Breaking News
Abhishek: দিল্লির থানা থেকে বেরিয়ে কলকাতায় রাজভবন অভিযানের ডাক অভিষেকের      Dengue: ডেঙ্গির থাবায় মৃত্যু আরও তিন জনের, নয়া পদক্ষেপ নবান্নের      ED: ইডিকে আগেই জানানো উচিত ছিল, অভিষেকের মামলায় মন্তব্য ডিভিশন বেঞ্চের      Abhishek: নিজের কথাই রাখছেন অভিষেক, যাচ্ছেন না ইডির তলবে      Delhi: লাঠি উঁচিয়ে তাড়া করে রাজঘাট থেকে তৃণমূলকে বের করে দিল দিল্লি পুলিস      Meeting: একদিকে ইডি, অন্যদিকে বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ, সোম-মঙ্গলের প্লান কষতে দিল্লিতে বৈঠকে অভিষেক      Abhishek: দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নজরে ৩ অক্টোবর      Accident: দুর্ঘটনার কবলে তৃণমূলের দিল্লিগামী বাস, আশঙ্কাজনক ১১ জন      Justic Sinha: জলে কুমির ডাঙায় বাঘ! রনংদেহী জাস্টিস সিনহার নির্দেশে মহাফাঁপরে ইডি ও অভিষেক      Delhi: তৃণমূলের বিশেষ ট্রেনের আবেদন খারিজ, বাসেই দিল্লি যাওয়ার ঘোষণা অভিষেকের     

Bangladesh

WC23: বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হার পাকিস্তানের, বড় জয় বাংলাদেশের

রাজীব গান্ধী স্টেডিয়ামে ওয়ার্ম আপ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমেই আটকে গেল পাকিস্তান। এদিকে বড় জয় বাংলাদেশের।

এদিন প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৩৪৫ রান তোলে পাকিস্তান। দুই ওপেনার ব্যর্থ হলেও ৮০ রান করেন বাবর আজম। সেঞ্চুরি করেন মহম্মদ রিজওয়ান। সাউদ শাকিলের ব্যাটে আসে ৭৫ রানের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে কিউয়ি ওপেনার রচিন রবীন্দ্র করেন ৯৭ রান। উইলিয়ামসন, ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যানরা সহজেই ওই রান তাড়া করে ফেলেন। ৩৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। 

এই দিন বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারাল বাংলাদেশও। প্রথমে ব্যাট করে ২৬৩ রান তোলে শ্রীলঙ্কা। বাংলাদেশের তানজিদ হাসান ৮৪ রান করেন। লিটন দাস ও অধিনায়ক মেহদি হাসান মিরাজ ৬১ ও ৬৭ রান করেন। ৩৫ রান করেন মুসফিকার রহিম। ৪২ ওভারে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

4 days ago
Nadia: নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের সময় বিএসএফের গুলিতে মৃত্য়ু এক পাচারকারীর

বিএসএফ এর গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশি পাচারকারীর। বুধবার নদিয়ার ভীমপুর থানার অন্তর্গত রাঙিয়া পোতা ভারত-বাংলাদেশ সীমান্তে ঘটনাটি ঘটেছে। এখনও মৃতের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৪০ বছর। বিএসএফ মৃতদেহটি কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

সূত্রের খবর, বুধবার মাঝরাতে একদল বাংলাদেশি ভারতের ভীমপুর থানার রানিয়াপোতা বি ও পি অধীনস্থ এলাকা দিয়ে প্রবেশ করতে যাচ্ছিল। তখন ওই এলাকায় কর্মরত এক বিএসএফ কর্মী বাধা দিতে গেলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালাতে যায়। এরপর ওই বিএসএফ কর্মী গুলি চালাতে শুরু করে। সেই সময় পালাতে গিয়ে বিএসএফের গুলিতে জখম হয় একজন। 

