Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Beaten

BJP: ভোট আসতেই উত্তপ্ত একাধিক জায়গা, বিজেপি কর্মীদের মারধর! কাঠগড়ায় তৃণমূল

লোকসভা নির্বাচনের আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধী প্রার্থী, কর্মী ও সমর্থকেরা আক্রান্ত হচ্ছেন। কাঠগড়ায় শাসকদল। নির্বাচন চলাকালীন সময় রাজ্যের ছবিটা কেমন হতে পারে, এ যেন তারই পূর্বাভাস। এবার দলীয় পতাকা লাগানোকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে, শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বৈকুণ্ঠপুর মোড়ে। অভিযোগ, এলাকায় দলীয় পতাকা লাগানোর সময় বিজেপি কর্মী-সমর্থকদের বাধা দেয় তৃণমূলী দুষ্কৃতীরা। এরপরই বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় সোনারপুর থানার পুলিস। হিংসার পরিবেশ তৈরির চেষ্টা করছে তৃণমূল, তোপ বিজেপির। এরপর ঘটনাস্থল থেকে সোনারপুর মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করে বিজেপি কর্মী-সমর্থকেরা।

অন্যদিকে, উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। বৈঠক চলাকালীন বিজেপির উপর হামলার অভিযোগ। রক্তারক্তি কাণ্ড। কাঠগড়ায় তৃণমূল। ক্যানিং পূর্ব বিধানসভার মাঠেরদিঘি এলাকায় মণ্ডল সভাপতি সুব্রত দাসের বাড়িতে রবিবার বৈঠক ছিল বিজেপির। অভিযোগ, সেই সময় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার অনুগামীরা রড, লাঠি নিয়ে আচমকাই হামলা চালায়। বেধড়ক মারধর করা হয় মণ্ডল সভাপতি, বুথ সভাপতি সহ বিজেপির একাধিক নেতা-কর্মীকে। জখম বিজেপি কর্মীদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

এ রাজ্যে বিরোধী দল করাই যেন গুরুতর অপরাধ। আর সেই অপরাধের মাশুল প্রতিনিয়ত রক্ত দিয়ে দিতে হচ্ছে বিরোধীদের। এ ছবিটাই যেন ক্রমশ চেনা হয়ে উঠছে বঙ্গ রাজনীতিতে। কবে সক্রিয় ভূমিকা পালন করবে পুলিস-প্রশাসন? সেইদিকেই তাকিয়ে সাধারণ।

a month ago
Haridevpur: কুকুরকে খাওয়ানো অপরাধ! পশুপ্রেমীকে বেধড়ক মারধর, প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ

সম্প্রতি সুপ্রীতি সাহা নামে এক পশুপ্রেমীকে বেধড়ক মারধর করেন প্রতিবেশী এক মহিলা।নির্যাতিতার পরিবারের অভিযোগ, এই নিয়ে দ্বিতীয়বার সুপ্রীতিকে মারধর করা হয়েছে। অভিযুক্ত পাপিয়া নন্দী এবং তার দুই মেয়ে ঐশিকা নন্দী ও ঈশিকা নন্দী ২০২৩-এর অগাস্ট মাসেও তাকে মারধর করে। এমনকি প্রাণে মারার হুমকিও দেয়। ঘটনাটি ঘটেছে হরিদেবপুরের চাঁদার ভিলেজ এলাকায়। কুকুরকে প্রতিদিন খাওয়ানোই তার অপরাধ, ২এমনটাই দাবি নির্যাতিতার।

