
সগৌরবে চলিতেছে রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila) অভিনীত সিরিজ 'অ্যালেন স্বপন'। অভিনয় জগতে মিথিলার জনপ্রিয়তা বেশ। হাতে তাঁর সারা বছরই কাজ থাকে। তবে ব্যস্ত শিডিউলের মাঝে ভুলে যান না মায়ের কর্তব্য। সম্প্রতি কিছুটা অবসর পেয়েছেন মিথিলা। অন্যদিকে মেয়ে আইরার (Ayra) গরমের ছুটি চলছে। তাই মেয়ের সঙ্গে সময় কাটাতে সুদূর রোম (Rome) উড়ে গেলেন। সামাজিক মাধ্যমে মিথিলা বেশ কিছু ছবি শেয়ার করেছেন।
ইনস্টাগ্রামে নিজের এবং মেয়ের বেশ কিছু ছবি আপলোড করেছেন মিথিলা। অভিনেত্রীকে দেখা গিয়েছে, কার্গো প্যান্ট এবং ক্রপ টপে, একেবারে ক্যাজুয়াল পোশাকে। অন্যদিকে আইরাকে দেখা গিয়েছে সাদা পোশাকে। ছবিগুলি আপলোড করে মিথিলা লিখেছেন, 'আমাদের রোমান ছুটির দিন'। রোমের কলোসিয়াম অ্যাম্ফিথিয়েটার গিয়েছিলেন তাঁরা। সেই ছবি দেখা গিয়েছে সামাজিক মাধ্যমে। তবে মেয়ের সঙ্গে মিথিলার রোম সফর শেষ হচ্ছে না এই ছবিতে। আরও ছবি আসছে, সেই ইঙ্গিত দিয়েছেন তিনি সামাজিক মাধ্যমে।
মিথিলা তাঁর অভিনয়ের জন্য দুই বাংলাতেই জনপ্রিয়। তবে তাঁর আরও একটি পরিচয় রয়েছে এই বাংলায়। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ঘরণী মিথিলা। যদিও সন্তান আইরার বাবা বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান। ২০০৬ সালে তাহসানকে বিয়ে করেছিলেন মিথিলা। তবে ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। ২০১৯ সালে পরিচালক সৃজিতের সঙ্গে বিয়ে করেন মিথিলা।
মেসেজে খুনের হুমকি! হুমকির মেসেজ পেলেন শিবসেনা (উদ্ধব)-এর সাংসদ সঞ্জয় রাউত। মেসেজে লেখা, ‘মুসেওয়ালার মতো হাল করব তোর। দিল্লিতে যদি দেখতে পাই, তা হলে একে-৪৭ দিয়ে গুলি করে মারব। সলমন আর তুই ফিক্স।’ তবে ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত করছে পুলিস। জানা গিয়েছে, দিন কয়েক আগেই অভিনেতা সলমন খানকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। অভিযোগ উঠেছিল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে। এমনকি ১৮ মার্চ অভিনেতাকে হুমকি দিয়ে একটি ইমেলও পাঠানো হয়। তাই পুলিসের অনুমান, এই হুমকির বার্তাও পাঠিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং।
এই প্রসঙ্গে সঞ্জয় রাউতের দাবি, এর আগেও একাধিকবার হুমকি বার্তা পেয়েছেন তিনি। মহারাষ্ট্রে নতুন সরকার গঠনের পর তাঁর নিরাপত্তা সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ রাউতের। শুক্রবারও হুমকি পেয়েছেন তিনি। এমনকি পুলিসকে এবিষয়ে জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, 'এ বিষয়ে আমি কাউকেই চিঠি লিখে জানাইনি। একজন মুখ্যমন্ত্রীর পুত্র আমার উপর হামলার করার ষড়যন্ত্র করছেন। সত্যটা কী, আমি জানি।'
তবে প্রাথমিক তদন্তে পুলিস জানায়, যে ব্যক্তি এই মেসেজ পাঠিয়েছে তিনি পুণের বাসিন্দা। তবে অভিযুক্তকে এখনও চিহ্নিত করা যায়নি। তবে অভিনেতা সলমনের সেই হুমকি ইমেল বার্তার সঙ্গে সাংসদ রাউতকে পাঠানো মেসেজ খতিয়ে দেখছে পুলিস।