এরপর আরও বিএসএফ কর্মীরা ঘটনাস্থলে এসে ওই এলাকার তল্লাশি চালায়। তখন সেই সময় একটি ঝোপের মধ্যে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে তাঁকে উদ্ধার করে বিএসএফ কর্মীরা এবং তল্লাশি চালাতের উদ্ধার হয় এক বস্তা নিষিদ্ধ কাশির সিরাপ। তারপর মৃতদেহ পুলিসমর্গে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। বিএসএফের পক্ষ থেকে ভীমপুর থানায় সীমান্ত দিয়ে নিষিদ্ধ মাদক পাচারকারী হিসেবে একটি মামলা রজু করা হয়। ওই ব্যক্তির পরিচয় কী এবং নিষিদ্ধ সিরাপ পাচারচক্রে আর কারা কারা ছিল সমস্তটা জানার চেষ্টা করছে ভীমপুর থানা পুলিস।

6 days ago
Hilsha: ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি, সমস্যায় ভারতের মৎস্য ব্যবসায়ীরা

পুজোর উপহার হিসেবে বাংলাদেশ থেকে ভারতে প্রায় চার হাজার মেট্রিক টন ইলিশ পাঠানোর কথা জানানো হয়েছিল। অক্টোবরের ৩০ তারিখ পর্যন্ত ধাপে ধাপে ইলিশ ভারতে পাঠানোর প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। কিন্তু হঠাৎ করেই ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করায় সমস্যায় পড়েছেন ভারতের মৎস্য ব্যবসায়ীরা। তাঁদের দাবি অবিলম্বে ইলিশ আমদানির ক্ষেত্রে সময়সীমা বৃদ্ধি করা হোক।

২১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ থেকে ইলিশ আসতে শুরু করেছে। কিন্তু ১২ অক্টোবর থেকে বাংলাদেশে ইলিশ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ব্য়বসায়ীদের বক্তব্য, এই কয়েকদিনে সর্বোচ্চ ১০০০ মেট্রিক টন ইলিশ ভারতে আনা সম্ভব হবে। এবং ৩০ অক্টোবর পর্যন্ত ওই নিষেধাজ্ঞা জারি থাকায় আর কোনওভাবেই মাছ আনতে পারবে না তারা। সেকারণে ইলিশ আমদানির সময়সীমা বৃদ্ধির দাবি করা হয়েছে।

এবিষয়ে কলকাতার ফিস ইম্পোটার্স অ্য়াসোসিয়েশন জানিয়েছে, এমনিতেই ৩০ অক্টোবরের মধ্যে চার হাজার মেট্রিকটন ইলিশ আমদানি করা বেশ কঠিন। তারমধ্যে সময়সীমা আরও কমিয়ে দেওয়ার ফলে কোনও ভাবেই পুজোর সময় কম দামে ইলিশ বাঙালির পাতে দেওয়া সম্ভব নয়। এবিষয়ে প্রশ্ন তুলেছেন, অ্য়াসোসিয়েশনের সচিব সৈয়দ আনোয়ার মকসুজদে। তিনি জানিয়েছেন, ১২ তারিখ থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞার অর্থ ১১ তারিখ শেষ ইলিশ আনা সম্ভব হবে। মাত্র এই কদিনে ওই বিপুল পরিমাণ ইলিশ কীভাবে আনা সম্ভব?

a week ago


Sayantika Banerjee: মাঝপথে বাংলাদেশী সিনেমার শ্যুটিং ছেড়ে এলেন সায়ন্তিকা, কী ঘটেছিল সেখানে?

কিছুদিন আগেই সংবাদমাধ্যমের হেডলাইন হয়েছিলেন সায়ন্তিকা (Sayantika Banerjee)। বাংলাদেশে (Bangladesh) 'ছায়াবাজ' সিনেমার শ্যুটিং শুরু করেছিলেন, অভিনেতা জায়েদ খানের বিপরীতে। সব ভালোই চলছিল। সামাজিক মাধ্যমে সায়ন্তিকার শ্যুটিং যাপনের টুকরো টুকরো ছবি ধরা পড়ছিল। তবে শোনা যাচ্ছে, সিনেমা শ্যুটিং মাঝপথে ফেলেই ফিরে এসেছেন সায়ন্তিকা। কী ঘটেছে সেখানে? এই উত্তর মিলেছে দুই পক্ষ থেকেই। অভিনেত্রী তোপ দেগেছেন প্রযোজকের দিকে, অন্যদিকে প্রযোজকের নিশানায় সায়ন্তিকা।