বিষয়টি হরিদেবপুর থানার পুলিসকে একাধিকবার লিখিত অভিযোগ করেও কোনও লাভ হয়নি। এরপর নির্যাতিতার পরিবার মানবাধিকার কমিশনের মহিলা সেলের দ্বারস্থ হন। মহিলা সেলের প্রতিনিধিদের তরফে দোষীদের শাস্তির দাবিতে থানা ঘেরাও করা হয়। পুলিস এবিষয়ে কোনও পদক্ষেপ না করলে বৃহত্তর আন্দোলনের ডাক দেন তারা। এত বড় অপরাধের পরেও প্রশাসন নিশ্চুপ কেন, উঠছে প্রশ্ন।

a month ago
Beaten: পাঁচিল টপকে শ্বশুর বাড়িতে জামাই, কোপানোর অভিযোগে গ্রেফতার

জামাইয়ের হাতে ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত বউ ও শ্বশুর-শাশুড়ি। আহত আরও একজন প্রতিবেশী। ঘটনার জেরে গ্রেফতার অভিযুক্ত জামাই। শনিবার ঘটনাটি ঘটেছে পর্ণশ্রী থানার অন্তর্গত বিজি প্রেস অটোস্ট্যান্ডের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পর্ণশ্রী থানার পুলিস। 

জানা গিয়েছে, গতকাল অর্থাৎ শুক্রবার রাতে অভিযুক্ত জামাই তাঁর শ্বশুরবাড়ির পাঁচিল টপকে ছাদে উঠে ঘরের ভিতরে ঢোকে। তারপর আজ, শনিবার সকালে জামাইকে দেখা মাত্রই শুরু হয় ঝামেলা। তখন জামাই তাঁর স্ত্রীকে মারধর করতে থাকলে শ্বশুর-শাশুড়ি আটকাতে যান। আর সেই সময় জামাই হঠাৎই ধারালো অস্ত্র বের করে প্রথমে শ্বশুরের মাথায় কোপ মারে এবং পরে শাশুড়িকে কোপ মারে, স্ত্রীকেও কোপ মারে বলে অভিযোগ। 

এরপরই চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে গেলে একজন প্রতিবেশীর গায়েও লাগে সেই ধারালো অস্ত্রের কোপ। কোনওক্রমে অভিযুক্ত জামাইকে ধরে ফেলে প্রতিবেশীরা। তাঁর হাত পা বেঁধে রাখে। খবর দেওয়া হয় পর্ণশ্রী থানায়। তারপর তড়িঘড়ি শ্বশুর-শাশুড়ি ও স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করে। পুলিস পরে আহত শ্বশুর-শাশুড়ির অবস্থা অবনতি হলে বিদ্যাসাগর হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করে। 

2 months ago


Howrah: ছাত্রকে শাস্তি দেওয়ার অপরাধ, শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগ অভিভাবকের বিরুদ্ধে

ক্লাসে দশম শ্রেণির ছাত্রকে শাস্তি দেওয়ার 'অপরাধ'। ইংরেজি শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল অভিভাবকের বিরুদ্ধে। হাওড়ার শ্যামপুরের নওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ স্কুলের ঘটনা। জানা গিয়েছে, ওই ছাত্রকে কথা না শোনার জন্য কান ধরে ওঠবোস করিয়েছিলেন ওই শিক্ষক। একটা চড়ও মেরেছিলেন বলে অভিযোগ। শুধুমাত্র এই শাস্তির জন্য টিচার্স রুমে ঢুকে কীভাবে একজন শিক্ষককে এভাবে নিগ্রহ করা হল, সেই নিয়ে প্রশ্ন উঠছে।

জানা গিয়েছে, ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন হলেন পড়ুয়ার মামা, আরেকজন মামার বন্ধু বলে খবর। তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। 

জানা গিয়েছে,দশম শ্রেণির ইংরেজি ক্লাস চলছিল। সেইসময়, ওই ছাত্র ক্লাসের মধ্যে গোলমাল করে বলে অভিযোগ। তখন তাঁকে ক্লাস থেকে বেরিয়ে যেতে বলেন ওই ইংরেজি শিক্ষক। কিন্তু, সেকথা না শোনায়, ওই পড়ুয়াকে চড় মারেন ও কান ধরে ওঠবোস করান বলে অভিযোগ।

