Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

BlueTick

Amitabh: টুইটারে ব্লু টিক হারিয়ে কি বললেন অমিতাভ? হাসির রোল নেট দুনিয়ায়

ফেসবুক, ইনস্টাগ্রাম, ট্যুইটারের মতো সামাজিক মাধ্যমে জনপ্রিয় ব্যক্তিত্বের একাউন্টের পাশে 'ব্লু টিক'(Blue Tick) দেওয়া থাকত। এই নীল রঙের ছোট্ট চিহ্নটি এতদিন প্রমাণ দিন যে সংশ্লিষ্ট একাউন্টটি তাঁদের পছন্দের ব্যক্তিই চালাচ্ছেন। কিন্তু ইলন মাস্ক (Elon Musk) ট্যুইটার কিনে নেওয়ার পর থেকে নতুন নিয়ম চালু হয়েছে। মাস্ক আগেই ঘোষণা করেছিলেন, নামের পাশে এই নীল চিহ্ন লাগাতে গেলে এবার মাশুল গুনতে হবে। অ্যাপের মাধ্যমে যারা ট্যুইটার নিয়ন্ত্রণ করেন তাঁদের প্রতি মাসে ১১ মার্কিন ডলার দিতে হবে এবং যারা ওয়েবের মাধ্যমে ট্যুইটার নিয়ন্ত্রণ করেন তাঁদের দিতে হবে এ ইউএস ডলার।

২০ এপ্রিল পর্যন্ত এই অর্থ দেওয়ার সময়সীমা ছিল। যারা এই সময়ের মধ্যে ট্যুইটার কর্তার নির্ধারিত অর্থ জমা দেননি তাঁরা 'ব্লু টিক' হারা হয়েছেন। ভারতের বহু তারকার নামের পাশ থেকেই এই চিহ্ন উধাও। শাহরুখ খান, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, বিরাট কোহলি, রাহুল গান্ধী, এমনকি অমিতাভ বচ্চনের নামের পাশেও নেই নীল রাইট টিক। এই আলোচনার মাঝেই মুখ খুললেন অমিতাভ। একেবারে ট্যুইটার কর্তার উদ্দেশে মন্তব্য করেছেন অভিনেতা।

বিগ বি ট্যুইটারে অনেকগুলি কথা লিখেছেন হিন্দিতে। তার বাংলা তর্জমা হল, 'এই ট্যুইটার দাদা, শুনতে পাচ্ছেন? এবার তো আমি টাকা দিয়ে দিয়েছি। তো আমার নামের আগে এই যে নীল কমল টিক হয় না, ওটা ফেরত দিন। যাতে মানুষ জানতে পারেন, আমিই অমিতাভ বচ্চন।' এখানেই থামেননি অমিতাভ। তিনি আরও কাতর স্বরে লিখেছেন, 'হাত জোর করে ফেলেছি। এবার কি পায়ে পড়ে যাব?'


one year ago
Twitter: বলি অভিনেতা-রাজনীতিবিদ থেকে ক্রিকেটার, ট্যুইটার থেকে ব্লু টিক হারালেন যেসব তারকারা

ট্যুইটার (Twitter) থেকে সরতে শুরু করেছে ব্লু টিক (Blue Tick)। এবারে আর বিনামূল্যে পাওয়া যাবে না এই পরিষেবা। ব্লু টিকের জন্য এবার দিতে হবে মাসে মাসে টাকা, তবেই পাওয়া যাবে একাধিক সুবিধা। এরই মধ্যে দেশের তাবড় তাবড় সেলেব্রিটি, রাজনৈতিক ব্যক্তিত্বদের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে সরে গিয়েছে ব্লু টিক। যা সত্যিই অবাক করার মতো ঘটনা। ২০ এপ্রিল পেরোতেই রাতারাতি দেশের একাধিক নেতা-নেত্রী, অভিনেতারদের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ব্লু টিক উধাও যাওয়ায় শোরগোল পড়ে গিয়েছে।