অভিনেত্রীর অভিযোগ, সিনেমার কোরিওগ্রাফারের দিকে। সায়ন্তিকার দাবি সিনেমার কোরিওগ্রাফার মাইকেল, অনুমতি না নিয়েই তাঁকে ছোঁয়ার চেষ্টা করেন। এছাড়াও সিনেমার শ্যুটিংয়ের ব্যবস্থাপনা নিয়ে আরও অনেক অভিযোগ ছিল সায়ন্তিকার। সবটা যখন সায়ন্তিকা প্রযোজককে জানাতে ফোন করেন, কোনও উত্তর মেলেনি।  তিনি প্রফেশনাল। সহ্যের বাঁধ ভেঙে যাওয়ার পরেই নাকি কলকাতায় ফিরে আসতে বাধ্য হয়েছিলেন।

তিনি কলকাতায় ফিরে আসতেই এই প্রসঙ্গে মুখ খুলেছেন, সিনেমার প্রযোজক মণিরুল ইসলাম। তাঁর দাবি, সায়ন্তিকা শটের মাঝেই সিনেমার নায়ক জায়েদ খানকে নিয়ে ৪ ঘন্টা সময় কাটিয়ে আসেন। এমন কুরুচিকর মন্তব্যে প্রতিক্রিয়া দিয়েছেন সিনেমার নায়ক জায়েদ। তিনি বলেছেন, প্রযোজনা সংস্থার তরফে শ্যুটিংয়ে একাধিক খামতি ছিল। প্রযোজক ইচ্ছেকৃত সায়ন্তিকা ও তাঁর গায়ে কাদা ছেটানোর চেষ্টা করছেন।

2 weeks ago
Sayantika: শুটিং ছেড়ে মাঝপথে বাংলাদেশ থেকে কলকাতায় অভিনেত্রী সায়ন্তিকা, কিন্তু কেন!

সম্প্রতি বাংলাদেশের একটি ছবিতে অভিনয় করার কথা ঘোষণা করেছিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শুটিংয়ের মাঝপথে কলকাতা ফিরলেন তিনি। অভিযোগ, শুটিংয়ের মধ্যে তাঁকে হেনস্থা করার। সায়ন্তিকার অভিযোগ, প্রযোজকের অব্যবস্থার জন্য শুরু থেকেই তাঁকে হয়রান হতে হয়েছে।

সায়ন্তিকার শুটিং ছেড়ে কলকাতায় ফেরার কথা প্রথম প্রকাশ করে বাংলাদেশের একটি সংবাদমাধ্যম। তবে শুটিংয়ের মাঝপথে তিনি ফিরে এসেছেন এই খবর উড়িয়ে দিয়েছেন টলিউডের এই অভিনেত্রী। সায়ন্তিকার জানান, মূল সমস্যার পিছনে রয়েছেন প্রয়োজক মণিরুল। কারণ, তাঁর কোনও ব্যবস্থা নেই। এমনকী পরিকল্পনার অভাব রয়েছে বলেও অভিযোগ সায়ন্তিকার।

বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর, এই সিনেমার কোরিওগ্রাফার মাইকেলের আচরণ ঠিক লাগেনি সায়ন্তিকার। তার জেরেই কলকাতা ফিরে গিয়েছেন তিনি। এই খবর ঠিক বলেই জানিয়েছেন অভিনেত্রী। তবে, পুরো অব্যবস্থার দায় তিনি ঠেলেছেন প্রয়োজকের দিকে।

3 weeks ago


Bangladesh: ব্যর্থ শুভমন-অক্ষরের যুদ্ধ, ১১ বছর পর এশিয়া কাপে বাংলাদেশের কাছে হার ভারতের

কলম্বোয় ব্যর্থ শুভমন-অক্ষরের জোড়া যুদ্ধ। গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে ৬ রানে হেরে গেল ভারত। বাংলাদেশের ২৬৬ রান তাড়া করতে নেমে ভারত অলআউট ২৫৯ রানে। এর ফলে ১১ বছর পর এশিয়া কাপে ভারতকে হারাল বাংলাদেশ।