এরপরই স্কুলে চড়াও হন ওই পড়ুয়ার আত্মীয়-স্বজনরা। জানা গিয়েছে, ওই ছাত্রের মামা ও আরও বেশ কয়েকজন টিচার্স রুমে ঢুকে ওই ইংরেজির শিক্ষককে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। কিল,চড়, ঘুসি কিছুই বাদ যায়নি। শুধু তাই নয়, টিচার্স রুমের আরও কয়েকজন শিক্ষকও আহত হন বলে খবর। ইতিমধ্যেই সেই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি সিএন ডিজিটাল। এদিকে, এই ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে শিক্ষকমহলে। তাঁদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।

8 months ago
Attack: চিকিৎসককে মারধর! বান্ধবীকে অপহরণের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে, তদন্তে পুলিস

চিকিৎসককে বেধড়ক মারধর (Doctor Beaten) করে বান্ধবীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর (West Medinipur) শহর সংলগ্ন ফুলপাহাড়ি ড্যামে। এই ঘটনার পরেই খবর দেওয়া হয় গুড়গুড়িপাল থানায়। পুলিস (Police) প্রায় চার ঘণ্টা ধরে অভিযান চালিয়ে সুস্থ অবস্থাতেই উদ্ধার করে ওই তরুণীকে। পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় ওই চিকিৎসককে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।  

সূত্রের খবর, শুক্রবার বিকেলে মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের হাউস স্টাফ চিকিৎসক তাঁর বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন মেদিনীপুর শহর সংলগ্ন ফুলপাহাড়ি ড্যামে। হঠাৎ সন্ধ্যেবেলা মুখে গামছা বেঁধে দুই ব্যক্তি মোটরবাইকে করে হাজির হয় তাঁদের সামনে। দুষ্কৃতীরা চিকিৎসকের কাছ থেকে মোবাইল ও টাকা কেড়ে নিয়ে। এরপরেই চিকিত্সককে বেধড়ক মারধর করতে শুরু করে। এরপর তাঁর বান্ধবাকে জোরপূর্বক তুলে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর চিকিত্সকের চিত্কার শুনে গ্রামবাসীরা ছুটে আসে এবং গুড়গুড়িপাল থানায় খবর দেন। 

স্থানীয়দের দাবি, তড়িঘড়ি পুলিস ঘটনার তদন্তে নামেন। ঘটনাস্থলে যান জেলার অতিরিক্ত পুলিস সুপার সহ একাধিক ডিএসপি পদমর্যাদার আধিকারিকরা। এমনকি মেদিনীপুর পুলিস লাইন থেকেও নিয়ে আসা হয় বিশাল বাহিনী। পুলিস আশেপাশের প্রতিটা গ্রামে ওই তরুণীর খোঁজ চালায়। প্রায় চার ঘণ্টা পর পার্শ্ববর্তী গ্রামের একটি বাড়ি থেকে ওই তরুণীকে উদ্ধার করে পুলিস। শুধুমাত্র চিকিত্সকের সঙ্গে ব্যক্তিগত কোনও আক্রোশ নাকি দুষ্কৃতীতাণ্ডব চালানোয় উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখছে পুলিস।

উল্লেখ্য এলাকাবাসীদের আরও দাবি, রাত বাড়লেই ফুলপাহাড়ি ড্যামে বাড়ছে দুষ্কৃতীদের আনাগোনা। বাড়ছে অসামাজিক কাজকর্মও। তাই অবিলম্বে ওই এলাকায় পুলিসি নজরদারি বাড়ানোর দাবি তুলছেন এলাকাবাসীরা।

9 months ago


Beaten: চোর সন্দেহে গণধোলাইয়ে মৃত এক ব্যক্তি, পুলিসের হাতে ধৃত ৬

চোর সন্দেহে (Theft Beaten) গণধোলাই। আর তার জেরে ঘটনাস্থলেই মৃত্যু (Death) হল এক ব্যক্তির। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর (North Dinjpur) জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত ইটাল গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিস (Police)। পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল হাসপাতালে পাঠায়। মৃতের পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ৬ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। পুলিস সূত্রে খবর, মৃতের নাম রহিম শেখ। তিনি ইটাল গ্রামের বাসিন্দা।    