সূত্রের খবর, বি-টাউনের কিং খান ও শেহনশাহের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে সরেছে ব্লু টিক। এছাড়াও আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মা ইত্যাদি অভিনেত্রীদেরও ট্যুইটার অ্যাকাউন্ট আর ভেরিফাইড নেই। আবার কিছু রাজনীতিবিদদের অ্যাকাউন্ট থেকেও ব্লু টিক সরিয়ে ফেলা হয়েছে। এইসব নেতাদের মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অরবিন্দ কেজরীওয়াল,প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী। অন্যদিকে একই ঘটনা ঘটেছে ক্রিকেটারদের সঙ্গেও। বিরাট কোহলি ও রোহিত শর্মার অ্যাকাউন্ট থেতে ব্লুু টিক মুছে ফেলা হয়েছে।

উল্লেখ্য, ট্যুইটারের কর্ণধার ইলন মাস্ক হওয়ার পরেই তিনি জানিয়ে দিয়েছিলেন যে, ২০ এপ্রিলের পর থেকে ট্যুইটার অ্যাকাউন্টে ব্লু টিক পেতে হলে টাকা দিতে হবে। অ্যাপ থেকে ট্যুইটার করলে সেক্ষেত্রে ব্লু টিকের জন্য টাকা দিতে হবে প্রতি মাসে ১১ ইউএসডি ও ওয়েবের মাধ্যমে ট্যুইটার ব্যবহার করলে সেক্ষেত্রে ৮ ইউএসডি।

one year ago
Twitter: ট্যুইটারে ব্লু টিক রাখতে গুণতে হতে পারে গ্যাঁটের কড়ি, সম্ভাবনা উসকেছেন খোদ মাস্ক

টুইটারে (Twitter) আপনার প্রোফাইলে 'ব্লু টিক' (Blue Tick) রয়েছে? এবার থেকে এর জন্য টুইটারকে দিতে হতে পারে অতিরিক্ত টাকা। শুনে ভাবছেন এ নিয়ম আবার কখন হল? সম্প্রতি টুইটারের মালিকানা নিজের হাতে নিয়ে নানারকম পৰিৱৰ্তন আনতে শুরু করেছেন টেসলার কর্ণধার এলন মাস্ক (Elon Mask)। খোদ মালিক নিজে জানিয়েছেন, ব্যবহারকারীদের প্রোফাইল ‘ভেরিফিকেশন’ পদ্ধতিতে বদল আনা হচ্ছে।

রবিবার এমন কথা এক টুইটার ব্যবহারকারীকে জানিয়েছেন। ওই ব্যবহারকারীর প্রশ্নের উত্তরে মাস্ক বলেন, ‘‘টুইটারে ব্যবহারকারীর প্রোফাইল যাচাই করা বা ভেরিফিকেশনের সমগ্র পদ্ধতিটাই পুনর্গঠন করা হচ্ছে।’’ কিন্তু কী কী পরিবর্তন আনতে চলেছেন সেব্যাপারে স্পষ্টত কিছু জানাননি এই সোশাল মিডিয়ার কর্ণধার।

তবে সূত্রের খবর, ‘ব্লু টিক’ সীমাবদ্ধকরণ হতে চলেছে। যাঁরা টুইটারের ‘ব্লু মেম্বার’ অর্থাৎ যাঁদের টুইটারের সাবস্ক্রিপশন রয়েছে তাঁরাই এর অধিকারী হবে। আর এই ব্লু-টিক সাবস্ক্রিপশনের জন্য প্রত্যেককেই নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়। সেই খরচও বাড়িয়ে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, সাবস্ক্রিপশনের খরচ বেড়ে হবে ১৯.৯৯ ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১৬০০ টাকা।

টুইটারে ব্লু-টিকের অনেক সুবিধাও রয়েছে। নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট রয়েছে তাঁরা নিজেদের সুবিধা মতো মুছতে বা সংশোধন করতে পারেন। টুইটারে নতুন করে ব্লু টিক পেতে চাইলে টাকা দিয়ে আগে সাবস্ক্রিপশন নেওয়ার নিয়ম চালু করতে পারেন মাস্ক। সেই সঙ্গে যাঁদের আগে থেকেই ব্লু টিক রয়েছে, তাঁরা সেটি টিকিয়ে রাখার জন্য ৯০ দিন সময় পাবেন বলে সূত্রের দাবি। এই সময়ের মধ্যে তাঁদের সাবস্ক্রিপশন নিয়ে ফেলতে হবে। তা না হলে ৯০ দিন পর ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকেও ব্লু টিক উঠে যেতে পারে।

এর থেকেই স্পষ্ট অনেক পরিবর্তন আনতে পারেন এলন মাস্ক।

2 years ago