১৩৩ বলে ১২১ রান করেন শুভমন। এটা ছিল তাঁর পঞ্চম শতরান। ৩৪ বলে ৪২ রান অক্ষর প্যাটেলের। তাতেও ম্যাচ বের করতে পারল না ভারত। বাংলাদেশের হয়ে তিন উইকেট। একদিনের ক্রিকেটে এই ম্যাচেও রান পেলেন না সূর্য যাদব। ২৬ রানে আউট হয়ে যান তিনি।

শুক্রবার টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি জানিয়েছেন গত দুটি ম্যাচে তাঁরা টস জিতে ব্যাট করেছেন। এই ম্যাচে তাঁরা রান তাড়া করতে চান। কিন্তু, ২৬৬ রান তাড়া করতে নেমেও শেষপর্যন্ত কোনও লাভ হল না।

অন্যদিকে, শাকিব আল হাসানের ৮০ রান ও হৃদয়ের হাফ সেঞ্চুরির সৌজন্যে এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে ৮ উইকেটে ২৬৫ রান করে বাংলাদেশ। এদিন প্রথমে ব্যাট করে একসময় অনেকটাই বেকায়দায় ছিল বাংলাদেশ। খুব দ্রুত তাদের চার উইকেট পড়ে যায়। এখান থেকেই শাকিব ও হৃদয় ১০১ রানের পার্টনারশিপ গড়েন। শেষবেলায় নাসুমের দ্রুত ৪৫, বাংলাদেশকে ২৫০ রানের গন্ডি পার করে দেয়। ভারতের হয়ে শার্দূল ঠাকুর নেন তিন উইকেট।

আলোর নিচে রান তাড়া করতে কেমন লাগে? সেই পরীক্ষা করতেই শুক্রবার টস জিতেও বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এশিয়া কাপে বাংলাদেশের কাছে ১১ বছর পর হারের পরেও, নিজের অবস্থানেই অনড় রোহিত। ম্যাচ শেষে জানালেন, সিদ্ধান্তে ভুল ছিল না। কিন্তু মাঝের সময় কিছু উইকেট দ্রুত চলে যাওয়ায় ম্যাচটা বেরিয়ে গেল।

3 weeks ago
Jaya Ahsan: ১৬ পেরিয়েছেন? ছোট স্কার্টে জয়া এহ্সানকে দেখে প্রশ্ন নেটিজেনদের, দেখুন ছবি

বাংলাদেশী তথা টলিউড অভিনয় জগতে জনপ্রিয় মুখ জয়া এহসান (Jaya Ahsan)। চারিদিকে তাঁর প্রবল জনপ্রিয়তা। উইকিপিডিয়া বলছে, জয়ার বয়স ৪০। কিন্তু ভক্তরা তা মানতে নারাজ। কিভাবেই বা মানবেন! সামাজিক মাধ্যমে যে ছবিগুলি আপলোড করে থাকেন জয়া, তা দেখে অভিনেত্রীকে বড় জোর ৩০ বলা যায়। তবে আবার কিছু ছবি আপলোড করে ভক্তদের মনে আরও সংশয় বাড়ালেন।


শুক্রবার, সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি আপলোড করেছেন জয়া। কোনও এক পুরোনো বাড়ির, পলেস্তারা খসে যাওয়া দেওয়ালের পাশে দাঁড়িয়ে পোজ দিয়েছেন তিনি। পরণে সাদা টপ এবং সবুজ স্কার্ট। বেশ কিছু পোজে ছবি দিয়েছেন। সেসব ছবি দেখে তাঁকে ১৬-এর বেশি মনেই হচ্ছে না। কমেন্ট সেকশনে প্রশংসায় ভাসিয়েছেন তাঁর ভক্তরা।


বাংলাদেশেই জন্ম জয়া এহসানের। সেখানেই অভিনয় জগতে তাঁর হাতেখড়ি। এরপর পরিচালক কৌশিক গাঙ্গুলির হাত ধরে টলিউড সিনেমাজগতে ডেবিউ করেছিলেন। প্রথম সিনেমাতেই জয়াকে কাছের করে নিয়েছিলেন কলকাতার ভক্তরা। এতটাই কাছের, যে ইদানিং জয়াকে কলকাতাতেই বেশি দেখা যায়। চলতি বছর মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায়, জয়া এহসান অভিনীত ছবি, 'দশম অবতার'।