ঘটনায় মৃতের পরিবারের সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে জমির ফসল দেখতে গিয়েছিলেন তিনি। সে সময়ই পাশের জমিতে বসানো সাব মার্সেল পাম্পের মোটর চুরির অপবাদ দিয়ে তাঁকে আটক করে পাম্পের মালিক সহ বেশ কয়েকজন। পরিবারের দাবি, প্রথমে তাঁকে বেঁধে রাখা হয়। তারপর চলে গনধোলাই। পরপর কিল, চড় এবং লাঠি দিয়ে মারা হয় তাঁকে। এই প্রচন্ড মারধরের জন্য ঘটনাস্থলেই মৃত্যু হয় রহিম শেখের। পরে পুলিস গিয়ে তাঁর দেহটি উদ্ধার করে। এই ঘটনায় শোকে ভেঙে পরেছেন মৃতার স্ত্রী, কন্যা সহ পরিবারের লোকজন। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

প্রসঙ্গত, একইভাবে চোর সন্দেহে মারধর করে গামছা দিয়ে এক ব্যক্তিকে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং হাসপাতাল মোড়ে প্রকাশ্যে বেঁধে রাখা হয়েছে ওই ব্যক্তিকে। ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে ক্যানিং থানার পুলিস। এমনকি কে বা কারা এই ধরনের কাজ করেছে তার তদন্তও শুরু করেছে পুলিস।

9 months ago
Khardaha: চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীদের রাস্তায় ফেলে মারধর, আহত দুই ব্যবসায়ী

চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীদের (Businessman) রাস্তায় ফেলে মারধর (Beaten)। লাঠি, রড ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খড়দহ (Khardaha) রাসখোলা ঘাট এলাকায়। ঘটনায় আহত হয়েছেন দুই ব্যবসায়ী। ঘটনার পুরো ভিডিও ধরা পড়েছে সিসিটিভি (CCTV) ক্যামেরায়। সিসিটিভি ফুটোজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিস (Police)। ঘটনাকে ঘিরে বেশ উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকার ব্যবসায়িক মহলে। 

এক ব্যবসায়ী জানান, ওই এলাকার বেশকিছু দোকানে চার থেকে পাঁচ জন যুবক চাঁদা আদায় করতে আসে। সেই চাঁদার টাকা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীদের রাস্তায় ফেলে বাঁশ, রড, লাঠি দিয়ে বেধরক মারধর করে দুষ্কৃতীরা। শুধুমাত্র মারধরেই আটকে থাকেনি। দোকানগুলিতেও লাঠি দিয়ে হামলা করে তারা। দোকানের মধ্যে ভাঙচুড় শুরু করে। এই ঘটনায় গুরুতর আহতও হয়েছেন দুই ব্যবসায়ী। ঘটনার জেরে এলাকায় ব্যবসা করতে ভয় পাচ্ছেন ব্যবসায়ীরা।

9 months ago
Siliguri: মালদহের ছায়া শিলিগুড়িতেও, সালিশি সভায় বিবস্ত্র করে মারধরের অভিযোগ মহিলাকে

হাওড়া, মালদহের পরে এবার শিলিগুড়িতেও একই ঘটনা। সালিশি সভায় আদিবাসী এক গৃহবধূকে (Women) বিবস্ত্র করে মারধরের (Beaten) অভিযোগ। অভিযোগ উঠেছে এলাকারই এক মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি (Siliguri) সংলগ্ন লোয়ার বাগডোগরার ভুজিয়াপানি গ্রামে। এই ঘটনায় দু'পক্ষই বাগডোগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিস ইতিমধ্যেই এই ঘটনায় দুই পক্ষের চারজনকে গ্রেফতার করেছে। পুলিস সূত্রে খবর, ধৃত ওই চারজনের নাম প্রদীপ সরকার, গৌরী সরকার, শিবা বাল্মিকী ও ললিতা বাল্মিকী। এমনকি ওই ধৃত চারজনকেই মঙ্গলবার শিলিগুড়ি মহাকুমা আদালতে পাঠানো হয়েছে। 

