Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Bikerider

Accident: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত তিন বাইক আরোহী

ভয়াবহ পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত (Death) তিন বাইক আরোহী (Bike rider)। সূত্রের খবর, বাইকের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার আগরপাড়ার তেতুলতলা মোড় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিস।

পুলিস সূত্রে জানা গিয়েছে, ডানলপের থেকে ব্যারাকপুরের দিকে বি টি রোড ধরে বাইক নিয়ে যাচ্ছিলেন ওই তিন যুবক। স্থানীয় প্রত্য়ক্ষদর্শীরা জানান, বাইকের স্পিড খুব বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাইকটি। পানিহাটি তেতুলতলা মোড়ের কাছে দমকল অফিসের সামনে, বি টি রোডে একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা মারে। বাইকে থাকা তিনজন যুবক বি টি রোডে ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তিন বাইক আরোহীর। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে আগরপাড়া তেতুলতলা মোড় এলাকায়। ঘটনাস্থলে খড়দহ থানা পুলিস এসে তড়িঘড়ি মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।

12 months ago
Agastya: বেপরোয়া গতিই কাড়ল প্রাণ, মৃত্যু জনপ্রিয় ইউটিউবার অগস্ত্য চৌহানের

ফের শোকের ছায়া সোশ্যাল মিডিয়াজুড়ে। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক জনপ্রিয় ‘ইউটিউবার’(YouTuber) তথা ‘বাইক রাইডার’(Bike rider) অগস্ত্য চৌহানের। প্রো রাইডার ১০০০ নামেই তাঁকে চিনত নেটপাড়া। ২০ লাখের জাম্বো বাইক নিয়ে ঝড়ের গতিতে কাঁপিয়ে বেড়াতেন নেটদুনিয়া। আর এই গতিই কাড়ল অগস্ত্যের জীবন। পুলিস সূত্রে খবর, ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতিবেগে বাইক চালিয়ে আগ্রা থেকে দিল্লি যাচ্ছিলেন তিনি। যমুনা এক্সপ্রেসওয়ের ৪৭ নম্বর মাইলস্টোনের কাছে দুর্ঘটনাটি ঘটে।

পুলিস সূত্রে খবর, আগ্রা থেকে দিল্লি যাওয়ার পথে যমুনা এক্সপ্রেসওয়েতে ৩০০ কিলোমিটার বেগে বাইক চালিয়ে যাচ্ছিলেন অগস্ত্য। মাইলস্টোনের কাছে অত্যন্ত দ্রুত গতিতে বাইক চালানোয় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। ডিভাইডারে জোরে ধাক্কা লেগে কয়েক ফুট দূরে গিয়ে ছিটকে পড়েন তিনি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিসের টহলদারি ভ্যান সেখানে এসে পৌঁছয়। অগস্ত্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পেয়ে মৃত্যু হয়েছে অগস্ত্যর।

সমাজমাধ্যমে বেশ জনপ্রিয়তা রয়েছে অগস্ত্য চৌহানের। বয়স মাত্র পঁচিশ বছর। উত্তরাখণ্ডের দেরাদুনের বাসিন্দা ছিলেন তিনি। ইউটিউব এবং সমাজমাধ্যমে তাঁর ফলোয়ারের সংখ্যা কয়েক লক্ষ। শুধু মাত্র ইউটিউবেই তাঁর অনুগামীর সংখ্যা ১২ লক্ষ। সমাজমাধ্যমে নিজের বাইক চালানোর নানা রকম ভিডিও শেয়ার করতেন অগস্ত্য। এছাড়াও বাইক নিয়ে দূরদূরান্তে ভ্রমণেও যেতেন তিনি। তাঁর অকালমৃত্যুতে অনুগামীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

12 months ago
Bihar: দাউদাউ জ্বলতে থাকা পুলিস বাসের একের পর এক বাইকে ধাক্কা, মৃত ৩

পুলিস ভ্যানের নিচে আটকে একটি বাইক (Bike) এবং তার আরোহী। আর দাউদাউ করে জ্বলছে সেই বাস (Fired Bus)। এই অবস্থায় বুধবার সকালে বিহারের (Bihar) চাপরা-সিওয়ান হাইওয়েতে ছুটে চলেছে পুলিস ভ্যানটি। জানা গিয়েছে, ১০০ মিটার রাস্তা অতিক্রম অবশেষে বাসটি থামে। ততক্ষণে ভ্যানের নিচে আটকে থাকা যুবক আগুনে ঝলসে মারা (Death) যান।

সূত্রের খবর, ওই পুলিস বাসের ধাক্কায় তিন বাইক আরোহীর মৃত্যু হয়েছে। তিন জনের মধ্যে একজন ছিটকে বাসের নিচে আটকে যান। আর এই মর্মান্তিক ঘটনার ভিডিও করেছে কোনও এক যাত্রী। যা বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, বাসের জ্বালানি ট্যাঙ্কে বিস্ফোরণের ফলে আগুন ধরে যায়। ভ্যানে থাকা সকল পুলিসকর্মী তড়িঘড়ি বাস থেকে নেমে যান। এরপর তাঁদের নির্দিষ্ট দূরত্বে সরে যেতে দেখা যায় ভিডিওয়।

উল্লেখ্য, বাসটি জয়প্রকাশ নারায়ণের ১২০ তম জন্মবার্ষিকী উদযাপনের অনুষ্ঠান থেকে ফিরছিল। সেই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও উপস্থিত ছিলেন।

2 years ago