3 weeks ago
Pakistan: বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে সুপার ফোর অভিযান শুরু পাকিস্তানের

বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরের অভিযান শুরু করল পাকিস্তান। ৩৯.৩ ওভারেই ৭ উইকেটে জয় বাবর আজমদের। লাহোরে ব্যাটিং সহায়ক উইকেট হলেও পেসাররা সাহায্য পেয়েছেন। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

এদিন প্রথমে ব্যাট ককতে নেমে নাসিম শাহের প্রথম বলেই ফেরেন গত ম্যাচে সেঞ্চুরি পাওয়া মেহদি হাসান মিরাজ। আরেক ওপেনার মহম্মদ নইমকে ২০ রানে ফেরান হ্যারিস রাউফ। লিটন দাস টিমে ফিরলেও রান পাননি। ১৬ রানে আউট হন। অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাটে আসে ৫৩ রান। মুসফিকর রহিম করেন ৬৪ রান। ৩৮.৪ ওভারে ১৯৩ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

৪ উইকেট নেন হ্যারিস রাউফ। ৩ উইকেট পান নাসিম শাহ। জবাবে ব্যাট করতে নেমে  ৭৮ রান করেন পাক ওপেনার ইমাম উল হক। অধিনায়ক বাবর আজম ফেরেন ১৭ রান করে। ৬৩ রান করে পাকিস্তানকে জিতিয়ে ফেরেন মহম্মদ রিজওয়ান।

4 weeks ago


Litton: ফিট হয়ে দলে যোগ দিলেন লিটন, সুপার ফোরে নামার আগে স্বস্তিতে বাংলাদেশ

সুপার ফোরের মঞ্চে নামার আগে বেশ কিছুটা স্বস্তিতে বাংলাদেশ ক্রিকেট টিম। শারীরিক অসুস্থতা সারিয়ে ফের দলে যোগ দিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাস। ফলে বেশ কিছুটা আত্মবিশ্বাস বেড়েছে তাদের।

এদিকে শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ৮৯ রানের ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। ফলে মনোবল বেশ কিছুটা মজবুত। এরসঙ্গে লিটন দলে ফিরে আসায় টাইগারদের আত্মবিশ্বাস তুঙ্গে। জ্বর সহ একাধিক সমস্যায় ভুগছিলেন লিটন। সেকারণে গ্রুপ পর্বের ম্যাচে খেলতে দেখা যায়নি তাঁকে। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছিল আনামুল হককে। পুরোপুরি ফিট হয়ে সোমবারই ঢাকা থেকে লাহোর উড়ে গেছেন লিটন।

এবিষয়ে বিসিবি-র নির্বাচক প্রধান মিনহাজুল আবেদিন জানিয়েছেন, "লিটন এখন পুরোপুরিভাবে সুস্থ রয়েছেন। পরবর্তী ম্যাচগুলির জন্য বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন তিনি।"

4 weeks ago
Nusrat Faria: বাংলাদেশী পরিচালকেরা সিনেমায় নিতে চান না, বিস্ফোরক নুসরাত ফারিয়া

বাংলাদেশ সিনেমা জগতেই হাতেখড়ি, সেখান থেকেই উত্তরণ। ৮ বছরের সফল কেরিয়ার জীবন। বাংলাদেশে যেমন কাজ করেছেন, টলিউডেও কাজ করেছেন অভিনেত্রী। যদিও মাঝে অনেকেই অভিযোগ তুলেছিলেন, আজকাল নুসরাতকে (Nusrat Faria) বাংলাদেশের থেকে বেশি কলকাতাতে দেখা যায়। অন্যদিকে বাংলাদেশে অন্যান্য অভিনেত্রীদের ভিড়ে তাঁর চাহিদাও যেন কমছিল। বাংলাদেশের পরিচালকেরা কেন তাঁর সঙ্গে কাজ করতে চান না? জানালেন নিজেই।

