Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Bandel

Train: প্য়ান্টোগ্রাফ ভেঙে বন্ধ ব্যান্ডেল কাটোয়া শাখায় ট্রেন চলাচল, চরম ভোগান্তিতে নিত্য় যাত্রীরা

খামারগাছি রেলের প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ ব্যান্ডেল কাটোয়া শাখায় ডাউন লাইনে ট্রেন চলাচল। আপ লাইনেও অনিয়মিত ট্রেন। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ডাউন কাটোয়া-হাওড়া ও কাটোয়া-ব্যান্ডেল লোকাল। ৩৭৯১২ ডাউন হাওড়া লোকাল ৫.১৪ মিনিটে জিরাট থেকে ছেড়ে যাওয়ার কথা হলেও ৮.০০ টার পরেও জিরাট স্টেশন ছাড়েনি। 

এরপর থেকে তিন জোড়া ট্রেন পরপর দাঁড়িয়ে বিভিন্ন স্টেশনে। জিরাটের স্টেশন মাস্টার জানান, ডাউন লাইন বন্ধ থাকার জন্য সকালের দিকে কিছু এক্সপ্রেস ট্রেন আপ লাইন দিয়ে চালানো হয়েছে।ভোররাতে প্যান্টো ভাঙার জেরে এই বিপত্তি। পরিস্থিতি কখন স্বাভাবিক হতে সময় লাগবে। ডাউন ট্রেন বন্ধ থাকায় সমস্যায় পরেন নিত্য যাত্রীরা। তারা অপেক্ষা করছেন কখন ট্রেন চলবে। সকালের ট্রেনে কাটোয়া থেকে শেওড়াফুলি হাটে সবজি নিয়ে যান চাষীরা সেই সবজি পরে রয়েছে ট্রেনে। পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন কুন্তিঘাটে প্যান্টো ভেঙে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।সারানোর কাজ চলছে।

2 months ago
Train: মাঝরাতে ওভারহেডের তাঁর ছিঁড়ে বিপত্তি ব্যান্ডেল-কাটোয়া শাখায়

মাঝরাতে ব্যান্ডেল-কাটোয়া শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। ওভারহেডের একটি তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। মধ্যরাতে বহু স্টেশনে আটকে পড়ে একাধিক ট্রেন। চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা।

জানা গিয়েছে, ব্যান্ডেল ও বাঁশবেড়িয়া স্টেশনের মাঝে একটি রেলগেটের কাছে রাত ন’টা নাগাদ হাই টেনশনের তার ছিঁড়ে ওভারহেডের তার ছিঁড়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায়। আপ এবং ডাউন লাইনে দাঁড়িয়ে পড়ে বহু ট্রেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় রেলের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ও রেলের কর্মীরা । তার মেরামতের কাজ শুরু করে দেন তাঁরা।

শেষ পাওয়া খবর অনুযায়ী, বর্তমানে ওই শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক আছে, পাশাপাশি কাকভরে গভীর রাত পর্যন্ত কাজ শেষ করা যায়নি। যার ফলে মাঝরাত পর্যন্ত বহু ট্রেন আটকে ছিল।

8 months ago
Rail: এক মাসের বেশি সময় ধরে রেল পরিষেবা ব্যাহত হতে পারে এই লাইনে! জানুন বিস্তারিত

ফের ব্যাহত হতে চলেছে রেল পরিষেবা (Rail Service), এবার এক মাসেরও বেশি সময়ের জন্য। ব্যান্ডেল-শক্তিগড় শাখায় রোড ওভারব্রিজের কাজের জন্য ২০ জুলাই থেকে ২৪ অগাস্ট পর্যন্ত পাওয়ার ব্লক নেবে রেল কর্তৃপক্ষ।

এই সময় ধরে কিছু বর্ধমান, ব্যান্ডেল লোকাল বাতিল থাকবে। বাতিল থাকবে হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস। মোকামা এক্সপ্রেস কর্ড লাইনে চলবে। গৌড় এক্সপ্রেস নৈহাটি-ব্যান্ডেল-কাটোয়া হয়ে চলবে। বেশ কয়েকটি ট্রেন বিভন্ন স্টেশনে বেশ কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা হবে কাজের জন্য।

