাদা। ধন্যবাদ ভালোবাসার জন্য। আপনার জীবনে আমাকে একটি ছোট্ট অংশ করার জন্য ধন্যবাদ। আপনাকে খুব মনে পড়বে।'
অভিনেতা মনোজ বাজপেয়ী হনসল মেহেতার পোস্ট রিটুইট করে লিখেছেন, 'উফফ, এ মেনে নেওয়া যায় না, শান্তিতে থাকুন দাদা !'
অভিনেত্রী পত্রলেখা টুইটে লিখেছেন, 'বিদায় দাদা , আপনাকে খুব মনে পড়বে। মূল্যবান স্মৃতিগুলোর জন্য ধন্যবাদ। আমি আপনার থেকে অনেক কিছু শিখেছি। ভালোবাসা এবং সম্মান সর্বদা।'
অভিনেতা নীল নিতিন মুকেশ লিখেছেন, 'দাদা কেন? আপনার সজীব, শিশু সুলভ হৃদয় যা আমাকে অনেক কিছু শিখিয়েছে তাঁকে সর্বদা মনে রাখব। আপনার সৃষ্টি 'লাফাঙ্গে পরিন্দে'কে সবসময় আমার হৃদয়ের কাছের হয়ে থাকবে। পরিবারের জন্য আমার প্রার্থনা।'
সুরকার স্বনন্দ কিরকিরে টুইটে শোক জ্ঞাপন করে লিখেছেন, 'চিত্র পরিচালক এবং আমার প্রিয় বন্ধু প্রদীপ সরকার, পাগল মানুষটি আমাদের ছেড়ে চলে গিয়েছে আজ সকালে। শান্তিতে থাকবেন দাদা। সিনেমার শিল্পকলার প্রতি আপনার আবেগ, আপনার সিনেমায় রয়ে যাবে। সারা পৃথিবীর মাটি এক করার মানুষ, আজ স্বর্গের মাটি বাক্সবন্দী করুন। ধন্যবাদ আমাকে এবং আমার শব্দগুলোকে ভালোবাসার জন্য।'
Film maker and dearest friend Pradeep Sarkar the mad man left us this morning . Rest in peace Dada your passion for the art of cinema will stay in your works ! Duniya bhar ki mitti ikatthi karte the ab jannat ki mitti dibiya mein bharna .Thank you for loving me and my words 🙏🏽
— Swanand Kirkire (@swanandkirkire) March 24, 2023
প্রদীপ সরকার পরিচালিত 'পরিনীতা', 'লাগা চুনরি ম্যায় দাগ', 'মর্দানি' এবং 'হেলিকপ্টার ইলা' সমালোচকদের দ্বারাও প্রশংসিত। 'কোল্ড লস্যি এবং চিকেন মশলা', 'ফরবিডেন লাভ এন্ড এরেঞ্জ ম্যারেজ' এর মতো ওয়েবসিরিজও তিনি পরিচালনা করেছেন। তাঁর প্রয়াণে শ্রদ্ধা জ্ঞাপন করছেন, স্মৃতিচারণ করেছেন, সহকর্মী অভিনেতা ও বন্ধুমহল।
বলিউডের আরও এক দীপ নিভে গেল। ৬৭ বছর বয়সে প্রয়াত হলেন পরিচালক প্রদীপ সরকার (Pradeep Sarkar)। টুইটারে তাঁর প্রয়াণের খবর প্রথম দেন ছবি নির্মাতা হনসল মেহেতা (Hansal Mehta)। সামাজিক মাধ্যমে প্রয়াত পরিচালকের ছবি দিয়ে তিনি লেখেন, 'প্রদীপ সরকার দাদা, শান্তিতে থাকবেন। এই টুইট দেখে অভিনেতা মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee) বিস্ময় ও শোক প্রকাশ করে লেখেন, 'কি চমকে দেওয়া খবর! শান্তিতে থাকবেন দাদা।'
পরিচালক প্রদীপ সরকার বলিউডে ডেবিউ করেন ২০০৫ সালে 'পরিণীতা' সিনেমা দিয়ে। সঈফ আলী খান, বিদ্যা বালন ও সঞ্জয় দত্ত অভিনীত ছবিটি আজও হিট। ২০০৭ সালে তাঁর পরিচালিত সিনেমা 'লাগা চুনরি ম্যায় দাগ' মুক্তি পায়। ২০১০ সালে মুক্তি পায় 'লাফাঙ্গে পরিন্দে'। ২০১৪ সালে মুক্তি পায় 'মর্দানি', কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন রানী মুখার্জি। সেই সিনেমাটিও প্রশংসা পায়। ২০১৮ সালে কাজল ও ঋদ্ধি সেন অভিনীত 'হেলিকপ্টার ইলা' মুক্তি পায় প্রদীপ সরকারের পরিচালনায়।
The news of Pradeep Sarkar’s demise, ‘Dada’ to some of us is still hard to digest.