সম্প্রতি বাংলাদেশের এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে নুসরাত বলেন, বাংলাদেশের পরিচালকেরা তাঁকে নিয়ে ভাবেন না। অনেকেরই ধারণা, নুসরাত খুব সুন্দরী, চরিত্রের প্রয়োজনে তাঁকে ভাঙা সহজ হবে না। তবে তাঁর ছবি পাতালঘর-এর পরিচালক নুর ইমরান মিঠু নাকি সেই সাহস দেখিয়েছেন। যদিও অভিনেত্রীর মতে, বাংলাদেশের সিনেমা জগতে সময়টা ভালোই যাচ্ছে অভিনেত্রীর। বেশ কিছু ছবির কাজ রয়েছে হাতে।

চলতি বছর দুর্গাপুজোয় কলকাতায় মুক্তি পাবে তাঁর অভিনীত ছবি 'রকস্টার'। এই বছরই মুক্তি পাবে নুসরাতের ছবি 'মুজিব'। কলকাতায় তাঁর শেষ অভিনীত ছবি 'বিবাহ অভিযান ২' প্রশংসা পেয়েছে। এছাড়াও রাজ চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ, প্রলয় ২-তে আইটেম গানে নাচ করেছেন অভিনেত্রী। সব মিলিয়ে যে নুসরাতের সময় ভালোই যাচ্ছে এই নিয়ে কোনও সন্দেহ নেই।

4 weeks ago


Srilanka: এশিয়া কাপের প্রথম ম্যাচেই বাংলাদেশকে হারিয়ে বড় জয় শ্রীলঙ্কার

এশিয়া কাপের প্রথম ম্যাচেই বড় জয় শ্রীলঙ্কার। প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করল বাংলাদেশ। বৃহস্পতিবার ১৬৫ রান তাড়া করতে নেমে ক্যান্ডিতে ৩৯ ওভারেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু শ্রীলঙ্কার বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশের কোনও ব্যাটসম্যান। একমাত্র নাজমুল হোসেন শান্ত ৮৯ রান করেন। তৌহিদ হৃদয় ২০ রান করেন। ১৬৪ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ৪ উইকেট নেন শ্রীলঙ্কার বোলার মাথিসা পাথিরানা।

রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার হয়ে সাদিরা সামারাউইকরামা ৫৪ রান করেন। চারিথ আসালাঙ্কা ৬২ রান করে ম্যাচ শেষ করে আসেন।

a month ago
Basirhat: প্রেমিককে বিশ্বাস করে দেশ ছেড়েছিলেন যুবতী, তছনছ হয়ে গেল জীবন

এ যেন ভিনদেশী রোকিয়া ও সম্রাটের হাড়হিম করা সিনেমার চিত্রনাট্য। বাংলাদেশের একই গ্রামে বাড়ি এই প্রেমিক-প্রেমিকার। ঘর বাধার স্বপ্ন নিয়ে দেশ ছেড়ে ভারতে এসেছিলেন যুগল। কিন্তু প্রেমিকের ফন্দি ছিল অন‍্য‌। পরে প্রেমিকা জানতে পারেন তাঁর প্রেমিক মোটা অর্থের বিনিময়ে ভিন রাজ্যে তাঁকে বিক্রি করার ফন্দি এঁটেছেন। এরপরই প্রেমিকের কাছ থেকে পালিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করেন প্রেমিকা।

তবে বাংলাদেশে ফিরে যাওয়া এতটা সহজ ছিল না। সীমান্ত পেরোতে গিয়ে বিএসএফের জালে ধরা পড়েন প্রেমিকা। বাংলাদেশের চাঁদিপুরের ডুরুলিয়া গ্রামের বছর ২০-র সম্রাট গাজীর সঙ্গে বছর ১৯-এর রোকিয়া সুলতানার আলাপ হয় ফেসবুকে। সেই আলাপচারিতা গড়ায় হোয়াটসঅ্যাপ অবধি। তারপরে তাঁরা ভালোবাসার সম্পর্ককে পরিণতি দিতে দু'জনই দেশ ছেড়েছিলেন চলতি বছরের ২৩শে জুলাই। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে প্রবেশ করেন ভারতে। নাম পরিচয় গোপন রেখে গত এক মাস ধরে বসিরহাটের বিভিন্ন জায়গায় দু'জনে সুখে বসবাস করছিলেন।

