Breaking News
Senior Citizen: কেউ আতঙ্কে, কেউ আবার দিব্যি আছেন, শহর কলকাতায় কেমন আছেন একাকী বয়স্করা?      cctv: ঘুমের ব্যাঘাত হওয়ায় মারধর! সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার বৃদ্ধার পরিচারিকা      Mamata: 'বাংলায় বিনিয়োগ করলে...' দুবাইয়ের মঞ্চ থেকে বিনিয়কারীদের পথ দেখালেন মমতা      Parineeti-Raghav:শনিবার সকাল ১০টা বাজতেই শুরু হল পরিণীতি-রাঘবের বিয়ের অনুষ্ঠান      Manish: শর্ত সাপেক্ষে জামিন পেলেন অনুব্রতর হিসেব রক্ষক মনীশ কোঠারি      Summon: পুর-নিয়োগ দুর্নীতিতে আরও ৩৪ পুর-কর্মীকে তলব, চাপে মদনের পুরসভা কামারহাটি      Anubrata: পিছল ইডির করা মামলা, মেয়ের মত অনুব্রতরও পুজো কাটতে চলেছে তিহারে      Court: আদালতে কিছুটা স্বস্তি রাজ্যের, সমবায় দুর্নীতির তদন্ত সিবিআইয়ে আস্থা সার্কিট বেঞ্চের      Nipah virus: নিপা আতঙ্ক এবার বাংলাতেও, বেলেঘাটা আইডিতে ভর্তি কেরল ফেরত পরিযায়ী শ্রমিক      Abhishek: ফের আদালতে ধাক্কা অভিষেকের, লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় মিলল না বাড়তি সময়     

BodyTransformation

Tollywood:'ফাটাফাটি'র জন্য ডবল এক্সএল হয়েছেন ঋতাভরী! জানুন সেই অভিজ্ঞতা

মুক্তির অপেক্ষায় ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) ও আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) অভিনীত 'ফাটাফাটি'(Fatafati)। গৃহিনী থেকে প্লাস সাইজ মডেল হয়ে ওঠার গল্প বলবে এই সিনেমা। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সিনেমার একটি গান 'জানি অকারণ'। ছোট পর্দা থেকে অভিনয় শুরু করেছেন ঋতাভরী, অভিনয় করেছেন বড় পর্দাতেও। তবে চিরাচরিত ঋতাভরীকে তাঁর আসন্ন সিনেমায় একটু অন্যরকম লাগবে। অভিনেত্রীকে সাধারণত টোনড ফিগারেই দেখা যায়। তবে চরিত্রের প্রয়োজনে যে তিনি নিজের আমূল পরিববর্তন ঘটাতে পারেন, সেই প্রমাণ দেবে 'ফাটাফাটি'। কতটা সহজ ছিল এই পরিবর্তন? রবিবার নিজের ফেসবুক থেকে নিজেই লিখেছেন সে কথা।    


ঋতাভরী লিখছেন,'রবিবার আমার সিনেমা ফাটাফাটির জানি অকারণ গানটি মুক্তি পেয়েছে। গানটি যেভাবে আপনারা গ্রহণ করেছেন তাতে আমি আপ্লুত। সিনেমার জন্য এই প্রথমবার আমি এত বড় শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে গেলাম।' অভিনেত্রী এরপর শারীরিক পরিবর্তনের জার্নি ভাগ করে নিয়েছেন। তিনি লিখেছেন,'আমার অস্ত্রোপচারের পর আমি ৬ মাস বিছানায় শয্যাশায়ী ছিলাম। ৭ কিলো ওজন বেড়ে গিয়েছিল। এরপর আমি দুটো সিনেমার জন্য আবারও পুরোনো চেহারায় যাওয়ার আয়োজন শুরু করি।'

এমনই এক মুহূর্তে 'ফাটাফাটি' সুযোগ এল ঋতাভরীর হাতে, কীভাবে বদলে গেল জীবনযাত্রা সে কথা লিখেছেন। ঋতাভরী লিখছেন, 'এরপর ফাটাফাটি আমার জীবনে এলো। সিনেমার কাহিনী সব বদলে দিল। আমি যখন চিত্রনাট্য শুনি তখন বুঝতে পারি XXL মডেলের চরিত্রকে যথাযথ করে তুলতে হলে আমাকে ১৫ থেকে ২০ কিলো ওজন বাড়াতে হবে।'

হাতে যে দুটি সিনেমা ছিল তার কী হল? ঋতাভরী নির্দ্বিধায় বাকি দুটি সিনেমা ছেড়ে দেন। কিন্তু এই সিদ্ধান্ত কতটা সঠিক? অভিনেত্রী লিখছেন, 'কিছু গল্পের জন্য যাবতীয় সবরকম সমস্যার মোকাবিলা করা যায়।' কিন্তু এই চিত্রনাট্য বেছে নেওয়ার পিছনে কোন ভাবনা কাজ করেছিল ঋতাভরীর? তিনি লিখেছেন 'আমি সবসময় যদি শেমিংয়ের বিরোধিতা করি। এমনকি আমার অস্ত্রোপচারের পর আমিও এর স্বাদ পেয়েছি। প্রতিনিয়ত যারা শেমিংয়ে সম্মুখীন হন, এমন অনেকের হয়ে কথা বলার সুযোগ পেয়েছি এই সিনেমায়।'


6 months ago