Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Baleshwar

Express: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় বালেশ্বরের রেল কর্মীদের জেরা সিবিআইয়ের

করমন্ডল এক্সপ্রেস (Coromandel Express) দুর্ঘটনায় এখন অবধি মৃত্যু (Death) হয়েছে ২৭৫ জনের। প্রাথমিকভাবে রেলের সুরক্ষা বিভাগীয় কমিশনারের দলীয় রিপোর্ট অনুযায়ী সিগনালিং বিভ্রাটের জন্যই এই দুর্ঘটনা। এরপর অবশ্য ঘটনাস্থল থেকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই দুর্ঘটনার পিছনে অন্তর্ঘাত বা নাশকতার ছক দেখেন। এরপর তিনি এ ঘটনায় তদন্তের জন্য সিবিআই (CBI) সুপারিশ করেন।

প্রাথমিকভাবে তদন্ত নেমে সিবিআই আধিকারিকরা খড়গপুর ডিভিশনের সমস্ত উচ্চ আধিকারিকদের নিয়ে প্রাথমিক বৈঠকে বসেছিলেন। এরপর গতকাল অর্থাৎ বুধবার বালেশ্বরের সমস্ত রেল কর্মী, ইন্টারলকিং, লকম্যান, গেটম্যান সবাইকে জেরা করেন সিবিআই-এর একটি দল। পাশাপাশি তাঁরা বুধবার ফের ওই ঘটনাস্থল পরিদর্শনে যান।

ওদিকে দুর্ঘটনার পর বুধবারই প্রথম আপ করমন্ডল এক্সপ্রেসের চাকা গড়ায়। সঠিক টাইমেই বাহানাগা বাজার অর্থাৎ দুর্ঘটনাস্থল পেরোয় শালিমার থেকে ছাড়া আপ করমন্ডল এক্সপ্রেস।

11 months ago
Indore: মন্দিরে পুজো দিতে গিয়ে ৫০ ফুট গভীর কুয়োয় পড়ে গেলেন ৩০ পুণ্যার্থী, মৃত ৪

৫০ ফুট নীচে কুয়োর মধ্যে পড়ে যায় প্রায় ৩০ জন পুণ্যার্থী। ঘটনার জেরে মৃত্যু হয় ৪ জন পুণ্যার্থীর। বালেশ্বর (Baleshwar Temple) মন্দিরে পুজো দিতে গিয়েই ঘটে এই দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরে। মূলত মন্দির চত্বরে থাকা একটি কুয়োর ছাদ ভেঙেই ঘটে এই বিপত্তি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিস উপস্থিত হয়েছে। 

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালেই ঘটে এই ঘটনা। রামনবমী উপলক্ষে বালেশ্বর মহাদেব মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন অসংখ্য মানুষ। ফলে একসঙ্গে প্রচুর পুণ্যার্থী কুয়োর দুর্বল ছাদের উপর উঠে পড়েছিলেন। ভার সহ্য করতে না পেরে ৩০ জন পুণ্যার্থীকে নিয়ে হুড়মুড়িয়ে ৫০ ফুট নীচে আছড়ে পড়ে ওই ছাদটি। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মন্দিরের যজ্ঞ দেখার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। মন্দিরের ভিতরে একটি কুয়ো রয়েছে। সেই কুয়োর মুখে কংক্রিটের ছাউনি দিয়ে ঢেকে রাখা হয়েছিল। কিন্তু তা অত্যন্ত পুরনো এবং দুর্বল হয়ে পড়ায় এই ঘটনা। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, কংক্রিটের চাঙড়ের নীচে বেশ কিছু লোক চাপা পড়েছেন।

পুলিস সূত্রে খবর, ইতিমধ্যেই ২ শিশু-সহ মোট ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের হাসপাতালেও পাঠানো হয়েছে। তবে বাকিদের উদ্ধারের জন্য ডাকা হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। তবে এই ঘটনায় দুঃখপ্রকাশ করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, উদ্ধারের শুরু হয়ে গিয়েছে। বেশ কয়েক জনকে উদ্ধারও করা হয়েছে। বাকিদেরও দ্রুত নিরাপদে বার করে আনা হবে।

one year ago