Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

BengalTemperature

Alipurduar: গরমে হাঁসফাঁস বাংলা! সাইকেলে ফ্যান লাগিয়ে তাক লাগালেন চতুর্থ শ্রেণির পড়ুয়া

কথায় আছে 'প্রয়োজনীয়তা উদ্ভাবনের জনক', সেই কথাকেই সত্যি করল এক খুদে স্কুলপড়ুয়া (Student)। তাই তীব্র গরম থেকে রেহাই পেতে সাইকেলে ফ্যান লাগিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে এই পড়ুয়া। ফালাকাটা (Alipurduar) ব্লকের জটেশ্বর ৩ নম্বর অতিরিক্ত প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক পড়ুয়ার এই অভিনবত্বে হতভম্ব শিক্ষক-শিক্ষিকারাও। রাজ্যজুড়েই চলছে তাপ প্রবাহ, আর তা থেকে বাদ পড়ছে না কেউই। তাই এই তাপ প্রবাহের মধ্যেই বিদ্যালয় যেতে খানিকটা স্বস্তির উদ্দেশে, নিজের সাইকেলে ফ্যান লাগিয়ে ফেললো এই খুদে পড়ুয়া।

জানা গিয়েছে, চতুর্থ শ্রেণীর ওই খুদে ছাত্রর নাম প্রিয়াংশু সরকার। বাড়ি ফালাকাটা ব্লকের জটেশ্বরে। বিদ্যালয়ের হাতের কাজের পরীক্ষায় নানা চিন্তা-ভাবনা করে সে ওই সাইকেলে মোটর চালিত ফ‍্যান তৈরি করেছে। সকালে বিদ্যালয় খুলতেই বাড়ি থেকে ওই সাইকেল নিয়েই বিদ্যালয়ের উদ্দেশে রওনা হয় প্রিয়াংশু। বিদ্যালয়ে পৌঁছতেই শিক্ষক-শিক্ষিকারাও তার এই সাইকেল দেখে অবাক হয়ে যায়। এমনকি প্রিয়াংশুর ওই সাইকেল দেখার আগ্রহ প্রকাশ করে স্কুলের বাকি ছাত্রছাত্রীরাও।  

এমনকি এই খবর পেয়ে ওই খুদে পড়ুয়া প্রিয়াংশু সরকারের সঙ্গে দেখা করতে আসেন ডিপিএসসি চেয়ারম্যান পরিতোষ বর্মন। ডিপিএসসি চেয়ারম্যান পরিতোষ বর্মন জানান, প্রিয়াংশু আমাদের গর্ব, তাঁকে আশীর্বাদ ও সংবর্ধনা প্রদান করতেই এখানে আসা। 

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে ফুলের তোড়া ও মিষ্টি মুখ করিয়ে সংবর্ধনা প্রদান করা হয় প্রিয়াংশুকে। সংবর্ধনা পেয়ে বেশ আপ্লুত প্রিয়াংশুও।

one year ago
Weather: চৈত্রের পর এবার বৈশাখেও তাপপ্রবাহের পূর্বাভাস হাওয়া অফিসে

চৈত্রের শেষে পুড়ছে মানুষ। তাপমাত্রা প্রায় ৪১ ডিগ্রি ছুঁই ছুঁই। এপ্রিলের গরমে প্রবল তাপমাত্রা পাঁচ বছরেও কিন্তু দেখেনি কলকাতাবাসী। শুধুমাত্র কলকাতা (Kolkata) নয় দুই বঙ্গেই চলবে তাপপ্রবাহ। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। যার জেরে সূর্যের (Sun) দাপট কিন্তু ক্রমশই বেড়ে চলেছে।

বৃহস্পতিবার, সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা চার ডিগ্রি সেলসিয়াস বেশি। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

চলতি সপ্তাহের শেষ পর্যন্ত কিন্তু বৃষ্টির কোনওরকম সম্ভাবনা নেই। শুধু যে বৃষ্টিপাত তাই নয় কালবৈশাখী, ঝোড়ো হাওয়া, ঝড় কোনওরকম কিছুর সম্ভাবনাই কিন্তু নেই। যার কারণে শুষ্ক যে আবহাওয়া (Weather) সেটা কিন্তু বজায় থাকবে। সেই কারণেই আবহাওয়াবিদরা বার্তা দিয়েছেন, দিনের বেলায় যত সম্ভব রাস্তায় না বেরোনোর জন্য়। সকাল আটটার মধ্য়ে যেন কাজ সেরে নেয়। মাঠে যারা চাষ করেন কৃষকরা রয়েছেন তাদের জন্য বার্তা দিয়েছেন যত সম্ভব ভোরের দিকে যেন কাজ করে নেয় তারা। বেলা বাড়লে যেন ভারী কাজ না করা হয়। সমস্ত রাজ্যের তাপমাত্রা বাড়ছে সেখানে কলকাতাও বাকি নেই। ইতিমধ্য়ে কিন্তু বাঁকুড়াতে তাপমাত্রা ৪১ ডিগ্রি পার করে গিয়েছে। পয়লা বৈশাখের দিন তাপমাত্রা সর্বোচ্চ থাকবে।

one year ago
Weather: শহরজুড়ে যেন লু-এর মরশুম, বৃষ্টি কি আদৌ হবে! জানুন পূর্বাভাস