যাত্রীদের অভিযোগ, হঠাৎ ট্রেন বাতিল, শেষ মুহূর্তে অন্য লাইন দিয়ে ট্রেন ঘুরিয়ে দেওয়ায় চরম হয়রান হচ্ছেন লক্ষ লক্ষ যাত্রী। ট্রেনগুলি এতটাই বিলম্বে চলছে যে গভীর রাতে হাওড়া আসছে অনেক ট্রেন। মাঝপথে ফাঁকা মাঠেই নিরপত্তাহীনতার মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন ট্রেন। রেল কর্তৃপক্ষের কাছে যাত্রীদের দাবি প্রকৃত বিষয়টি জানিয়ে আগে থেকে সচেতন করা হোক যাত্রীদের।

9 months ago


Scam: টাকা নিয়েও চাকরি না দেওয়ার অভিযোগ, বাবা-ছেলের মৃত্যুতে অয়ন যোগ?

ইডির হাতে গ্রেফতার হওয়া অয়ন শীলের (Ayan Seal) বিরুদ্ধে অভিযোগ বাড়ছেই। পূর্বে অভিযোগ ছিল টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দিতেন অয়ন। সোমবার সকালে অয়নের গ্রেফতারির পর সামনে আসে টাকা নিয়েও চাকরি না দেওয়ার অভিযোগ। অভিযোগ অয়নের থেকে টাকা উদ্ধার করতে না পেরে আত্মহত্যা (Scicide) করেন ওই যুবক ও তাঁর বাবা। সোমবার অবধি ইডি সূত্রে জানা গিয়েছে, শান্তনুর নির্দেশে এজেন্টদের মাধ্যমে টাকা তুলতেন অয়ন শীল। বিনিমিয়ে ছিল অবৈধভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ।

সে-সঙ্গেই অভিযোগ ছিল এ রাজ্যের প্রায় ৭০টি পুরসভার চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর।  যথাক্রমে সময় গড়িয়ে গেলে নিয়োগ দুর্নীতি যোগে নাম উঠেছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ও দমকল বিভাগের। সে সমস্ত নথি অয়নের বাড়ি, অফিস থেকে উদ্ধার করেছে ইডির আধিকারিকেরা। দীর্ঘ ৩৭ ঘন্টা জেরা ও তল্লাশির পর আজ তাঁকে গ্রেফতার করে ইডি। সোমবার তাকে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয় বলে খবর। 

অয়নের গ্রেফতারির পরই মুখ খুলেছেন এক অয়ন ঘনিষ্ঠ। তাঁর একসময়ের শাগরেদ পূর্ণেন্দু চক্রবর্তী। সোমবার দুপুরে পূর্ণেন্দু বলেন, 'একটা সময়ে অয়নের টাকা তোলা দেখে, আমি ওর সঙ্গ ছেড়েছিলাম। কিন্তু ও আমাকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করেছিল ও প্রাণে মেরে দেবারও চেষ্টা চালিয়েছিল। সেসময় আমি ওর বিরুদ্ধে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেছিলাম। কিন্তু পুলিস কোন পদক্ষেপ গ্রহণ করেনি।'

সোমবার অয়নের বিরুদ্ধে মুখ খুলেছেন অয়নের প্রতিবেশীরা, তাঁরা জানান, ব্যান্ডেল দেবানন্দপুর এলাকায় ২০১৮ সালে বাবা ও ছেলের রহস্যজনক মৃতদেহ উদ্ধার হয়েছিল ঘর থেকে। মৃত শ্রীকুমার চট্টোপাধ্যায় এবং তার ছেলে রূপকুমার চট্টোপাধ্যায় মৃত্যুর ঘটনাতে নাম জড়ায় অয়নের। স্থানীয়দের দাবি, ওই ঘর থেকে উদ্ধার হয় একটি সুইসাইড নোট যে নোটে অয়ন শীলের নাম উল্লেখ ছিল। তবে সেই ঘটনাতেও পুলিস কোনও পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন বলে অভিযোগ শ্রীকুমারের কাকা-কাকিমার। ওই এলাকারই আরেক বাসিন্দা বলেন, 'বাবা ও ছেলের মৃত্যুর পর শুনেছিলাম, অয়ন চাকরি দেওয়ার নাম করে তাদের কাছ থেকে বহু টাকা আত্মসাৎ করেছিল। পরে আত্মহত্যার পথ বেছে নেয় বাবা এবং ছেলে।' একই অভিযোগ করেন অয়নের একসময়ের সঙ্গী পূর্ণেন্দুও। 