সূত্রের খবর, ঘটনার সূত্রপাত ১৯ জুলাই অর্থাৎ বুধবার। ভুজিয়াপানির বাসিন্দা প্রদীপ সরকারের সঙ্গে রোশনি খেরওয়ার নামের এক মহিলার পরকীয়ার সম্পর্ক রয়েছে। যা জানেত পেরে যায় প্রদীপ সরকারের স্ত্রী গৌরি সরকার। এই ঘটনা জানার পর থেকেই শুরু হয় অশান্তি, যা সামাল দিতে বুধবারই ভুজিয়াপানির পান্থাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে একটি সালিশি সভা বসে। তবে সেই সালিশি সভায় প্রদীপ সরকারের স্ত্রীর সঙ্গে ওই মহিলার হাতাহাতি শুরু হয়ে যায়। দুজনকে এভাবে হাতাহাতি করতে দেখে গৌরি সরকারের বান্ধবী তাদের আটকাতে যায়। তখন রোশনি খেরওয়ার তাঁর উপরেও হামলা করে। তাই ওই দিন সালিশি সভা বন্ধ রেখে পরের দিন আবার সালিশি সভা বসানো হয়।  

নির্যাতিতার অভিযোগ, পরের দিন সেই সালিশি সভায় তিনি উপস্থিত হতেই তাঁর উপর চড়াও হয় রোশনি খেরওয়ার ও তার লোকজন। সভার সমস্ত মানুষের সামনেই তাঁকে বিবস্ত্র করে মারধরও করা হয়, বলে অভিযোগ। তিনি আরও দাবি করেন, এই ঘটনার পর তাঁর অবস্থা গুরুতর হওয়ায় নিজের চিকিৎসা করান তিনি। তারপরেই অভিযুক্তদের শাস্তির দাবিতে থানায় অভিযোগ দায়ের করেন, এমনটাই দাবি করেন তিনি। যদিও এই ঘটনায় নির্যাতিতার বাড়িতে পৌঁছন তরাই ডুয়ার্স আদিবাসী সংগঠনের সদস্যরা। তাঁরা ওই নির্যাতিতা মহিলার সঙ্গে কথাবার্তাও বলেন। 

9 months ago


Nicco Park: রাইড চড়াকে কেন্দ্র করে বিবাদ, বেধড়ক মার নিকো পার্কের সিনিয়র অফিসারকে

নিকো পার্কে (Nicco Park) রাইড চড়াকে কেন্দ্র করে বচসা। আর তার ফলেই নিকো পার্কের অপারেশন ডিপার্টমেন্টের সিনিয়র অফিসারকে মারধর (Beaten)। গুরুতর আহত (Injured) অবস্থায় সেই অফিসারকে ভর্তি করা হয়েছে বিধান নগর সাব ডিভিশনাল হাসপাতালে। এই ঘটনায় পাঁচজন মূল অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিস (Police)। রবিবার ধৃতদের বিধাননগর আদালতে তোলা হয়েছে। 

পুলিস সূত্রে খবর, পার্কের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের নাম মুক্তার আলম, মোহাম্মদ শাহজাদ আলম, আফরোজ আলম, মোহাম্মদ ফিরোজ আলম এবং মোহাম্মদ সেলিম।  

পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, শনিবার পাঁচজন যুবক নিকো পার্কে রাইড চড়তে যাওয়ার সময় লাইনে দাঁড়াতে অস্বীকার করে। সেই সময়ই নিকো পার্কের অপারেশন ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার মলয় চ্যাটার্জি তাদের বাধা দিতে গেলে তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। সেই সময় ওই পাঁচজন যুবক মলয় চ্যাটার্জিকে বেধড়ক মারধর করে। যার ফলে গুরুতরভাবে জখম হয় মলয় চ্যাটার্জী। তারপরেই তাঁকে আহত অবস্থায় বিধান নগর সাব ডিভিশনাল হাসপাতালে ভর্তি করা হয়, এমনটাই জানা গিয়েছে।

9 months ago
Malda: দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর, তীব্র নিন্দা জাতীয় মহিলা কমিশনের