এরপরই কাহিনীতে আসে টুইস্ট। রোকিয়া জানতে পারেন তাঁর প্রেমিক মোটা টাকার বিনিময়ে তাঁকে বিক্রি করার ফন্দি এঁটেছেন। তরুণী কোনওক্রমে সেখান থেকে পালিয়ে বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেকপোস্টের মাধ্যমে বাংলাদেশের ঢোকার চেষ্টা করেন। সেই সময় ওই তরুণী ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমন্তরক্ষী বাহিনীর জওয়ানদের হাতে আটক হন। বিএসএফকে পুরো ঘটনা জানান রোকিয়া।

ঘটনা জানতে পেরে নড়েচড়ে বসে সীমন্তরক্ষী বাহিনী। তারপর বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করে। এরপর তদন্তে নেমে জানতে পারে তরুণীর বাড়ি বাংলাদেশেই। রোকিয়া সবটাই সত্যি বলেছেন। এরপরই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে প্রশাসনিক আলোচনা শুরু হয়। বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়ানের কোম্পানি কমান্ডার মণিষ কার্কি, ওপার বাংলার বর্ডার গার্ড বাংলাদেশের আধিকারিকদের সঙ্গে এক জায়গায় বসে একটি ফ্ল‍্যাগ মিটিং করেন। উপযুক্ত নথিপত্র আদান প্রদানের পর ওই তরুণীকে বাংলাদেশের হাতে তুলে দেয় বর্ডার গার্ড। তরুণী ভালবাসার অনেক স্বপ্ন নিয়ে একই গ্রামের যুবকের সঙ্গে দেশ ছেড়েছিলেন। ভিনদেশে ঘর বাধার স্বপ্ন ছিল তার। কিন্তু ভালোবাসার মধ্যে যে কাটা রয়েছে সেটা প্রকাশ হতেই একরাশ তিক্ততা নিয়ে দেশে ফিরলেন রোকিয়া। প্রেমিক সম্রাটের খোঁজে তল্লাশি শুরু করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা।

a month ago
Porimoni-Razz: পরীমণির সঙ্গে সংঘর্ষে মাথা ফেটেছে? খোলসা করলেন শরিফুল রাজ

বাংলাদেশী অভিনেত্রী পরীমণির (Porimoni) জীবন এখন চিত্রনাট্যের থেকে কম কিছু নয়। সিনেমায় যেমন কিছু সময়ের মধ্যে দৃশ্য বদলে যায়, অভিনেত্রীর জীবনও ঠিক তেমনই। শোনা যায়, মাত্র ৭ দিনের পরিচয়ে বাংলাদেশী অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। সব কিছুই ঠিকঠাক চলছিল। ২০২২ সালের ১০ অগাস্ট মাসে রাজের সন্তানের মা হয়েছেন তিনি। কিন্তু এরপরেই রাজের সঙ্গে বিয়ের তাল কাটল। এক রাতেই নিজের সমস্ত জিনিসপত্র নিয়ে পরীমণির বাড়ি ছেড়েছিলেন রাজ (Shariful Razz)। পরীমণিও স্বামীর বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন।

ছেলে রাজের প্রথম জন্মদিনেও রাজকে নিয়ে মনে রাগ পুষে রেখেছিলেন পরীমণি। রাজকে প্রকাশ্যে বলেছিলেন, ছেলের জন্মদিনে না আসতে। যদিও রাজ্যর (পরীমণি ও রাজের ছেলে) জন্মদিনের দু'দিন পরেই সেই চিত্র বদলে যায়। আবারও একসঙ্গে দেখা গিয়েছিল পরীমণি ও রাজকে। অভিমান ভুলে রাজ আবারও ফিরে গিয়েছিলেন স্ত্রী সন্তানের কাছে। তবে ২৪ ঘন্টা না কাটতেই আবারও ছন্দপতন হয়। পরদিন সকালেই দেখা যায় পরীমণি জ্বর নিয়ে ভর্তি রয়েছেন হাসপাতালে (বাংলাদেশের অনেক সংবাদমাধ্যম বলছেন অভিনেত্রী হাতে আঘাত নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে)। অন্যদিকে রাজ মাথায় ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এই থেকেই প্রশ্ন উঠেছিল, তাহলে কী তাঁদের মধ্যে সেই রাতে সংঘর্ষ হয়েছিল?