— Ajay Devgn (@ajaydevgn) March 24, 2023
My deepest condolences 💐. My prayers are with the departed and his family. RIP Dada 🙏
পরিচালক অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। আজ ভোর রাত ৩ টে নাগাদ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনেতা অজয় দেবগন, হনসল মেহেতা তাঁকে শেষ শ্রদ্ধা জানান। সিনেমার পাশাপাশি ছোট পর্দাতেও পরিচালনা করেছেন। পরিণীতার জন্য একাধিক পুরস্কার পান তিনি।
রানী মুখোপাধ্যায় (Rani Mukherjee), এই নামটি বললেই আর কোনও পরিচয়ের দরকার পড়ে না। এর মধ্যেই মুক্তি পেয়েছে তাঁর ছবি 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'। বক্স অফিসে দারুন সাড়া ফেলেছে ছবিটি। এমনকি দর্শকদের মনও জয় করে নিয়েছে সিনেমাটি। সম্প্রতি রানী মুখোপাধ্যায় একটি সাক্ষাৎকারে এমন এক অবাক করা ঘটনার কথা জানিয়েছেন যা শুনে আকাশ থেকে পড়েন তাঁর অনুরাগীরা। এই গল্প যেন হার মানাবে কোনও ছবির গল্পকেও। তবে কী এমন বললেন তিনি!
রানী জানিয়েছেন, তিনি নাকি তাঁর জন্মের পরই তাঁর পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। শুনে অবাক হলেন তো! আসল গল্প হল, রানী জন্মের পর হাসপাতালেই অন্য এক শিশুর সঙ্গে অদল-বদল হয়ে গিয়েছিলেন। তারপর হাসপাতালে হইহই পড়ে যায়। তিনি জানিয়েছেন, তিনি এক পঞ্জাবি পরিবারে পৌঁছে গিয়েছিলেন।
রানী আরও জানিয়েছেন, কীভাবে তাঁর মা কৃষ্ণা মুখোপাধ্যায় তাঁকে খুঁজে বের করেছিলেন। তিনি জানান, যখন হাসপাতালে তাঁর মায়ের কোলে অন্য শিশুকে দেওয়া হয়, তখনই তিনি বুঝতে পারেন, এটি তাঁর নিজের সন্তান নয়। ফলে শুরু হয় খোঁজাখুজি। এরপর তাঁর মা রানীর চোখ দেখে তাঁকে চিনতে পারেন। কারণ রানীর চোখের রং বাদামি। সেই মুহূর্তে ঠিক রানীর চোখই যেন হয়ে ওঠে তাঁর পরিচয়! ফলে মায়ের চোখকে ফাঁকি দিয়ে যে সন্তানের কোথাও চলে যাওয়া এত সহজ নয়, তা ফের প্রমাণিত। রানী আরও জানিয়েছেন, এই কোলবদলের কাহিনীর জন্য তাঁর পরিবারের সদস্যরা তাঁকে নিয়ে এখনও ঠাট্টা-মশকরা করেন।
শিল্পা শেট্টিকে (Shilpa Shetty) এবার নতুনরুপে নতুন চরিত্রে দেখা যাবে দক্ষিণের ছবিতে। প্রায় ১৮ বছর পর দক্ষিণের ছবিতে ফিরছেন অভিনেত্রী শিল্পা শেট্টি। তবে কি বলিউড (Bollywood) ছাড়ছেন শিল্পা?
