
বেশ কিছুটা সময় পেরিয়েছে ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান (Sikhar Dhawan) এবং তাঁর স্ত্রী আয়েশা মুখোপাধ্যায় (Ayesha Mukherjee) জীবনে। দুজনেই পথ আলাদা করেছেন। তাঁদের সম্পর্কে চিড় ধরেছে, এই গুজব উঠেছিল আগেই। যদিও তাঁরা দু'জন জনসমক্ষে কিছু বলেননি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে নীরবতা ভাঙলেন ধাওয়ান। তিনি বলেছেন, কীভাবে তিনি এবং তাঁর স্ত্রী বিচ্ছেদের পথ বেছেছেন। আবারও কী বিবাহবন্ধনে (Remarriage) আবদ্ধ হবেন শিখর? এই প্রশ্নের উত্তরও দিয়েছেন।
সাক্ষাৎকারে শিখর ধাওয়ান বলেছেন, তিনি বিবাহে 'ব্যর্থ' হয়েছেন। যদিও এই বিচ্ছেদে তিনি কারও দিকে আঙ্গুল তুলতে চান না, কারণ বিচ্ছেদের সিদ্ধান্ত তাঁর নিজের। তিনি বলেন 'আমি ব্যর্থ হয়েছি কারণ বিয়ের ময়দান আমার পরিচিত ছিল না। ২০ বছর আগে আমি বিয়ে সম্বন্ধে কিছুই জানতাম না। অভিজ্ঞতার সঙ্গে এই শিক্ষা আসে।' শিখর এবং আয়েশার বিবাহবিচ্ছেদ এখনও সম্পূর্ণ হয়নি। জীবনের এই পর্যায়ে এসে তিনি কতটা প্রস্তুত আরও একবার ছাদনাতলায় যেতে? সেই বিষয়ে জানিয়েছেন।
ধাওয়ান ইন্টারভিউতে বলেছেন, 'বর্তমানে আমার বিচ্ছেদ মামলা চলছে। আগামীকাল যদি আমাকে আরও একবার বিয়ে করতে হয়, আমি সেই বিয়েতে আরও বেশি অভিজ্ঞ হয়ে যাব। আমি বুঝে যাব আমার কেমন জীবনসঙ্গী প্রয়োজন, যার সঙ্গে আমি সারা জীবন কাটাতে পারব।' তিনি আরও বলেন, 'আগে যখন আমি প্রেমে পড়েছিলাম তখন লাল পতাকাগুলো দেখতে পায়নি। কিন্তু আজ যদি আমি প্রেমে পড়ি তাহলে অবশ্যই সেই লাল পতাকাগুলো দেখতে পাব।'
এখানেই শেষ নয়, ধাওয়ান নিজের অভিজ্ঞতা থেকে সকলকে বার্তা দিয়েছেন, 'সম্পর্কে গেলে অভিজ্ঞতা অর্জন করতে হবে। বুঝতে হবে, সে সঙ্গীর সান্নিধ্য উপভোগ করছে কিনা।'