মালদহে (Malda) দুই মহিলাকে নগ্ন করে বেধড়ক মারধরের অভিযোগের ঘটনায় সরব জাতীয় মহিলা কমিশন। ঘটনার তীব্র নিন্দা করেছেন এনসিডব্লু-র প্রধান রেখা শর্মা। জানিয়েছেন, তিনি মালদহের একটি দলের সঙ্গে যোগাযোগ রেখেছেন। খুব শীঘ্রই তাঁদের একটি দল মালদহে আসবে।

এদিন, রেখা শর্মা বলেন, 'আমি পশ্চিমবঙ্গের মালদহে একটি দলের সঙ্গে যোগাযোগ রেখেছি। ওরা বলছে ওই দুই মহিলাকে মারধর ও অত্যাচার নিয়ে তদন্ত হবে। ৫ অভিযুক্তকে পুলিস গ্রেফতার করলেও তাঁদের কোনও মেডিক্যাল করানো হয়নি। আমার টিম ওখানে যাবে।'

জানা গিয়েছে, চুরি করার অভিযোগে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর ও জুতোপেটা করার অভিযোগ উঠেছে উন্মত্ত জনতার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল মালদার বামোনগোলা থানার পাকুয়াহাট এলাকা। ইতিমধ্যে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। তারপরই উত্তেজনা ছড়ায়। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে টুইট করেন বিজেপি আইটি সেল প্রধান অমিত মালব্য। টুইটে তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে আতঙ্ক অব্যাহত। ২ মহিলাকে নিগ্রহের ঘটনায় পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল বলে অভিযোগ তাঁর। পাশাপাশি টুইটে সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।

9 months ago


Malda: চুরির অপরাধে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর, প্রশ্নের মুখে পুলিসের ভূমিকা

চুরির অপরাধে দুই মহিলাকে মারধরের অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে, শুধু তাই নয় জুতো দিয়ে মারতে মারতে ভরা বাজারে ওই দুই মহিলাকে সম্পূর্ণ বিবস্ত্র করে চলল মারধর। অভিযোগ এরপরে ওই দুই মহিলাকে পুলিস এসে উদ্ধার করে এবং গ্রেফতার করে। চলতি সপ্তাহে মঙ্গলবার মালদহের বামনগোলা থানার পাকুয়াহাট এলাকার ঘটনা। যদিও এ ঘটনায় ওই দুই মহিলাকে গ্রেফতার করলেও, বিবস্ত্র করে গণপিটুনির ঘটনায় এখনও অবধি কাউকে গ্রেফতার করেনি পুলিস।

সূত্রের খবর, চলতি সপ্তাহে মঙ্গলবার ওই এলাকার একটি বাজারে লেবু বিক্রি করতে গিয়েছিলেন দুই মহিলা। অভিযোগ, এরপর এক মিষ্টির দোকানির উস্কানিতে ভরা বাজারে দুই মহিলাকে চোর অপবাদে মারধর শুরু করে কিছু মহিলা। মারতে মারতে বিবস্ত্র করে দেয় বলে অভিযোগ, অভিযোগ এ ঘটনা দাঁড়িয়ে দেখলেও কেউই ওই দুই মহিলাকে বাঁচাতে যান নি। আরও গুরুতর অভিযোগ যে দুই মহিলা সিভিক ভলান্টিয়ার থাকা সত্ত্বেও তাঁদের সামনেই ওই নিগৃহীতা দুই মহিলাকে মারধর করে স্থানীয় মহিলারা। যদিও সেখানে কর্তব্যরত দুই মহিলা সিভিক দুই মহিলাকে বাঁচানোর চেষ্টা করলেও তাঁদের মারের হাত থেকে বাঁচানো যায় নি।

এ ঘটনায় এক নির্যাতিতার মেয়ে বলেন, 'বিনা কারণে আমার মা কে মারধর করেছে, এমনকি পুলিস মা ও এক কাকীকে আটকে রেখেছে।' এবং তিনি আরও জানিয়েছেন, এ বিষয়ে পুলিস আসল অভিযুক্তদের গ্রেফতার না করে তাঁর মা ও কাকিমাকে আটকে রেখেছেন। পাশাপাশি এ ঘটনার ভিডিও টুইট করে বিজেপি নেতা অমিত মালব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও রাজ্য পুলিসকে টার্গেট করেছেন।