সোমবার অয়নের গ্রেফতারির পর ইডি সূত্রে জানা গিয়েছে, অয়নের ব্যাঙ্ক থেকে আর্থিক লেনদেনের তথ্য পেয়েছেন কেন্দ্রীয় আধিকারিকরা। জানা গিয়েছে, বেশ কিছু প্রভাবশালীদের ব্যাঙ্কে সরাসরি টাকা পাঠাতো অয়ন। ম্যারাথন জেরার পর কোন কোন প্রভাবশালীদের টাকা পাঠাতেন, তাদের পরিচয় কী? সমস্ত কিছু ইডি আধিকারিকদের জানিয়েছেন বলে খবর ইডি সূত্রে।


one year ago
Bandel: প্রাইমারি স্কুলের মাঠে তাজা বোমা উদ্ধার! বিহিত চান স্থানীয়রা, শাসক-বিরোধী তরজা তুঙ্গে

ব্যান্ডেলের (Bandel Primary School) প্রাইমারি স্কুলের মাঠে তিনটি তাজা বোমা উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক আতঙ্ক। এই ঘটনায় বিরোধীদের (BJP) কাঠগড়ায় শাসক (TMC) দল। জানান গিয়েছে, ব্যান্ডেলের নলডাঙা প্রাইমারি স্কুল সংলগ্ন মাঠে তিনটি তাজা বোমা (Bomb Recover) উদ্ধার পুলিসের। যে মাঠে বোমা উদ্ধার হয়েছে, সেটা স্থানীয়দের চলার পথ। ফলে বোমাগুলো ফাটলে কী হতো, সেটাই ভেবে শিউরে উঠছেন স্থানীয়রা। পাশাপাশি পঠনপাঠনের জায়গায় এভাবে কেন বোমা আসবে? এই প্রশ্ন তুলছে বিরোধীরা। সম্প্রতি টিটাগড়ে স্কুল ছাদে বোমা ফাটায় চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়েছিল উত্তর ২৪ পরগনায়। এবার হুগলির ব্যান্ডেলের স্কুলমাঠে তাজা বোমা উদ্ধারে পঞ্চায়েত ভোটের আগে তুঙ্গে রাজনৈতিক তরজা।

বিজেপির অভিযোগ, 'স্কুলমাঠে বোমা পড়ে, দেখেও আশ্চর্য লাগে! গত পঞ্চায়েত ভোটের আগে এভাবে বোমা উদ্ধার হয়েছিল। ফের ভোট আসছে, ফের একই কাণ্ড। এই সংস্কৃতি নলডাঙায় ছিল না। একটা বিষয় পরিষ্কার সামনে পঞ্চায়েত ভোট, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব থেকে নির্দেশ এসেছে ভোটের আগে সব সরঞ্জাম মজুত রাখতে হবে। যারা এসব করছে তাঁরা স্থানীয়। এটা একটা স্কুল, বাচ্চাদের খেলাধুলোর জায়গা। কিন্তু এসব মাথায় নেই শুধু দখলদারির রাজত্ব।'

স্থানীয় তৃণমূল নেতার দাবি,'এটা পূর্ব পরিকল্পিত। কয়েকদিন আগে পার্টি অফিসের সিসি ক্যামেরা ভাঙা হয়েছিল। যাতে কেউ না দেখতে পায়। তৃণমূল শান্তি-শৃঙ্খলা বজায় রেখে মানুষের কাজ করেছে। গত কয়েক বছরে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত বেড়েছে। তৃণমূলের পার্টি অফিস ভেঙেছে। কর্মীদের ধমকানো-চমকানো চলছে। বিজেপি চাইছে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে ক্ষমতা দখল করবে।'