অভিনয় জীবনে এর আগে বেশ কয়েকটি দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন শিল্পা। শেষবার কন্নড় ভাষার ‘অটো শঙ্কর’ ছবিতে তাঁকে দেখা গিয়েছিল। তারপর টানা কয়েকবছর বাদে আবার শিল্পাকে দেখা যাবে ধ্রুব সারজা অভিনীত ‘কে ডি: দ্য ডেভিল’ ছবিতে অভিনয় করতে। এই ছবিতে শিল্পার চরিত্রের নাম সত্যবতী। বুধবার এই ছবিতে অভিনেত্রীর লুক কী হতে চলেছে, তা সমাজমাধ্যমে নিজেই শেয়ার করেন শিল্পা। ছবিতে দেখা যায় একটি ভিনটেজ গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী শিল্পা। তাঁর পরনে রেট্রো শাড়ি, চোখে পুরোনো আমলের সেই সানগ্লাস এবং কোমর পর্যন্ত লম্বা বেণী।
কেডির যুদ্ধক্ষেত্রের এক নতুন চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন শিল্পা। তিনি ছবির উপর ভিত্তি করে বলেন, দুটো সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ হয় এবং সব যুদ্ধেই একজন সত্যবতীর প্রয়োজন আছে। নতুন এই চরিত্র নিয়ে আমি খুবই উৎসাহী। তবে ছবির বিষয় নিয়ে খুব বেশি তথ্য প্রকাশ্যে আসেনি। বলিউড থেকে শিল্পা শেট্টি ছাড়াও সঞ্জয় দত্ত রয়েছেন এই নতুন ছবিতে।
অভিনেতা সইফ আলি খান ও অমৃতা সিংয়ের সন্তান সারা আলি খান (Sarah Ali Khan)। চুলবুলি 'সারা'র ভক্ত সংখ্যা অনেক। সামাজিক মাধ্যমে তাঁর অনুরাগীর সংখ্যা ক্রমেই বেড়েছে। কিন্তু সেই প্রতিফলন দেখা যাচ্ছে না বক্স অফিসে (Box office)। পরপর ৩টি ছবি একরকম মুখ থুবড়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সারা অভিনীত 'লাভ আজ কাল', 'কুলি নম্বর ওয়ান' ও 'আতরঙ্গি রে' বক্স অফিসে ব্যবসা করতে পারেনি। তাই এবার নিজের ছবির স্ক্রিপ্ট নিয়ে সতর্ক সারা। এমনকি অভিনেতার বাবা ও অভিনেত্রী মায়ের দেখানো পথে চলতে চাইছেন তিনি। এখন থেকে আর যেমন তেমন ছবিতে দেখা যাবে না তাঁকে। ছবি বাছাইয়ের ক্ষেত্রে কী হবে সারার মাপকাঠি?
এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সারা জানিয়েছেন, এবার স্ক্রিপ্ট পছন্দ না হলে তিনি সিনেমায় অভিনয় করবেন না। প্রাথমিকভাবে যে সিনেমার স্ক্রিপ্ট আমাকে সৃজনশীল তৃপ্তি দেবে, সেই ছবিতেই অভিনয় করবেন। তবে সারা, তাঁর অভিনয় জীবন নিয়ে মা বাবার দেওয়া উপদেশও মাথায় রাখতে চান। সারা বলেন, 'আমার মা-বাবা আমাকে একটি উপদেশ সবসময় দিয়ে এসেছেন, এখনও বলে থাকেন, অভিনেতা হিসেবে আমি যখনই কোনও স্ক্রিপ্ট পড়ব তা যেন আমার কণ্ঠস্বর হয়ে ওঠে। আমাকে অন্য কোনও কিছুর থেকেও বেশি ওই স্ক্রিপ্টে বিশ্বাস রাখতে হবে।'
বর্তমানে 'গ্যাসলাইট' ছবির প্রমোশনে ব্যস্ত সারা। তাঁর বিপরীতে অভিনয় করছেন ভিক্রান্ত মেসি, চিত্রাঙ্গদা সিংয়ের মতো অভিনেতারা। রহস্যে ঘেরা 'গ্যাসলাইট' সিনেমার পোস্টার। ছবিতে নিজের কাউকে হারিয়ে, খুঁজে পাওয়ার লড়াইতে দেখা যাবে সারাকে। আগামী ৩১ মার্চ মুক্তি পাবে ছবিটি। রহস্যে ঘেরা থ্রিলারের মুখ্য চরিত্রে কতটা সাফল্য পান সারা, এখন সেটাই দেখার।
বলিউড ডিরেক্টরদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন করণ জোহর (Karan Johar)। শুধুমাত্র তাঁর কাজের জন্যই নয়, তাঁর স্টাইল স্টেটমেন্টের জন্যও তাঁকে ঘিরে ধরেন পাপারাৎজিরা। সেলেবদের এয়ারপোর্ট মুহূর্ত ক্যামেরাবন্দী হয় মাঝেমধ্যেই। সেই ফাঁকে সামনে আসে কিছু অপ্রস্তুতকর দৃশ্য। কর্মসূত্রে কিংবা ব্যক্তিগত কাজে, মাঝেমধ্যেই বিদেশ যেতে হয় করণকে। তেমন ভাবেই বিদেশ যাচ্ছিলেন তিনি। কিন্তু এয়ারপোর্ট (Airport Incident) ঢোকার মুখেই আটকে দেওয়া হল তাঁকে।
মঙ্গলবার বিদেশ যাত্রার জন্য এয়ারপোর্ট পৌঁছন করণ। স্বভাবোচিত ভাবেই ফ্যাশনেবল দেখাচ্ছিল তাঁকে। কালো ট্রাউজার ও টিশার্টের সঙ্গে গায়ে জড়িয়েছিলেন সাদা জ্যাকেট। সঙ্গে নিয়েছিলেন গুচির ব্যাগ। গাড়ি থেকে নেমে আলোকচিত্রীদের দিকে তাকিয়ে হেসে, হেঁটে যাচ্ছিলেন প্রবেশদ্বারের দিকে। তখনই পথ আটকালেন পুলিস।
সাধারণত এয়ারপোর্টের প্রবেশদ্বার দিয়ে ঢুকতে হলে কিছু কাগজপত্র দেখাতে হয়। অমিতাভ বচ্চনই হোক কিংবা দীপিকা পাডুকোন, সকলকেই এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। সে কথা বোধহয় ভুলেই গিয়েছিলেন করণ। বিমানবন্দরের পুলিস তাঁকে আটকালে, খানিকটা অস্বস্তি ও বিরক্তিভাব নিয়ে ব্যাগ থেকে বের করে দেখান সমস্ত কাগজপত্র। তারপরেই এয়ারপোর্টে ঢোকার অনুমতি পান করণ। নেট মাধ্যমে করণের এই ভিডিও প্রকাশ পেতেই শুরু হয়েছে নেটিজেনদের কটাক্ষ। যদিও তাঁর সমর্থনেও দাঁড়িয়েছেন নেট নাগরিকদের একাংশ।
