Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

BallisticMissile

Agni Prime: শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে আসছে 'অগ্নি প্রাইম', পরীক্ষায় সফল ব্যালিস্টিক মিসাইল

ফের এক সাফল্য আসল দেশে! এক নতুন প্রজন্মের ব্য়ালিস্টিক ক্ষেপণাস্ত্র (Ballistic Missile) 'অগ্নি প্রাইম' (Agni Prime) সফলভাবে পরীক্ষা করা হল। বুধবার, ৭ জুন সন্ধ্যার দিকে ওড়িশার ড. এপিজি আব্দুল কালাম দ্বীপ থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে এটি। জানা গিয়েছে, এই মিসাইলটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার পাশাপাশি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতেও সক্ষম। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেনের (DRDO) তরফে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে।

জানা গিয়েছে, অগ্নি প্রাইম-এর পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় সমস্ত মাপকাঠি পূরণ হয়েছে। প্রাথমিক পর্যায়ে অগ্নি প্রাইম-এর তিনবার সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। এবারই প্রথম রাতের অন্ধকারেও এর উৎক্ষেপণ করা হয়েছে, আর তাতেও সফল হয়েছে ক্ষেপণাস্ত্রটি।  অর্থাৎ অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রটি রাতের অন্ধকারেও শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। এটি খুব শীঘ্রই সামরিক বাহিনীতেও অন্তর্ভুক্ত হতে চলেছে। ফলে ভারতের অস্ত্রভাণ্ডার আরও বেশি শক্তিশালী হয়ে উঠতে চলেছে।

কেন্দ্রীয় সরকারের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, নয়া প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি প্রাইমের প্রথম নৈশকালীন উৎক্ষেপণের সাক্ষী থাকতে ডিআরডিওয়ের শীর্ষ আধিকারিক এবং সামরিক বাহিনীর শীর্ষকর্তারা হাজির ছিলেন।  এছাড়াও এই সফলে উৎক্ষেপণের জন্য ডিআরডিও এবং সামরিক বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

11 months ago