Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Batting

Rahul: ১৭ বছর পর ক্যারানিয়ানদের বিরুদ্ধে সিজির হার ভারতের, ব্যাটিংকে কাঠগড়ায় তুলল রাহুল

১৭ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোনও সিরিজ হেরে দেশে ফিরছে ভারতীয় দল। সেই ওয়েস্ট ইন্ডিজ যারা এবার বিশ্বকাপও খেলবে না। আমেরিকার মাটিতে সিরিজ হারের পরেই ব্যাটারদের কাঠগড়ায় তুলেছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়।

তিনি জানিয়েছেন, এই সিরিজে সব ব্যাটারদের সুযোগ দেওয়া হয়েছিল। কারণ, বিশ্বকাপের আগে এই সিরিজ ছিল নিজেদের প্রমাণ করার। কিন্তু দ্রাবিড় স্বীকার করছেন, ব্যাটাররা নিজেদের পারফরম্যান্স করতে পারেননি।

এর আগে, ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারের জন্য নিজের কাঁধেই দায় নিয়েছেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিনি জানিয়েছিলেন, গোটা সিরিজে যা ভুল, তার সব দায় তাঁর। ম্যাচ শেষে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ে দাবি, ব্যর্থতার পাশাপাশি সাফল্যও রয়েছে। সেই কারণে যশস্বী, অর্শদীপদের পারফরম্যান্স তাঁকে মুগ্ধ করেছে।

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ। এবার আয়ারল্যান্ড সফর। যে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে কোচ রাহুল দ্রাবিড়কে। রবিবার সেই খবরে সিলমোহর বসিয়েছে বিসিসিআইও। আয়ারল্যান্ডে ক্যাপ্টেন বুমরার কোচ ভিভিএস লক্ষ্মণ।

9 months ago
Cricket: ব্যাটিং-ই ডোবাল ভারতকে, ক্যারাবিয়ানদের বিরুদ্ধে ৪ রানে হার হার্দিক বাহিনীর

ভারতীয় ব্যাটিং লাইন আপে ধসের জেরেই প্রথম টি-টোয়েন্টিতে হার ভারতের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচই হেরে গেল ভারত। ১৫০ রানে লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলেন না হার্দিকরা। মাত্র ৪ রানে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে হারতে হল ভারতকে।

১৫০ রান তাড়া করতে নেমে শুরুতেই একের পর এক উইকেট পড়তে শুরু করে ভারতের। রান পেলেন না শুভমন গিল ও ঈশান কিষাণ। জেতার আশা জাগিয়েছিলেন তিলক বর্মা। প্রথম অভিষেক ম্যাচেই আলোচনার কেন্দ্রে তিলকের নাম। ভারতীয় ব্যাটারদের মধ্যে সবথেকে বেশি রান  কিন্তু, তাঁকে সেভাবে কেউ সঙ্গ দিতে পারলেন না। ৩৯ রানে আউট হয়ে যান তিনি। মাত্র ১৯ রান করেন হার্দিক পাণ্ডিয়া। ২০ ওভারের মধ্যে ৯টি উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে ভারত।

বৃহস্পতিবার টস জিতে ব্যাটিং নেয় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে প্রথমে ব্যাট করে নজর কাড়লেন নিকোলাস পুরান ও রোভম্যান পাওয়েল। পুরান করেন ৪১ রান। পাওয়েল করেন ৪৮ রান।

অন্যদিকে,  দুটি করে উইকেট নেন অর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল। হার্দিক পাণ্ডিয়া ও কুলদীপ যাদব একটি করে উইকেট নেন।

9 months ago
Durgapur: আইপিএল ম্যাচে লক্ষ লক্ষ টাকা বেটিংয়ের অভিযোগে গ্রেফতার এক যুবক

আইপিএল ম্যাচ (IPL match) চলাকালীন অনলাইন বেটিংয়ের (Batting) অভিযোগ। ঘটনায় অভিযুক্ত এক যুবক। দুর্গাপুর (Durgapur) থানার পুলিসের জালে ধরা পড়েছে ওই অভিযুক্ত যুবক এবং বাজেয়াপ্ত করা হয়েছে চারটি মোবাইল ও দুটি ডাইরি সহ নগদ পাঁচ লক্ষ ৩০ হাজার ৭৪০ টাকা। 

বৃহস্পতিবার, রাতে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের সঙ্গে খেলা চলছিল। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার রাতেও অনলাইন বেটিং শুরু করেছিল ধৃত যুবক। তখনই অনলাইন লোকেশন ট্র্যাক করে মেনগেটের নিউ স্টিল পার্কে পৌঁছে যায় দুর্গাপুর থানার পুলিস। হাতেনাতে ধরা পড়ে মহম্মদ নিয়াজ খান নামের ওই যুবক।

পুলিস সূত্রে জানা গিয়েছে, বেটিংয়ের নির্দিষ্ট অ্যাপে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই বেটিং চলে। অনলাইনে নগদ টাকা লেনদেন হয় অ্যাপের মাধ্যমে। এক অ্যাপে দেশের যে কোনও প্রান্ত থেকে বেটিংয়ে অংশ নেওয়া যায়। এই চক্র দুর্গাপুরের মেনগেট এলাকা থেকেও চলছিল বলে অভিযোগ উঠেছে। গোপন তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিস। মোবাইল লোকেশন ট্র্যাক করা শুরু করে পুলিস। তারপরেই পুলিসের জালে ধরা পড়ে এক যুবক। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের গতি আনতে চাইছে পুলিস। 


12 months ago