Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Ballyganj

Cash: এবার বালিগঞ্জে কোটি টাকার হদিশ! কয়লা-কাণ্ডের অভিযানে নেমে সাফল্য ইডির

খাস কলকাতায় ফের নগদ টাকা উদ্ধার (Cash Recover)। ইডি অভিযানে (ED Raid) বালিগঞ্জের এক সংস্থা থেকে উদ্ধার হয়েছে এক কোটি টাকারও বেশি। বুধবার সন্ধ্যায় এই নগদ গুণতে আনা হয়েছিল টাকা গোনার মেশিন। জানা গিয়েছে, সন্ধ্যা পেরিয়ে গেলেও চলেছে টাকা গোনার কাজ। এমনকি এই অভিযানে কেন্দ্রীয় সংস্থার উচ্চপদস্থ কর্তারা নেতৃত্ব দেন। অভিযোগ, কয়লা-কাণ্ডের (Coal Case) কালো টাকা ঘুরে এই সংস্থার মাধ্যমে সাদা করা হয়েছে। একাধিক জায়গায় বিনিয়োগ হয়েছে সেই অর্থ।

জানা গিয়েছে, ইডির ১২-১৩ জন কর্তারা মনজিত সিং জিততার খোঁজে আসেন তদন্তকারী অফিসাররা। মনোজিতকে না পেয়ে বিক্রম শিখারিয়া নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে ইডি। কোথাও টাকা লুকনো রয়েছে কিনা সেই খোঁজেও কেন্দ্রীয় সংস্থা।  পাশাপাশি সংস্থার অ্যাকাউন্ট সংক্রান্ত নথি খতিয়ে দেখছেন কেন্দ্রীয় সংস্থা। ইডি সূত্রে খবর, কয়লা পাচারকাণ্ডে বিভিন্ন সাক্ষীর বয়ান, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি ঘেঁটে এই বেসরকারি সংস্থার খোঁজ পাওয়া গিয়েছে। খোঁজ মিলেছে এমন আরও একাধিক সংস্থার।

one year ago
Puja: সুব্রতর বালিগঞ্জে ফার্ন রোডের দুটি জগদ্ধাত্রী পুজো! বিধায়ক বনাম কাউন্সিলর দ্বন্দ্ব?

সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) মৃত্যুর পর বালিগঞ্জ (Ballyganj) ফার্ন রোডে আড়াআড়ি ভাবে বিভক্ত জগদ্ধাত্রী পুজো (Jagaddhatri Puja)। এমনটাই নাকি বলছেন স্থানীয়রা। তৃণমূল (TMC) বিধায়ক বাবুল সুপ্রিয় বনাম স্থানীয় কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়। বিজয়া সম্মেলনের পর এবার জগদ্ধাত্রী পুজো ঘিরেও ফার্ন রোডে চাপানউতোর। এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা জগদ্ধাত্রী পুজোর সভাপতি কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়। তবে এ বছর ফার্ন রোড জুড়ে নতুন একটি পোস্টার-ফার্ন রোড সর্বজনীন শ্রীশ্রী জগদ্ধাত্রী পুজো কমিটি। যার প্রধান পৃষ্ঠপোষক দেবাশীষ কুমার এবং সভাপতি বাবুল সুপ্রিয়। 

কিন্তু একই এলাকায় দুটি পুজো ঘিরে চরমে তরজা। দ্বন্দ্ব যে ক্রমশ চওড়া, তা এলাকায় গিয়ে স্পষ্ট বোঝা গিয়েছে। বাবুল সুপ্রিয়র অনুগামীরা একই পুজো কমিটির নাম দিয়ে গড়িয়াহাটের ব্রিজের তলায় একটি ম্যাটাডোরকে মণ্ডপ হিসেবে সাজিয়ে তুলে, সেই গাড়িতে প্রতিমা এনে রেখেছে। বিধায়ক বাবুল এই পুজোর উদ্বোধন করেন। স্থানীয় ক্লাবে গিয়ে ক্যারম খেলতে দেখা গিয়েছে তাঁকে।

এদিকে সুব্রত মুখোপাধ্যায়ের উদ্যোগে ৬৮ নম্বর ওয়ার্ডে একটি জগদ্ধাত্রী পুজো চালু হয়েছিল। সেই পুজো কমিটির নাম ফার্ন রোড সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি। এলাকার দাপুটে তৃণমূল নেতার মৃত্যুর পর সেই পুজোর দখল ঘিরে কি এই রাজনীতি?

2 years ago