শাহরুখ খানের (Shah Rukh Khan) পাঠানকে (Pathan) টক্কর রানী মুখোপাধ্যায়ের (Rani Mukherjee) ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ (Mrs Chatterjee Vs Norway)। সপ্তাহের শেষে বক্স অফিসে বলিউডের আগের সব নজির ভেঙে দিয়েছে এই ছবি। ৭৪৫ হাজার নরওয়েজিয়ান মুদ্রা এসেছে ছবির থেকে যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮৯ লক্ষ টাকা। সাম্প্রতিক কালের সবচেয়ে জনপ্রিয় ছবি ‘পাঠানকে’ও ছাপিয়ে গিয়েছে রানী অভিনীত এই ছবি। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সেই অর্থে ভারতীয় ছবির জয়। এই ছবি দর্শকদের আবেগ ছুঁয়ে গিয়েছে।
সন্তানের অধিকার চেয়ে এক প্রবাসী মায়ের লড়াইয়ের কাহিনিতেই গড়ে উঠেছে এই ছবি। মায়ের চরিত্রে অভিনয় করছে রানি। বাংলার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকেও দেখা যাবে এই ছবিতে। প্রযোজক সংস্থার পক্ষ থেকে ছবিটির সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয়েছে। প্রযোজক নিখিল আদবানী বলেন, “এক জন সাহসী লড়াকু মায়ের গল্প এত মানুষকে ছুঁয়ে গিয়েছে দেখে ভাল লাগছে। দর্শকদের প্রাণিত করতে এমন ছবি আরও তৈরি করব আমরা।”
জি স্টুডিয়োর কর্ণধার শরিক পটেল লিখেছেন, “এটি সেই ম্যাজিক তৈরি করেছে, যা জীবন থেকে উঠে আসা গল্প পারে। দর্শকের হৃদয়কে স্পর্শ করতে পারা ভাগ্যের ব্যাপার। সাগরপারের দর্শকও যে এতে সাড়া দিয়েছেন, তাতে আমরা আনন্দিত।”
এই ছবিটি মুক্তি পেয়েছে ১৭ মার্চ। নরওয়ের দর্শকের কাছ থেকে বিপুল ভালবাসাও পেয়েছে এই ছবি। বলিউডের অন্যতম ছবি হিসাবেও একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে অসীমা ছিব্বর পরিচালিত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’।
নতুন ছবি 'ভিড়' মুক্তির(Movie Release) আগেই বির্তকে জড়িয়ে পড়লেন অভিনেত্রী দিয়া মির্জা(Dia Mirza)। থাপ্পর ছবির পর ফের এই ছবিতে জুটি বাঁধতে দেখা গেল অনুভব সিনহা(Anuvab Sinha) ও দিয়াকে। 'ভিড় '(Bheed) , চতুর্থ নম্বর ছবি অনুভব আর দিয়ার। অভিনেত্রী দিয়া বলেন, 'এখন সবদিক মান বিচার-বিবেচনা করে তবেই কোনও ছবির জন্য রাজি হই। তার কারণ বলিউডে(Bollywood) এখনও পর্যন্ত অভিনেত্রীদের পণ্য হিসেবে দেখা হয়।'
‘তুম বিন’, ‘দশ’, ‘রা-ওয়ান’-এর মতো ছবি পরিচালনার পর এখন বলিউডে নিজেকে একেবারে নতুন করে প্রতিষ্ঠা করছেন পরিচালক অনুভব। সামাজিক ও রাজনৈতিক ভাবনার উপর ভিত্তি করেই ছবি তৈরিতেই এখন মন পরিচালকের। তিন বছর আগে ‘থাপ্পড়’-এ গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছিলেন দিয়া। তারপর ফের অনুভবের পরবর্তী ছবি 'ভিড়'-এ দেখা যাবে তাঁকে।
এখন কি তবে সচেতন ভাবেই ছবি বাছেন দিয়া?