সকাল থেকে রোদের তেজে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। লু বইছে শহর কলকাতায় (Kolkata)। গত কয়েকবছরের মধ্যে উষ্ণতম (Weather) এপ্রিল মাস বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাপমাত্রা (Temperature) চড়বে ৪২ ডিগ্রি সেলসিয়ায়ে। দীর্ঘ মেয়াদি এই গরম বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৫ দিন ধাপে ধাপে তাপমাত্রা আরও বাড়বে। কলকাতাতেই তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস চড়তে পারে বলে আশঙ্কার কথা শুনিয়েছে হাওয়া অফিস। চৈত্রের শেষে বৈশাখের শুরুতে এই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি আগেও ঘটেছে। তবে সেটা এতদিন ধরে কখনও থাকেনি। আগামী ১৫-১৬ এপ্রিল পর্যন্ত এই শুষ্কবাতাসের প্রভাব রাজ্যের উপরে থাকবে। সেকারণে কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের একটা সম্ভাবনা তৈরি হবে।

উল্লেখ্য, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। গরমের এই দাবদাহ বজায় থাকবে রাজ্যে। পাশপাশি উত্তরবঙ্গেও সেভাবে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

one year ago


Weather: টানা বৃষ্টিতে বাতাসে জলীয় বাষ্প, তাপমাত্রা বৃদ্ধি নিয়ে কী পূর্বাভাস

চলতি মাসের শুরুতে টানা বৃষ্টির কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেড়েছে। এই জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়াতে আবহাওয়া অনেক শুষ্ক রয়েছে এবং তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে।

আবহাওয়া সূত্রে খবর, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। ফলে গরমের তীব্র দাবদহের পূর্বাভাস তা কিন্তু ইতিমধ্যে আসতে চলেছে। তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় রাতের দিকে অল্প পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রেও রাতের দিকে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেক্ষেত্রে তাপমাত্রা কিছুটা কম থাকবে। তবে দক্ষিণবঙ্গে তীব্র দাবদহ ইতিমধ্য়ে শুরু হয়েছে। ফলে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের দিকে এগোচ্ছে। শুক্রবার দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির বেশি থাকবে এমনটাই আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে।

one year ago
Weather: বঙ্গে ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় দুর্যোগ

সকাল থেকেই শহর কলকাতা (Kolkata) জুড়ে রোদের দাপট। গরমে একেবারে নাজেহাল দশা কলকাতাবাসীর। এই আবহে ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টির (Rain) পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ৩১ মার্চ শুক্রবারের পাশাপাশি ১লা এপ্রিল শনিবার এই আবহাওয়া (Weather) থাকার সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস জানিয়েছে। যদিও রবিবার থেকে পরিস্থিতির উন্নতি ঘটবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, ৩১ মার্চ শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলির ওপর দিয়ে বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে কোনও কোনও জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শুক্রবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জন্যও কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতা ও আশেপাশে এলাকার আকাশ পরিষ্কার রয়েছে। বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

one year ago


Weather: রোদে পুড়ছে তিলোত্তমা, হাওয়া অফিসের কতটা গরমের পূর্বাভাস

দোলের আগে রোদের দাপট। শহরবাসী (Kolkata) পুড়ছে রোদের তেজে। মার্চের শুরুতেই তাপমাত্রা পৌঁছেছে ৩২ ডিগ্রির ঘরে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা ও আশেপাশের সর্বোচ্চ তাপমাত্রা (Temperature) ৩৫ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে। দিন দিন বাড়ছে তাপমাত্রার (Weather) পারদ। বুধবারের তুলনায় বৃহস্পতিবার ন্যূনতম তাপমাত্রা কিছুটা বেড়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪-৫ দিনে রাজ্যজুড়েই দিনের তাপমাত্রা বাড়বে। অন্যদিকে, উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী চার থেকে পাঁচ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, দিনের তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের মতো। যদিও এখনই বৃষ্টির কোনও পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গের কোনও জেলায়। হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস।

one year ago