10 months ago
Duttapukur: স্কুলে ঢুকে সপ্তম শ্রেণীর ছাত্রকে মারধর, কাঠগড়ায় তৃণমূল কর্মী

ক্লাসরুমের মধ্যে ঢুকে স্কুল ছাত্রদের (Student) মারধরের (Beaten) অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে দত্তপুকুর (Duttapukur) থানার অন্তর্গত মহেশ বিদ্যাপীঠ স্কুলের ঘটনা। পুলিস (Police) জানিয়েছে, এই ঘটনায় ২ অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। অভিযুক্তদের নাম জেমস্ রোজালিও ও অসীম রায়। স্কুল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিস সূত্রে খবর। 

স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, মঙ্গলবার সপ্তম শ্রেণীর ক্লাস চলাকালীন ওই দুই অভিযুক্ত হঠাত্ স্কুলের মধ্যে এসে সপ্তম শ্রেণীর দেবজ্যোতি দত্তকে বেধড়ক মারধর করে। তারপরেই আহত অবস্থায় ওই ছাত্রকে বারাসাত হাসপাতালে ভর্তি করে স্কুল কর্তৃপক্ষ। এরপরেই এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে  দত্তপুকুর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। স্থানীয় সূত্রে খবর, ধৃতদের মধ্যে অসীম রায় স্থানীয় তৃণমূলের কর্মী হিসেবেই পরিচিত। 

পুলিস জানিয়েছে, কেন ওই দুই অভিযুক্ত এমন ঘটনা ঘটালো তা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে।  

10 months ago
Sonarpur: বিরোধী প্রার্থী ও এজেন্টদের মারধর, অভিযোগ উঠেছে খোদ বিধায়িকা লাভলী মৈত্রর বিরুদ্ধে

বিস্ফোরক অভিযোগ। গণনা কেন্দ্রে ঢুকে বিরোধী প্রার্থী ও এজেন্টদের মারধর (Beaten) করার অভিযোগ উঠেছে খোদ বিধায়িকা লাভলী মৈত্রর বিরুদ্ধে (MLA Lovely Maitra)। শুধু তাই নয়, গণনা কেন্দ্র থেকে বিরোধীদের বাইরে বের করে দেন পঞ্চায়েত আসন দখলের জন্য বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করেন বাম ও বিজেপি (BJP) কর্মীরা৷ যদিও বিরোধীদের তোলা এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন বিধায়িকা লাভলী মৈত্র। 

বিরোধীদের দাবি, গণনা কেন্দ্রে আচমকা দুষ্কৃতীদের নিয়ে ঢুকে পড়েন লাভলী মৈত্র। তারপরেই তিনি বিরোধীদের উপর হামলা চালান। দুষ্কৃতীদের দিয়ে বিরোধীদের গণনা কেন্দ্র থেকে বের করে দিয়েছিলেন। এমনকি অনেককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয়ও দেখিয়েছেন তৃণমূলের বিধায়িকা লাভলী মৈত্র। তাঁদের আরও দাবি, বিরোধী দলের জয়ী প্রার্থীদেরও আটকে রাখা হয়েছে। তাঁদের সার্টিফিকেটও দেওয়া হচ্ছে না। এই বিষয়ে পুলিসকে জানানো হয়েছে, তবে পুলিস কোনও ব্যবস্থা গ্রহণ করেননি। এমনকি বিডিওকে বারবার ফোন করা হয়েছে তবে কোনও উত্তর পাওয়া যায়নি, এমনটাই দাবি বিরোধীদের।

বিরোধীদের তোলা অভিযোগ অস্বীকার করে বিধায়িকা জানান, তিনি নির্বাচনী এজেন্ট হিসেবে গণনা কেন্দ্রে প্রবেশ করেছিলেন৷ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তিনি বর্তমানে লাঙলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভোটার বলেও জানান৷

