Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

BengalWinter

Weather: দুপুরে রোদ, সন্ধ্যা হতেই শীতল ভাব! শীত বিদায় নিয়ে কী বলছে হাওয়া অফিস

তাপমাত্রা ঊর্ধ্বমুখী। এবারের মতো শীতের (Winter) বিদায় ঘটতে চলেছে বাংলা (Bengal) থেকে। বৃহস্পতিবার তাপমাত্রা (Temperature) আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছিল। দুপুর হতেই চড়া রোদ। যদিও বিকেল হতেই আবহাওয়া (Weather) খানিকটা ঠান্ডা হয়েছে। আপাতত নতুন করে পারদ পতনের কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে তারপরের ২ দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। অন্যদিকে, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রাও ক্রমশ বাড়বে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ায় হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উল্লেখ্য, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস।

one year ago
Weather: আর কয়দিন গায়ে গরম জামা, কী বলছে হাওয়া অফিসের পূর্বাভাস?

আগামী দুই দিন পারদ নিম্নমুখী। আগামি সপ্তাহ থেকে বিশেষ করে বুধবার থেকে তাপমাত্রার পারদ খানিকটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা। রাতের তাপমাত্রা বিশেষ বাড়ার সম্ভাবনা আগামী বুধবার থেকে। উত্তরবঙ্গে নিম্নমুখী থাকবে তাপমাত্রা, কিছুটা হলেও উপভোগ করা যাবে শীতের আমেজ। কমবেশি দুই বঙ্গে আগামি কয়েকদিন এই আবহাওয়া বজায় থাকবে বলে হাওয়া অফিস সূত্রে খবর।

এদিকে, ঠাণ্ডার তীব্রতা কমতে শুরু করেছে। সকালের দিকে ঠাণ্ডা থাকলেও বেলা গড়ালেই তাপমাত্রা বেড়ে যাচ্ছে। ফলে আর কয়েকদিন গরম জামা গায়ে চাপানোর মরশুম, এমনটাই বলছেন আবহবিদরা। এদিকে, সপ্তাহের শেষ দুই দিন আকাশ পরিষ্কার এবং রাজ্যজুড়েই কিছুটা হলেও শীতের আমেজ। এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন শুষ্ক আবহাওয়া, পাশাপাশি রাতের তাপমাত্রা গত কয়েক দিন ধরে বেশ খানিকটা কমছে। বর্তমানে স্বাভাবিকের থেকে এক ডিগ্রি আবার কোথাও কোথাও তিন ডিগ্রি কমেছে পারদ। আগামী দিন তিনেক তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

one year ago