স্থানীয় এক বাসিন্দা জানান, 'ভোট আসলেই বোমাবাজি। কয়েক বছর ধরে এই ঘটনা ঘটছে। স্কুলের সমানে বোমা উদ্ধার নিন্দনীয়। আমরা সবাই আতঙ্কে আছি। এগুলো মোটেও কাঙ্খিত নয়, এর একটা বিহিত হওয়া উচিৎ।'

one year ago


School: ভাগাড়ের মধ্যেই বাচ্চাদের স্কুল, মিড ডে মিল! অসহনীয় অবস্থায় ব্যান্ডেলের এক প্রাথমিক স্কুল

ভাগাড় পেরিয়ে স্কুল (school), বলা চলে ভগাড়ের মধ্যেই স্কুল। পচা দুর্গন্ধে টেকা দায়, তার মধ্যেই চলছে ছোটোদের স্কুল ও মিড ডে মিল (Mid day meal)। অভিযোগ জানানো হয়েছে একাধিক জায়গায়। তবে সুরাহার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিধায়ক (MLA)। কবে মিলবে সুরাহা জানা নেই কারও। এমনই ঘটনা হুগলির (Hooghly) ব্যান্ডেল বিদ্যামন্দির নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের সামনে।

এই বিদ্যালয়ের সামনেই আবর্জনার স্তুপ। দীর্ঘদিন ধরে নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ, তবে তার মধ্যেই চলছে স্কুল। বৃষ্টি হলেই নোংরা জল রাস্তায় নেমে আসে, আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়ায়। এর মধ্যেই চলে বিদ্যালয়ের পঠন পাঠন থেকে মিড ডে মিল খাওয়া।অভিভাবকদের অভিযোগ, বাচ্চারা অনেক সময় অসুস্থ হয়ে পড়ছে। বিদ্যালয়ে তারা খেতে চায় না। ইতিমধ্যেই স্কুল ছাড়িয়ে বাচ্চাদের অন্য স্কুলে নিয়ে চলে যাবেন বলেও ঠিক করেছেন কয়েকজন। দীর্ঘদিন ধরে এই ধরনের আবর্জনার মধ্যেই চলছে স্কুলে পঠন পাঠন।

এই বিষয়ে প্রধান শিক্ষিকা সীমা বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর স্কুলে প্রায় সাড়ে তিনশো বাচ্চা পড়ে। স্কুলে শিক্ষক শিক্ষিকা ১২ জন। শ্রেণীকক্ষের অভাব রয়েছে। স্কুলের সামনে জলা জমি রয়েছে, সেখানে আগাছায় ভরে থাকে। সাপের ভয় থাকে। কোনও সীমানা না থাকায় কয়েকবার চুরিও হয়েছে। স্কুলে বসানো হয়েছে সিসি ক্যামেরা। প্রশাসনকে জানানো হয়েছে যদি ভরাট করে দেওয়া হয় বাচ্চারা খেলতে পারে। কিন্তু সেটা করা হয়নি। পরে পঞ্চায়েত ও ব্লক প্রশাসন থেকে আবর্জনা ফেলে নিচু জমি ভরাট করবে বলা হয়। সেই কাজ তিন মাসে শেষ করার কথা ছিল। গরমের ছুটিতে কাজ শেষ হলে ভালো হত। কিন্তু না হওয়ায় সমস্যা হচ্ছে। এইরকম অস্বাস্থ্যকর পরিবেশে বিদ্যালয় চালানো যায় না।

চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, 'জমিতে এই স্কুল খুবই নিচু জায়গায় অবস্থিত। এক সময় জলে ডুবে থাকত এই জমি। সরকারি খরচে নতুন ঘর তৈরি করে সেখানে স্কুল চালানো হচ্ছে। বাচ্চাদের খেলাধুলার পথ নেই। তবে অস্বাস্থ্যকর পরিবেশে স্কুল চলছে, সেটা আমি জানতাম না। এপর স্কুলে গিয়ে দেখব, তারপর যা ব্যবস্থা নেওয়ার নেব।" 

2 years ago