Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Bahanaga

Bahanaga: ওড়িশার বাহানাগা বাজারে দাঁড়াবে না কোনও ট্রেন, জানুন কেন!

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওড়িশার (Odisha) বাহানাগা (Bahanaga) স্টেশনে কোনও ট্রেন (Train) দাঁড়াবে না। ফলে, যাত্রীরা ওই স্টেশন থেকে ট্রেনে উঠতে বা নামতে পারবেন না। রেলের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। বালেশ্বরের বাহানাগা স্টেশনে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার প্রায় ১০ দিন পেরিয়ে গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই। পাশাপাশি রেল সুরক্ষা কমিশনের তরফেও তদন্ত চলছে।

এদিকে ট্রেন না দাঁড়ানোর নির্দেশিকায় সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, কবে এই ঘটনার তদন্ত শেষ হবে সেবিষয়ে কোনও নির্দিষ্ট তথ্য নেই। ফলে যাতায়াতের ক্ষেত্রে তাঁদের সমস্যায় পড়তে হবে। ঘটনার তদন্তভার নিয়েই খড়গপুরে পৌঁছেছিলেন সিবিআই আধিকারিকরা। সেখানে বেশ কয়েকজন রেলকর্মীর সঙ্গে কথা বলেন। পাশাপাশি বাহানাগা স্টেশনে পৌঁছেও পুরো ঘটনাস্থল খতিয়ে দেখেন।

তবে ঘটনার ২দিন পরেই রেলের তরফে একটি প্রাথমিক রিপোর্ট জমা করা হয়। তাতে সিগন্যালিং ব্যবস্থার ভুলের জন্যই দুর্ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।

11 months ago
CBI: করমণ্ডল কাণ্ডে প্রশ্ন অনেক, উত্তর খুঁজতে বাহানাগায় সিবিআইয়ের ১০টি দল

বাহানাগায় (Bahanaga) সিবিআই (CBI)। বালেশ্বরের দুর্ঘটনাস্থলে (Accident) হাজির হলেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা। গত শুক্রবারের দুর্ঘটনায় ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সোমবার থেকেই তদন্ত শুরু করেছে সিবিআই। মঙ্গলবারই তারা হাজির হলেই ঘটনাস্থলে। কী ভাবে দুর্ঘটনা হয়েছে, তা নিয়ে দ্বন্দ্ব এখনও চলছে। রেলের দাবি সঙ্গে মিলছে না প্রত্যক্ষদর্শী এবং উদ্ধারকারীদের বয়ান। সবার বয়ান রেকর্ড করা হবে বলেই জানিয়েছে সিবিআই।

মঙ্গলবার সকালে ঘটনাস্থলে হাজির হন ১০ জনের দল। ইতিমধ্যেই বেশ কিছু জায়গা থেকে নমুনা সংগ্রহ করেছেন তারা। গত কয়েকদিন ধরেই রেলের তরফে দাবি করা হয়েছে, ইতিমধ্যেই তারা মূল কারণ চিহ্নিত করে ফেলেছে। এরমধ্যেই ভিন্ন মত দেখা দিয়েছে দুই ট্রেনের চালকের বয়ানে। যশবন্তপুরের আহত চালক দাবি করেছিলেন, দুর্ঘটনার সময় দুটি ট্রেন পাশাপাশি ছিল। কিন্তু সোমবার তার ঠিক উল্টো দাবি করেন করমণ্ডলের চালক। তাঁর দাবি, মনে হয় তাঁর গাড়ি লুপ লাইনে চলে গিয়েছিল।

এদিকে বালেশ্বরের দুর্ঘটনায় ইতিমধ্যেই বেশ কিছু লুঠের অভিযোগ উঠছে। বালেশ্বরের হাসপাতালে এখনও অনেক দেহ পড়ে রয়েছে, যাদের পরিচয় জানা যাচ্ছে না।

11 months ago