অবশেষে এই বিষয়টি খোলসা করলেন শরিফুল রাজ। এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, 'আমি যখন তেজগাঁও দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম তখন দুর্ঘটনা ঘটেছিল। উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে আমার গাড়ির ধাক্কা লাগে। আমি এখন ঠিক আছি। প্রথমে আমি ভেবেছিলাম, বোধহয় আভ্যন্তরীন রক্তক্ষরণ হচ্ছে, যদিও তা ঘটেনি। একটু বিশ্রাম নিলেই আমি ঠিক হয়ে যাব। দুর্ঘটনার সময় গাড়ির সামনের কাঁচ ভেঙে আমার মাথায় ঢুকে যায়।'

a month ago


Tasnia Farin: গোপনে রেখেছিলেন প্রেম, বিয়ে করলেন বাংলাদেশী অভিনেত্রী তাসনিয়া ফারহিন

কাঁটাতার ভাগ করেছে ভারত-বাংলাদেশের সীমানা। কিন্তু দুই দেশের মানুষের একে অপরের প্রতি শ্রদ্ধা-ভালোবাসা অক্ষত রয়েছে। বিশেষ করে দুই দেশের দর্শকেরা গানই হোক বা সিনেমা, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন। এইভাবেই যেমন ভারতের অনেক অভিনেতার সঙ্গে পরিচিত হয়েছেন বাংলাদেশবাসী। একইভাবে বাংলাদেশের অনেক অভিনেতা অভিনেত্রীদের সঙ্গেও পরিচিত হয়েছেন এপার বাংলার মানুষ। সেইভাবেই দর্শকেরা চিনেছেন তাসনিয়া ফারহিনকে।

বাংলাদেশের নাটক যারা দেখেন, তারা তাসনিয়া ফারহিনকে ভালোই চেনেন। প্রত্যেকটি নাটকেই তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন দর্শকেরা। বিশেষ করে 'কারাগার' ওয়েব সিরিজে চঞ্চল চৌধুরীর পাশেও নিজের অভিনয় দাপট বজায় রেখেছিলেন অভিনেত্রী। পরিচালক অতনু ঘোষের 'এক পৃথিবী' সিনেমা দিয়ে, টলিউডে ডেবিউ করেছেন তাসনিয়া। তাঁকে নিয়ে কৌতুহলের শেষ নেই দর্শকদের।  বিশেষ করে তাঁকে যখনই সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়েছে, তিনি গোপনেই রেখেছিলেন মনের ঠিকানা। এবার জানা গেল, তাসনিয়ার মনের ঠিকানা।

সাড়ে ৮ বছর প্রেম করার পর, ১১ অগাস্ট বিয়ে করেছেন অভিনেত্রী। তাঁর মনের মানুষের নাম শেখ রিজওয়ান। তাসনিয়া নিজে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে লিখেছেন, 'সাড়ে আট বছরের ভালোবাসা এবং বন্ধুত্ব। ১১ অগাস্ট আমরা অবশেষে অফিশিয়াল করলাম। যদিও অনেকটা সময় হয়ে গিয়েছে, কিন্তু প্রথম দিনের মতোই আমার হৃদস্পন্দন বেড়ে যায়। আমি তোমার মধ্যে শান্তি পেয়েছি। বাইরের চিৎকারকে অগ্রাহ্য করে আমরা শান্তির ঘর বানিয়েছি।'


একই পোস্টে অভিনেত্রী লিখেছেন, অভিনয় জগতের অংশ না হয়েও কীভাবে এই আট বছরে তাঁর পাশে থেকেছেন রিজওয়ান। তাসনিয়া জানিয়েছেন, পরিবারের কাছের সদস্যদের নিয়ে আইনি বিয়ে সেরেছেন। কারণ তাঁর স্বামী বর্তমানে বিদেশে কর্মরত। তিনি ফিরে এলেই কাছের বন্ধু এবং সহকর্মীদের নিয়ে সেলিব্রেট করার ইচ্ছে প্রকাশ করেছেন তাসনিয়া। শেষে সকলের থেকে আশীর্বাদ চেয়েছেন।