এই প্রশ্নের উত্তরে দিয়া বলেন, 'আমি এর আগে যেরকম ছবিতে কাজ করেছি, তাতে নিজেকে শিল্পী কম, পণ্য বলে বেশি মনে হয়েছে।' সৌন্দর্য প্রতিযোগিতা থেকে দিয়া মির্জার গ্ল্যামার জগতে পা। প্রথম দিকে কয়েকটি ছবিতে অভিনয় করে পরিচিতি লাভ করলেও কয়েক বছর ধরে নিজেকে বলিউড থেকে সরিয়ে নিয়েছিলেন দিয়া। নিজের পরিবর্তন ঘটিয়ে আবার অভিনয় জগতে ফিরেছেন তিনি।
প্রতারণার অভিযোগে থানার দারস্থ বলি (Bollywood) অভিনেতা দীপক তিজোরি (Deepak Tijori)। অভিযোগ এনেছেন প্রযোজক মোহন গোপাল নাদারের বিরুদ্ধে। মুম্বইয়ের (Mumbai) আম্বোলি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিনেতার দাবি, তাঁর থেকে ২ কোটি ৬০ লক্ষ টাকা নিয়েছিলেন প্রযোজক (Producer)। সেই টাকা এখনও ফেরত দেননি দীপককে। ১৫ মার্চ তিনি এফআইআর দায়ের করেন।
জানা গিয়েছে, অভিনেতা এবং এই প্রযোজক একসঙ্গে একটি থ্রিলার মুভি বানাতে চলেছিলেন। তার আগেই এই বিপত্তি ঘটল। এই ছবির জন্য তাঁদের মধ্যে চুক্তিও হয়ে গিয়েছিল। দীপক ১০ দিন আগেই প্রথম লিখিত অভিযোগ জানান। আর সেটার ভিত্তিতেই এই মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। দীপক তাঁর লিখিত অভিযোগে জানিয়েছেন, ‘টিপসি’ ছবিতে দীপকের সঙ্গে সহ-প্রযোজক হিসেবে যোগ দেন মোহন। ছবিটি পরিচালনার দায়িত্বে ছিলেন দীপক। ছবি তৈরির জন্য দীপকের থেকে টাকা নিয়েছিলেন ওই প্রযোজক।
২০১৯ সালে ছবির শুটিং শুরু হয় লন্ডনে। কিন্তু সময়ে শুটিং শেষ না হওয়ার ছবির কাজ স্থগিত হয়ে যায়। কিন্তু টাকা ফেরত চাইলে প্রযোজক নানা অজুহাত দেখিয়েছেন। এমনকি, তাঁকে দেওয়া ব্যাঙ্কের চেক বাউন্স করেছে বলে জানিয়েছেন অভিনেতা। শেষমেশ উপায় না দেখে পুলিসর দারস্থ হন। দীপক আরও অভিযোগ করেছেন, তাঁর থেকে ধার নেওয়া টাকার একটা বড় অংশ মোহন নিজের প্রযোজনা সংস্থায় বিনিয়োগ করেছেন। ভারতীয় দণ্ডবিধির ৪২০ এবং ৪০৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। যদিও এখনও অবধি কাউকে গ্রেফতার করেনি পুলিস।
চলতি মাসে ছবির শুটিং সেটে গুরুতর চোট পেয়েছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’ (Project K) ছবির অ্যাকশন দৃশ্যের শ্যুট (Action Shooting) চলাকালীন পাঁজরে চোট পান বিগ বি। নিজেই সেই খবর ব্লগের মাধ্যমে জানিয়েছিলেন। বুকের পাঁজরের তরুণাস্থি ছিঁড়ে গিয়েছে। এরই সঙ্গে ছিঁড়েছে ডান পাঁজরের পেশি। চোট সারতে যে সময় লাগবে সেটাও জানিয়েছিলেন অভিনেতা। এবার আরও এক রোগের শিকার হলেন তিনি। যার ফলে চলাফেরা প্রায় বন্ধ তাঁর। মাটিতে পাও রাখতে পারছেন না। সম্প্রতি অমিতাভ নিজের ব্লগে তাঁর স্বাস্থ্যের হালহকিকত জানিয়ে লেখেন, পাঁজরের যন্ত্রণা ছিলই। পায়ের নীচে গুঁফো হয়েছে, অভিনেতার যাকে ক্যালাস বলে জানিয়েছেন। যার জন্যই অসহ্য যন্ত্রণা হচ্ছে তাঁর।
