
অভিনেতা ইরফান খান (Irrfan Khan) প্রয়াত হয়েছেন। তবে রেখে গিয়েছেন তাঁর সন্ততিকে। বাবিল খান (Babil Khan) ইরফানের উত্তরাধিকারী। বাবার মতোই অভিনয় জগতেই প্রতিষ্ঠিত করতে চান নিজেকে। তবে ইরফানের পরিচিত মহলের বক্তব্য। ইরফানের সঙ্গে বাবিলের বেশ কিছু মিল রয়েছে। চেহারায় যেমন মিল রয়েছে বাবা-ছেলের। স্বভাবেও মিল রয়েছে। অভিনেতা ইরফান খানের সঙ্গে যারা সাক্ষাৎ করেছেন তাঁরা জানেন, তিনি বেশ মজার লোক ছিলেন। মেজাজ ভালো থাকলে মন ভরে কথা বলতেন সকলের সঙ্গেও। বাবিলের মধ্যেও সেই স্বভাব বর্তমান।
ইরফান খানের পুত্র-পরিচয়ের পাশাপাশি বাবিল অভিনয় জগতেও ডেবিউ করেছেন। তাই তাঁকে নিয়ে নেটিজেনদের খুব আগ্রহ। সম্প্রতি তাঁকে এয়ারপোর্টে দেখা গিয়েছে। পাপারাৎজিদের সামনে তিনি মা সুতপা শিকদারের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলেছেন। সেই ভিডিওতে বাবিলকে বলতে শোনা গিয়েছে,'প্রাণ দিয়ে পরিশ্রম করব।' এমন সময় পাপারাৎজিরা তাঁকে বলেন, 'কিন্তু আমাদের ভুলে যেও না।' এর উত্তরে বাবিল যা বলেছেন, তা ভাইরাল নেট দুনিয়ায়।ভিডিও সৌজন্যে: ভাইরাল ভিয়ানি
বাবিল বলেন, 'আপনাদের ভুলে গেলে আমি সুপারস্টার হতে পারব না।' সামাজিক মাধ্যমে এই ভিডিও ভাইরাল হতেই বাবিলের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। তারা বলছেন, 'বাবিলের স্বভাবে স্পষ্ট বাবা ইরফানের ছাপ।'