10 months ago


Malda: তৃণমূল পঞ্চায়েত সদস্যার সামনেই কংগ্রেস কর্মী-সমর্থকদের বাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ

তৃণমূল (TMC) ছেড়ে কংগ্রেসে (Congress) যোগদানের পর থেকেই আসছিল খুনের হুমকি। মঙ্গলবার শাসক দল জিতে যাওয়ার পরই কংগ্রেস কর্মী-সমর্থকদের বাড়িতে চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মালদহের (Malda) চাঁচল ১ নম্বর ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের দিয়াগঞ্জ এলাকায়। অভিযোগ, কংগ্রেস কর্মী সমর্থকদের বাড়িতে গিয়ে বাড়ি ভাঙচুরের পাশাপাশি ভেঙে ফেলা হয় পানীয় জলাধার। এমনকি কংগ্রেস কর্মীকে মারধরও (Beaten) করা হয়, এমনটাই অভিযোগ উঠছে ওই বুথের জয়ী তৃণমূল পঞ্চায়েত সদস্যা সুমিত্রা দাসের বিরুদ্ধে। 

সূত্রের খবর, ওই দিয়াগঞ্জ এলাকায় সবাই শাসক দলেরই সমর্থক। তবে কিছুদিন আগেই ওই এলাকার দুটি পরিবার কংগ্রেসে যোগ দেয়। আর সেই যোগদানই হয়ে উঠলো সবচেয়ে বড় অপরাধ। যার ফলে প্রতিনিয়ত তাঁদের হুমকি দেওয়া হত শাসক দলের তরফে। এমনকি পঞ্চায়েত ভোটের আগের দিনও খুনের হুমকি দেওয়া হয়েছিল। তবে সেই হুমকি শুনেও থেমে থাকেননি তাঁরা। তাই ভোট গণনার পরে তৃণমূল জেতার পর ফের হুমকি দিতে ওই কংগ্রেস কর্মীদের বাড়িতে যায় দুষ্কৃতীরা। 

এই ঘটনায় কংগ্রেস সমর্থকদের দাবি, জয়ী তৃণমূল পঞ্চায়েত সদস্যা সুমিত্রা দাসের সামনেই বাড়ি ভাঙচুর করা হয়, মারধর করা হয়।   

10 months ago
Durgapur: গণনাকেন্দ্র থেকে বিরোধী এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ, কাঠগড়ায় শাসকদল

একাধিক জেলা থেকে একই অভিযোগ উঠে আসছে। ভোট গণনা কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছেনা বিরোধী দলের এজেন্টদের। দুর্গাপুরের (Durgapur) কাঁকসাতেও ঠিক একই ঘটনা ঘটেছে। গণনা কেন্দ্রের বাইরে চরম উত্তেজনা। বিরোধী এজেন্টেদের ভোট গণনা কেন্দ্র থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। আর সেই নিয়েই বিক্ষোভ শুরু হয়েছিল কাঁকসাতে (Kanksa)। তবে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী (Central force) এসে পরিস্থিতির সামাল দেয়।   

সিপিআইএম ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত দুর্গাপুরের কাঁকসার ভোট গণনা কেন্দ্র। এক সিপিআইএম প্রার্থীকে গণনা কেন্দ্রে ঢোকার মুখেই মারধর করার অভিযোগ। এরপরই উত্তপ্ত হয় গোটা এলাকা। দুই পক্ষকে সামলাতে কেন্দ্রীয় বাহিনীকে নামানো হয়েছে। তবে এই ঘটনায় সিপিআইএমের কাউন্টিং এজেন্টরা জানিয়েছেন, ভোট গণনা কেন্দ্রটিকে রীতিমতো ঘিরে রেখেছে শাসকদলের দুষ্কৃতীরা। এমনকি অনেক এজেন্টকে তুলেও নিয়ে গিয়েছে, মারধর করেছে, তবে এই সবকিছু দেখেও চুপচাপ ছিল বেঙ্গল পুলিস। পরে কেন্দ্রীয় বাহিনী তাঁদের উদ্ধার করেন, এমনটাই জানাচ্ছেন তাঁরা।

10 months ago