যদিও এই রোগ দীর্ঘস্থায়ী নয়। তবে যন্ত্রণা হয় অসহ্য। জানা গিয়েছে, ব্যাথা এতটাই বেশি হয় যে, রাতে বাড়িতে ডাক্তার ডাকতে হয়। তবে এত যন্ত্রণার মধ্যেই আত্মবিশ্বাসী অমিতাভ। নিজের সোশ্যাল মিডিয়ার পেজে লিখেছেন, ‘‘আপনাদের সকলের শুভেচ্ছার জন্য ধন্যাবাদ, খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠব, ফের র্যাম্পে দেখা হবে।’’
উল্লেখ্য, এর আগেও শুটিং সেটে চোট পেয়েছিলেন অমিতাভ। ১৯৮২ সালে ‘কুলি’ ছবির শুটিং-এ তলপেটে আঘাত পেয়েছিলেন। সে সময় বেশ কয়েক সপ্তাহ হাসপাতালে থাকতে হয়েছিল বিগ-বি কে।
চিত্রসমালোচক কমল রশিদ খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ইন্দোরের জেলা আদালত। ২০২২ সালে অভিনেতা মনোজ বাজপেয়ী, কমল রশিদ খান ওরফে কেআর কে-র বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। তিনি অভিযোগে বলেন, 'কেআর কে মাদকাসক্ত। ট্যুইটারে অভিনেতার সামাজিক ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন কমল।' তারপর নানা চেষ্টা করেও এই মামলা থেকে ছাড় পায়নি কমল।
২০২২ সালের জুলাই মাসে কমলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন অভিনেতা মনোজ বাজপেয়ী। অভিযোগ, '২৬ জুলাই তাঁকে দু’টি ট্যুইটে হেনস্থা করেছিলেন কমল।' কমলের আইনজীবী জানান, যে টুইটার হ্যান্ডেল থেকে সেই টুইটগুলি করা হয়েছিল, সেটি ২০২০-র ২২ অক্টোবরে বিক্রি হয়ে গিয়েছে। তার দায়ভার কেন নেবেন কমল? অভিযোগ, মনোজ একা নয় টুইটারে একাধিকবার বলিউড অভিনেতাদের হেনস্থা করেছেন কমল। সলমন খান, শাহরুখ খান থেকে অনুষ্কা শর্মা—কেউই বাদ যাননি। মনোজের আইনজীবীর দাবি, টুইটার হ্যান্ডেল বিক্রির অজুহাত দিয়ে মামলায় শেষ হতে পারে না। তাই এই মামলা চলতে থাকবে। এই মামলার পরবর্তী শুনানি ১০-ই মে।
বিনোদন জগত্ ছেড়ে সানা খান (Actress Sana Khan) বিয়ে করেন মুফতি আনাস সঈদকে। বিয়ের ঠিক তিন বছরের মধ্যে সন্তানসম্ভবা সানা খান। নিজের মাতৃত্বের (Mom to be) সেই সুখবর দিলেন খোদ সানা। এক সাক্ষাত্কারে এসে প্রথম সন্তান নিয়ে কিছু ইচ্ছাপ্রকাশ করলেন তিনি। ২০০৫ সালে ‘ইয়ে হ্যায় হাই সোসাইটি’ ছবি দিয়ে প্রথম বলিউডে অভিনয় শুরু সানার। হিন্দি, তেলেগু, তামিল-সহ মোট পাঁচ ভাষায় কাজ করেছেন সানা। এছাড়াও বেশ কয়েকটি বিজ্ঞাপনেও দেখা গিয়েছে সানা খানকে। ছোট পর্দায় বেশ জনপ্রিয়তা বাড়ছিলো অভিনেত্রী সানার। ঠিক সেই সময়ে ধর্মীয় কারণে তিনি ছেড়ে দেন অভিনয় জগৎ।
সানা ২০২০-র নভেম্বর মাসে বিয়ে করেন একজন মৌলবী, যিনি পেশায় ইসলাম ধর্মের গবেষক। বিয়ের ঠিক তিন বছরের মাথায় সন্তানসম্ভবা সানা খান।
সানা সাক্ষাৎকারে বলেন, 'আমি চাই আমার সন্তান আলিম হয়। ইসলাম ধর্ম অনুযায়ী আলিম মানে যে বুদ্ধিমান ও জ্ঞানী। এই সময়টা একেবারেই আলাদা। একটা সুন্দর অনুভূতির অভিজ্ঞতা।'